Sunday, November 27, 2022

গেঞ্জি

একজন জিজ্ঞেস করল 
জেলেনস্কি কেন সবসময় গেঞ্জি গায়ে থাকে?
ভারি মুস্কিল তো? আমি কোত্থেকে জানব ও কেন এক গেঞ্জি গায়ে সব জায়গায় যায়। তবে উত্তর তো দিতে হবে। তাই বললাম 
ভয় পায়, পাছে সাকাশভিলির মত টাই কামড়াতে হয়।

মস্কো, ২৮ নভেম্বর ২০২২

খেলা মেশে ধূলায়

যেকোন কাজে সফল হবার অন্যতম প্রধান শর্ত মানসিক ভারসাম্য বজায় রাখা। খেলাধুলার ক্ষেত্রে প্রতিপক্ষের উপর মানসিক চাপ সৃষ্টির জন্য তাই বিভিন্ন পদ্ধতি গ্রহণ করা হয়। এমতাবস্থায় জার্মানি সহ বিভিন্ন দল বিশ্বকাপের ঠিক আগেই কাতারের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিভিন্ন ইস্যু তুলে যতটা না লাভবান হয়েছে তারচেয়ে বেশি দলের ক্ষতি করেছে মনোযোগ অন্যদিকে সরিয়ে দিয়ে। যেসব দেশের ক্ষমতার হাল ধরে বর্তমান ইউরোপীয় রাজনৈতিক নেতৃত্ব তাদের ব্যর্থতার জন্য শত্রুর দরকার হয় না। 

মস্কো, ২৮ নভেম্বর ২০২২

ডাকাতি

আজ রাশিয়া মা দিবস পালন করল। আমি গত রবিবার থেকে কাজান আর মস্কোয় দিন কাটাচ্ছি। আগামীকাল ক্লাস নিয়ে ফিরব। গুলিয়া ফোন করে কেক দাবি করল। মা দিবসের কেক। ভাবখানা এই যে ওর মা হবার পেছনে আমার কোন হাত নেই। একেই বলে দিনে দুপুরে ডাকাতি। 

মস্কো, ২৭ নভেম্বর ২০২২

মন

খেলোয়াড় খেলে আর দর্শক যুদ্ধ করে। কেন? কারণ এটা খেলোয়াড়দের পেশা, এ থেকেই তার আয়, তার জীবিকা। আমরা যারা দেখি, দেখি গাঁটের পয়সা খরচ করে আর তাই সেই পয়সা উসুল করতে চাই। এখান থেকেই আবেগ, বেগ আর মত রাজ্যের টেনশন। শুধু খেলার জন্য নয়, খেলা দেখতেও খেলুড়ে মন লাগে।

মস্কো, ২৭ নভেম্বর ২০২২

Friday, November 25, 2022

সাগর

উইকিপিডিয়া দেখছি অনেকের কাছে বেদ বাইবেল হয়ে যাচ্ছে। এটা নিঃসন্দেহে একটা হেল্পফুল রিসোর্স, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গভীর আলোচনার জন্য এটা একমাত্র রেফারেন্স হলে যে বা যারা এসব করে তাদের জ্ঞান সাগরের দৈর্ঘ্য, প্রস্থ আর বিশেষ করে গভীরতা নিয়ে সন্দেহ প্রকাশ করার অনেক সুযোগ থাকে এমনকি তারা যদি আমেরিকার মত দেশে বসবাস করে তথ্য প্রযুক্তির নোনা জলে হাবুডুবু খেতে খেতেও জ্ঞান বিস্ফোরণ (বিচ্ছুরণ নয়) করে।

