Wednesday, August 31, 2022

Day Dream

Gorbachev destroyed the USSR with his ill planned perestroika and glasnost, the current leaders of European countries are going to destroy EU with their almost imaginary green and renewable energy. 

Moscow, 31 August 2022




Tuesday, August 30, 2022

Questions

Mikhail Gorbachev has died. Many thinks with him a whole era has gone. Really? Or he killed a whole era long before he died? But one thing is true - Russia played a crucial role in the formation of the modern world. October revolution gave hope to have nots to change the world in their favor and brought end to old style colonial world, Gorbachev gave hope for peaceful coexistence, but his weaknesses and submissive mentality shows that only a strong Russia can fight out peace otherwise both Russia and the world will be in trouble rather sooner than later. Today's Russia is fighting for what Gorbachev lost due to his naivety. Balance of force is crucial for a harmonic world. Can Russia provide this much needed balance?

Moscow, 31 August 2022

অপটিমিস্টিক পেসিমিস্ট

অপটিমিস্ট আর পেসিমিস্টের সংজ্ঞা দিতে গিয়ে সোভিয়েত ইউনিয়নে একটি জোক চালু ছিল- 
পেসিমিস্ট আগে আগে হাঁটে আর অপটিমিস্ট চলে তার পেছন পেছন। 
এখানে পেসিমিস্ট ছিল সোভিয়েত আদর্শ বিরোধী আর অপটিমিস্ট তাকে গ্রেফতার করতে আসা কেজিবির এজেন্ট। 
আমাদের দেশে এখন পেরিমিস্টের ভূমিকায় আছে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন যারা পুজার আয়োজন করছে আর ভয়ে ভয়ে আছে কখন কে প্রতিমা ভাঙবে। অপটিমিস্ট হল সেই সব মৌলবাদীরা যারা মনের সুখে মূর্তি ভাঙবে বলে আবারও গোঁফে তা দিচ্ছে।

মস্কো, ৩০ আগস্ট ২০২২

Monday, August 29, 2022

কল্পনা

বৃটেনে কিছুদিন আগেও যারা সম্মানের সাথে মাথা উঁচু করে চলতেন আজ সাহায্যের জন্য হাত পাততে বাধ্য হচ্ছেন। আশির দশকের শেষে ও নব্বুইয়ের দশকে রাশিয়ায় এমনটা দেখেছি। রাজনৈতিক নেতাদের হঠকারী সিদ্ধান্ত জনগণকে কোথায় নামাতে পারে এসব না দেখলে বিশ্বাস করা যায় না। কি রাশিয়া, কি ইউরোপের উন্নত দেশে কখনও যে এসব দেখতে হবে এটা কেউ কল্পনাও করতে পারেনি। মানুষের কল্পনা শক্তি সত্যিই খুব দুর্বল।

মস্কো, ৩০ আগস্ট ২০২২

সমস্যা

ভোলগায় স্নান করতে গিয়ে প্রায়ই মাছির উপদ্র সহ্য করতে হয়। বিকেলে ঘুরতে গেলে মশারাও কান ঝালাপালা করে তোলে বিভিন্ন দাবি দাওয়া পেশ করে। ওদের দাবি অবশ্য একটাই - বিজনের রক্ত চাই। অনেক সময় রেগে থাপ্পর মেরে দিই আর তারপর ব্যথায় অনেকক্ষণ উ আ করি আর ভাবি, মরে গিয়ে মশা মাছিরা বেশ বেঁচে গেল, কষ্ট পেতে হল না আর আমাকে ওদের থাপ্পরের ভাগ নিতে গিয়ে ব্যথায় কুঁকড়ে যেতে হচ্ছে।

মস্কো, ২৯ আগস্ট ২০২২

Sunday, August 28, 2022

সরকারি

দুধের সর কারি মশলা দিয়ে রান্না করলে তাকে সরকারি ডিশ বলে। আর এই উদ্ভট পদ্ধতিতে তৈরি বলেই সরকারি সব কিছু বেশিরভাগ ক্ষেত্রেই অখাদ্য হয়।

মস্কো, ২৯ আগস্ট ২০২২

Saturday, August 27, 2022

ধর্ম

আজকাল ব্যবসা বিশেষ করে বাংলাদেশের ব্যবসা প্রায় ধর্মের পর্যায়ে চলে গেছে। ধর্মের মত ব্যবসা নিয়ে বিশেষ করে ব্যবসার অনিয়ম নিয়ে কথা বললে ব্যবসায়ী, প্রশাসন, সরকারী দল সবার অনুভূতিতে আঘাত লাগে আর তখন তারা মৌলবাদীদের মতই ঝাপিয়ে পড়ে প্রতিবাদ মিছিলে।

