Thursday, July 29, 2021

ছবি

 

ঝুমন দাশের কান্নারত স্ত্রী আর সন্তানের বিস্ময়ে ভরা চোখ। এ ছবি দেখে কার কি মনে হয় আমি জানি না, তবে এতে আমি দেখি একাত্তরের কান্না আর মুক্তিযোদ্ধার বিস্ময়। পাকিস্তান আর বাংলাদেশের সামরিক শক্তি পারেনি, কিন্তু রাজনৈতিক শক্তি পারছে ইতিহাসের চাকা ঘুরিয়ে দিতে, দেশে কার্যত দ্বিজাতি তত্ত্ব কায়েম করতে। হ্যাঁ, আইন যখন বিভিন্ন গোষ্ঠী বা সম্প্রদায়ের জন্য বিভিন্ন ভাবে প্রয়োগ করা হয় - তখনই এসব তত্ত্ব জন্ম নেয়। এভাবেই ফ্যাসিবাদের উত্থান। কী উত্তরাধিকার আমরা রেখে যাচ্ছি ভবিষ্যৎ প্রজন্মের জন্য? প্রশ্ন করুন।

দুবনা, ২৯ জুলাই ২০২১

স্ট্যাটাস

 

অনেকের স্ট্যাটাস পড়ে মনে হয় তাতে লেখা
আমাদের মহান নেতার ভায়রা ভাইয়ের খালাতো বোনের ফুপা শ্বশুরের নাতনির শুভ জন্মদিন উপলক্ষ্যে সবাইকে জানাই শাপলা শুভেচ্ছা।
নেতার সামনে পেছনে রেলগাড়ির মত কয়েক বগি বিশেষণ নিজেরাই কল্পনা করে নিতে পারেন।
ভাষা আন্দোলন তো এমনি এমনি করিনি।
 
দুবনা, ২৯ জুলাই ২০২১

Tuesday, July 27, 2021

আজাইর‍্যা প্যাচাল

 


আজ আবার ভালদিয়ার সাথে দেখা। মনে হয় আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে।

শুনলাম পেঁয়াজ রসুন করোনা প্রতিরোধে খুব কার্যকরী। তুমি এটা বিশ্বাস কর?
পুরোপুরি না, তবে কিছু কিছু ক্ষেত্রে হেল্পফুল।
যেমন?
তুমি একা বা দু চারজন মানুষ যদি পেঁয়াজ রসুন খাও সেটা কিছুটা হলেও কাজে দেবে, কিন্তু সবাই খেলে কাজ দেবে বলে মনে হয় না।
কেন?
জানই তো করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা খুব গুরুত্বপূর্ণ। যদি তোমার মত দু চারজন পেঁয়াজ রসুন খেতে শুরু করে তাহলে সবাই তোমাদের এড়িয়ে চলবে। তাতে চাও না চাও সামাজিক দূরত্ব বজায় রাখতে পারবে। আর এটাই করোনা থেকে তোমাকে কিছুটা হলেও রক্ষা করবে। কিন্তু সবাই খেতে শুরু করলে সামাজিক দূরত্ব বজায় থাকবে না। তাই বলি কি এসব ধানাই পানাই বাদ দিয়ে ভ্যাকসিন নাও।

দুবনা, ২৮ জুলাই ২০২১

ফোনালাপ

 

অধ্যক্ষ অদক্ষ নাকি এটাই দক্ষতা
গালিটাই বুলি হয় থাকলে ক্ষমতা
ক্ষমতার বলে এরা ক্ষমা পেয়ে যায়
নিরীহ মানুষ শুধু বেঘোরে পস্তায়

দুবনা, ২৭ জুলাই ২০২১

Monday, July 26, 2021

সাক্ষাৎ

 

আজ অফিস থেকে ফিরছি, হঠাৎ এক পরিচিত লোকের সাথে দেখা। ও আমাদের ল্যাবেই কাজ করে। আমার ছবির সমঝদার। কাছে এসে বলল
- তুমি যে বেঁচে আছ তাতে আমি খুব খুশি।
বুঝলাম সে রতনের সাথে আমাকে গুলিয়ে ফেলেছে। আসলে অনেকেই আমাদের চেনে শুধু গায়ের রঙে, বাংলাদেশি পরিচয়ে। নাম জানলেও কে যে কে সেটা হয়তো জানে না।
আমারও এমন হয়। অনেককে চিনি নামে, কাউকে চেহারায় আর খুব কম লোককে একই সাথে এই দুটো দিয়ে। তাই কেউ মারা গেছে শুনলে কত লোকের মুখ যে চোখের সামনে ভাসে!
- সরকার মারা গেছে নিজের দোষে। যদি মে মাসের ওই গরমে কফি না খেত আর একটু প্রেসারের সমস্যা নিয়ে হাসপাতালে না যেত এভাবে বেঘোরে মরত না।
মনে মনে ভাবলাম এরকম লোকের সাথে দেখা হলে বেঁচে থাকাও সমস্যা, মরে যাওয়ায় সমস্যা। শান্তি নাই কোথাও!

