Sunday, January 31, 2021

কে?


ভ্যাকসিন নিয়ে বিতর্ক দেখে মনে হয় আমরা এখনও সিপাহী বিদ্রোহের ওপারেই রয়ে গেছি আর সেই সাথে যোগ হয়েছে আইডেন্টিটি ক্রাইসিস। আমি কে, কেন জন্ম, কিসে বা কল্যাণ? এই রূপ প্রশ্ন করে লভ তত্ত্বজ্ঞান। সমস্যা হল কারোই সেটা জানার দরকার নেই, ইচ্ছে নেই - আমাদের হয়ে সেটা অনেক আগেই ঠিক করে ফেলেছে অন্যেরা।

দুবনা, ৩১ জানুয়ারি ২০২১

Saturday, January 30, 2021

সমস্যা

সমস্যা টিকায় নয় সমস্যা মাথায়। একশো বছর ধরে সযত্নে লালিত পারস্পরিক অবিশ্বাস এমনকি মৃত্যুর মুখে দাঁড়িয়েও একে অন্যকে বিশ্বাস করতে দেয় না। এটাই আজকের বাস্তবতা।

দুবনা, ৩০ জানুয়ারি ২০২১

Thursday, January 28, 2021

সব ভাল যার শেষ ভাল


গৃহহীনদের জন্য সত্তর হাজার গৃহ তৈরি করা হবে মুজিব বর্ষে। এটা বাংলাদেশের ইতিহাসে অভূতপূর্ব ঘটনা। এজন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধন্যবাদ পেতেই পারেন। তবে এর সাফল্য নির্ভর করবে সরকার দলীয় স্বার্থের উপরে উঠে এসব গৃহ সত্যিকারের গৃহহীনদের মধ্যে বণ্টন করতে পারবে কিনা আর সেই বন্টন ব্যবস্থা কতটুকু স্বচ্ছ হবে তার উপর। মনে রাখতে হবে প্রধানমন্ত্রীর তহবিল থেকে সেটা হলেও টাকাটা প্রকৃত পক্ষে রাষ্ট্রের মানে জনগণের। এই জনগণের অধিকার আছে নিজের ট্যাক্সের পয়সার হিস্যা চাওয়ার।

দুবনা, ২৮ জানুয়ারি ২০২১

Tuesday, January 26, 2021

সংবাদ শিরোনাম

বেহেশতে গিয়ে হুজুরের নারীদের হিজাব পরার ফতোয়া জারি। হুরিদের তীব্র প্রতিবাদ মিছিল। বেহেশত থেকে শান্তির পলায়ন।

দুবনা, ২৭ জানুয়ারি ২০২১

অভিমান

কী ফেসবুকে, কী ব্যক্তিগত আলোচনায় অনেককেই অভিযোগ করতে শুনি "সে আগে থেকে সিদ্ধান্ত নিয়ে শধু শুধু আমার মতামত জানতে চাইল আর সেটাকে গুরুত্ব না দিয়ে আমাকে ছোট করল।" আসলেই কি তাই? আমরাই তো বলি সিদ্ধান্ত নেবার আগে শত বার ভেবে দেখতে। যারা সমস্যার সমাধান চান আর এ নিয়ে সত্যি সত্যিই ভাবেন, তারা সিদ্ধান্ত নেবার আগে পর্যন্ত সন্দেহে ভুগেন, আবার যাচাই করতে চান। তাই শেষ মুহূর্তে যাদের বিশ্বাস করেন তাদের পরামর্শ চান। পরামর্শ ঠিক নয়, নিজের সমস্যা এমনকি অনেক সময় সম্ভাব্য সমাধানের কথা বলেন। গণিত আর পদার্থবিদ্যায় একটা কথা আছে যে যেকোনো সমস্যার সঠিক উপস্থাপন তার অর্ধেক সমাধান। তাই শেষ মুহূর্তে সে বন্ধুর কাছে যখন সমস্যা উপস্থাপন করে, সে আসলে নিজের কাছে পরিষ্কার হতে চায়, সে সমস্যাটা সঠিক ভাবে উপস্থাপন করছে কি না আর তার সমাধানের লাইন ঠিক কি না। তাই সে যদি আপনার উপদেশ গ্রহণ নাও করে, আপনার সাথে শেয়ার করার মধ্য দিয়ে সে আপনার সাহায্য নেয়। সেটা এমন কি আপনার দেওয়া সমাধানের চেয়েও সাইকলজিক্যালি অনেক বড় সমর্থন আপনার দিক থেকে। তাই মন খারাপ না করে আপনি যে আপনার বন্ধুর কাছে বিশ্বাসের জায়গাটা অর্জন করেছেন সে জন্য খুশি হন।


দুবনা, ২৬ জানুয়ারি ২০২১

Monday, January 25, 2021

Class

 To be or Not to Be! Haves and Have nots! Veg and non-veg. Vaccine takers and vaccine decliners.