দুবনা, ২৮ আগস্ট ২০২২

মহাবিশ্ব দোষী

পাঁচ বিলিয়ন আলোকবর্ষ দূরের কোন ব্ল্যাক হোল যদি একটা নক্ষত্র গ্রাস করে সেটাকেও আজ আপনি পুতিনের আগ্রাসন বলে চালিয়ে দিতে পারবেন। তাই চাইলে আপনি মনের সুখে বিভিন্ন বদামী করতে পারেন। এমন ঘাড় থাকতে আপনার আর ভাবনা কি? ও হ্যাঁ, ইতিমধ্যে মনে হয় বিজ্ঞানীরা একটা প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। কি প্রশ্ন? বিগ ব্যাং-এর আগে কি ছিল। ঠিক ধরেছেন। এর আগে পুতিন ছিলেন। তিনিই বিং ব্যাং-এর জন্য দায়ী। যাকে বলে মহাবিশ্ব দোষী।


দুবনা, ২৭ আগস্ট ২০২২ 

নব্য সভ্যতা

এখন ইউরোপে যেসব স্ট্যাচু ভাঙা হচ্ছে সে সবই ঐতিহাসিক গুরুত্ব বহন করে, সে সব একটা বিশেষ সময়ের সাক্ষী, তা থেকে শিক্ষা গ্রহণ করা যায়। এসব ভাঙা আসলে আলেক্সান্দ্রিয়া, নালন্দা ও পরে ফ্যাসিবাদীদের দ্বারা বই পোড়ানোর সমতুল্য। নব্বুইয়ের দশকে হঠাৎ করে বড়লোক হওয়া রুশদের বলা হত নব্য রুশ, এখন হঠাৎ করে মধ্যযুগে ফিরে যাওয়া ইউরোপীয় সভ্যতাকে হয়তো নব্য সভ্যতা বলে গণ্য করা যায়।

দুবনা, ২৭ আগস্ট ২০২২

Friday, August 26, 2022

ছেলেমি মেয়েমি

ছোটবেলায় অনেক সময় পাড়ার বড় ছেলেরা বলতো ওদের ঘুসি মারতে। ওদের ধারণা ছিল যেহেতু বয়সে বড় তাই ওদের হাড্ডি অনেক পাকা। ব্যথাটা আমরা ছোটরাই পাব। তবে অনেক সময় উল্টোটাও ঘটতো। তখন ওরা আমাদের দোষ দিত ওদের ঘুসি দিয়েছি বলে। পশ্চিমা বিশ্ব রাশিয়ার উপর স্যাঙ্কশন আরোপ করেছে এদের অর্থনীতি ধ্বংস করতে। আর যখন নিজেদের অর্থনীতি ধ্বংসের মুখে তখন এসব পুতিনের স্যাঙ্কশন বলে রাশিয়াকে দোষারোপ করছে।

দুবনা, ২৬ আগস্ট ২০২২

Thursday, August 25, 2022

তত্তি


এখন আমি ছোট কুকুর নিয়ে খুব একটা বাইরে ঘুরতে যাই না। আগে যখন যেতাম বড় কুকুর দেখলেই ছোট তত্তির সে কি চিৎকার - যেন বলতে চাইত আয় একবার দেখি তোর কত সাহস। ওরা হেসে পাশ কাটিয়ে চলে যেত, তবে কেউ কেউ আবার বলত "চুপ কর!" তখন তত্তি লাফিয়ে আমার কোলে উঠে বসত। আমি তখন থেকেই জানতাম অন্যের বলে বলীয়ান তত্তিকে সময় মত শান্ত করতে না পারলে সবার কপালে কষ্ট আছে। আজকাল ইউরোপের ছোট ছোট দেশের নেতাদের লাফালাফি দেখলে আমার তত্তির কথা মনে পড়ে আর ভাবি আমেরিকার ভাগ্য ভালো যে সে অনেক দূরে, সরাসরি লড়াইয়ে নামতে হবে না। তবে এই ছোট দেশগুলোর সমস্যা ওরা এই সত্যটা বোঝে না যে মুখে যাই বলুক, যতই উস্কানি দিক, এদের জন্য মালিক আমেরিকা কখনই নিজের দেশ ও জনগণের অস্তিত্ব বিপন্ন করবে না।

দুবনা, ২৫ আগস্ট ২০২২ 




সভ্যতা

ইউরোপের বিভিন্ন দেশের মানুষ এখন ফ্যাসিবাদের বিরুদ্ধে বিজয়ী জনতা ও সেনাদের স্মরণে নির্মিত স্থাপত্য ভাঙ্গার উৎসবে ব্যস্ত। যদিও আফগানিস্তানে তালেবানদের বুদ্ধ মূর্তি ভাঙার সাথে এর তেমন কোন পার্থক্য নেই তারপরেও ইউরোপের সভ্য মানুষ এটা করছে বলে তারা নিজেদের কাজের পেছনে বিভিন্ন যুক্তি খুঁজে পাবে। আজকের বর্বরতা জন্মগত, জাতিগত, বর্ণগত। চুরি করেও সবাই চোর হতে পারে না, হত্যা করেও সবাই খুনী হয় না। আধুনিক সভ্যতা তাদের ঠিক বেকসুর খালাস দিয়ে দেয়।


