Thursday, January 26, 2017

হাতিয়ার

Politics এর বাংলা কে, কেন রাজনীতি করেছিল জানি না, তবে ভদ্রলোক যে দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন সেটা মানতেই হবে। যদিও রাজনীতি করা হয় সাধারন মানুষের কথা বলে, তাদের জীবন স্বর্গ সুখে পরিপূর্ণ করার আশ্বাস দিয়ে, ক্ষমতা পাবার পর অধিকাংশ রাজনীতিবিদই সেই অঙ্গীকার পালন করেন প্রজাদের স্বর্গে পাঠিয়ে। অন্যরাও কম যায় না। মানুষের কথা বলে রাজনীতি করলেও বেলা শেষে দেখা যায় তারাও মুলত নিজেদের রাজনৈতিক, দলগত বা আদর্শগত লাভলোকসানের হিসেব মিলাতেই ব্যাস্ত। জনগন তাদের খামখেয়ালী বা উচ্চাভিলাষ পুরনের হাতিয়ার মাত্র। এই যুদ্ধে জেতে সেই, যে এই জনগণকে যত বিধ্বংসী মারণাস্ত্রে পরিনত করতে পারে।

দুবনা, ২৬ জানুয়ারী ২০১৭

ক্রিস্টিনা যখন ছোট ছিল


Thursday, January 19, 2017

জানতে চাই

পার্টি মেম্বার নই তাতে কি বা এসে যায়?
শুধু ঐ সদস্যপত্রই কি সব?
এই যে এত ভালবাসা, এত উৎকণ্ঠা, এত নিদ্রাহীন রাত ......
এসবের মূল্য কি একেবারেই নাই?
পথ ভুলে আইকন যদি উলটো দিকে যায় 
পার্টির পতাকা যখন ধুলায় গড়ায়
মুখে কুলুপ দেয়া কি তখনও মানায়?
আর কত এই ভাবে রাজনীতি খেলা?
স্বপ্ন আর ভালবাসা দুই পায়ে ঠেলা?
হয়তো-বা আপনার কাছেও কোনই উত্তর নাই
তারপরও আপনার ব্যাখ্যা শুনতে চাই।  


দুবনা, ২০ জানুয়ারী ২০১৭  


ফালতু চাঁদ

অন্ধকারে হাঁটছিলাম আনমনে
আকাশের তারা গুনে গুনে
বারচ আর পাইনের ডগা থেকে উকি দিচ্ছিল
এক টুকরা ফালতু চাঁদ
যখন স্বপ্নে বিভোর
হঠাৎই কিসের উপর যেন হুমড়ি খেয়ে পড়লাম
ভাবলাম মাতাল কেউ পড়ে আছে
হতচ্ছাড়া বনে
ওমা, এযে দেখি বিপ্লব পড়ে আছে মুখ থুবড়ে
গুনছে দিন মৃত্যুর প্রতীক্ষায়।
দুবনা, ১৯ জানুয়ারী ২০১৭