Dubna, 26 January 2021

Sunday, January 24, 2021

সতর্কবাণী


অনেক খুঁজে পেতে দেখলাম স্বর্গে শুধুই মিষ্টির ছড়াছড়ি - মোহনভোগ, চমচম ... যাদের ডায়াবেটিকস তারা এখন থেকেই ভেবে দেখুন ওখানে যাওয়া আপনার জন্য নিরাপদ কি না।

ওখানে মাংস পাওয়া যায় না। যারা মাংস ছাড়া চলতে পারেন না, সময় থাকতে বেশি করে মাংস খান। নইলে স্বর্গে গিয়ে ঠিক পস্তাতে হবে।

যারা অপ্সরা সন্ধানে যাচ্ছেন তাদের বলব, সুরা আর মিষ্টি ভালোবাসার সাথে ঠিক যায় না। দেখবেন যেন বেক্কেল বনে যেতে না হয়।

দুবনা, ২৫ জানুয়ারি ২০২১

Saturday, January 23, 2021

বিশেষণ

আজকাল যখনই কেউ কাউকে বা কোন আদর্শকে বিভিন্ন বিশেষণে ভূষিত করে আমার আত্মারাম খাঁচাছাড়া হয়ে যায় নতুন চাটুকারের আবির্ভাবের সম্ভাবনায়।

দুবনা, ২৩ জানুয়ারি ২০২১

Friday, January 22, 2021

শাঁখের করাত

পেঁয়াজই হোক আর ভ্যাকসিনই হোক, স্বাধীনতা যুদ্ধেই হোক আর টেস্ট স্ট্যাটাসই হোক, যা কিছু ভারতীয় সেটাই দোষনীয়। ভারতের জন্য বাংলাদেশ উত্তম শাঁখের করাত।

তালদম, ২২ জানুয়ারি ২০২১


আলো আঁধার


মহাকাশের আঁধারে আলোরা নেচে বেড়ায় জ্ঞানান্বেষী মন থাকে সে আলোর প্রতীক্ষায়।

তালদম, ২২ জানুয়ারি ২০২১


পিটিশন

সবাই দেখি কপি পেস্ট করে মার্ককে লিখছে। মনে হচ্ছে ইংরেজদের কাছে লেখা স্বাধীনতার জন্য কংগ্রেসের পিটিশনের কথা। একশো বছরের অভিজ্ঞতা।

তালদম, ২১ জানুয়ারি ২০২১

অন্ধত্ব দেশে দেশে

যে জিনিসটা আজকাল খুব পীড়া দেয় তা হল সারা পৃথিবীতে রাজনীতির দলীয়করণ। বিরোধী দল যে রাজনৈতিক সংস্কৃতির একটি অপরিহার্য অংশ সেটা আমরা ভুলে যাচ্ছি। আমরা ভুলে যাই বর্তমান রাজনীতির সাফল্য বা ব্যর্থতার দীর্ঘদিনের রাজনৈতিক চর্চার ফল। তাই যখন দেখি সবাই অন্য দলের কাঁধে সব ব্যর্থতার বোঝা চাপিয়ে দিচ্ছে তখন এদের রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে সন্দেহ জাগে।

যারা সমস্ত ব্যর্থতার পোঁটলা পুঁটলি রাজনৈতিক বিপক্ষের ঘাড়ে চাপায় তারা আসলে রাজনীতির ঢেক এনড ব্যালেনস নষ্ট করে ভবিষ্যৎ একনায়কতন্ত্র বা গনতান্ত্রিক মনপলির জন্ম দিতে সাহায্য করেন। শুধুমাত্র বিজ্ঞান পড়লেই নয় তাকে সত্যিকার অর্থে ধারণ করে রাজনীতি না করলে এ ধরনের ত্রুটি এড়িয়ে চলা পারত পক্ষে অসম্ভব।
প্রায়ই চোখে পড়ে রাজনৈতিক দেউলিয়াপনা। তাৎক্ষণিক ফলের আশায় বৃহত্তর ছবি অনেকে বেমালুম ভুলে যায়। জন্ম নেয় বিশেষ ভাবে অজ্ঞ সব বিশেষজ্ঞ। নিজেদের বিজ্ঞানমনস্ক বললেও এরা আসলে অন্ধ রাজনৈতিক বিশ্বাসের পূজারী। আবেগতাড়িত এক দল গণতন্ত্র আততায়ী।
তালদম, ২১ জানুয়ারি ২০২১