দুবনা, ২৫ আগস্ট ২০২২ 

Wednesday, August 24, 2022

ফ্রি স্টেট

লিজ ট্রাস বললেন প্রয়োজনে তিনি রাশিয়ার বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবেন না। তার লড়াই কি জন্যে? গণতন্ত্র, মুক্ত চিন্তা ইত্যাদির জন্য। মনে রাখা দরকার যে এখনও পর্যন্ত বৃটেন, আমেরিকা বা ইউরোপের অস্তিত্ব হুমকির সম্মুখীন না। কারা আদর্শের জন্য যেকোনো কিছু করতে প্রস্তুত? আল কায়েদা, তালেবান, ইসলামিক স্টেট। আমেরিকা তথা পশ্চিমা বিশ্ব এসব সংগঠন তৈরি করেছিল সোভিয়েত ইউনিয়ন ও রাশিয়ার বিরুদ্ধে লড়াই করতে। এখন বোঝা যাচ্ছে ওরা আসলে নিজেদের প্রোটোটিপ তৈরি করেছিল। এখন মুখোশ খুলে বেরিয়ে এসেছে।

দুবনা, ২৪ আগস্ট ২০২২

Tuesday, August 23, 2022

ঝড় বৃষ্টি

আষাঢ়ের ঝড়ে কালো মেঘ থেকে 
মুষলধারে ঝরে জল
সেই জলে ভিজে তাজা হয়ে ওঠে 
শত সহস্র তরু দল। 

দুবনা, ২৪ আগস্ট ২০২২

চা শ্রমিক

 

  • ওহে রক্তচোষা বনিক
    মোদের কথা একটু শোনা আমরা যে চা শ্রমিক

    তোমার চায়ের কাপে
    আমার রক্ত ঘাম
    থর থর করে কাঁপে
    অনিশ্চিত ভবিষ্যত তার নাম

    চুমুকে দিয়ে খাচ্ছ তুমি আমার রক্ত ঘাম
    কিন্তু সাহেব ভুলেই গেছ দিতে ন্যায্য দাম

  • তাই তো আমরা নেমেছি আজ নেমেছি রাস্তায়
    চা শ্রমিক আজ কড়ায় গন্ডায় হিস্যা নিতে চায়
                         কিন্তু ধর্মঘটে অধর্ম দেয় হানা
                         পেটের দায় আমাদের - কাজ না করা মানা
                     
  • শোন হে ভদ্রলোক
    তাকাও খুলে চোখ
    তোমার আরাম তোমার আয়েশ
    তোমার মান আর যশ
    সব কিছুরই পেছনে আছে মোদের রক্ত ঘাম 
    শোষিত বঞ্চিত মোরা চা শ্রমিক মোদের নাম 
  • দুবনা, ২৩ আগস্ট ২০২২ 



 

ভোট

রাজনৈতিক দলগুলো যখন রাজনীতি বাদ দিয়ে ভোটনীতি শুরু করে দেশ ও জাতি তখন তাদের রাজনৈতিক চরিত্র ও রাজনৈতিক স্বাধীনতা হারাতে বাধ্য। 

দুবনা, ০৫ এপ্রিল ২০২২

Monday, August 22, 2022

পিরামিড

ক্ষমতার পিড়ামিডে প্রতিটি উপরের ধাপের লোক নিজেকে নীচের ধাপের লোকের চেয়ে বেশি শক্তিশালী, ভাগ্যবান ও প্রয়োজনীয় মনে করে আর প্রায়ই ভুলে যায় যে তার উপরেও কেউ আছে আর প্রকৃত পক্ষে সে নিজেও উপরের ধাপের লোকদের দ্বারা শোষিত, অবহেলিত ও ঘৃণার পাত্র।‌ শুধু তাই নয় যারা নীচে তারাও প্রতি মূহুর্তে উপরে উঠতে চায় আর সেজন্য উপরের জনকে টেনে নীচে নামাতে চায়। তাই এই পিরামিডে কেউই স্থিতিশীল নয়। সবাই ক্রমাগত একে অন্যের সাথে একদিকে যেমন লড়াই করছে অন্যদিকে সাহায্যের হাতও বাড়িয়ে দিচ্ছে নিজেকে টিকিয়ে রাখার জন্য। প্রত্যেকে প্রত্যেককে বলছে
তুমি একজনই শুধু বন্ধু আমার শত্রুও তুমি একজনই

