Tuesday, August 2, 2022

দেশপ্রেম

যারা ভিন দেশে থেকে এসে এদেশকে আপন করে শাসন ও শোষণ করে তাদের সাথে যারা এদেশে জন্মে দেশ শাসন ও শোষণ করে ভিন দেশে বাড়িঘর করে সন্তানদের ভিন দেশের নাগরিক হিসেবে গড়ে তোলে তাদের কোন পার্থক্য আছে কি? স্বদেশী শোষণ মানা কি স্বদেশী আন্দোলনের মতই দেশপ্রেমের পরিচয়?

দুবনা, ০২ আগস্ট ২০২২

No comments:

Post a Comment