প্রসঙ্গ ক্যাবিনেট

আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে নইলে মোদের রাজার সনে পড়বে কি শর্তে

তালদম, ২০ জানুয়ারি ২০২১


প্রসঙ্গ মার্কিন রাষ্ট্রপতির অভিষেক

 

নিজের দেশে দুধ নাই দুধের স্বাদ ঘোলে মিটাই

তালদম, ২০ জানুয়ারি ২০২১


প্রসঙ্গ অরুচিবোধ


অনেকেই ধারণা করে নিষিদ্ধ খাবার খাওয়া বিদ্রোহের বিপ্লবের পরিচয়। এরা আসলে হঠকারী। যার যা খুশি খাক কিন্তু এ নিয়ে রাজনীতি করাটাই নোংরামি।এসব লোকের শিক্ষা নিয়ে সন্দেহ জাগে। এটা পরমত সহিষ্ণুতা নয়, আধুনিকতা নয়, উগ্রতা, পশ্চাদমুখীনতা।
তালদম, ২০ জানুয়ারি ২০২১

রাজনীতি

আগে নেতাদের নামের আগে থাকত জননেতা, গণমানুষের নেতা - এখন আলহাজ্ব। রাজনীতির পিছুটান না রাজনীতির ধর্মীয়করণ।

তালদম, ২০ জানুয়ারি ২০২১

ভ্যাকসিন

অনেকেই কোভ্যাকসিন না কোভিশিলড এ প্রশ্ন তুলেছেন। অনেকেই দুশ্চিন্তাগ্রস্ত ভারত থেকে আসা কোন ভ্যাকসিন দেওয়া হবে। ইতিমধ্যে ফাইজারের ভ্যাকসিন নিয়ে বেশ কিছু মৃত্যু ঘটেছে। আসলে কোভিড ১৯ যে হারে ছড়াচ্ছে আর কিছু কিছু দেশে মৃতের সংখ্যা এত বেশি যে অনেক দেশ রিস্ক নিতে বাধ্য। এছাড়া আছে বানিজ্যিক ও রাজনৈতিক প্রতিযোগিতা। তবে ভাবার কারণ নেই এসব করতে গিয়ে কোন দেশ বা কোম্পানি ইচ্ছাকৃতভাবে কাউকে মারবে। এটাই গুরুত্বপূর্ণ। যদি ভারত বা অন্যদেশ থেকে আনা ভ্যাকসিনে কোন দূর্ঘটনা ঘটে অনেকেই সেটিকে রাজনৈতিক ভাবে ব্যবহার করতে পারে। সেটা হবে দুঃখজনক। তাই আমরা যারা ভ্যাকসিনের কার্যকরীতা নিয়ে সঠিক প্রশ্ন তুলি তারা যেন এই স্পর্শকাতর ইস্যু ভুলে না যাই

তালদম, ২০ জানুয়ারি ২০২১

রুখে দাড়াও

আওয়ামী লীগ নিজে যদি আওয়ামী অপরাজনীতির বিরুদ্ধে রুখে না দাঁড়ায় দল ও দেশের ভবিষ্যৎ পঁচিশে মার্চের কালো রাতের চেয়েও অন্ধকার হবে বলেই মনে হয়। তালদম, ১৯ জানুয়ারি ২০২১

আলো আঁধার

আলো নয় আঁধারকে আজ হু হু করে ঢুকতে দাও, নাহলে আমরা পিছিয়ে যাব কীভাবে? উন্নয়নের ব্যালেনস ঠিক রাখব কেমনে?

