Tuesday, November 30, 2021

ভেরেন্ডা

মনে বড়ই ভেরেন্ডা ভাজিবার সাধ জাগিল। কিন্তু হাতের কাছে কোন ভেরেন্ডার টিকিটির দেখা না পাইয়া অতঃপর ফেসবুকের নরম বুকেই মনের ভাব উজাড় করিয়া দিলাম।

দুবনার পথে, ৩০ নভেম্বর ২০২১

Monday, November 29, 2021

স্বপ্ন

আজকাল স্বপ্নগুলো ঠিক স্পষ্ট করে দেখতে পাই না। মনে হয় এখন থেকে চশমা পরে ঘুমুতে যেতে হবে।
মস্কো, ৩০ নভেম্বর ২০২১

ট্রেনিং


ভোগবাদ সম্পর্কে আপনার কি মতামত?
এটা তো খুব ভাল আইডিয়া। স্বর্গের জন্য স্কিলড ওয়ার্কার তৈরি করে। তৃতীয় বিশ্বের দেশগুলো যেমন ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়ার জন্য নিজেদের খরচে বিশেষজ্ঞ তৈরি করে দেয়, ঠিক তেমনি ভাবে ভোগবাদি সমাজ স্বর্গের আরাম আয়েশের ব্যাপারে মর্ত্যের লোকদের ভোকেশনাল কোর্স করিয়ে দেয়। খুব প্র্যাকটিক্যাল। 

মস্কো, ২৯ নভেম্বর ২০২১

Sunday, November 28, 2021

বিশ্ববিদ্যালয়


আজকাল জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপনের হিড়িক পড়ে গেছে। এটা অনেকটা বড় মানুষের পাশে দাঁড়িয়ে ছবি তুলে নিজের গুরুত্ব বাড়ানোর মত। বিশ্ববিদ্যালয় নিঃসন্দেহে জেলার গুরুত্ব বাড়ায়, কিন্তু বিশ্ববিদ্যালয়ের কাজ জেলার গুরুত্ব বাড়ানো নয়, জ্ঞান দান করা। আর সেটা না হলে জেলা তো বটেই শিক্ষা প্রতিষ্ঠানও তার গুরুত্ব হারায়।

মস্কো, ২৯ নভেম্বর ২০২১


মা দিবস


সকালে ঘুম ভাঙলো মনিকার ফোনে

পাপা তুমি বাসায়?
হুম। কি হয়েছে?
আমি মা'র জন্য কেকের অর্ডার দিয়েছি। কুরিয়ার দশ মিনিট পরে আসবে। নিয়ে নিও।
আচ্ছা। 

গুলিয়াকে বলায় জিজ্ঞেস করল

কী ব্যাপার? হঠাৎ কেক?
আমি কোত্থেকে জানব?

গুলিয়া কুকুর নিয়ে চলে গেল ডাক্তার দেখাতে। আমি অপেক্ষায় রইলাম মনিকার ফোনের। কুকুরদের জন্য কলিং বেল অফ আমাদের বাসায়। 

কেক এনে দেখলাম কিয়েভস্কি। গুলিয়ার পছন্দের। ভাবলাম এ কারণেই হয়তো পাঠিয়েছে। 

আবার মনিকার ফোন

পেলে?
হুম।
আজ মা দিবস। তাই মা'কে পাঠালাম।
মা'কে বলেছিস?
মামা ক্লিনিকে। ফোন করেছিলাম।

কিছুক্ষণ পরে গুলিয়া বাসায় ফিরল। 

মনিকা মা দিবসে কেক পাঠাল। তুমি কি দেবে?
বারে তুমি তো ওর মা। আমি এখানে কেন আসছি?
যাকগে তুমি আমার কাছে কিছু টাকা পাও ওখান থেকে দু হাজার কেটে রাখছি।

মস্কোর পথে, ২৮ নভেম্বর ২০২১

লাইক না লাই


গাধা কিন্তু বোঝে না যে আপনি লাইক দিয়ে আসলে ওকে নিয়ে হাসাহাসি করছেন। উল্টো ‌ও এটাকে নিজের বুদ্ধিমত্তার প্রতি আপনার অনুমোদন হিসেবে নিয়ে দ্বিগুণ উদ্যমে বোকামি ছড়িয়ে বেড়ায়। 

দুবনা, ২৮ নভেম্বর ২০২১

প্রশ্ন

লিটন সেঞ্চুরি করল। ফেসবুক নীরব। পাকিস্তানের ৯ উইকেট পড়ে গেল। চারিদিকে কবরের মত নিস্তব্ধতা। সবাই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলল নাকি? 

