Wednesday, May 31, 2023

তালাক

লোকজন আজ ধুমসে সিগারেট ছাড়ার গপ্পো করছে। কেউ ডিভোর্স দিয়েছে ২৫ বছর আগে, কেউ কবে যে তিন তালাক দিয়েছে সেটাই মনে করতে পারছে না। আমিও অনেকক্ষণ ভাবার চেষ্টা করলাম কবে সিগারেট ছাড়লাম। অনেক ভেবেও সিগারেট ছাড়ার কথা মনে করতে পারলাম না। মানে আমি আজ পর্যন্ত সিগারেট ছাড়িনি। 
বল কি?
ঠিক বলেছি। বিয়ে না করলে যেমন বৌ ছাড়া যায় না, সিগারেটকে না ধরলেও তেমনি সিগারেট ছাড়া যায় না। 

দুবনা, ৩১ মে ২০২৩

Monday, May 29, 2023

আশা

ফেসবুকে কে যেন দেশে মরণোত্তর পদক প্রচলনের দাবি তুলেছে।
আইডিয়াটা মন্দ নয়। প্রচুর লোকজন স্বর্গ লাভের মত মরার পরে কোন পদক পাবে এই আশা নিয়ে মরতে পারবে আর লোকজন মৃত ব্যক্তির জন্য বেহেশতের পাশাপাশি মরণোত্তর পদকের সুপারিশ করতে পারবে। সরকারও নিজেকে ছোটখাটো ঈশ্বর মনে করে ঢেকুড় তুলতে পারবে।

দুবনা, ৩০ মে ২০২৩

Thursday, May 25, 2023

আভ্যন্তরীণ পর্যটন

বেশ কিছুদিন আগে ডান হাতের কনুইয়ে ব্যথা নামে এক দুষ্ট জন্মগ্রহণ করে। ওর দেখভাল করার জন্য ডাক্তারের পরামর্শ চাইলে তিনি কিছু ওষুধ দেন। কিন্তু পাজিটা পালিয়ে চলে যায় পায়ের গোড়ালিতে। এর পরে ওকে কান ধরে ডাক্তারের সামনে হাজির করি। ব্যাটা একটু শান্ত হয়। তবে আজ দেখছি ও আবার পালিয়েছে, এবার পালিয়ে চলে গেছে হাটুর একটু নীচে। ও দেখছি পরিব্রাজক মার্কো পোলো, শুধু আমার শরীরের এক কোণ থেকে আরেক কোণে ঘুরে বেড়াচ্ছে। পশ্চিমা বিশ্ব কি আমার ব্যথার উপরেও নিষেধাজ্ঞা আরোপ করল নাকি যে পাসপোর্ট ভিসা করে অন্য দেহে বেড়াতে যাচ্ছে না? ওকে আশ্রয় দিতে বা দত্তক নিতে আগ্রহী কেউ আছেন নাকি? তাহলে যোগাযোগ করবেন।

দুবনা, ২৫ মে ২০২৩

Tuesday, May 23, 2023

তেল মাখা

বিগত তিন দিন ধরে তৈলমর্দন করে করে পায়ের অভিমান ভাঙ্গালাম। শেষ পর্যন্ত তিনি হাঁটতে রাজি হলেন। অফিস সুইট অফিস। ইস্ সেই তেল মাখতে হল। সময় মত সঠিক পায়ে সেটা মাখলে জীবনে কিছু একটা করা যেত।

দুবনা, ২৩ মে ২০২৩


Monday, May 22, 2023

ইতিহাস

আজকাল দেশে দেশে ইতিহাস বিকৃত করা হচ্ছে। এটা অবশ্য নতুন কিছু নয় তবে বর্তমানে সেটা মহামারীর আকার ধারণ করেছে। এসব করা হয় মূলত রাজনৈতিক কারণে, নিজেদের অপকর্মকে জায়েজ করার জন্য। এই বিকৃত বা মিথ্যা ইতিহাস থেকে শিক্ষা নিয়ে গড়ে ওঠে নতুন প্রজন্ম, নতুন নেতৃত্ব। অপশিক্ষা তাদের বিচক্ষণ মানুষ বা রাজনৈতিক নেতা হতে দেয় না। এ কারণে তাদের নেতৃত্ব না হয় বলিষ্ঠ, না আনে বিশ্ব শান্তি। আজ আমরা বিশ্বে যে রাজনৈতিক অস্থিরতা দেখছি সেটা মনে হয় এই ইতিহাস বিকৃতির ফসল। আর সেটা যে দিন দিন অবনতির দিকে যাবে তা বোঝা যায় বর্তমান বিশ্ব নেতাদের দিকে তাকালে। জেলেনস্কি এটা বিচ্ছিন্ন ঘটনা নয় জেলেনস্কি পশ্চিমা বিশ্বের রাজনৈতিক নেতৃত্বের তপস্যার ফসল। 