তালদম, ১৯ জানুয়ারি ২০২১

প্যারাডক্স

প্যারাডক্স হল অনেক গুলো জন একত্রে মিশে এখন আর বীর জনতা হয় না। হয় পকেটস্থ জনগণ অথবা লেঠেল বাহিনী। সব জনতা বিমুখ।
তালদম, ১৯ জানুয়ারি ২০২১

প্রতীক

প্রতীক এখন দলীয় নেতাদের কমিশন খাওয়া আর মনোনয়ন বিক্রির মারণাস্ত্র। প্রতীক রাজনীতিকে পথে বসাবে।

তালদম, ১৮ জানুয়ারি ২০২১

রাজনীতি

আজ রাজনীতি মানে সাইনবোর্ড সর্বস্ব দোকান যেখানে আদর্শের কথা বলা হলেও মূলত বিক্রি হয় প্রতীক, কোট, টুপি, গেঞ্জি, পোস্টার, মনোনয়ন ইত্যাদি। ক্রেতা আর বিক্রেতাদের টানা হ্যাচড়ায় রাজনীতি আজ মৃত্যু পথযাত্রী।

তালদম, ১৮ জানুয়ারি ২০২১

দেশপ্রেম

দেশপ্রেমের ভাব আর দেশপ্রেমের অভাব দেশের জন্য দুটোই সমান বিপদজনক। তালদম, ১৮ জানুয়ারি ২০২১

ভাবনার ভাব


আমার ছেলে নাসার বিজ্ঞানী, আমার ছাত্রী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমার জেলার ছেলে আইপিএল অলরাউন্ডার, আমার নেতার মেয়ে বৃটিশ পার্লামেন্টের সদস্য।জাতি হিসেবে বিদেশের জন্য দিনমজুর তৈরি করে আমরা আর কতদিন সুখের সাগরে হাবুডুবু খাব? এখন ভাবার সময় হার্ভার্ডের অধ্যাপক ঢাকায় পড়ান, বিদেশে পিএইচডি ডিগ্রি নিয়ে ছেলেমেয়েরা দেশে পড়াচ্ছেন। তবেই উন্নয়ন স্থিতিশীল হবে।
তালদম, ১৭ জানুয়ারি ২০২১

স্বপ্ন

ছোট বেলায় চোখ বন্ধ করলেই লাল রঙের চান্দায় তারা ভরা আকাশ নেমে আসত। আজকাল আবার সেরকমই হচ্ছে। এখন চোখ বন্ধ করলেই এই বুদবুদে ভরে যাচ্ছে চারিদিকে, কখনো বা বসন্ত বাতাসে,শরতের রঙিন পাতায়। একটি শিশু বারবার ওলটপালট করে দিচ্ছে সব।

তালদম,১৬ জানুয়ারি ২০২১

বেসিক স্টেট

নিম্নতম এনার্জি লেভেলে অবস্থান করে প্রকৃতি স্থিতিশীল থাকতে চায়। উন্নয়ন হল আপার এনার্জি লেভেলে উঠার চেষ্টা। মানুষ ভাবে উন্নয়ন স্থিতিশীলতার আরেক নাম। প্রকৃতিও কি সেভাবেই ভাবে?

তালদম,১৬ জানুয়ারি ২০২১

রিয়ালিটি

অবজেক্টিভ রিয়ালিটি অতি ভক্তি বা উচ্ছাস আর তীব্র ঘৃণা বা সমালোচনা দুটো থেকেই হাজার যোজন দূরে।

তালদম,১৫ জানুয়ারি ২০২১

মানুষ

মান নাই, হুঁশ নাই তারপরও আমরা নাকি মানুষ। তালদম,১৫ জানুয়ারি ২০২১

স্বপ্ন

 আপনার স্বপ্ন কী?

সন্তান উচ্চ শিক্ষিত হোক। ইউরোপ আমেরিকায় চাকরি, গাড়ি, বাড়ি, ঘরকন্না করুক। বিদেশে বাসা বাঁধার স্বপ্ন নিয়ে গ্রাম বাংলায় সোনার বাংলা গড়া যায় না। আগে স্বপ্ন দেখতে শিখুন তারপর দেশপ্রেম নিয়ে কথা বলুন।
তালদম,১৫ জানুয়ারি ২০২১

জনসংখ্যা


তোমাদের দেশের জনসংখ্যা কত? একান্ন কোটি। ইয়ার্কি হচ্ছে? মোটেই না। সতের কোটি মানুষ আর চৌত্রিশ কোটি চামচা।