দুবনা, ২৬ জুলাই ২০২১

Sunday, July 25, 2021

কর

কর দিয়ে কর গ্রহণ কর
করে পরাও হাতকড়া
রবির কর বড্ড কড়া
কড়াকড়িতে সব আধমরা।

দুবনা, ২৫জুলাই ২০২১

Wednesday, July 21, 2021

দুর্ভাবনা

এবার ঈদে নাকি একজন দুই কোটি টাকা দিয়ে ছাগল কিনেছে। কি ভাবছেন এ নিয়ে? ভাবছি দু জনের কোনটা বড় ছাগল - যাকে কিনলো সে নাকি যে কিনলো সে নাকি যে এ নিয়ে মাথা ঘামায় সে?

দুবনা, ২২ জুলাই ২০২১

Priority

Priority of his actions makes someone man and someone beast. That does not depend on his charity and the number of legs.

Dubna, 21 July 2021 

সুবুদ্ধি

ঈদের দিনে মাস্কের সঠিক ব্যবহার আপনাকে শুধু করোনার হাত থেকেই রক্ষা করবে না, ডায়েট কন্ট্রোলেও সাহায্য করবে।

দুবনা, ২১ জুলাই ২০২১ 

পাজল

 

ফেসবুকে বেশ কিছুর গরুর ছবি ও ভিডিও দেখলাম যারা কোরবানির ঈদে বিক্রি হয়ে গেছে। দেখেই বোঝা যায় এরা নিঃসন্দেহে দেশের গরুদের মধ্যে অন্তত সৌন্দর্যের দিক থেকে প্রথম সারির আর এদের পালকরা প্রথম সারির অভিভাবক। হঠাৎ করে মনে পড়ল দেশের হাজার হাজার সেরা ছেলেমেয়েদের কথা যারাও অনেক টাকায় বিদেশী মালিকদের কাছে বিক্রি হয়ে যায়। এরাও কি ভিন্ন ধরণের এক কোরবানির শিকার?

দুবনা, ২১ জুলাই ২০২১

পর্যবেক্ষণ

 

গতকালের পর্যবেক্ষণে দেখা গেছে যে বাংলা একাডেমির ভাষা সংস্কারে অধিকাংশ ফেসবুকি ইদকে পাশ কাটিয়ে ঈদের দলে যোগ দিয়েছে আর ইদ ও ঈদের এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে Eid.

দুবনা, ২১ জুলাই ২০২১

Tuesday, July 20, 2021

শাপবর

সব সাপ শাপ নয়
কিছু কিছু সাপ হয় বর।
সব বর বর নয়
কোন কোন বর হয় অতীব বর্বর।

দুবনা, ২০ জুলাই ২০২১

প্রশ্ন

জবাই ধারে কি জবাবদিহিতার ধার?
বনের পশুর রক্তে পবিত্র হয় কি মন আমার?

দুবনা, ২০ জুলাই ২০২১

কান্না হাসি

 

কারো চোখে বিদায়ী কান্না কারো চোখে হাসি
কান্নাকে ছাপিয়ে গেছে হাসি রাশি রাশি
আনন্দের নিত্যতার সূত্রের মারপ্যাচে পড়ে
কেউ নাচে ধিতাং ধিতাং কেউ বেঘোরে মরে

দুবনা, ২০ জুলাই ২০২১

গ্রীষ্ম

 

শীত একেবারে সহ্য করতে পারিনা দাদা। কী করব বলেন তো।
বেশি করে পাপ কর।
বলেন কি? এর সাথে শীতের সম্পর্ক কী?
তাহলে নরকে যাবে। নরকের সব গল্প তো আগুনকে ঘিরে। সেখানে নিশ্চয়ই চির গ্রীষ্ম।

