Tuesday, May 10, 2022

ডিগ্রি

এক ছেলে বিশাল বিশাল ডিগ্রি নিয়ে দেশে বেড়াতে এল।
তার বাবা অনেক খুঁজে ওর জন্য একটা ডাব কিনে আনলেন। 
অনেক খুঁজেও কোথাও ডাব খাওয়ার ইনস্ট্রাকশন না পেয়ে ছেলেটি ডাবটি সরিয়ে রাখল।
বাবা তখন ওর সার্টিফিকেটগুলো ওর দিকে ঠেলে দিলেন।
অবাক হয়ে ছেলেটি বাবাকে জিজ্ঞেস করল
- আমি এত কষ্ট করে এগুলো অর্জন করলাম আর তুমি সেটা দেখলে না?
- যে ডিগ্রি তোমার সাধারণ জ্ঞান ব্যবহারের পথে বাধা হয়ে দাঁড়ায় সেটা দিয়ে তোমারই বা কী লাভ হবে আর সেটা দেখে আমারই বা কী লাভ হবে?

দুবনা, ১১ মে ২০২২

No comments:

Post a Comment