Tuesday, November 1, 2022

বাড়ির পাশে

আমাদের ছাত্রজীবনে প্রথম শুনি যে সিলেটের প্রায় প্রতিটি পরিবারের কেউ না কেউ লন্ডনে থাকে। ঐ সময় এরকম একটা চুটকি ছিল 
- চাচা, পোলাডারে ঢাকায় পাঠাইয়া দেন পড়াশোনা করার জন্য।
- তুমার মাথা খারাপ নাকি যে বাড়ির পাশে লন্ডন থাকতে পোলারে ঢাকায় পাঠাইতে কও?

এখন যেভাবে দেশের লোকজন ভারতে চিকিৎসার জন্য যায় তাতে সেই কথাই মনে পড়ে - 

বাড়ির কাছে ইন্ডিয়া থাকতে ঢাকায় যামু কেন চিকিৎসার জন্য। 

দুবনা, ০১ নভেম্বর ২০২২

No comments:

Post a Comment