দুবনা, ২০ জুলাই ২০২১

Monday, July 19, 2021

বীর গাঁথা

 

আমাদের নেইকো কোন ভয়
হেসেখেলে করোনাকে করব মোরা জয়
হাটে যাব মাঠে যাব করব ঢলাঢলি
রেডিও টিভি মোদের নিয়ে করবে বলাবলি
বলি কি ভাবনা কিসের ভাই
মন ভরে ফুর্তি কর করোনা গুডবাই।

দুবনা, ১৯ জুলাই ২০২১

দূরসম্পর্কের অনাত্মীয়

 

সাধারণ মানুষ বরাবরই নেতাদের দূরসম্পর্কের অনাত্মীয়। সাধারণ মানুষ তাদের দরকার নিজেদের সুকর্ম বা কুকর্মকে অন্যদের চোখে যুক্তিসঙ্গত করে তোলার জন্য - এত মানুষ যখন আমাদের পেছনে আছে, আইডিয়াটা নিশ্চয়ই হেলাফেলা নয়। শুধু এটুকুই। তারপর অনাত্মীয়তা তো থেকেই যায়, সম্পর্কের দূরত্ব আরও বাড়ে।

দুবনা, ১৯ জুলাই ২০২১

Sunday, July 18, 2021

Test taste

 

মূলার মূল্যায়ন করছি বাঁধা কপির সাথে যুগলবন্দীর মাধ্যমে। সাথে একটু মরীচ আর কাটা ঘায়ে নুনের ছিটার মত লেবুর রস। ভয় হচ্ছে জিহ্বা ভাষা আন্দোলন শুরু না করে। আপনারা কী বলেন?

দুবনা, ১৮ জুলাই ২০২১

Saturday, July 17, 2021

আনন্দ

 

মাঠে মাঠে রোদেরা হাসছে
বাতাসেরা নীলাকাশে ভাসছে
মেঘেরা কাটছে নীলে সাঁতার
দিকে দিকে মহানন্দ আনন্দ অপার

ইয়ারোস্লাভলের পথে, ১৭ জুলাই ২০২১

জীবন মরণ

 

হঠাৎ একটা বুনো হরিণ
বন থেকে দেয় উঁকি
বাসের সামনে রাস্তা পেরোয়
নিয়ে প্রাণের ঝুঁকি

ইয়ারোস্লাভলের পথে, ১৭ জুলাই ২০২১

Friday, July 16, 2021

আকাশ

 

গাছের ফাঁকে আকাশ দিল দেখা
মেঘ দিয়ে তাতে ছিল লেখা
দাঁড়ি কমা প্রশ্নবোধক চিহ্ন
মুখে হাসি চোখ দুটো বিষন্ন।

দুবনা, ১৬ জুলাই ২০২১

Thursday, July 15, 2021

হাঁস পার্ক পাতাল

 

আমি দেশ সম্পর্কে খুব একটা জানি না, চট্টগ্রাম সম্পর্কে আরও কম। তবে বিভিন্ন পোস্ট থেকে বুঝতে পারি সিআরবি কোন উদ্যান বা বন যা চট্টগ্রামের ফুস্ফুস নামে পরিচিত। সেখানে নাকি হাসপাতাল নির্মাণ করা হবে। হাসপাতাল নিঃসন্দেহে দরকার, তবে হাসপাতাল মানুষ অসুস্থ হলে তাকে সুস্থ করে, বন বা প্রকৃতি মানুষ যাতে অসুস্থ না হয় সেই ব্যবস্থা করে। তাই আমাদের মত দেশে (এবং যেকোনো দেশেই) হাসপাতালের চেয়ে উদ্যানের গুরুত্ব কম তো নয়ই, অনেক ক্ষেত্রে বেশিই। তাই উদ্যান সরিয়ে হাসপাতাল নির্মাণ কোন মতেই সমস্যার সামাধান করবে না, বরং সেটাকে গভীর করবে। আর এজন্যেই পার্কের পরিবর্তে নয়, হাসপাতাল দরকার পার্কের পরিপূরক হিসেবে।

দুবনা, ১৫ জুলাই ২০২১

গরল গরম



রোদে তাপে পৃথিবীটা ঘামছে
মেঘ থেকে বৃষ্টিরা নামছে
হাতে নিয়ে পাখা আর সরবৎ
পৃথিবী শান্ত হবে আলবৎ

দুবনা, ১৫ জুলাই ২০২১

Wednesday, July 14, 2021

হরি লুট

 

ছোটবেলায় বাড়িতে কখনও কখনও হরি লুট হত। ছোট কাকা বাতাসা ছুড়ে দিতেন। আমরা সবাই হুমড়ি খেয়ে পড়তাম বাতাসা কুড়াতে। ভাবি লুটের সাথে হরি লুটের কি সম্পর্ক আছে? তারা কি বৈমাত্রিক ভাই?