কাজান টু মস্কো, ২৬ নভেম্বর ২০২২

জ্যোতিষী

আমাদের দেশের অনেক সাংবাদিকদের সমস্যা হল তারা কোন কিছু নিজের মেধা ও বিচারবুদ্ধি দিয়ে যাচাই করার বদলে ইউরোপ আমেরিকার সংবাদ মাধ্যম যা বলে সেটাকেই ঐশী বাণী বলে ধরে নেয়। তারা ভুলে যায় এসব পত্র পত্রিকা কোন গোষ্ঠীর প্রতিনিধিত্ব করে এবং সেই সব গোষ্ঠীর স্বার্থ উদ্ধারের জন্য যখন যেভাবে যা প্রচার ও পরিবেশন করতে হয় সেটা করে। আর এইসব খবর আর নিজের সীমাহীন অজ্ঞতার উপর ভিত্তি করে এরা রীতিমত জ্যোতিষীর মত দিনক্ষণ সহ বিভিন্ন ঘটনার আগাম ফলাফল প্রকাশ করে। বনিক বার্তার এ রকম এক জ্যোতিষীর রুশ ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ বাণী দেখলাম আমার এক লেখায়। আর তার ইতিহাস জ্ঞান থেকেই বুঝলাম তার শিক্ষার দৌরাত্ম্য। অবশ্য এ নিয়ে কথা বলা আর চিকা মেরে হাত নষ্ট করা প্রায় সমার্থক।

কাজান টু মস্কো, ২৫ নভেম্বর ২০২২

Tuesday, November 22, 2022

ভাষার ভাসা ডোবা

ফেসবুকে বাংলা ভাষার বিবর্তন বা সঠিক ভাবে বললে বাংলা বানানের বিবর্তন দেখলাম। মনে হল দেশের মানুষ যেহেতু ধর্মীয় কারণে বিবর্তনবাদ নিয়ে তেমন কিছু করতে পারে না, সময়ের সাথে তাল মিলিয়ে ধর্মকে বিবর্তনের হাওয়া খাওয়াতে পারে না, তাই এরা দ্বিগুন উৎসাহে মাঠে নেমেছে সমস্ত পরীক্ষা নিরীক্ষা ভাষার উপর চালাতে। লাভ? এদের অধিকাংশই মনে হয় বাংলা ভাষা বিরোধী। ১৯৫২ সালে পারেনি তাই এখন কৌশলে ভাষাকে বিতর্কিত করে তুলে দেশে নতুন কোন ভাষা আমদানির পায়তারা করছে।

কাজান, ২২ নভেম্বর ২০২২

Sunday, November 20, 2022

লীলা খেলা

উপমহাদেশের মানুষের ব্রাজিল আর আর্জেন্টিনা নিয়ে ঝগড়া দেখে অবাক হয়ে নিজেকে প্রশ্ন করলাম "এদের কি খেয়েদেয়ে আর কোন কাজ নেই?" পরে ভেবে দেখলাম যারা আল্লাহ্ আর ভগবান নিয়ে রক্ত বন্যা বইয়ে দিতে পারে তাদের কাছে ব্রাজিল আর্জেন্টিনা তো আরও বেশি রিয়ালিস্টিক অজুহাত।

কাজানের পথে, ২১ নভেম্বর ২০২২

Friday, November 18, 2022

সমস্যা

যেকোন সমস্যা সমাধানের প্রধান শর্ত সমস্যাটা বোঝা, তার কারণ বোঝা। যতক্ষণ পর্যন্ত আমরা সমস্যার মূল কারণ না খুঁজে অন্যের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করব আর নিজেদের গঙ্গা জলে ধোয়া তুলসী পাতা হিসেবে দেখানোর চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত সমস্যার সমাধান যে হবেনা সেটা বলাই বাহুল্য। যেকোন সমস্যায় নিজের দোষ ঢাকার চেষ্টা করা আসলে দিনের শেষে নিজেকে নতুন নতুন সমস্যার চোরাবালিতে ডুবিয়ে ফেলা। ইউরোপ তার জ্বলন্ত উদাহরণ।

দুবনা, ১৮ নভেম্বর ২০২২

Wednesday, November 16, 2022

শীত

 

ফেসবুকে কে যেন লিখেছে
"শীত একটা পর্দানশীল ঋতু। পোশাকের অশ্লীলতা থেকে নারী পুরুষ সবাইকে রক্ষা করে।"
মনে হল এই লোকটাকে সাইবেরিয়ায় নির্বাসনে পাঠানো দরকার। আজীবন পর্দা করে চলবে।

দুবনা, ১৬ নভেম্বর ২০২২

ফ্রাঙ্কেস্টাইন

 

