অধিকাংশ পুরুষ মানুষের দুই ধরণের কাতরতা থাকে - পরশ্রীকাতরতা ও পরস্ত্রীকাতরতা। তবে কাতরতা এক হলেও এদের ধরণ ভিন্ন। পরস্ত্রীকাতর অধিকাংশ পুরুষ পরের স্ত্রীকে পরের ঘরে রেখেই ভালবাসতে চায় আর পরশ্রীকাতর অধিকাংশ পুরুষ পরের শ্রী মানে পরের ধন নিজের ঘরে এনে তা উপভোগ করতে চায়। আর কাতরতার এই প্রকার ভেদের কারণেই শুরু হয় অশান্তি, দ্বন্দ্ব এমনকি যুদ্ধ পর্যন্ত। তাই সকল ধরণের কাতরতাকে না বলুন।
দুবনা, ১০ নভেম্বর ২০২২
No comments:
Post a Comment