দুবনা, ২৮ নভেম্বর ২০২১

Friday, November 26, 2021

কথা

ছোট্ট রাজপুত্র বইয়ে সেন্ট এক্সুপেরি রাজপুত্রের মুখ দিয়ে বলিয়েছেন, "যাদের তুমি বশ করেছ তাদের কাছে তুমি দায়ী।" বড় মানুষ বা বড় দেশ সেসবের ধার ধারে না। তাই তো গণতন্ত্রের আশ্বাসে বিশ্বাসী আফগান বা ইরাকীদের কিছু না বলেই চলে যাওয়া যায়। ঈশ্বর নিজেই কথা রাখেন না, মানুষের আর দোষ কী?

দুবনা, ২৭ নভেম্বর ২০২১

গোঁড়ায় গলদ


বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে টি-২০ ম্যাচে একদল দর্শকের পাকিস্তানকে সমর্থন করা ও পাকিস্তানি পতাকা ব্যবহার করা নিয়ে বিভিন্ন মধ্যমে অনেক লেখালেখি হল। একাত্তরের গণহত্যার পরিপ্রেক্ষিতে প্রশ্ন ওঠাটা স্বাভাবিক।
গত কয়েকদিন যাবত ফেসবুকে প্রাথমিক বিদ্যালয়ের গণিত বইয়ের কিছু অংশ অনেকেই পোস্ট করেছে। সেখানে আছে জেহাদের কথা, আছে মসজিদে নামাজ পড়ার কথা আর আছে রোজা রাখার কথা। সেটা যদি ধর্ম বইতে থাকত এ নিয়ে কোন কথা ছিল না। গণিত বিজ্ঞানের অবিচ্ছেদ্য অঙ্গ, গণিত পদার্থবিদ্যার ভাষা। বিশ্বাস নয়, যুক্তিই গণিতের মূল কথা। আর ধর্ম কী? অন্ধবিশ্বাস, প্রশ্ন না করে নিজেকে সমর্পণ। তাই গণিত বইয়ে এ ধরণের টেক্সট পরস্পরবিরোধী। তাছাড়া লেখাপড়ার উদ্দেশ্য তো প্রশ্ন করতে শেখানো, এর উদ্দেশ্য যুক্তিবাদী মানুষ গড়ে তোলা, দেশপ্রেমিক মানুষ গড়ে তোলা। বাংলাদেশ ইসলামী বিশ্বের ছোট্ট একটা অংশ মাত্র। সমস্ত কিছুতে এ ধরণের ইসলামীকরণ শিশুদের দেশের চেয়ে তাই ইসলামকেই বেশি ভালবাসতে শেখাবে। ২০১৫ সালে আবুধাবীতে নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে গেছিলাম এক ট্রিপে। সেখানে কর্মরত তুরস্কের এক শিক্ষক বললেন আরবরা ওদের ঠিক মুসলমান মনে করে না। পাকিস্তানীরাও আমাদের সঠিক মুসলমান মনে করত না। সৌদিরা আমাদের তো বটেই, এমনকি ভারত বা পাকিস্তানীদের তাদের সমান মুসলমান বলে মনে করে না। ভারতবর্ষের মুসলমান সেই খেলাফতের সময় থেকেই তুরস্ক বা আরবদের রাজার আসনে বসিয়ে রেখেছে আর ওদের চোখে আমরা সব সময়ই ছিলাম প্রজা, উপেক্ষার পাত্র। আরব বিশ্বে আমাদের শ্রমিকদের অবস্থা সেটা বার বার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। তাই ইসলামী শিক্ষায় শিক্ষিত তরুণ সমাজ যদি বাংলাদেশের চেয়ে পাকিস্তানকে বেশি ভালবাসে, সে দোষ কি তাদের নাকি শিক্ষা মন্ত্রণালয়ের? আসলে না গণিত, না ধর্ম - কোন বইয়েই এ ধরণের টেক্সট, যা মানুষে মানুষে ভেদাভেদ তৈরি করে সেটা থাকা উচিৎ নয়।

আর যদি রাখতেই হয় তাহলে মুজাহিদের পরিবর্তে মুক্তিযোদ্ধা বলাই কি সঠিক নয়? অন্তত তাতে ছেলেমেয়েরা একাত্তর সম্পর্কে কিছুটা হলেও জানতে পারবে। একই ভাবে আসতে পারত শহীদ মিনারের কথা। শুধুমাত্র মুক্তি যুদ্ধের চেতনার কথা মুখে বললেই হবে না, সমস্ত কাজকর্মে, শিক্ষাদীক্ষায় এসব প্রকাশ করাও সত্যকারের দেশপ্রেমিক সরকারের দায়িত্ব।