"আমি যদি না পাই তাহলে কাউকেই ভোগ করতে দেব না" এরকম মনোভাব মোটেই নতুন কিছু নয়। যখন পরাজয় নিশ্চিত তখন অনেকেই সব ধ্বংস করে যাতে সম্ভাব্য বিজয়ী সেটা ভোগ করতে না পারে। ইউক্রেন এই নীতি থেকে দনবাসে আবাসিক এলাকায় আঘাত হানছে আর নিজের দেশ যখন অন্ধকারে ডুবে যাচ্ছে তখন আদা জল খেয়ে মাঠে নেমেছে ন্যাটো আর রাশিয়ার মধ্যে সরাসরি যুদ্ধ লাগাতে। পোল্যান্ডে রকেটের অনাহুত ভিজিট এই প্রচেষ্টার সর্বশেষ নিদর্শন। অন্যের বাড়িতে গিয়ে তৃতীয় পক্ষের সাথে মারামারি করা আর সেই ঝগড়া নিজের বাড়িতে ডেকে আনা এক জিনিস নয়। মাথা ঠান্ডা না রেখে আবেগের বশে সিদ্ধান্ত নিলে জেলেনস্কি পশ্চিমা বিশ্বের জন্য ফ্রাঙ্কেস্টাইন হতে পারে।

দুবনা, ১৬ নভেম্বর ২০২২

Tuesday, November 15, 2022

ভোগ

যুক্তি আর ভক্তির ঐক্য ও দ্বন্দ্ব দ্বারাই মনে হয় সময় এগিয়ে যাচ্ছে। ভোগ এক সময় ছিল প্রসাদ, এখন ভোগ জীবনের আদর্শ। ভোগে ভক্তি আধুনিক ধর্ম। যুক্তিহীনতার নবজন্ম ও বেড়ে ওঠা এখান থেকেই।

মস্কো, ১৫ নভেম্বর ২০২২

Sunday, November 13, 2022

ভোগ বাদ

এক সময় ভাবতাম ভোগবাদি আদর্শের যারা প্রচারক তাদের মূল উদ্দেশ্য মুনাফা। মানুষ যত বেশি ভোগবিলাসী হবে, সে তত বেশি কিনবে আর পুঁজিপতিরা তত বেশি লাভ করবে। এটাই বাজার অর্থনীতির চালিকাশক্তি। কিন্তু এখন দেখছি ভোগবাদ শুধু মুনাফা বাড়ায় না, সমাজকে ভেতর থেকে নষ্ট করে। নিজে একটু ভালো থাকার জন্য অনায়াসে সামাজিক দায়িত্ব এড়িয়ে যেতে পারে, দেশ জাতি এসব ধারণা অপ্রয়োজনীয় জিনিসের মত আস্তাকুঁড়ে ছুড়ে ফেলতে পারে। ভোগবাদি আদর্শ ব্যক্তি মানুষকে সফল হতে অনুপ্রেরণা জোগায়, কিন্তু মাত্রা অতিক্রম করলে সেটা যেমন ব্যক্তি মানুষের জন্য তেমনি সমাজের জন্য ক্ষতি ডেকে আনে।

মস্কো, ১৪ নভেম্বর ২০২২

লিটমাস টেস্ট

অনেক দিন আগে বাংলাদেশ সরকার রাজাকারের একটা তালিকা নির্মাণ করেছিল অনেক টাকা খরচ করে আর এতে এত ভুল ছিল যে স্কুলের সবচেয়ে খারাপ ছাত্র পর্যন্ত এত ভুল করে না। যাতে ভুল কম হয় আর এত অর্থের যাতে অপচয় না হয় তাই একটা অসৎ উপদেশ দেবার ইচ্ছে হল। ভেবে দেখতে পারেন। কি সেটা? পাকিস্তানের ক্রিকেট ম্যাচের আগে ও পরে বিভিন্ন গণমাধ্যমে লোকজনের স্ট্যাটাস, কমেন্ট ইত্যাদির একটা তালিকা প্রস্তুত করা। এতে শুধু দেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশীদের পাকিস্তান প্রেম/বিদ্বেষের একটা গ্রহণযোগ্য চিত্র পাওয়া যাবে।

মস্কো, ১৩ নভেম্বর ২০২২

বিপন্ন বিপণন

সাহিত্যের বিপন্নতা নিয়ে প্রশ্ন তুলেছেন এক বন্ধু। আসলে ভোগবাদি যুগে অনেক কিছুর (বলতে পারেন সব কিছুর) মত সাহিত্যও আজ বিপণন। আর বিপণন থেকে বিপন্ন - যাকে বলে স্লিপ অফ টাং। এসবই আসলে ভোগবাদের ভোগান্তি। 

