Monday, August 31, 2020

আসল নকল

সত্যি কি আসলেই আছে?
অবশ্যই আছে।
কোথায়?
নকল সত্যের পাশে। ওরা তো গলাগলি ধরে হাঁটে।
এ আবার কী কথা?
দেখ, যার যার সত্য তার তার কাছে। তুমি যেটা সত্য মনে করো অন্য কেউ সেটা তা মনে নাও করতে পারে। অব্জেক্টিভ রিয়ালিটি কোন কিছুর উপর নির্ভর করে না, কিন্তু সত্য মিথ্যা এটা মানুষের তৈরি ধারণা বা আইডিয়া। তাই কোন কিছু সত্য না মিথ্যা সেটা নির্ভর করে দেখার দৃষ্টিকোণ আর যে দেখছে তার দৃষ্টিভঙ্গি থেকে।

দুবনা, ৩১ আগস্ট ২০২০ 
 
 

 

Sunday, August 30, 2020

ভালো থাকা

ঘুম ভাঙ্গলেই ইনবক্সে দেখি শুভ সকালের সাথে হাজারটা আদেশ উপদেশ হুকুম - ভালো থাকবে। এত হুমকিতে ভয়েই ভালো থাকতে হয়।

দুবনা, ৩০ আগস্ট ২০২০

 

করোনা আতঙ্ক

পাঁচ মাস পরে সমাজে বেরুলো অভি। ঘরে বসে থাকতে থাকতে শুধু হাড্ডিতে নয় মনেও মরিচা ধরেছে। আগে রাস্তাঘাটে দিব্যি হাঁচি কাশি দিত। এখন একটু হাঁচি পেলে নাকের নীচটা তর্জনী দিয়ে চেপে ধরে। তাতে হাঁচি বেচারি নাকের ডগায় এসেও সুড়সুড় করে পেটের ভেতর ঢুকে যায়। আর কাশি এলে হৃদপিণ্ড গোড়ালিতে পালায়। হাঁচতে ভয়, কাশতে ভয়। করোনা তো নয়, একেবারে কেজিবির এজেন্ট। চোখে দেখা যায় না, শুধু নাম শোনা যায় আর নামশুনেই ভয়ে মরে যাওয়া যায়।


এখনও তারে চোখে দেখিনি শুধু বাঁশি শুনেছি
মনও প্রাণ যাহা ছিল সঁপে দিয়েছি
শুনেছি তার মুরতি কালো তারে না দেখা ভালো

এই করোনা কালে কত লোক যে করোনার ভয়ে মরেছে তার কি কোন হিসাব আছে? এখন ওর অ্যালার্জির সময়। হঠাৎ করেই নাক দিয়ে ঝরঝর করে জল পড়তে শুরু করে। অভি এদিক সেদিক তাকায়। দেখে কেউ দেখছে কি না? কে জানে কে আবার একে করোনা ভেবে আতঙ্কে মরে যাবে?

দুবনা, ৩০ আগস্ট ২০২০




Saturday, August 29, 2020

কপাল

আজকাল আমার বিভিন্ন পোস্টে অনেকেই মন্তব্য করেন "রাইট ইউ আর"। সারা জীবন করলাম বাম রাজনীতি, চেষ্টা করলাম বামে থাকতে আর এখন কিনা সবাই ধাক্কিয়ে ডানে পাঠিয়ে দিচ্ছে। হায়রে কপাল!


দুবনা, ২৯ আগস্ট ২০২০

বিলবোর্ড

সেদিন এক বন্ধু একটু মন খারাপ করেই জানতে চাইল

কিরে, আমি তোকে এত্ত এত্ত পোস্টে ট্যাগ করি, তুই শুধুই সেখানে লাভ বা লাইক দিয়ে টাইম লাইন থেকে হাইড করে রাখিস। আমার পোস্ট নিজের টাইম লাইনে দিতে তোর বাধে মনে হয়?
নারে, ব্যাপারটা ঠিক তেমন নয়। আমার টাইম লাইনটা একান্তই আমার। সেটা শুধু আমার চিন্তা ভাবনা প্রকাশের দেওয়াল পত্রিকা। কোন কিছু ভালো লাগলে আমি আমার অনুভূতি জানাই, কিন্তু সেটা শেয়ার করে নিজের ঘরকে বাজার বানাবো কেন। আফটার অল আমার টাইম লাইন তো কারও বিলবোর্ড নয়।
দুবনা, ২৯ আগস্ট ২০২০

Friday, August 28, 2020

অপ্রিয় বুলি

যারা জনগণের রায় মেনে নিতে পারে না তাদের গণতন্ত্রের কথা না বলাই ভালো। অপ্রিয় সত্য হজম করতে না পারলে নিজেকে সত্যের পুজারী ভাবাটা শুধু অন্যকে নয় নিজেকেও ধোঁকা দেওয়া।