দুবনা, ২৩ আগস্ট ২০২২


Sunday, August 21, 2022

সন্ত্রাস

এতদিন পর্যন্ত ইউক্রেন সীমান্ত এলাকার শহরগুলো আক্রমণ করত। রাজনৈতিক হত্যাকাণ্ড ইউক্রেনের মধ্যেই সীমাবদ্ধ ছিল যদিও অনেকেই ইউক্রেনের জাতীয়তাবাদীদের তালিকাভুক্ত ছিল। আজ রুশ দার্শনিক আলেক্সান্ডার দুগিনের কন্যাকে সন্ত্রাসবাদীরা হত্যা করল যদিও বোমা নির্দিষ্ট ছিল ওর বাবার জন্যই। তাদের একই গাড়িতে ফেরার কথা ছিল মিউজিক ফেস্টিভ্যাল থেকে। তবে তিনি শেষ মূহুর্তে অন্য গাড়িতে বসেন। যতদূর বুঝতে পারি এখন থেকে অনেক ক্ষেত্রে কড়াকড়ি শুরু হবে। যুদ্ধের আমেজ কিছুটা হলেও রাশিয়ার ভেতরে ঢুকে পড়বে।

দুবনা, ২১ আগস্ট ২০২২

Saturday, August 20, 2022

তামাসা

 

যদি ধারালো ছুরি দিয়ে তোমার মাথা কাটা হয় তবে তুমি তাড়াতাড়ি মরবে। ছুড়িটা ভোঁতা হলে মৃত্যু আসবে বেশ খানিকটা পরে তবে জীবন হবে অসহনীয় কষ্টের। ১২০ এর পরিবর্তে ১৪৫ টাকা বেতন আসলে ধারালো ছুরির পরিবর্তে ভোঁতা ছুরি মালিক নামক জল্লাদদের হাতে তুলে দেওয়া।

দুবনা, ২১ আগস্ট ২০২২ 

Friday, August 19, 2022

সমাধান

বাসায় একগাদা কুকুর। বউকে কিছুতেই কনভিন্স করতে পারি না ওদের সংখ্যা একটু কমিয়ে আনতে। আমার তেমন সমস্যা নেই, তবে আশেপাশের লোকদের কথা ভেবে কষ্ট হয়। ওদের নিশ্চয়ই সকাল সন্ধ্যায় এতগুলো কুকুরের গলা সাধা ভালো লাগে না। আজ হঠাৎ করেই এক বুদ্ধি এলো মাথায়। ওদের গান শেখাব। তাহলে ওরা সবাই মিলে একসাথে গান গাইলেও কোন অসুবিধা হবে না, কেউ টেরই পাবে না যে এখানে একটা কুকুর নয়।

দুবনা, ২০ আগস্ট ২০২২

অনুভূতি

যে পররাষ্ট্রমন্ত্রী তার প্রধানমন্ত্রীকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য বিদেশী সরকারের কাছে আবেদন করে সেই পররাষ্ট্রমন্ত্রীকে পর রাষ্ট্রে পাঠিয়ে দেয়া জাতির জন্য কল্যাণকর। এদের কর্মকাণ্ড আসলে দেশের জন্য অবমাননাকর। অনুভূতি তুমি কোথায়?

দুবনা, ১৯ আগস্ট ২০২২

অধিকার

আমাদের দেশের অধিকাংশ মানুষ নাগরিক অধিকার এতটাই কম উপভোগ করতে পারে যে সমাজে ভারসাম্য বজায় রাখতে সরকার ও এলিট শ্রেণী বাধ্য হয়ে কিছু মানুষকে বেশি বেশি অধিকার দেয়। তাই অসাম্যের জন্য সরকারকে দোষ দিয়ে লাভ নেই, নিজেরা নিজেদের অধিকার আদায় করুন, সাম্য প্রতিষ্ঠা করুন।

দুবনা, ১৯ আগস্ট ২০২২

Thursday, August 18, 2022

সম্পর্ক

ট্রাম্পের সাথে রাশিয়ার কোন সম্পর্ক আছে কিনা জানি না তবে রাশিয়ার মতই ট্রাম্পের বিরুদ্ধেও হোয়াইট হাউস যেভাবে লুঙ্গি কাছা দিয়ে নেমেছে তাতে এক সময় ট্রাম্প আর রাশিয়া কোন এক তুতো ভাই হতে বাধ্য।

দুবনা, ১৮ আগস্ট ২০২২

আমাদের মন্ত্রীরা

আমাদের কিছু কিছু মন্ত্রীদের কথা শুনে মনে হয় তারা এ দেশের মানুষ নন, তাদের শিকড় অন্য কোন দেশে। মানুষ দেশীয় শাসন চায় কিন্তু তার চেয়েও বেশি করে চায় সুশাসন। যদিও এলিট শ্রেণী দেশের নীতি নির্ধারণ করে দেশ পুষ্টি লাভ করে প্রান্তিক মানুষের শ্রমে ঘামে। যে শাসক প্রান্তিক মানুষের কষ্ট বুঝতে পারে না সে শোষক। মানুষের শত্রু, দেশের শত্রু। তিরিশ লক্ষ মানুষ কি এদের জন্যেই প্রাণ দিয়েছিল?