দুবনা, ২৬ নভেম্বর ২০২১

Thursday, November 25, 2021

ছোট বড়

 

ছোট কোম্পানির বড় অফিসার হওয়ার চেয়ে বড় কোম্পানির ছোট অফিসার হওয়ার অনেক সময় বেশি আকর্ষণীয়। তবে রাজনীতির ক্ষেত্রে উল্টোটাই বেশি ঘটে। আর এ থেকে জন্ম নেয় নামসর্বস্ব সব দল।

দুবনা, ২৫ নভেম্বর ২০২১

Wednesday, November 24, 2021

সমস্যা

কেউ যখন নিজের সমস্যা সমাধানে অপারগ বা অনিচ্ছুক হয় অথবা নিজের ভুল স্বীকার করার মত সাহসী না হয় সে তখন হয় ঈশ্বরের কাঁধ বা বলির পাঁঠা খোঁজে।

দুবনা, ২৪ নভেম্বর ২০২১ 

Tuesday, November 23, 2021

প্যারাডক্স

ধর্মের ব্যাপারে আমরা প্রচণ্ড রকম অধৈর্য হলেও দুর্নীতির ব্যাপারে আমরা অসীম ধৈর্যশীল। প্যারাডক্স!

দুবনা, ২৩ নভেম্বর ২০২১ 

ভ্রম


সেদিন মস্কোয় সামনে এক লোককে দেখে একটু কৌতূহলী হয়ে উঠলাম। মাথায় পাগড়ি আর এক মুখ কালো দাড়ি দেখে ভাবলাম নিশ্চয়ই শিখ। একটু কাছে এলে দেখলাম ওটা পাগড়ি নয়, ঐ ফ্যাশনের টুপি আর মুখে ঘন দাড়ি নয় কালো রঙের মাস্ক। একেই বলে চোখের মাথা খাওয়া। 

দুবনা, ২৩ নভেম্বর ২০২১

Sunday, November 21, 2021

ঠিক বেঠিক


- আচ্ছা, লোকজন এত ধর্মকর্ম করে আবার টাকার পেছনে দৌড়ায়, এটা কি ঠিক?
- বেঠিকের তো কিছু দেখছি না। স্বর্গে তো শুধু ভোগ আর ভোগ। এখানে থেকেই সেটা শিখে না গেলে দেবতাদের সামনে বেইজ্জতি হতে হবে না? আজকাল সবাই প্র্যাকটিকাল, তাই আগে থেকেই হাতেকলমে শিখে তারপর ওদিকে রওনা হয়। 

মস্কো, ২২ নভেম্বর ২০২১

মীরজাফর

পাকিস্তানের সমর্থক পাকিস্তানের সমার্থক। আমাদের আর যার অভাবই থাক না কেন, মীরজাফরের অভাব কখনোই ছিল না। 

দুবনা, ২১ নভেম্বর ২০২১

শান্তি


বিশ্ব শান্তির জন্য দরকার শান্তিপূর্ণ সহাবস্থান, কিন্তু শক্তিশালী খেলোয়াড়রা চায় শান্তিপূর্ণ সহবাস, সেটাও নিজের টার্মে। ফলে শান্তি তার অবস্থান ত্যাগ করে বাসে চড়ে পালিয়ে যায় অনিশ্চয়তার দিকে।

দুবনা, ২১ নভেম্বর ২০২১


Saturday, November 20, 2021

প্রতিশোধ

চালটা নিজে পুড়ে ওকে সেদ্ধ করার প্রতিশোধ নিল। একেই বলে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা। 

দুবনা, ২০ নভেম্বর ২০২১

মূল্য


- জীবনের মূল্য দিনের পর দিন শুধু কমেই যাচ্ছে। অবস্থা পরিবর্তনের কি কোনই উপায় নেই?
 - সমস্যা যেখানে আছে সেখানে সমাধানও আছে। শর্টকাট পথ হচ্ছে জীবনকে দ্রব্য ঘোষণা করা।

দুবনা, ২০ নভেম্বর ২০২১

Thursday, November 18, 2021

প্রশ্ন

 

ভারত বিভাগের সময় আমাদের দেশের সাধারণ মুসলিম জনতাকে ধর্মের পাশাপাশি তাদের উপর হিন্দু জমিদারদের অত্যাচারের কথা বলেও পাকিস্তানের পক্ষে আনা হয়েছে। ধর্মের পাশাপাশি বলা হয়েছে শোষণের কথা। কিন্তু বাস্তবে আমরা দেখি শোষক শোষণ করার সময় ধর্ম দেখে না। শোষিতের কোন ধর্ম নেই যেমন নেই শোষকের। তাই প্রায়ই প্রশ্ন জাগে যখন সেই মানুষকেই শোষণের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য শোষকের বিরুদ্ধে লড়তে বলা হয় তারা তখন সেভাবে মাঠে নামে না কেন? তাহলে কি বুঝতে হবে ধর্মের নাম না নিয়ে মানুষকে তাঁর অধিকার আদায়ের আন্দোলনে শামিল করা যাবে না।

দুবনা, ১৮ নভেম্বর ২০২১

Tuesday, November 16, 2021

ভয় থেকে ভক্তি?

