Saturday, November 12, 2022

অর্থহীন অর্থ

সময়ের সাথে সাথে অনেক কিছুই বদলায়, বদলায় শব্দ, শব্দের অর্থ। 

আমাদের ছোটবেলায় মাউস ছিল দুর্গন্ধযুক্ত ইঁদুর যাকে হাত দিয়ে ধরার কথা কল্পনাও করতে পারিনি। এখন মাউস হাতছাড়া করার কথা আমরা ভাবতে পারি না। 

আগে যে পাঠ করে সে ছিল পাঠক। এখন পাঠক পাঠ করে হয় নাকি ঠকে হয় সেটাই প্রশ্ন। কারণ যা কিছু লেখা হয় তার বেশির ভাগ করা হয় মানুষ ঠকানোর জন্য। আবার অনেক সময় এমন কিছু লেখা হয় যা পড়ে মানুষ ঠক ঠক করে কাঁপে।

মানুষ নিজের অজান্তে এভাবেই বদলে যায়।

দুবনা, ১২ নভেম্বর ২০২২


No comments:

Post a Comment