দুবনা, ১৮ আগস্ট ২০২২

খুশি

কিছু কিছু রাজাকার নিজেদের রাজার আকারে দেখে যার পর নাই খুশি হয়। 

দুবনা, ১৮ আগস্ট ২০২২

Wednesday, August 17, 2022

বাংলা

 

একসময় বলা হত বাংলা আজ যা ভাবে বাকি ভারতবর্ষ আগামীকাল তা করে। এখন অবশ্য সেটা ভারতবর্ষের গন্ডী ছাড়িয়ে বিশ্বের দরবারে হাজির হয়েছে। জিয়াউর রহমানের আই মেক পলিটিক্স ডিফিক্যাল্ট ও মানি ইজ নো প্রবলেম আমেরিকা সাদরে লুফে নিয়েছে। পশ্চিমা বিশ্ব আজ রুশদের সম্পত্তি বাজেয়াপ্ত করার পাঁয়তারা করছে। সেটা কি আপনাদের শত্রু সম্পত্তি বা অধুনা অর্পিত সম্পত্তি আইনের কথা মনে করিয়ে দেয় না? আমরা মনে হয় সুদে আসলে অ্যাংলো স্যাক্সদের ঋণ ফেরত দিচ্ছি।

দুবনা, ১৭ আগস্ট ২০২২ 

Tuesday, August 16, 2022

কমিউনিস্ট

বাংলাদেশের অধিকাংশ মানুষই মনে মনে কমিউনিস্ট। অবাক হলেন? তাহলে ব্যাখ্যা করছি। 
কাউকে একটু সমালোচনা করলেই ব্যাপারটা টের পাবেন। সেই সমালোচনা যদি জনসমক্ষে হয় এবং সেটা সঠিকও হয় তাহলে সেই লোক সুযোগ পেলেই আপনাকে বলবে, সমালোচনা মানলাম কিন্তু সেটা তো আপনি আমাকে ব্যক্তিগত ভাবেও বলতে পারতেন। কি দরকার ছিল এত লোকের সামনে এসব বলে আমার ইজ্জত হানি করার? ঠিক যেমনটা হয় কমিউনিস্ট বা বাম ঘরানার দলে। সমালোচনা যা করবে শুধু পার্টির ভেতরে, বাইরে গিয়ে কোন সমালোচনা নয়। এর কারণ হল মানুষ নিজেকে বদলাতে চায় না। যদি আপনি তাকে একা কিছু বলেন, সে সেই সমালোচনা মেনে নিলেও নিজেকে বদলানোর তাগিদ বোধ করে না। আপনিও দুই বার এ নিয়ে কথা বলেন না। কিন্তু দশজনের সামনে বললে তাকে হয় নিজের সমর্থনে কিছু বলতে হয় আর বলার কিছু না থাকলে নিজেকে বদলাতে হয়। কিন্তু আমরা দেশ বদলাতে পারি, সরকার বদলাতে পারি, চাকরি বদলাতে পারি এমনকি পরিবার বদলাতে পারি - কিন্তু নিজেকে বদলানো? আকর্ষণই না। নিজের সাথে বেইমানি খুব কম লোকই করতে পারে।

দুবনা, ১৬ আগস্ট ২০২২

Monday, August 15, 2022

স্বাধীনতা

আজ ১৫ আগস্ট। ভারত স্বাধীন হয়েছিল বৃটিশ শাসন থেকে কিন্তু একই সাথে পরাধীন হয়েছিল নতুন বাস্তবতার কাছে, নতুন সময়ের কাছে। শুধু ভারত নয় সমস্ত উপমহাদেশই এই বাস্তবতার কাছে বন্দী। আর এই বাস্তবতার মূলে আছে অবিশ্বাস, শত্রুতা আর পরস্পরকে না বোঝার আকাঙ্ক্ষা। হাজার বছর একসাথে বাস করার ইতিহাস অস্বীকার করার প্রবল ইচ্ছা। কিন্তু সমাধান রয়েছে ঠিক অন্য তীরে। 

আমার ভারতীয় বন্ধুদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।

দুবনা, ১৫ আগস্ট ২০২২

Sunday, August 14, 2022

লোড শেডিং

অনেকেই লিখছে আসি আসি করেও রোগ শেডিং আসছে না। তাই তারা টেনশনে আছে। কে জানে লোড শেডিং আবার ৫৭ ধারায় হাজতবাসী হল কি না। আমি বলি টেনশন না করে কিশোর কুমারের গান শুনুন

সে তো এলো না এলো না
কেন এলো না জানি না
হারালো কি আঁধারেতে
নিভে গেল দীপ তবু কেন এলো না

আসলে লোড সেডিং আসার ব্যাপারটাই গোলমেলে। ও কি বিড়াল চোখা যে অন্ধকারে আসবে?