তালদম, ১৫ জানুয়ারি ২০২১


নবীন প্রবীণ

নবীন লেখক হবার জন্য তিনি খুবই প্রবীণ কিন্তু প্রবীণ লেখক হবার জন্য আনকোড়া নবীন।

তালদম, ১৪ জানুয়ারি ২০২১



মূল্য

জীবনের মূল্য কারেন্সি রেটের মত -বেচতে চাও অর্ধেক দামও পাবে না কিন্তু কিনতে হবে দ্বিগুণ দামে। তালদম, ১৪ জানুয়ারি ২০২১

Wednesday, January 13, 2021

বুদ্ধি

লক্ষ্য অর্জনে মানুষের অন্যতম প্রধান দুই সঙ্গী তার মনোবল আর জেদ। তবে সেসব বুদ্ধি খাটিয়ে কাজে না লাগাতে পারলে বিপদে পড়ার সম্ভাবনাও কম নয়।

দুবনা, ১৩ জানুয়ারি ২০২১

Monday, January 11, 2021

গণতন্ত্র


যতদূর জানি সমাজতন্ত্র হল গিয়ে অর্থনৈতিক তত্ত্ব অর্থাৎ যাদের শ্রমে সম্পদ উৎপন্ন হয় সেই সম্পদে শ্রমিকের মালিকানা। কিন্তু সোভিয়েত ইউনিয়নে সমাজতান্ত্রিক বিপ্লবের পর থেকে সমাজতন্ত্রকে যতটা না পুঁজিবাদের তার চেয়েও বেশি করে গণতন্ত্রের প্রতিপক্ষ হিসেবে দেখানো হয়েছে। এর ফলে সোভিয়েত ইউনিয়নের ব্যর্থতা যতটা না সমাজতন্ত্রের অর্থনৈতিক ব্যর্থতা হিসেবে দেখা হয়েছে, তার চেয়ে বেশি করে একে দেখা হয়েছে সমাজতন্ত্রের রাজনৈতিক ব্যর্থতা হিসেবে। অথচ পুঁজিবাদী বিশ্ব গণতন্ত্রকে সাথী করে বার বার নিজের ব্যর্থতা থেকে বেরিয়ে এসেছে। সোভিয়েত ইউনিয়ন যদি পুঁজির সমাজতান্ত্রিক বণ্টন আর রাষ্ট্র পরিচালনায় গণতন্ত্রিক পদ্ধতি গ্রহণ করত তাহলে হয়তো এখনও মেহনতী মানুষের মনে আশা জাগিয়ে যেত।

দুবনা, ১১ জানুয়ারি ২০২১

Sunday, January 10, 2021

চিন্তা


দেশ, জাতি আর সমাজ তো বটেই, এমনকি ব্যক্তি মানুষও পরস্পর বিরোধী বিভিন্ন চিন্তা ভাবনার এক জটিল সিস্টেম। চিন্তাশীল মানুষ প্রতিটি ঘটনাই বিভিন্ন দিক থেকে বিচার করে, প্রশ্ন করে, তারপর প্রদত্ত বাস্তবতায় সবচেয়ে গ্রহণযোগ্য সিদ্ধান্ত গ্রহণ করে। যারা চিন্তা করতে জানে না, চিন্তা করতে চায়না তারাই অন্ধভাবে অন্যদের বাতলানো দাওয়াই খেয়ে স্রোতের সাথে গা ভাসিয়ে দেয়।

দুবনা, ১০ জানুয়ারি ২০২১

Saturday, January 9, 2021

বিশ্বাসঘাতক

আমরা শুধু বিশ্বাসঘাতক বন্ধুকেই দোষ দিয়ে খালাস। ভাবখানা এই এরকম একজনের সাথে বন্ধুত্ব করার ক্ষেত্রে আমাদের কোনই দায় দায়িত্ব নেই।

দুবনা, ০৯ জানুয়ারি ২০২১

Friday, January 8, 2021

সংজ্ঞা

 

পরকীয়া কী?
ভাব সম্প্রসারণ।
সে আবার কি?
নিজের প্রাম বা ভাবকে সম্প্রসারিত করে অনেকের মধ্যে ছড়িয়ে দেওয়া।

দুবনা, ০৮ জানুয়ারি ২০২১

Thursday, January 7, 2021

মুক্তমনা

সে লর্ড হোক আর লুসিফার হোক, একবার তার কাছে বিবেক বিক্রি করেছ তো নিজেকে আর মুক্তমনা বলে দাবী করার অধিকার তুমি হারিয়েছ।

দুবনা, ০৭ জানুয়ারি ২০২১

Wednesday, January 6, 2021

মানুষ ও স্লোগান

 

