এক সময় ভাবতাম ভোগবাদি আদর্শের যারা প্রচারক তাদের মূল উদ্দেশ্য মুনাফা। মানুষ যত বেশি ভোগবিলাসী হবে, সে তত বেশি কিনবে আর পুঁজিপতিরা তত বেশি লাভ করবে। এটাই বাজার অর্থনীতির চালিকাশক্তি। কিন্তু এখন দেখছি ভোগবাদ শুধু মুনাফা বাড়ায় না, সমাজকে ভেতর থেকে নষ্ট করে। নিজে একটু ভালো থাকার জন্য অনায়াসে সামাজিক দায়িত্ব এড়িয়ে যেতে পারে, দেশ জাতি এসব ধারণা অপ্রয়োজনীয় জিনিসের মত আস্তাকুঁড়ে ছুড়ে ফেলতে পারে। ভোগবাদি আদর্শ ব্যক্তি মানুষকে সফল হতে অনুপ্রেরণা জোগায়, কিন্তু মাত্রা অতিক্রম করলে সেটা যেমন ব্যক্তি মানুষের জন্য তেমনি সমাজের জন্য ক্ষতি ডেকে আনে।
মস্কো, ১৪ নভেম্বর ২০২২
No comments:
Post a Comment