দুবনা, ২৮ আগস্ট ২০২০

লাইকের লাই

লাইকের আজকাল পোয়াবারো। সবাই ওকে নিয়ে টানাটানি করে। কেউ লাইক দেয় নিজের উপস্থিতি জানান দেওয়ার জন্য, কেউ বা লাইক দেয় বন্ধুত্বের খাতিরে আবার কেউ কেউ লাইক দেয় কোন জিনিস সত্যি সত্যি ভালো লাগলে। যারা লাইক পায়, তারাও কম যায় না। কেউ এটাকে নেয় নিজের সাফল্যের স্বীকৃতি হিসেবে, কেউ বন্ধুদের ভালবাসা হিসেবে আবার কেউ কেউ লাইকের লেজ কেটে সেটাকে নেয় লাই মানে ভবিষ্যতে যা খুশি তাই লেখার ম্যান্ডেট হিসেবে।

দুবনা, ২৮ আগস্ট ২০২০


first photo with new Canon RF 24-240/4-6.3 IS USM (Metro Prospect Mira, it was a test shot before handing over money) 
 
 

 

কথোপকথন

টিভিতে সাকাসভিলির গ্রুজিয়া ফেরার কথা জানাচ্ছিল।

ও তো একটা পাগল। - গুলিয়া মন্তব্য করল।
তোমার ঘরে এত কুকুর দেখে ওও কিন্তু তোমাকে পাগল ভাবত। - আমি কথাটা মাটিতে পড়তে না দিয়ে পাস দিলাম।
কুকুর আর সাকাসভিলি কি এক হল?
কেউ কুকুরের পাগল কেউ আবার ক্ষমতার।
দেখ দেখ, ও তো ক্রেইজি।
সব মানুষই কমবেশি ক্রেইজি। - আমি বলটা ফিরিয়ে দিলাম।
তাহলে তো তুমিও ক্রেইজি। - গুলিয়া বিজয়ের হাসি হাসল।
সে ব্যাপারে কারও কোন সন্দেহ আছে বলে তো মনে হয় না।

যবনিকা!!!!!!

দুবনা, ২৮ আগস্ট ২০২০ 
 
 

 

Thursday, August 27, 2020

শব্দ

প্রাণদণ্ড আর মৃত্যুদণ্ড একই জিনিস অথচ প্রাণ (জীবন) আর মৃত্যু বিপরীত মেরুর। বিপরীতে ঐক্য। দুবনা, ২৭ আগস্ট ২০২০

Wednesday, August 26, 2020

স্বাধীনতা

বর্তমানে স্বাধীনতা এত বেশি শর্ত সাপেক্ষ যে সেটা পরাধীনতার চেয়েও অসহনীয়।

দুবনা, ২৬ আগস্ট ২০২০

পড়া

কেউ মোটা মোটা বই পড়ে বা পড়ে না, কেউ চুরি করে ধরা পড়ে বা পড়ে না। দিনের শেষে এই পড়া না পড়াটাই জীবনের নিয়ন্ত্রক।

দুবনা, ২৬ আগস্ট ২০২০

Tuesday, August 25, 2020

পটল

হঠাৎ পটলের কথা মনে পড়ে গেল। পটল তো আর চাইলেই পাওয়া যায় না। কী করা? নিজে অবশ্য পটল তুলতে পারতাম তবে তাতে হ্যাঙ্গামা অনেক। অগত্যা লাউকে পটল সাজিয়ে গরম তেলের কড়াইয়ে দিলাম ছেড়ে। এতে লাউ পটল হয়েছে কি না বলা কষ্ট তবে ও পটল যে তুলেছে তাতে সন্দেহ নেই।

দুবনা, ২৫ আগষ্ট ২০২০

ঘটনা

 কি ঘটল তা নিয়ে কারও মাথা ব্যথা নেই, যত চিন্তা এটাকে কীভাবে নিজের স্বার্থে ব্যবহার করা যাবে তাই নিয়ে। 

দুবনা, ২৪ আগস্ট ২০২০ 

টিকা

 টিকে নিয়ে টিকে থাকা কঠিন কি সোজা এটাই সবার মাথায় মস্ত বড় বোঝা

দুবনা, ২৪ আগস্ট ২০২০ 

Sunday, August 23, 2020

তুলসী গাছ

এই ছোট ছোট কুকুরছানারা প্রায়ই যেভাবে পায়ের কাছে এসে হিসু করতে শুরু করেছে তাতে নিজেকে তুলসী গাছ, তুলসী গাছ বলে মনে হচ্ছে।


দুবনা, ২৩ আগস্ট ২০২০



Saturday, August 22, 2020

আলো আঁধার

অন্ধ বিশ্বাস আলোর খোঁজ দেয় না। আলো চান? চোখ খুলুন। প্রশ্ন করুন। 

দুবনা, ২২ আগস্ট ২০২০ 

প্রশ্নোত্তর

মাথা ভরা গাদি গাদি উত্তর
প্রশ্নের টিকির নেই দেখা
এ হেন বিরূপ পরিবেশে
মন খুলে যায় কিছু লেখা?