দুবনা, ১৪ আগস্ট ২০২২


পিরামিড

ক্ষমতার পিড়ামিডে প্রতিটি উপরের ধাপের লোক নিজেকে নীচের ধাপের লোকের চেয়ে বেশি শক্তিশালী, ভাগ্যবান ও প্রয়োজনীয় মনে করে আর প্রায়ই ভুলে যায় যে তার উপরেও কেউ আছে আর প্রকৃত পক্ষে সে নিজেও উপরের ধাপের লোকদের দ্বারা শোষিত, অবহেলিত ও ঘৃণার পাত্র।

দুবনা, ১৪ আগস্ট ২০২২

Friday, August 12, 2022

বেহেশত

 

আমার ফেসবুক বন্ধুরা, যারা বাংলাদেশে আছেন, দয়া করে গায়ে একটু চিমটি কেটে দেখুন এখনও বেঁচে আছেন নাকি বেহেশতে চলে গেছেন। যতদূর জানি বেহেশতে যাওয়া যায় মরণের পরে। মন্ত্রী যেহেতু বলেই ফেলেছেন তাই একটু সাবধান হওয়া ভালো। আর সেই সাথে বেহেশতের কিছু ছবি পাঠিয়েন যাতে ভেবে দেখতে পারি - ওখানে যাওয়ার দরকার আছে কিনা আদৌ।

দুবনা, ১২ আগস্ট ২০২২ 

ভূলুণ্ঠিত বেহেশত

বাংলাদেশের মানুষ বেহেশতে আছে কথাটার সত্যতা নিয়ে সন্দেহ আছে। বেহেশতে থাকলে বেহেশতে যাবার জন্য এত আকুতি মিনতি কেন? কেন এই ধর্ম নিয়ে মাতামাতি? নাকি ডিজিটাল বেহেশত আজকাল দেখতে এমনটাই হয়?

দুবনা, ১২ আগস্ট ২০২২

Thursday, August 11, 2022

লঙ্গরখানা

মাঝেমধ্যে মনে হয় বাংলাদেশের ব্যাংকগুলো ধনীদের লঙ্গরখানা। দুর্ভিক্ষের সময় লঙ্গরখানা খুলে যেমন গরীবদের মধ্যে ত্রাণ হিসেবে চাল আর কম্বল বিতরণ করা হয়, অর্থনৈতিক মন্দার সময় ব্যাংকগুলোও তেমনি কোটি কোটি টাকা বিতরণ করে ধনীদের মধ্যে। ব্যাংকের আর দোষ কী? তেমন ক্লায়েন্ট তেমন ত্রাণ।

দুবনা, ১১ আগস্ট ২০২২

Wednesday, August 10, 2022

উন্নয়নের অপরাজনীতি


আজারভের (ইনুকভিচের প্রধানমন্ত্রী, সে সময় ইউক্রেনের অর্থনীতির প্রধান চালিকাশক্তি) সময়ে ইউক্রেনের অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল ৭-৮%। এক সময় পোল্যান্ডের অর্থনৈতিক প্রবৃদ্ধিও তেমনটাই ছিল। আর ঠিক তখনই এসব দেশে উগ্র জাতীয়তাবাদী আর মৌলবাদী শক্তির উত্থান ঘটেছে। আমাদের দেশেও বর্তমান অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে উত্থান ঘটছে মৌলবাদের। কারণ? মনে হয় অর্থনৈতিক উন্নয়নের সময় অধিকাংশ দেশ বিত্তের চোখ ধাঁধানো ঝলসানিতে এতটাই বুঁদ হয়ে থাকে যে শিক্ষা, সংস্কৃতি সব সমাজের অন্যান্য গুরুত্বপূর্ণ দিকে তেমন নজর দেয় না। ফলাফল - প্রায়ই দেশ হয় এদের জিম্মি, নষ্ট হয় সামাজিক স্থিতিশীলতা, ধ্বংস হয় দেশের ভিত। আমাদের এখনও সাবধান হবার সময় আছে।

দুবনা, ১১ আগস্ট ২০২২

খেলনা

বাজারে জোর গুজব তাইওয়ানের জন্য আমেরিকা ইউক্রেন থেকে দৃষ্টি সরিয়ে নেবে। বাচ্চারা যখন ছোট ছিল তখন কোন একটা খেলনা নিয়ে খেলতে খেলতে বোর হয়ে গেলে সেটা ফেলে আরেকটা খেলনা নিয়ে খেলতে শুরু করত। বাইডেনের অনেক কাজকর্ম এখন সেই বাচ্চাদের মতই। কিন্তু আফগানিস্তান, ইরাক, লিবিয়া, ইউক্রেন, তাইওয়ান এসব যে খেলনা নয়, এর সাথে জড়িত লাখ লাখ মানুষের ভালোমন্দ সেটা কি আমেরিকা বোঝে?