দুবনা, ২২ মে ২০২৩



Friday, May 19, 2023

উত্তপ্ত টাকা

ফেসবুকে দেখলাম দেশে কারা যেন হাতিকে রেল লাইনের পাশে বেঁধে হত্যা করেছে। এটাই এখন আমাদের জাতীয় চরিত্র - অসহায় মানুষ বা প্রাণীদের হত্যা করে আনন্দিত ও গর্বিত বোধ করা। একটা জাতি কতটুকু হীনমন্যতায় ভুগলে এরকম ঘটনা ঘটতে পারে?সাথে সাথে মানসিক উন্নয়ন না ঘটলে, সুশিক্ষিত না হলে অর্থনৈতিক উন্নয়ন হয় টাকার গরম দেখানোর প্রতিশব্দ। 

দুবনা, ১৯ মে ২০২৩

Thursday, May 18, 2023

সংখ্যা

অনেকেই আমাকে প্রশ্ন করে বাসার কুকুর কতগুলো। উত্তর দিতে পারি না। আজ অফিসে বেরুনোর পথে বিভিন্ন দিক থেকে কুকুরদের উৎসুক চাহনি দেখে আমার বেহালা লক্ষ্মীন্দর সিনেমার কথা মনে হল। বাকিটা নিজেরা গুণে নিয়েন।

দুবনা, ১৮ মে ২০২৩


Sunday, May 14, 2023

গড়মিল

আজ মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে নিজের আরও একটা অমিল খুঁজে পেলাম।
রবি বাবু ভেবেছিলেন - মনে হল যেন....পেড়িয়ে এলেম অন্তবিহীন পথ।
মস্কো রওনা হয়ে জ্যামে বসে রবি বাবুর উদ্দেশ্যে আমি বললাম - মনে হয় যেন আটকে গেলাম অন্তবিহীন পথে।
মিল একটাই। দু'জনার পথই অন্তবিহীন।

মস্কোর পথে, ১৪ মে ২০২৩

মায়ের আঁচল

হঠাৎ করেই মনে পড়ে গেল - যতদিন বাড়ি ছিলাম খেয়ে হাতমুখ ধুয়ে মায়ের আঁচলে হাতমুখ মুছতাম। পরনে কোন শাড়ি থাকত সেটা ভাবতাম না। মা নেই আজ প্রায় ৩০ বছর। হাত দিয়ে খাওয়া হয় না আরও বেশি সময় ধরে। জানি না মা বেঁচে থাকলে এখন শুধুই মায়ের আঁচলে হাতমুখ মোছার জন্য আবার হাত দিয়ে খেতাম কি না? 

দুবনা, ১৪ মে ২০২৩

Saturday, May 13, 2023

গণতন্ত্র

কর্ণাটকে কংগ্রেসের কাছে বিজেপির পরাজয় আর কিছু না হলেও প্রমাণ করে যে ভারতে এখনও মানুষ ভোট দিতে পারে, ভোট দিয়ে সরকার বদলাতে পারে। শাসক ও শোষকের গণতন্ত্রের বিরুদ্ধে শোষিতের গণতন্ত্রের এই বিজয় কিছুটা হলেও আশার আলো দেখায়। 

দুবনা, ১৪ মে ২০২৩

মুদ্রাস্ফীতি

অধিকাংশ মানুষ ডায়েট কন্ট্রোল করতে চায় না, খেয়ে ঘুমিয়ে দিব্যি ভুঁড়ি বাগিয়ে জীবন কাবার করে দেয়। কিন্তু টাকা পয়সা একটু মোটাসোটা হলেই মুদ্রাস্ফীতি মুদ্রাস্ফীতি বলে তাণ্ডব নৃত্য শুরু করে। 

