অন্ধকারে হাঁটছিলাম আনমনে
আকাশের তারা গুনে গুনে
বারচ আর পাইনের ডগা থেকে উকি দিচ্ছিল
এক টুকরা ফালতু চাঁদ
যখন স্বপ্নে বিভোর
হঠাৎই কিসের উপর যেন হুমড়ি খেয়ে পড়লাম
ভাবলাম মাতাল কেউ পড়ে আছে
হতচ্ছাড়া বনে
ওমা, এযে দেখি বিপ্লব পড়ে আছে মুখ থুবড়ে
গুনছে দিন মৃত্যুর প্রতীক্ষায়।
আকাশের তারা গুনে গুনে
বারচ আর পাইনের ডগা থেকে উকি দিচ্ছিল
এক টুকরা ফালতু চাঁদ
যখন স্বপ্নে বিভোর
হঠাৎই কিসের উপর যেন হুমড়ি খেয়ে পড়লাম
ভাবলাম মাতাল কেউ পড়ে আছে
হতচ্ছাড়া বনে
ওমা, এযে দেখি বিপ্লব পড়ে আছে মুখ থুবড়ে
গুনছে দিন মৃত্যুর প্রতীক্ষায়।
দুবনা, ১৯ জানুয়ারী ২০১৭
No comments:
Post a Comment