Saturday, August 6, 2022

আলোআধারির খেলা

যারা রাতের আঁধারে ভোট, তৈল মূল্যবৃদ্ধি এসব হয় বলে অভিযোগ করছেন তাদের অবগতির জন্য জানাচ্ছি যে নতুন তারিখের (দিনের) শুরু মধ্য রাতেই হয়। মানে রাতের আঁধারে, ভোরের আলোয় নয়। এই নিয়ম কে চালু করেছে সেটা জানি না, তবে বর্তমান সরকার যে নয় সেটা নিশ্চিন্তে বলতে পারি। তাই এসব প্রশ্নের উত্তর আঁধারে না খুঁজে আলোয় খুঁজুন। পেলে পেতেও পারেন।

দুবনা, ০৬ আগস্ট ২০২২

No comments:

Post a Comment