দুবনা, ১৩ মে ২০২৩

Friday, May 12, 2023

অনন্ত বিজয়

আজ অনন্ত বিজয়ের মৃত্যু বার্ষিকী। ও বেঁচে আছে এ দেশের মুক্তমনা মানুষের স্মৃতিতে কিন্তু আমাদের বিজয় হারিয়ে গেছে অনন্ত আকাশে ঠিকানাহীনতায়। এটা হয়েছে ক্ষমতার মদিরায় মাতাল শাসকগোষ্ঠীর অবহেলা আর দায়িত্বহীনতায়। 

দুবনা, ১২ মে ২০২৩

Sunday, May 7, 2023

অমরত্ব

আগে কারও নামে কোন স্থাপনা হত সেই লোক মারা যাবার পর তাঁর স্মৃতিকে স্মরণ করে। এখন লোকজন জীবিত অবস্থায় নিজেদের নামে স্থাপনা করে। কেউ আর পরলোকে বিশ্বাস করে না। নাস্তিক নেতা কর্মী দিয়ে ভরে যাচ্ছে রাজনীতির মাঠ।

দুবনা, ০৭ মে ২০২৩

প্রশংসা

ফেসবুকের বিভিন্ন স্ট্যাটাস থেকে জানতে পারলাম যে আমেরিকা, ইংল্যান্ড বিভিন্ন পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করতে ব্যস্ত। এটা নিঃসন্দেহে গর্বের ব্যাপার। তবে আমাদের মনে রাখতে হবে কিছুদিন আগেও এরাই বিভিন্ন সময়ে সরকারের শুধু সমালোচনাই নয়, এর উন্নয়নমূলক অনেক কাজেই বাধা দিয়েছে, বাধা দিয়েছে একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারে। ভাবার কোন কারণ নেই যে এরা তাদের নীতি থেকে দূরে সরে গেছে। আসলে রাশিয়ার বিরুদ্ধে বাংলাদেশকে ব্যবহার করার জন্যই হয়তো এরা সুর বদলিয়েছে। মিষ্টি কথা বললেই দুষ্ট লোক ভালো হয়ে যায় না। মানুষ ভালো না মন্দ সেটা বিচার করতে হয় তার কথায় নয়, কাজে। দুষ্ট লোকের মিথ্যে কথায় ভুলে পরীক্ষিত বন্ধুদের ত্যাগ করলে পরিণাম ভালো হয় না। মুস্তাকের মিষ্টি কথায় বঙ্গবন্ধুকে প্রাণ হারাতে হয়েছিল। তাই আমেরিকা ইংল্যান্ডের বর্তমান বন্ধুত্বের সুর বিশ্বাস করার আগে পুঙ্খানুপুঙ্খ ভাবে সেই সুরের সত্যটা যাচাই করা প্রয়োজন।

দুবনা, ০৭ মে ২০২৩

Saturday, May 6, 2023

মূলা

ঈদের পরেও নাকি জিনিসপত্রের দাম বাড়ছে দেশে। ওটা মনে হয় সামনের ঈদকে মাথায় রেখে করছে ব্যবসায়ীরা যাতে হঠাৎ করে দাম অনেক বেশি বাড়াতে না হয়। কথায় বলে এক মাঘে শীত যায় না। এখন দেখছি এক ঈদে মূল্যবৃদ্ধি থেমে থাকে না।

দুবনা, ০৬ মে ২০২৩

Thursday, May 4, 2023

পুঁজি

কার্ল মার্ক্সের বক্তব্য অনুযায়ী লাভের হারের উপর নির্ভর করে পুঁজি বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন রূপ ধারণ করতে পারে। চরম অমানবিক তো বটেই এমনকি মালিকের মৃত্যু নিশ্চিত জেনেও লাভের লোভে দিশেহারা হয়ে সে বেপরোয়া গতিতে এগিয়ে যেতে পারে। একটু খেয়াল করলে দেখবেন মার্ক্স এখানে পুঁজিপতিদের কথা বলেছেন না, পুঁজির চালচলনের কথা বলছেন। এর মানে কি মালিক ভালো বা মন্দ যাই হোক পুঁজি তার নিজস্ব যুক্তিতে স্বাধীন ভাবে চলে? তাহলে পুঁজি কি পৃথিবীর প্রথম আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স বা তার প্রটোটাইপ? 