 

ছোটবেলার সেই রূপকথার গল্পটা মনে আছে যখন এক রাজ্য এক রাক্ষস এসে বাসা বাঁধে আর নিয়ম করে দেয় প্রতিদিন তার দুপুরের খাবারের জন্য একটি করে মানুষ পাঠানোর, অন্যথায় সে রাজ্য উজার করে ফেলবে?
অনেক সময় ইনবক্সে মেসেজ পাই এই ছবি বা এই লেখাটা শেয়ার না করলে অচিরেই আপনি প্রচণ্ড ক্ষতিগ্রস্থ হবেন।
অনেক লোকই তো ঠাকুর দেবতায় বিশ্বাস করে যত না ভালোবেসে তার চেয়ে ভয় থেকে।
আচ্ছা ভয় থেকে যারা বিশ্বাস করে তাদের কি কখনও গল্পের সেই রাক্ষসের কথা মনে হয় না?
হয়তো হয়। কেননা আজ যে নেতাকে ঈশ্বরের মত কেউ ভক্তি করে, যার ভয়ে কাঁপে - সেই নেতার দুর্দিনে তারাই তাকে দূর দূর করে তাড়িয়ে দেয়, তাকে রক্তপিপাসু জানোয়ার বলতেও দ্বিধা করে না। 
 
দুবনা, ১৬ নভেম্বর ২০২১

Monday, November 15, 2021

অবাক কান্ড


আজ ইলেকট্রোডাইনামিক্স ক্লাসের শেষে ছাত্রছাত্রীদের জিজ্ঞেস করলাম
- তোমরা বুঝলে কিছু?
- সব বুঝেছি। - একসাথে বলে উঠল সবাই।
- মালাদৎসি। সাবাস।- বললাম আমি আর সেই সাথে যোগ করলাম - ১৯৮৬ সালে আমি এই সাবজেক্ট পড়তে শুরু করি। এখনও পড়ি, পড়াই। কিন্তু প্রায়ই মনে হয় কত কিছুই যে বোঝা হয়নি। 
ওরা অবাক হয়ে আমার দিকে তাকাল। 
আসলে ছাত্র জীবনে আমিও এমনটাই ছিলাম। বোঝা তখন বোঝা ছিল না। মনে হত পরীক্ষায় পাশের মত জানা হলেই হল। এখন পরীক্ষা নেই। ঠিক নেই যে তা নয়। এখন পরীক্ষার প্রশ্নকারী, উত্তরদাতা, পর্যবেক্ষক সবই আমি আর তাই এই পরীক্ষায় পাশ করা অনেক কঠিন। অজানার দুয়ার খুলে গেলে সবকিছুই কেমন যেন গোল পাকিয়ে যায়।

মস্কো, ১৫ নভেম্বর ২০২১

Sunday, November 14, 2021

জ্ঞান


আজ মস্কো এলাম ইভানের সাথে। ও দুবনা থেকে মস্কো আসবে। কেউ চাইলে অল্প পয়সায় লিফট দেবে। বেশ মিশুক। জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করেছে। কসমোলজির প্রতি বেশ আগ্রহ। বিগ ব্যাং, সিঙ্গুলারিটি, ধর্ম, রাজনীতি, অন্য কোথাও প্রাণীর অস্তিত্বের সম্ভবনা ইত্যাদি অনেক বিষয়ে আলাপ হল।

আমি আগে গির্জায় যেতাম। এখন যাই না। এথেইস্ট। আপনি?

আমি এ নিয়ে ভাবি না। কারণ বিশ্বাস আর অবিশ্বাস দুটোই বিশ্বাস। অন্ধবিশ্বাস আর লজিক দু'টো ভিন্ন ক্যাটাগরি। তাই এ নিয়ে তর্ক সময়ের অপচয়।

সেটা অবশ্য ঠিক।

কোন কিছুতে অন্ধবিশ্বাসই ধর্ম আর প্রশ্ন করা বিজ্ঞান। 

জ্ঞান কী?