দুবনা, ১০ আগস্ট ২০২২ 

Tuesday, August 9, 2022

তান্ত্রিক

ট্রাম্পের বাড়িতে এফবিআইয়ের তল্লাশি। হয়তো সবই আইন সম্মত। তবে কেন যেন মনে হচ্ছে বিরোধীদলীয় কোন নেতার বাসায় এ ধরণের তল্লাশি যদি বাংলাদেশ, ভারত, পাকিস্তান, চীন, রাশিয়া বা অন্য দেশে ঘটত সেসব দেশের মার্কিন দূতাবাস বা মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এর বিরুদ্ধে ডিটেকটিভ উপন্যাস লিখে ফেলতে। তবে এটাও মনে রাখতে হবে যে আমেরিকায় মার্কিন দূতাবাস নেই আর ওদের স্টেট ডিপার্টমেন্ট আভ্যন্তরীণ ব্যাপারে কথা বলে না।

দুবনা, ০৯ আগস্ট ২০২২

Monday, August 8, 2022

ভূত

"ইউরোপ ভূত দেখেছে, কমিউনিজমের ভূত"

সেই ১৮৪৮ সালে কমিউনিস্ট ম্যানুফেস্টোতে মার্ক্স বলেছিলেন একথা। এরপর কেটে গেছে প্রায় পৌনে দু'শ বছর কিন্তু সেই ভূতাতঙ্ক এখনও কাটেনি। আগে ছিল সোভিয়েত ইউনিয়ন, এখন ভূতের নাম রাশিয়া। যখনই রাশিয়া সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, রাশিয়ার উপর অতিরিক্ত নির্ভরতার অজুহাতে বার বার তারা ছিন্ন করেছে বন্ধুত্বের বন্ধন। ফলাফল? আমেরিকা নামক পাইথনের গণতান্ত্রিক আলিঙ্গনে ইউরোপ আজ কোমায়। হেলসেঙ্কিতে "সারা বিশ্বে শান্তি আসুক" (Мир во всем мире) এই মনুমেন্ট সরিয়ে ফেলার মধ্য দিয়ে ইউরোপ তথা পশিচমা বিশ্ব আবার প্রমাণ করল যে তারা অসুস্থ্য, প্রচণ্ড রকম অসুস্থ্য।

দুবনা, ০৮ আগস্ট ২০২২ 

Sunday, August 7, 2022

জীবন


দাম কমাও জান বাঁচাও।
সরকার মনে হয় সেটাই করছে আর ব্যবসায়ের নিয়ম মেনে মানুষের জীবনের দাম কমিয়ে দিচ্ছে ধাপে ধাপে তাতেও যদি কেউ কেনে আর বাঁচানোর চেষ্টা করে অসহায় মানুষকে।

দুবনা, ০৭ আগস্ট ২০২২ 

স্বাধীনতার কাছে পরাধীন

 

রাশিয়ায় কয়েক দশক হল বিভিন্ন অফার দেয় অজানা নম্বর থেকে। এটা পুঁজিবাদের অবিচ্ছেদ্য অঙ্গ মনে হয়। যেমন বিনামূল্যে মেডিক্যাল চেক আপ, আইনি সহযোগিতা ইত্যাদি। আমি নিজে এসব এড়িয়ে চলি তবে খবরে দেখায় অনেকেই এদের কাছে গিয়ে ঠকে। আর যেহেতু ওরা ঠকানোর আগে বিভিন্ন চুক্তিতে সই করিয়ে নেয় তাই আদালতে গেলেও অনেক সময় জিততে পারে না। অবস্থা দৃষ্টে মনে হয় এরকম মুস্কিল আসানকারী আন্তর্জাতিক ধাপ্পাবাজ হচ্ছে পশ্চিমা বিশ্ব, বিশেষ করে আমেরিকা। সে বিভিন্ন দেশের সমস্যা সমাধান করার জন্য সেখানে আইএমএফের মাধ্যমে ঋণ দেয়, সামরিক ঘাঁটি স্থাপন করে, লিজে অনেক অস্ত্র সরবরাহ করে। পরিণামে সে দেশ এদের কাছে এতটাই দায়বদ্ধ হয়ে পড়ে যে যে স্বাধীনতা আর নিরাপত্তার জন্য এত কিছু সেই স্বাধীনতা আর নিরাপত্তাই আমেরিকা নামক ব্যাংকের কাছে জিম্মি রাখতে হয়। এ এক ইন্টারেস্টিং ব্যাপার।

দুবনা, ০৭ আগস্ট ২০২

সুখে থাকতে ভূতে কিলায়



এতদিন রাশিয়া ইউরোপের কাছে তেল গ্যাস বিক্রি করত বলে আমেরিকা বলত ইউরোপ রাশিয়ার কাছে জিম্মি হচ্ছে, অথচ রাশিয়ার তেল গ্যাসের উপর ভিত্তি করেই গড়ে উঠেছিল ইউরোপের উন্নয়ন। আমি ঠিক বুঝতে পারি না সেসব দেশের বাঘা বাঘা অর্থনীতিবিদরা কি এটা বুঝতেন না। বুঝলে কীভাবে সম্পর্ক এমন অবস্থায় নিয়ে আসা হল যে ইউরোপ আজ স্বাধীনতার পরিবর্তে আরও বেশি পরাধীন হল? এখন মানুষ কয় বার স্নান করবে আর কয় বার রান্না করবে সেটাও আর তাদের নিজেদের উপর নির্ভর করে না। একসময় এক সদ্য স্বাধীন সোভিয়েত রিপাবলিক সম্পর্কে বলা হত - এদেশ বিশ্বের সবচেয়ে স্বাধীন দেশ, কারণ বিশ্বের কোন কিছুই এর উপর নির্ভর করে না, এমনকি নিজের ভাগ্যও না। ইউরোপের এখন হয়েছে সেই দশা। একেই বলে সুখে থাকতে ভূতে কিলায়।

