অনেক দিন হল বিশ্ব ভালমন্দের এক নতুন সংজ্ঞায় চলছে - কি ঘটলো সেটা নয়, কে ঘটালো সেটাই নির্ণয় করে কাজের চরিত্র। এর প্রভাব পড়ছে বিচার বিভাগেও। বিচারের মূল কথা হল ঘটনার সত্যতা নির্ণয় করে রায় দেওয়া। এক্ষেত্রে বাদী বিবাদীর পেশা, সামাজিক অবস্থান কোন ব্যাপার নয়। ধর্ষণ ধর্ষণই, সেটা কারও ব্যক্তিগত পছন্দে অপছন্দে বা সময়ের হেরফেরে অন্য কিছু হতে পারেনা। কোন বিচারক এই সহজ সত্য না বুঝলে তার যোগ্যতা আর বিচার বিভাগের সততা নিয়ে প্রশ্ন উঠবেই।
দুবনা, ১৪ নভেম্বর ২০২১
No comments:
Post a Comment