দুবনা, ১৪ জুলাই ২০২১

Tuesday, July 13, 2021

ভয়ঙ্কর ভয়

ভয় পাওয়া ভয়ঙ্কর, তবে কখনো কখনো ভয় না পাওয়া আরও বেশি ভয়ঙ্কর।

দুবনা, ১৩ জুলাই ২০২১ 

সত্যান্বেষী

 

সত্যিকারের সত্যান্বেষী মানুষ নিরপেক্ষ ভাবে সত্যের সন্ধান করেন। কিন্তু যে মুহূর্তে তিনি শুধু সেই সত্যের সন্ধান করেন যা তার উপকারে আসে সেই মুহূর্ত থেকে তিনি আর সত্যান্বেষী থাকেন না, স্বার্থান্বেষী হন।

দুবনা, ১৩ জুলাই ২০২১

Monday, July 12, 2021

Library

 

A good library might be a hospital of mind, but sometimes it may become a mental hospital given the quality of books, or better to say the type of books, especially when those books teach us not to ask or revolt, but blind submission.

Dubna, 12 July 2021

কথোপকথন

Как поживаешь?
Плохо.
Плохо это хорошо.
Ты что, спятел?
А что? Нинче некоторые живут хуже чем плохо, некоторые вообще не живут.

কেমন আছিস?
দিনকাল বেশ খারাপ যাচ্ছে।
খারাপ বলছিস, সে তো খুব ভালো।
তুই কি পাগল?
পাগল মানে? কেউ কেউ এর চেয়েও খারাপ আছে আর কেউ কেউ বাঁচেই না।

দুবনা, ১২ জুলাই ২০২১

হতচ্ছাড়া হত

 

ভালো হত যদি হত আহত না নিহত সেটা পরিষ্কার জানা যেত। হতাহতে মনে হয় হত নিহত। ইতি অশ্বথ্থামা হত সেই ইঙ্গিত করে। তাহলে হতাশার আশা করি সত্যি গেছে মরে, নাকি এখনও একটু প্রাণের রেশ আছে মুষড়ে পড়া আশাটার ধড়ে?
 
দুবনা, ১২ জুলাই ২০২১

Sunday, July 11, 2021

দুর্নীতি

 

দেশে একটা স্লোগান জনপ্রিয় করার চেষ্টা হয়েছিল - ধর্ম যার যার, উৎসব সবার। তবে ধর্মের ক্ষেত্রে সেটা তেমন ফলপ্রসূ হয়নি। তাই বলে তো আর হাত-পা গুটিয়ে বসে থাকা যায় না। অবস্থা দৃষ্টে মনে হয় এখনকার জনপ্রিয় না হলেও সমাজের খুব গভীরে প্রবেশ করা স্লোগান - দুর্নীতি যার যার, দেশটা সবার।
 
দুবনা, ১১ জুলাই ২০২১

ব্যাধি

 


আমরা কেন পশ্চাদমুখী জানেন? সবাই যখন অল্প তেল খরচ করে বেশি দূর যাওয়ার উপায় খুঁজতে ব্যস্ত আমরা তখন এমনকি দু পা অগ্রসর হওয়ার জন্যেও তেল মেরেই যাচ্ছি, মেরেই যাচ্ছি। তেলের অপচয় আজ আমাদের জাতীয় ব্যাধিতে পরিণত হয়েছে।

দুবনা, ১১ জুলাই ২০২১

Saturday, July 10, 2021

মৃত্যু

মৃত্যুও বাজার অর্থনীতি মেনে চলে। কেউ কিনতে চায় না, তাই ও এত সস্তা। তাই তো এত অবহেলায় বাহান্নটা প্রাণ ঝরে গেল।

দুবনা, ১০ জুলাই ২০২১ 

গরম

 

গরমের ঠ্যালা ধাক্কায় বাতাস আজ গরম
ভোলগার জল পারে এখন মনটা করতে নরম। 

দুবনা, ১০ জুলাই ২০২১ 

 