দুবনা, ০৭ আগস্ট ২০২২ 

Saturday, August 6, 2022

আলোআধারির খেলা

যারা রাতের আঁধারে ভোট, তৈল মূল্যবৃদ্ধি এসব হয় বলে অভিযোগ করছেন তাদের অবগতির জন্য জানাচ্ছি যে নতুন তারিখের (দিনের) শুরু মধ্য রাতেই হয়। মানে রাতের আঁধারে, ভোরের আলোয় নয়। এই নিয়ম কে চালু করেছে সেটা জানি না, তবে বর্তমান সরকার যে নয় সেটা নিশ্চিন্তে বলতে পারি। তাই এসব প্রশ্নের উত্তর আঁধারে না খুঁজে আলোয় খুঁজুন। পেলে পেতেও পারেন।

দুবনা, ০৬ আগস্ট ২০২২

সুখ

বানরের মত লাফিয়ে লাফিয়ে তেলের দাম বাড়লো। মধ্য আয়ের দেশ থেকে বাংলাদেশ এখন উচ্চ ব্যয়ের দেশ। বাঙালি তুমি এখন মনের সুখে গান গাও। উন্নত বিশ্বের প্রবেশ পত্র পেতে আর বেশি দেরি নেই

দুবনা, ০৬ আগস্ট ২০২২
 

Friday, August 5, 2022

স্বার্থ

আগে নাদুসনুদুস চেহারা ছিল সুস্বাস্থ্যের লক্ষণ এখন সেটা ওভার ওয়েট। প্লেনে যাতায়াতের পরিমাণ না বাড়লে সেটা আমরা বুঝতেই পারতাম না। অতিরিক্ত যে কোন কিছুই খারাপ। ওজন, টাকা এসবও তাই অতিরিক্ত থাকা ভালো না। অন্যভাবে না পেরে এখন রাশিয়াকে টাকার পাহাড়ে চাপা দিয়ে মারতে চাইছে পশ্চিমা মোড়লরা। আর তাইতো বাড়িয়েছে তেল গ্যাসের দাম নানা রকম নিষেধাজ্ঞা আরোপ করে। তাই যারা প্রশ্ন করে জ্বালানির মূল্যবৃদ্ধি কাদের স্বার্থে, জেনে নিন এটা গণতন্ত্রের স্বার্থে সাধারণ মানুষের অতি আবশ্যক ত্যাগ স্বীকার। 

দুবনা, ০৬ আগস্ট ২০২২

সন্ত্রাসবাদ

জাপারোঝিয়ার পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র ইউক্রেন আক্রমণ করেছে। শহরের প্রধান বলেছেন শিফট চেঞ্জের সময় এটা ঘটেছে। ধারণা করা হচ্ছে এভাবে ইউক্রেন এখানে বহিঃশক্তির হস্তক্ষেপ ঘটাতে চায়। কথা হল এটা সন্ত্রাসী আক্রমণ। আজ যদি বিশ্ব এর নিন্দা না করে ভবিষ্যতে কোন সন্ত্রাসী গ্রুপ এ ধরণের হামলা চালালে সে সেই অধিকার হারিয়ে ফেলবে। যারা এ ধরণের দায়িত্বহীন সরকারকে মারণাস্ত্র দিয়ে সাহায্য করে তাদের ভাবার সময় এসেছে।

দুবনা, ০৫ আগস্ট ২০২২


Tuesday, August 2, 2022

দেশপ্রেম

যারা ভিন দেশে থেকে এসে এদেশকে আপন করে শাসন ও শোষণ করে তাদের সাথে যারা এদেশে জন্মে দেশ শাসন ও শোষণ করে ভিন দেশে বাড়িঘর করে সন্তানদের ভিন দেশের নাগরিক হিসেবে গড়ে তোলে তাদের কোন পার্থক্য আছে কি? স্বদেশী শোষণ মানা কি স্বদেশী আন্দোলনের মতই দেশপ্রেমের পরিচয়?

দুবনা, ০২ আগস্ট ২০২২

Monday, August 1, 2022

রাজনীতি

ইউরোপ যখন রাশিয়ার গ্যাস না কেনার কথা ঘোষণা করে বা এ ব্যাপারে এম্বার্গো আরোপ করে তখন সেটা অস্ত্র হয় না কিন্তু রাশিয়া বিক্রি করতে না চাইলেই সেটা অস্ত্র হয়ে যায়। মানুষকে ধোঁকা দেওয়াই যে রাজনীতির মূল মন্ত্রের একটি এই পলিসি সেটাই প্রমাণ করে। 

দুবনা, ০১ আগস্ট ২০২২