এর অনেক সংজ্ঞা। তবে আজকে আলাপে আলাপে যেটা মনে হল সেটা এরকম - জ্ঞান হল সেই অন্তহীন ভাণ্ডার যা অজ্ঞতা সম্পর্কে আমাদের চোখ খুলে দেয় আর সঠিক প্রশ্ন করে নতুন নতুন সত্যকে জানার ক্ষমতা সৃষ্টি করে। 

মস্কো, ১৪ নভেম্বর ২০২১

অবিচার


অনেক দিন হল বিশ্ব ভালমন্দের এক নতুন সংজ্ঞায় চলছে - কি ঘটলো সেটা নয়, কে ঘটালো সেটাই নির্ণয় করে কাজের চরিত্র। এর প্রভাব পড়ছে বিচার বিভাগেও। বিচারের মূল কথা হল ঘটনার সত্যতা নির্ণয় করে রায় দেওয়া। এক্ষেত্রে বাদী বিবাদীর পেশা, সামাজিক অবস্থান কোন ব্যাপার নয়। ধর্ষণ ধর্ষণই, সেটা কারও ব্যক্তিগত পছন্দে অপছন্দে বা সময়ের হেরফেরে অন্য কিছু হতে পারেনা। কোন বিচারক এই সহজ সত্য না বুঝলে তার যোগ্যতা আর বিচার বিভাগের সততা নিয়ে প্রশ্ন উঠবেই।

দুবনা, ১৪ নভেম্বর ২০২১


Saturday, November 13, 2021

ধনতন্ত্র

আচ্ছা ধনতন্ত্রে মানুষের এত দুর্দশা কেন?
মনে হয় ওর নামের মধ্যেই সমস্যার বীজ রোপিত।

দুবনা, ১৩ নভেম্বর ২০২১

প্রেম

 

আমার কেন যেন মনে হয় চুল্লীতে উঠে চাল, মাংস – এদের মনে হয় সামার এসে গেছে আর তাই হাড়ি পাতিলের সাথে চুঁটিয়ে প্রেম করতে শুরু করে আর কষ্ট পেতে হয় আমাকে পোড়া খাবার আর পোড়া কপালের কম্বিনেশনে পড়ে।

দুবনা, ১৩ নভেম্বর ২০২১

Friday, November 12, 2021

প্রশ্ন

 

ট্রফি জিতে পাকিস্তানের বাংলাদেশে আসার কথা ছিল সিরিজ খেলতে, কিন্তু আসছে পরাজয়ের গ্লানি নিয়ে। এতে করে কি দেশে তাদের প্রতি সহানুভূতির উষ্ণতার কোন হেরফের হবে?

দুবনা, ১২ নভেম্বর ২০২১

Thursday, November 11, 2021

সময়

অবিচার ব্যবস্থার দক্ষতায় অনাচার পায়ের নীচে নতুন মাটি খুঁজে পেল। পালের হাওয়া কালের হাওয়াকে নতুন পথ দেখাল। 

দুবনা, ১২ নভেম্বর ২০২১

দস্তয়েভস্কি ২০০

 