দুবনা, ১৩ নভেম্বর ২০২৩

Saturday, November 12, 2022

ছোট বড়

আপনি জন্মান্তরে বিশ্বাস করেন? 
হঠাৎ এই প্রশ্ন?
না, মানে জানতে ইচ্ছে করছে পরের জন্মে আপনি কি হতে চান।
পরের জন্ম বলে যদি কিছু থাকে তাহলে ভাবছি জামাকাপড় হয়ে জন্মাব।
এমন উদ্ভট ইচ্ছে?
কারণ পৃথিবীতে জামাকাপড় একমাত্র সৃষ্টি যারা সময়ের সাথে সাথে ছোট হয়।

পাশে দাঁড়িয়ে থাকা এক দুষ্ট ছেলে বলে উঠল

সময় আসুক তখন দেখবে জামাকাপড় কেমন হু হু করে বড় হয়ে যাচ্ছে। 

কোথাও খাঁটি কিছু নেই, ভেজালে ভরা পৃথিবীতে এটা এক মস্ত ভেজাল।

দুবনা, ১৩ নভেম্বর ২০২২

অর্থহীন অর্থ

সময়ের সাথে সাথে অনেক কিছুই বদলায়, বদলায় শব্দ, শব্দের অর্থ। 

আমাদের ছোটবেলায় মাউস ছিল দুর্গন্ধযুক্ত ইঁদুর যাকে হাত দিয়ে ধরার কথা কল্পনাও করতে পারিনি। এখন মাউস হাতছাড়া করার কথা আমরা ভাবতে পারি না। 

আগে যে পাঠ করে সে ছিল পাঠক। এখন পাঠক পাঠ করে হয় নাকি ঠকে হয় সেটাই প্রশ্ন। কারণ যা কিছু লেখা হয় তার বেশির ভাগ করা হয় মানুষ ঠকানোর জন্য। আবার অনেক সময় এমন কিছু লেখা হয় যা পড়ে মানুষ ঠক ঠক করে কাঁপে।

মানুষ নিজের অজান্তে এভাবেই বদলে যায়।

দুবনা, ১২ নভেম্বর ২০২২


Thursday, November 10, 2022

কাতরতা


অধিকাংশ পুরুষ মানুষের দুই ধরণের কাতরতা থাকে - পরশ্রীকাতরতা ও পরস্ত্রীকাতরতা। তবে কাতরতা এক হলেও এদের ধরণ ভিন্ন। পরস্ত্রীকাতর অধিকাংশ পুরুষ পরের স্ত্রীকে পরের ঘরে রেখেই ভালবাসতে চায় আর পরশ্রীকাতর অধিকাংশ পুরুষ পরের শ্রী মানে পরের ধন নিজের ঘরে এনে তা উপভোগ করতে চায়। আর কাতরতার এই প্রকার ভেদের কারণেই শুরু হয় অশান্তি, দ্বন্দ্ব এমনকি যুদ্ধ পর্যন্ত। তাই সকল ধরণের কাতরতাকে না বলুন।

দুবনা, ১০ নভেম্বর ২০২২ 

Wednesday, November 9, 2022

বাসা

 

সময়ের সাথে সাথে ভালো বাসা পুরানো হয়ে যায়, ইট কাঠ ভেঙে পড়ে আর তারপর একদিন ধ্বংস স্তূপে পরিণত হয়। এসবের হাত থেকে রেহাই পাবার জন্য মানুষ আগে থেকেই আঠা সংগ্রহ করে ভালো আর বাসার মধ্যেকার ফাঁকটুকু জোড়া দিয়ে ভালোবাসা বানায় যে বাসায় আজীবন বাস করা যায়।