দুবনা, ০৫ মে ২০২৩

Wednesday, May 3, 2023

দেশ

বিদেশের প্রতি বিদ্বেষ নেই
দেশের প্রতি যত দ্বেষ
দেশ বিদেশ দ্বেষ বিদ্বেষ নিয়ে
সবাই আছে বেশ
দুবনা, ০৩ মে ২০২৩

Tuesday, May 2, 2023

হাহাকার

হাহাকার হল আ-কার, ই-কার, উ-কার, এ-কার এসবের নানা বার নানা রূপে সজ্জিত ব্যঞ্জন বর্ণীয় কায়া
যদিও কারও কারও মতে এসবই মায়া।

দুবনার পথে, ০২ মে ২০২৩

Monday, May 1, 2023

নামকরণ

সেদিন একজন জিজ্ঞেস করল

ঢাকা শহরের নামকরণের ইতিহাস জানেন? 

ছোটবেলায় পড়েছি ঢাকার নামকরণ হয়েছে ঢাকেশ্বরী মন্দিরের ঢাকের শব্দ থেকে। তবে বর্তমানে যেভাবে ইতিহাস নতুন করে লেখা হচ্ছে তাতে অবাক হব না যদি নব্য কোন ইতিহাসবিদ বলে যে সে সময় এই এলাকার মুসলিম মহিলারা হিজাব ও বোরকা ব্যবহার করে নিজেদের ঢেকে রাখত। সেই স্মৃতিকে অমর করার জন্য এই এলাকার নাম হয় ঢাকা।

মস্কো, ০২ মে ২০২৩

ব্যর্থতা

মানুষ বিভিন্নভাবে সফল হতে পারে। কেউ শিল্পে-সাহিত্যে, কেউ বিজ্ঞানে, কেউ যুদ্ধে, কেউ খেলাধুলায়, কেউ ব্যবসায় আবার কেউ বা রাজনীতিতে। একই ভাবে কেউ সাফল্য লাভ করতে পারে কৃষক বা শ্রমজীবী হিসেবে। সমস্যা হয় তখনই যখন কোন ক্ষেত্রে সফল কোন ব্যক্তি অন্য বিষয়ে নাক গলানোর চেষ্টা করে। নিজের ক্ষেত্র থেকে অন্য ক্ষেত্রে যাওয়া অন্যায় বা অস্বাভাবিক কিছু নয়, তবে সেজন্য নতুন বিষয়ে পড়াশুনা করে বা অন্য উপায়ে জ্ঞান অর্জন করতে হয়। বিশেষ করে রাজনীতিতে আমাদের দেশে শেখার ক্ষেত্রে অনীহা প্রকট। কাদের সিদ্দিকী তার জ্বলন্ত উদাহরণ।

দুবনা, ০১ মে ২০২৩

দেশ

দেশ ভরে গেছে দ্বেষে
বিদ্বেষ ঘুরে বেড়ায় ধার্মিকের বেশে।

দুবনা, ০১ মে ২০২৩

মে দিবস

আজ পয়লা মে। মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস। সোভিয়েত ইউনিয়নে অন্যতম প্রধান উৎসব। অক্টোবর বিপ্লব দিবসের মত এদিনও রেড স্কয়ার হত উৎসব মুখর। এখন অবশ্য ৯ মে বিজয় দিবস প্রধান উৎসবের স্থান দখল করেছে। সোভিয়েত আমলে এই দিনের মূল স্লোগান ছিল মির, মাই, ত্রুদ বা শান্তি, মে, শ্রম। এখন মূলত মানুষ বসন্ত ও শ্রমের উৎসব উপলক্ষ্যে অভিনন্দন জানায়। সময় ও পরিস্থিতির সাথে সাথে স্লোগান বদলায়। 

সবাইকে মে দিবসের শুভেচ্ছা।

০১ মে ২০২৩

বিঃদ্রঃ আজ এক পোস্টার দেখলাম মে দিবসের
সবাই বারবিকিউ চল। তাই জায়গা দেখালাম ছবিতে