আজ ১১ নভেম্বর ২০২১। প্রিয় লেখক দস্তয়েভস্কি ২০০ বছরের পদার্পণ করলেন। আমাদের মত লোকের কাছে ২০০ বছর বিশাল ব্যাপার, কিন্তু কালজয়ী মানুষের জন্য এটা নেহায়েত শিশুকাল। হ্যাঁ, সক্রেটিস, অ্যারিস্টটল এদের তুলনায় তিনি নিশ্চয়ই শিশু।
দস্তয়েভস্কির সাথে প্রথম আলাপ বইয়ের পাতায়। হ্যাঁ, সেই ছোটবেলাতেই তার অপরাধ ও শাস্তি পড়ে মুগ্ধ হয়েছিলাম। যদি অন্যান্য লেখকের ক্ষেত্রে অপরাধী আত্মপক্ষ সমর্থনের সুযোগ খুব কমই পান, ফিওদর মিখাইলোভিচ তার প্রতিটি চরিত্রকেই সে সুযোগ দেন। সেটা রাস্কলনিকভ হোক আর রাগঝিন হোক, স্মেরদিয়াকভ হোক আর ইভান কারামাজভ হোক। এক কথায় তার লেখায় শুধু নায়ক নয়, খলও মানবিক গুনাবলী বর্জিত নয়। আর সেই সময়ের অন্যান্য রুশ লেখকদের ঘটনার নায়ক নায়িকারা যদি হন সমাজের উঁচু স্তরের মানুষ, দস্তয়েভস্কির নায়ক নায়িকারা সাধারণ মানুষ। এমনকি অনেক সময় জেল খাটা আসামী। সেদিক থেকে দেখতে গেলে তিনিই হয়তো সেই সময়ের রুশ সমাজের সত্যিকারের আয়না। তবে একসময় বিপ্লবী চক্রে সক্রিয় থেকে ভাগ্যক্রমে শেষ মুহূর্তে বেঁচে যাওয়ার পর তাঁর মধ্যে বিরাট পরিবর্তন ঘটে আর একারণেই হয়তো তিনি বিপ্লবের পথ পরিত্যাগ করে যীশুর পথ ধরেন। যদি তলস্তয় বিশ্বাস করতেন "ঈশ্বরের রাজ্য মানুষের মধ্যে", দস্তয়েভস্কি বলতেন "এখানে শয়তান ঈশ্বরের সাথে যুদ্ধে লিপ্ত আর যুদ্ধক্ষেত্র হচ্ছে মানুষের হৃদয়"। তলস্তয় যতটা না তাঁর লেখায় তারচেয়ে বেশি করে ব্যক্তি জীবনে চার্চের বিরোধিতা করার জন্য হয়তো লেনিনের চোখে ছিলেন রুশ বিপ্লবের আয়না, পক্ষান্তরে সাধারণ মানুষের কথা লিখেও দস্তয়েভস্কি অন্তত সোভিয়েত আমলে ছিলেন অনেকটাই দৃষ্টির আড়ালে। সে সময় মস্কোয় না ছিল তাঁর প্রতিকৃতি, না ছিল তাঁর নামে রাস্তাঘাট। এখন নতুন সময়ে দস্তয়েভস্কি এদেশে নতুন করে সমাদৃত হচ্ছেন। তাঁর নামে আছে সাঙ্কত পিতেরবুরগে এয়ারপোর্ট (তিনি অন্যদের চেয়ে বিশাল ব্যবধানে জয়ী হন সেই নাম নির্বাচনে), মস্কোয় আছে মেট্রো ষ্টেশন, একাধিক প্রতিকৃতি। এবার বেশ ঘটা করেই তাঁর জন্মদিন পালন করা হচ্ছে। তার মিউজিয়াম খোলা হয়েছে আজ। দস্তয়েভস্কি আজ শুধু রুশ দেশের নন, বিশ্ব সাহিত্যের এক অমূল্য সম্পদ। শুভ জন্মদিন প্রিয় লেখক।
 
দুবনা, ১১ নভেম্বর ২০২১
 
 

 

Wednesday, November 10, 2021

অদৃশ্য


আপনি অদৃশ্য হতে পারেন।
খুব পারি।
দেখাবেন একদিন?
ঠিক আছে। কোন এক অমানিশার রাতে চলে এসো।
কিন্তু রাতে তো আমি দেখতে পাই না।
তুমি যদি আমাকে দেখবেই তাহলে আমি অদৃশ্য হব কীভাবে?

দুবনা, ১০ নভেম্বর ২০২১

Monday, November 8, 2021

স্বার্থ


একটা প্রচলিত কথা আছে - সরকারি মাল দরিয়া মে ঢাল। জনগণকে যেভাবে নদীতে ফেলা হচ্ছে তাতে মনে হয় একমাত্র জনগণই সরকারি, আর মন্ত্রী, আমলা, সরকারি দলের নেতা অপনেতা এরা সবাই প্রাইভেট। 

দুবনা, ০৯ নভেম্বর ২০২১

সমস্যা

কার্য কারণ সম্পর্ক বলে একটা কথা আছে যার অর্থ হল কোন ঘটনার পেছনে কোন কারণ থাকে, উল্টোটা নয়। যেমন সুইচ হয় অন করলেই আলো জ্বলবে, উল্টোটা নয়। কিন্তু দেশে যেখানে অধিকাংশ গাড়ি গ্যাসে চলে সেখানে তেলের দাম বৃদ্ধিতে গাড়ি চালকদের আন্দোলন আর সমাধান হিসেবে ভাড়া বৃদ্ধি। এরা দেখছি আইস্টাইনকেও হার মানাবে। 

 

 দুবনা, ০৮ নভেম্বর ২০২১

Sunday, November 7, 2021

লাভ

লাভ করতে গিয়ে লাভ করার চিন্তা একদমই মাথায় আনবেন না। কারণ এই লাভে ক্ষতির সম্ভাবনাই বেশি।