দুবনা, ০৯ নভেম্বর ২০২২

Tuesday, November 8, 2022

মীরজাফরের বিষ্ঠা


ফেসবুকে ঢাকা বোর্ডের এইচএসসি বাংলা প্রথম পত্রের প্রশ্ন নিয়ে অনেক লেখালেখি হচ্ছে। কী বলব? প্রথমত স্বীকার করতেই হবে যে দেশে এ ধরণের ঘটনা ঘটে, মানে অনেকে নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনে। তবে দেশে এসব ঘটনার চেয়েও বেশি ঘটে সংখ্যালঘুদের উপর বিনা প্ররোচনায় আক্রমণের ঘটনা, মিথ্যা অভিযোগে সংখ্যালঘুদের হ্যারাজ করা, তাদের দেশত্যাগে বাধ্য করা হয় প্রায় প্রতিদিনই। কারা করে? এই প্রশ্নকারীদের মত লোকেরাই নয় কি? এ নিয়ে কি তারা প্রশ্ন করার কথা ভাবছে? সেখানে কয়েকবার মীরজাফরের কথা উঠে এসেছে। আচ্ছা, প্রশ্নকারী নিজেকে কি জিজ্ঞেস করে দেখবে যে এ ধরণের প্রশ্ন করে সে দেশের সংবিধানের পিঠে ছুরিকাঘাত করছে, সে তার প্রতিষ্ঠান, তার সরকারের প্রতি বেঈমানি করছে। সে নিজেই কি মীরজাফর নয়? প্রশ্নের ভাই তার ভাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছে কিন্তু এই লোক দেশ, জাতি, শিক্ষা, সভ্যতা, মানবতা - সব কিছুর সাথেই বিশ্বাসঘাতকতা করেছে। এ মীরজাফর নয়। মীরজাফরের বিষ্ঠা।

দুবনা, ০৮ নভেম্বর ২০২২ 

Monday, November 7, 2022

ভাগ্য

ভাগ্যিস অন্য প্রাণীদের বুদ্ধি নেই বা বুদ্ধি থাকলেও টাকা নেই। তাহলে কবেই যে ওরা মারামারি কাটাকাটি করে পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যেত! এজন্যেই মনে হয় লোকে বলে অতি চালাকের গলায় দড়ি। 

মস্কো, ০৭ নভেম্বর ২০২২

Sunday, November 6, 2022

তুমি কার?

কথিত আছে যে জেদ ও অহংকারের কারণে শয়তান বেহেশত থেকে বিতাড়িত হয়েছিল। আমরা যখন নিজের ধর্মকে সেরা মনে করি সেটা কি অহংকার নয়? আমরা যখন শুধুমাত্র আমাদের ধর্মের মানুষ দেশে থাকবে বলে ভিন্নধর্মী মানুষদের দেশ ত্যাগ করতে বাধ্য করি সেটা কি জেদ নয়? আর এসব আমরা করি বেহেশতে নিজের থাকার ব্যবস্থা পাকাপোক্ত করার জন্য। শয়তানের ইতিহাস কি আমাদের কিছু্ই শেখায় না নাকি আমরা শয়তানের দেখানো পথে চলি?

মস্কোর পথে, ০৬ নভেম্বর ২০২২


Saturday, November 5, 2022

বেগুনের গুন

বেগুনের নাকি ক্যান্সার হয়েছে। ফেসবুক গোঁ ধরেছে এ নিয়ে কথা বলবেই। বিশেষজ্ঞরা এ নিয়ে কথা বলবেন আর আমরা আম জনতা সেসব শুনে ঠিক করব বেগুন খাব কি খাব না। তবে দোষটা বেগুনের নাকি যে পরিবেশে ও যে সার প্রয়োগ করে বেগুন চাষ করা হয় তার সেটাও পর্যালোচনা করে দেখা দরকার। তবে এতদিনে সাংবাদিকরা যে বেগুনের একটা গুন আবিষ্কার করেছেন তাতেই আমি খুশি। 

দুবনা, ০৫ নভেম্বর ২০২২

Friday, November 4, 2022

শরীর চর্চা

ছাত্র জীবনে এক ছেলেকে দেখতাম ঘন্টার পর ঘন্টা আয়নার সামনে দাঁড়িয়ে থাকতে। একদিন জিজ্ঞেস করলাম
তুমি এভাবে আয়নার সামনে দাঁড়িয়ে থাক কেন?
শরীর চর্চা করি। 

যারা ঘর থেকে না বেরিয়ে শরীর চর্চা করতে চান তারা এই সহজ পদ্ধতির কথা মাথায় রাখতে পারেন।

দুবনা, ০৫ নভেম্বর ২০২২

নাম পরিবর্তন

ফেসবুকের পরতে পরতে এত উপদেশ আর দোয়া প্রার্থনা যে এর নাম বদলিয়ে অ্যাডভাইস বা প্রেয়ার বুক রাখার সময় এসে গেছে।

দুবনা, ০৫ নভেম্বর ২০২২

সুযোগ

শুনলাম এক লোক মৃত্যুর এগারো বছর পরে শুধু বেঁচেই ওঠেনি, ঋণ নিয়ে ঘরবাড়ি বানিয়েছে। জানি না কেন সাংবাদিক ও সাহিত্যিকরা তার ইন্টারভিউ নিচ্ছেন না?