Friday, July 9, 2021

ভাষা



প্রগতি প্রকাশনীতে যদিও এক ঝাঁক নামকরা কবি সাহিত্যিক অনুবাদের কাজ করতেন, তাদের উপর খবরদারি করতেন স্থানীয় এডিটররা। তাঁরা বাংলা জানতেন, তবে সেটা যাকে বলে পুঁথিগত বিদ্যা। বানান, ব্যাকরণ এসবে কোন সমস্যা ছিল না, তবে শব্দ একটু এদিক সেদিক করলেই তাঁদের দৌড় দেখা যেত। এ ব্যাপারে দ্বিজেন কাকু একটা মজার গল্প বলতেন

যদি ওদের অনুবাদ করতে বলা হত "রবি বাবু গঙ্গাস্নান করে ভানু সিংহের গলি পথে হাঁটিতে লাগিলেন" তাহলেই ওরা বেকায়দায় পড়ত। কেননা অভিধানে রবি ও ভানু দুটোই সূর্য। তাই সূর্য কীভাবে স্নান করে আর স্নান করলেই কীভাবে সূর্যের গলি পথে হাঁটে এটা কিছুতেই তাঁদের বোধগম্য হত না।

তবে শুধু যে বাংলাতেই এমনটা হয় তা নয়। অন্যান্য ভাষাতেও হয়। আজ সেভা আমাদের ফ্যামিলি গ্রুপে মাকে লিখল

Забери Айку. У нее во рту полная ж..а.

দ্বিতীয় অংশের বাংলা করা যায় না। বুঝে নিতে হয়। সেটুকুই বুঝিয়ে লিখছি

আইকাকে নিয়ে যাও। ওর মুখের অবস্থা খারাপ।

তবে এটাও ঠিক শেষ লাইন লিখে সেভা এটাও বুঝিয়েছে যে ওরও মুখ খারাপ।

বিঃ দ্রঃ আইকা সেভার কুকুরের নাম।

দুবনা, ০৯ জুলাই ২০২১ 
 
 

 

ব্যর্থতা

 

জীবনে ব্যর্থতা বলে কিছু নেই। তবে যখন মানুষ কোন কাজে হাল ছেড়ে দেয়, পরাজয় মেনে নেয়, তখন সে ব্যর্থ হয়। কিন্তু সে যদি এই অসাফল্যকে সাময়িক মনে করে, এটাকে ভবিষ্যত সাফল্যের পথে এক গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হিসেবে নেয় তাহলে ব্যর্থতা তাকে পীড়া দেয় না। এই যে পরাজয়কে মেনে না নিয়ে উঠে দাঁড়ানোর মনোভাব সেটাই ঠিক করে মানুষের চরিত্র, এর উপরেই নির্ভর করে মানুষের সাফল্য আর ব্যর্থতা।

দুবনা, ০৯ জুলাই ২০২১

Thursday, July 8, 2021

শিক্ষা

 

শিক্ষাই আলো। কথাটা কি বিনা বাক্যে মেনে নেওয়া যায়? একটা সময় ছিল যখন শিক্ষা সত্যিকার অর্থেই আলোর মুখ দেখাত। মানুষকে প্রশ্ন করতে শেখাত, জানাত তার চেনা জগতের বাইরেও এক বিশাল জগত আছে। সেই জগতকে জানার জন্য মানুষকে উৎসাহী করে তুলত। কিন্তু বর্তমানে যেখানে মুদি দোকানে রঙ বেরঙের মিঠাইয়ের মত হাজারটা শিক্ষা প্রতিষ্ঠান হরেক রকম শিক্ষা বিক্রি করছে আর গড়ে তুলছে সুশিক্ষিত, অশিক্ষিত, কুশিক্ষিত বিভিন্ন রকমের মানুষ সেখানে শিক্ষাই আলো বলাটা প্রশ্ন সাপেক্ষ।

দুবনা, ০৮ জুলাই ২০২১

শান্তি


বেশ কয়েক বছর আগে এক পরিচিত ভদ্রলোককে বলতে শুনেছিলাম, "মৃত্যুর পর যে পরিমাণ চাঁদা উঠিয়ে কারও লাশা দেশে পাঠানো হয়, জীবিত থাকা অবস্থায় যদি তার দশ ভাগের একভাগ সাহায্যও করা হত তাহলে সে হয়তো মারাই যেত না।" আমারও কেন যেন মনে হয় কেউ মারা যাওয়ার পর আমরা সবাই মিলে যেভাবে তার আত্মার শান্তি কামনা করি, জীবিত অবস্থায় যদি তাকে এর দশ ভাগের একভাগ শান্তিতেও থাকতে দিতাম তাহলে তাকে আর এতো অশান্তিতে মরতে হত না।