দুবনা, ০৮ নভেম্বর ২০২১ 

চোরাচালান

চোরাচালান কী?
চোরদের চালান করা। আমেরিকা, ইউরোপ, কানাডা এসব দেশে। এবং স্বাভাবিক ভাবেই বিশাল অংকের ব্যাংকের টাকা সহ। 

দুবনা, ০৭ নভেম্বর ২০২১

বিচার

তেলের দাম কমানোর আন্দোলনের সরকারি রায় - পরিবহনের ভাড়া বৃদ্ধি। একে বলে উদোর পিণ্ডি বুদোর ঘাড়ে। জনগণ সর্বংসহা। এটাও সয়ে যাবে। 

দুবনা, ০৭ নভেম্বর ২০২১

মাথা

মাথা পিছু আয় মানে আপনার মাথার দাম। ২৫০০ ডলার ফেলনা নয়। মাথা বাঁচান। মাথায় ইনভেস্ট করুন। মাথার দাম বাড়ছে। 

দুবনা, ০৭ নভেম্বর ২০২১

Saturday, November 6, 2021

নিত্যতা


তুমি যদি মাটি দিয়ে বিশাল উঁচু এক পাহাড় গড়তে চাও তাহলে আশেপাশে বিস্তীর্ণ এলাকা জুড়ে বিভিন্ন গভীরতার পুকুর ডোবা এসব কাটতে হবে। একই ভাবে রাষ্ট্র যখন কিছু লোককে সম্পদের পাহাড় গড়তে দেয় তাকে তখন এক বিশাল জনতাকে গরীব করে রাখতে হয়। দোষটা রাষ্ট্রের নয়, নিত্যতার সূত্র নামক প্রকৃতির নিয়মের।

দুবনা, ০৬ নভেম্বর ২০২১

Thursday, November 4, 2021

তেল

তেলের দাম বৃদ্ধির সাথে সাথে যদি দেশে তেল মারা কমে তবে সরকারের এই পদক্ষেপ বিচক্ষণ বলে মেনে নেয়া যায়। 

দুবনা, ০৫ নভেম্বর ২০২১

ভ্রম

আজ বাংলাদেশের ব্যাটিং দেখে বার বার হারাধনের দশটি ছেলের কথা মনে হচ্ছিল।

দুবনা, ০৪ নভেম্বর ২০২১

বিয়ে

আজ আমাদের বিয়ের জন্মদিন। ছাব্বিশ পেরিয়ে সাতাশে পা দিল। ওরও মনে হয় নতুন সংসার গড়ার বয়স হয়ে গেছে।

দুবনা, ০৪ নভেম্বর ২০২১

আরো আলো

সবার জীবনে আলোর পরশ লাগুক।

দুবনা, ০৪ নভেম্বর ২০২১

Wednesday, November 3, 2021

প্রশ্ন

রুশরা বলে বিজয়ের বহু পিতা কিন্তু পরাজয় সব সময়ই এতিম। আমাদের দেশে সেটা কতটুকু সত্য তা বলা কষ্ট। ১৯৫২ থেকে ১৯৭১ পর্যন্ত ইতিহাসের বর্ণনা শুনলে মনে হতে পারে সাধারণ মানুষও তো দূরের কথা এমনকি চার জাতীয় নেতাও একাত্তরের বিজয়ের পিতা হতে পারেননি। আজ তাদের প্রয়াণ দিবস। কিন্তু ৩ নভেম্বর তো এক দিনে ঘটেনি। এর পেছনে আছে বিশাল ইতিহাস। অনেক গৌরব গাঁথা আর অনেক অবিশ্বাসের ইতিহাস, মান অভিমানের ইতিহাস। জাতি কি সেসব কথা কোন দিন জানতে পারবে? 

 দুবনা, ০৩ নভেম্বর ২০২১

সম্প্রীতি

সম্প্রীতি খুব বেশি আন্তরিক হলে অজগরের মত পিষে ফেলে। তখন মনে হয় সামাজিক দূরত্ব বজায় রেখে সম্প্রীতি করাটাই ভাল ছিল। 

দুবনা, ০৩ নভেম্বর ২০২১ 

সমস্যা


সমস্যা যতটা না সমস্যায় তার চেয়ে বেশি সমাধানে। কারণ সমস্যা এক দল মানুষের আর তার সমাধান দেয় অন্য আরেক দল মানুষ। অনেক ক্ষেত্রেই যারা সমাধান দেয় তারা সমস্যাটাই বোঝে না। অনেক সময় এই সমাধান দেওয়া হয় যতটা না ভুক্তভোগী মানুষের কথা ভেবে, তার চেয়ে বেশি নিজেদের আর্থ-সামাজিক ও রাজনৈতিক লাভ লোকসানের হিসেব থেকে। ফলে সমাধান হয় বাইরে থেকে চাপিয়ে দেওয়া, অসামঞ্জস্যপূর্ণ। আর এ কারণেই কোন সমস্যার সমাধান তো হয়ই না বরং তা দিন দিন বেড়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