এই লোকটার ইন্টারভিউ নিয়ে জানা দরকার বেহেশত আর দোজখের হালচাল। একদিন তো সবাইকে ওদিকে যেতেই হবে। জ্যান্ত গাইড আর দু'টো পাবেন না।

লোকজন অভিযোগ করে মৃত্যুর পরে কি সেটা জানা যায় না বলে আর এখন যখন সেটা জানার সুবর্ণ সুযোগ এসেছে এই লোককে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করে এমন সুযোগ হাতছাড়া করছে। আগে বলত নারীর মন বোঝা কষ্ট, এখন দেখছি মানুষের মন বোঝা আরও বেশি কষ্টের। 

দুবনা, ০৪ নভেম্বর ২০২২

Thursday, November 3, 2022

সময়

ইভান বড় হয়ে তুমি কি হতে চাও?
নভোচারী।
বল কি? এখন তো এটা মোটেই ফ্যাশনেবল নয়।
আমি হব মহিলা নভোচারী।

দুবনা, ০৩ নভেম্বর ২০২২


Wednesday, November 2, 2022

বাংলাদেশ


ইউরোপ, আমেরিকা যে দিকেই তাকাই - দেখি কোন দেশের সরকারই তাদের জনগণকে পাত্তা দেয় না। জনগণের স্বার্থে কিছু করে না। নিজের দেশের মানুষের ঘরে বাতি জ্বলুক আর নাই জ্বলুক এসব নেতাদের কল্যাণে যুদ্ধের মাঠে কামান ঠিকই দাগে। আমার কিন্তু খুব ভাল লাগে। পৃথিবীটা কোন দিন বাউলের পৃথিবী হবে কিনা জানি না, তবে সেটা যে ইতিমধ্যে বাংলাদেশ সরকারের পৃথিবী হয়ে গেছে বা যাচ্ছে - তাতে সন্দেহ নেই।

দুবনা, ০২ নভেম্বর ২০২২ 

প্রশ্ন

ইংল্যান্ডে বেআইনি অনুপ্রবেশ নিয়ে কথার মেলা বসেছে সে দেশের পার্লামেন্টে। ওটা শুনে একটা প্রশ্ন মাথা কুঁড়ে খেতে শুরু করল। আচ্ছা ভারত সহ পৃথিবীর দেশে দেশে একসময় যখন ইংরেজ বেনিয়ারা ঘাঁটি গাড়তে শুরু করেছিল বর্তমান সংজ্ঞায় সেটা কি বেআইনি অনুপ্রবেশ ছিল? 

দুবনা, ০২ নভেম্বর ২০২২

Tuesday, November 1, 2022

Right Time for the Left?

Right was left behind as the Left won the right to rule Brazil to end the Right rule that left the country in economic disarray. 

Dubna, 02 November 2022


বাড়ির পাশে

আমাদের ছাত্রজীবনে প্রথম শুনি যে সিলেটের প্রায় প্রতিটি পরিবারের কেউ না কেউ লন্ডনে থাকে। ঐ সময় এরকম একটা চুটকি ছিল 
- চাচা, পোলাডারে ঢাকায় পাঠাইয়া দেন পড়াশোনা করার জন্য।
- তুমার মাথা খারাপ নাকি যে বাড়ির পাশে লন্ডন থাকতে পোলারে ঢাকায় পাঠাইতে কও?

এখন যেভাবে দেশের লোকজন ভারতে চিকিৎসার জন্য যায় তাতে সেই কথাই মনে পড়ে - 

বাড়ির কাছে ইন্ডিয়া থাকতে ঢাকায় যামু কেন চিকিৎসার জন্য। 

দুবনা, ০১ নভেম্বর ২০২২