দুবনা, ০৮ জুলাই ২০২১

Wednesday, July 7, 2021

বাস্তবতা

পরিস্থিতির শিকারে জল হয় পানি
এটাই বাস্তবতা মানি বা না মানি।

দুবনা, ০৭ জুলাই ২০২১ 

Tuesday, July 6, 2021

উপলব্ধি

 

অনেক ভাবিয়া দেখিলাম আমি যথার্থ অর্থেই পরোপকারী লোক। এখন বেতনের বেশির ভাগই ডাক্তার আর ঔষধ কোম্পানির মালিকদের মধ্যে বিলাইয়া দেই। হঠাৎ করিয়াই জীবনটা সার্থক বলিয়া মনে হইতে শুরু করিল।

দুবনা, ০৬ জুলাই ২০২১

Monday, July 5, 2021

রাত

 

ভোলগার শীতল জলে দিনটা দিল ডুব

কমলা রঙের রাত্রিটারে দেখতে লাগে খুব। 

দুবনা, ০৫ জুলাই ২০২১  

Sunday, July 4, 2021

বর্তমান

দোয়া আর আশীর্বাদে ভরে গেছে বিশ্ব
অবহেলিত বিজ্ঞান আজ দরিদ্র আর নিঃস্ব।

দুবনা, ০৪ জুলাই ২০২১ 

Saturday, July 3, 2021

বাজি



শরীরের দুর্গন্ধ দূর করতে মানুষ সেন্ট লাগায়। অনেক দিন পরে ভাত পুড়তে শুরু করল। দুটো এলাচি দিলাম। দেখি পোড়া গন্ধ থেকে যায় কি না? বাজি ধরবেন কেউ?

দুবনা, ০৩ জুলাই ২০২১

Friday, July 2, 2021

মোর ভাবনারে

 

"পাপ, তুমি যে মাঝে মাঝে বাপ বল সেটা কি?"
"বাপ, এটা পাপ।"
সেভার প্রশ্নের উত্তর দেই আর ভাবি
"বাপ কি সত্যি সত্যিই পাপ নাকি পুণ্য?"

দুবনা, ০২ জুলাই ২০২১

Thursday, July 1, 2021

বন্ধু

 

আমাকে যদি কেউ বলত আমার দুই হাজারের উপরে বন্ধু থাকবে, কোন দিনই বিশ্বাস করতাম না। বন্ধু - শব্দটা আমার কাছে খুবই পবিত্র একটা কিছু, খুবই সিলেকটিভ। তাই যেকোনো ভালো জিনিসের মতই বন্ধুর সংখ্যাও হাতে গোনা। আজ ফেসবুকে দেখি ওদের সংখ্যা একুশ শ ছাড়িয়ে গেছে। আচ্ছা ফেসবুকের বন্ধুর সংজ্ঞা কি আমার সংজ্ঞার মত নয়? - যে জন্মে, মৃত্যুতে, রাজপথে, রাজপ্রাসাদে, বিপ্লবে, বিদ্রোহে তোমার সাথে থাকে, যে তোমার সুখ, দুঃখ, হর্ষ বেদনা দুটোই তোমার সাথে ভাগ করে নিতে পারে - সেই বন্ধু।

দুবনা, ০১ জুলাই ২০২১ 
 

 

উপলব্ধি

 

গতকাল হঠাৎ করেই এক কালের অতি প্রিয় একজন মানুষকে ইনবক্স করার ইচ্ছে মনে জাগল "অভিমান ভাঙ, চল কথা বলি।" পরক্ষণেই বুঝলাম বলার কোন কথাই আর বেঁচে নেই। অব্যবহারে সবকিছুই হারিয়ে যায়, এমনকি প্রেম, ভালোবাসা, ভালোলাগা, আবেগ, অনুভূতি - সব, সব। কে জানে সেই মানুষটিকে নিয়ে আমার উচ্ছ্বাস এটাও এখন সোভিয়েত ইউনিয়নের মত হারিয়ে যাওয়া কোন নস্টালজিয়ার দেশেই বসবাস কিনা?

দুবনা, ০১ জুলাই ২০২১