আজকাল একটা ব্যাপার প্রায়ই লক্ষ্য করি। বাম, ডান, প্রগতি, প্রতিক্রিয়া, রাজনৈতিক, গণ, সামাজিক, সাংস্কৃতিক মানে যেখানেই অনেক মানুষ একসাথে কথা বলে তখন সেখানে শুধু দাবি দাওয়াই থাকে আর ভীড়ের মধ্যে মানুষটাই হারিয়ে যায়।

দুবনা, ০৬ জানুয়ারি ২০২১

Tuesday, January 5, 2021

হিমরাজের দেশে

গতরাতে আবার বরফ পড়ল। গাছে গাছে বরফের রূপালী চুম্বনের স্পর্শ। তাই ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়লাম। আজ বনে। তুষার কন্যার ছবি তুলতে। আসলে শীতের বন চোখে না দেখলে এর সৌন্দর্য বোঝা যায় না। প্রায় সাদা কালো বিধায় এর ত্রিমাত্রিক রূপ ফুটিয়ে তোলা আরও কঠিন। তাই শীতের ছবি যতই তুলি, সব সময় এক ধরণের অতৃপ্তি থেকেই যায়। তবুও লোভ সামলাতে পারি না, বার বার বনে বা ভোলগার তীরে যাই, আবার আবার ছবি তুলি। এখানে অবশ্য ছবির সাথে কিছু ভিডিও আছে। লিংক তারিখের পরে

দুবনা, ০৫ জানুয়ারি ২০২১

স্বপ্ন

শুয়ে শুয়ে ফেসবুক করতে করতে স্বপ্ন দেখছিলাম। উত্তেজনা যখন চরমে তখন খেয়াল করলাম আমি মোটেই ঘুমুইনি। ইস, একটা জলজ্যান্ত স্বপ্ন মাঠে মারা গেল।

দুবনা, ০৫ জানুয়ারি ২০২১

Today's slogan

Unless you want to be locked up, lock yourself down. New democratic choice. Dubna, 05 January 2021

Sunday, January 3, 2021

কথা

সময়ের সাথে সাথে কথা জমে। জমে কথার পাহাড় হয়। তখন দরকার সঙ্গী যে তোকে শুনবে, বুঝবে। এর উপর নির্ভর করে কথারা খাঁচার পাখি হবে না বনের।


দুবনা, ০৩ জানুয়ারি ২০২১

শীতল বসন্ত

গতকাল ঘুম থেকে উঠে দেখি শিমুল তুলার মত বরফ পড়ছে আকাশ থেকে। গাছে গাছে ফুটেছে শুভ্র শীতল ফুল। চারিদিকে মানুষের ভিড় আর ফুলের হাসি।

দুবনা, ০৩ জানুয়ারি ২০২১















Friday, January 1, 2021

ভোলগার ২০২১

২০২১ এর প্রথম দিন। আজ কি ভোলগার তীরে না গেলে হয়? অনেকদিন পরে নববর্ষ এসেছে গরম গরম। বরফ অনেকটাই গলে গেছে।


দুবনা, ০১ জানুয়ারি ২০২১











চাই চাই চাই

আজ ফেসবুক জুড়ে শুধু চাই আর চাই - নিজের জন্য, পাশের বাড়ির ছেলেটি বা মেয়েটির জন্য অথবা অজানা অচেনা মানুষদের জন্য। অন্তহীন এই চাওয়ার ধাক্কায় নুয়ে পড়েছে ২০২১। চুল দাড়ি পেকে সে একদিনেই ঋণে জর্জরিত বৃদ্ধ। সবাই চাইছে। কেউ বলছে না চল ২০২১ সুন্দর করি। সমৃদ্ধ করি। তার তো আর রিজার্ভ ব্যাঙ্ক নেই, সুখশাল নেই যে সুখ শান্তির বিল ছাপিয়ে সবার হাতে ধরিয়ে দেবে। আসুন ২০২১ এর কাছে না চেয়ে সবাই বলি চল একটা সুখী সমৃদ্ধ পৃথিবী গড়ে তুলি ২০২১ সালে।

দুবনা, ০১ জানুয়ারি ২০২১

শুভ নববর্ষ

শুভ নববর্ষ । আসুন বছরটাকে সুন্দর করে সাজাই সবাই মিলে।

দুবনা, ০১ জানুয়ারি ২০২১