দুবনা, ০৩ নভেম্বর ২০২১

Tuesday, November 2, 2021

আত্মসমালোচনা


গত রাতে রাঁধতে ইচ্ছে করছিল না তাই ডিমের মামলেট করলাম। পাশে দাঁড়িয়ে সালাদ কাটতে কাটতে ওকে পুড়ে যেতে দেখলাম। ভাবলাম এই একটা কাজ আমার আর জীবনে শেখা হবে না। একটু পরেই মনে হল এত হতাশার কী আছে। কয়জন লোক দিনের পর দিন আমার মত খাবার পুড়াতে পারে? ঠিক তখনই গুলিয়া মামলেট টেস্ট করে বলল বেশ ভাল হয়েছে। লোকজন একটু আত্মসমালোচনাও করতে দেবে না। মুস্কিল

দুবনা, ০২ নভেম্বর ২০২১


প্রশ্ন

 

কী বৃটিশ আমলে কী পাকিস্তান আমলে - এ দেশের রাজনীতিতে ছাত্র সমাজ বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পঁচাত্তরের পট পরিবর্তনের পর ছাত্র রাজনীতি ভিন্ন পথে চলে। জেনারেলদের ইশারায় এখানে আসে অঢেল অর্থ আর ছাত্র রাজনীতি হয় অর্থহীন। এমনকি আওয়ামী লীগ সরকারের আমলেও ছাত্র রাজনীতিকে সুস্থ করার কোন ফলপ্রসূ পদক্ষেপ গ্রহণ করা হয়নি। আর এ কারণেই সংসদে রাজনীতিবিদদের স্থান দখল করে ব্যবসায়ী। জিয়া থেকে শুরু করে বর্তমান প্রধানমন্ত্রী - এরা কেউই ছাত্র রাজনীতিতে সক্রিয় ছিলেন বলে জানা যায় না। এ কারণেই কি এরা রাজনৈতিক ধারাবাহিকতা রক্ষায় ছাত্র রাজনীতির গুরুত্ব বোঝেন না? স্মরণ করা যেতে পারে স্বাধীনতার পরেও বঙ্গবন্ধু সেটা বুঝতেন আর তাই এমনকি ছাত্র ইউনিয়নের সম্মেলনে পর্যন্ত উপস্থিত ছিলেন।

দুবনা, ০২ নভেম্বর ২০২১


Monday, November 1, 2021

সময় যখন কাল


গণিতে বা পদার্থ বিজ্ঞানে সমস্যার ধর্ম দেখে আমরা বিভিন্ন আক্সিওমা গ্রহন করি। ক্ল্যাসিক্যাল মেকানিক্সে যেটা কাজ করে কোয়ান্টাম মেকানিক্সে কাজ করে না। আমাদের জানার পরিধি বাড়ার সাথে সাথে আসে এসব নতুন তত্ত্ব। জীবনেও তাই। প্রতিনিয়ত পরিবর্তনশীল জীবনে আমরা যদি পরিবেশ পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে নিজেদের দৃষ্টিভঙ্গি বদলাতে না পারি তবে সমস্যা অনিবার্য। দশ বছরের বাচ্চাকে যেমন দু বছরের শিশুর পোশাক পরানো যায় না, আধুনিক মানুষকে (শুধু বর্তমান সময়ে বাঁচার কারণেই সে বেশ কিছু গুণাবলী সঙ্গে নিয়ে আসে) হাজার বছরের পুরোনো আইডিয়া দিয়ে চালানো সম্ভব নয়। সময়ের সাথে পরিবর্তিত হতে না পারলে কোন আইডিয়াই নিজেকে বাঁচিয়ে রাখতে পারে না।

দুবনা, ০২ নভেম্বর ২০২১

দৈত্যের শাসন


আমাদের দেশের রাজনৈতিক দলগুলো সরকার গঠনের পর রাজনীতি থেকে দূরে সরে যায়। তখন তারা রাজনীতি বাদ দিয়ে আইনি বেআইনি সব উপায়েই সরকারের ভাল মন্দ সমস্ত কাজকর্ম জাস্টিফাই করতে উঠেপড়ে লাগে। ফলে এক ধরনের দ্বৈত শাসনের দৈত্য জনগণের কাঁধে চেপে বসে। 

দুবনা, ০১ নভেম্বর ২০২১