দুবনা, ২২ আগস্ট ২০২০ 
 
 
 

Friday, August 21, 2020

ক্ষমতার ক্ষমতা ও অক্ষমতা

ক্ষমতার সাফল্য হল অন্যদের ক্ষমতার লোভ দেখিয়ে নিজের দলে টানার ক্ষমতা আর ব্যর্থতা হল একবার যে তাকে বশ মানায় তার হাত থেকে নিজেকে মুক্ত করার অক্ষমতা।

দুবনা, ২১ আগস্ট ২০২০ 
 
 

উপলব্ধি

সোভিয়েত ইউনিয়নে আমরা যারা পড়াশুনা করেছি তাদের স্ট্যাটাস দেখলে বা কথা শুনলে মনে হয়
১) কেউ কেউ এখনও সে দেশ থেকে বেরুতেই পারেননি
২) কেউ কেউ সে দেশে আদৌ যাননি
৩) কেউ কেউ এখন যাওয়া আসার মধ্যেই রয়ে গেছেন

দুবনা, ২১ আগস্ট ২০২০ 



Wednesday, August 19, 2020

অবজারভেশন

 কিছু কিছু মানুষ লোকান্তরে গিয়ে লোকের অন্তরে জায়গা করে নেন।

 দুবনা, ২০ আগস্ট ২০২০ 

বিশ্বাস

বিশ্বাসে বিশ্বাস রাখা আজকাল বড্ড কষ্ঠ
এই বিশ্বাস এখন আমার দ্যার্থহীন ও স্পষ্ট
বিশ্বাসে রেখো না আস্থা বিশ্বাসে নেই দরকার
বিশ্বাস ভাঙলে মন ভাঙে নেই তার কোন প্রতিকার
বিশ্বাসকে অবিশ্বাস কর আস্থায় আন অনাস্থা
লাভ ক্ষতি হোক আর না  হোক হবে না হতে হেনস্থা

দুবনা, ১৯ আগস্ট ২০২০  

Tuesday, August 18, 2020

অসুখ

কি, দিন দিন শুকিয়ে যাচ্ছ যে? অসুখ নাকি?
হার্টের সমস্যা।
বল কি, ডাক্তার দেখিয়েছ?
না।
না মানে? দেরী না করে তাড়াতাড়ি ডাক্তার দেখাও।
দরকার হবে না দাদা, আমি প্রেমে ছ্যাকা খেয়েছি।

দুবনা, ১৮ আগস্ট ২০২০ 
 
 
 

সাজা

সোজা নয় রাজা সাজা
সেটা হতে পারে সাজা
 
দুবনা, ১৮ আগস্ট ২০২০  


বিদায় সম্ভাষণ

 করোনা নাকি রাগ করেছে
নিচ্ছে নাকি বিদায়
যত্ন আত্তি পায়নি দেশে
প্রাণ যায় যায় খিদায়
অনেক দিন কাটিয়ে দিল
কাজের আশায় বসে
নো কমিশন নো চাকরি
নোটিশ পেল শেষে
বদ লোকেরা রয়ে গেল
চেয়ার আঁকড়ে ধরে
আঙুল ফুলে কেউ কলাগাছ
মুখোশ বিক্রি করে
মাঝখানে কিছু ভালো মানুষ
হল করোনার শিকার
এসব নিয়ে ক্ষমতাসীনদের
নেই কো কোন বিকার
করোনা নাকি যাচ্ছে চলে
ঝাড় ফুঁক মাদুলী দোয়ায়
ভ্যাকসিনের জন্য অপব্যয়
এ দেশে কি মানায়?

 

দুবনা, ১৮ আগস্ট ২০২০ 

Monday, August 17, 2020

স্থান কাল

আজ কুকুর নিয়ে ঘুরতে গিয়ে বউ সাপের দেখা পেয়েছে। দুঃখের বিষয়,  সাপটি তাকে কোন আপেল অফার করেনি। ভুল জায়গায় ভুল সময়ে ঘুরাঘুরি করলে এমনটাই হয়

দুবনা, ১৭ আগস্ট ২০২০

দুঃসংবাদ

আজ সাইকেল চালিয়ে অফিসে আসার পথে একটা মশার সাথে চোখের মুখোমুখি সংঘর্ষে মশা নিহত ও চোখ সামান্য আহত হয়। এর প্রতিক্রিয়া স্বরূপ সাইকেল ও লাইট পোস্টের মধ্যে সংঘর্ষের উপক্রম দেখা দিলেও  শেষ মুহূর্তে তা এড়ানো সম্ভব হয়। বেচারা মশা!  

দুবনা, ১৭ আগস্ট ২০২০

Sunday, August 16, 2020

মুখোশের মুখ

আজ দুই দুই জন লোক আমাকে দেখে শুধু চিনলই না, ডেকে বলল, "তুমি যতই মুখোশ পর, আমি তোমাকে ঠিকই চিনেছি।"
এ মুখোশ দেখি মুখ রক্ষা করতে দেবে না!
ঝামেলা!

দুবনা, ১৬ আগস্ট ২০২০

জনতা

রুশ ভাষার জনগণকে বলা হয় নারদ বা নারোদ। বাংলায় এসে এই নারদ মনে হয় স্বর্গের নারদ মুনিতে পরিণত হয় আর একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে অশান্তির সৃষ্টি করে। যেকোনো লোক নিজের না হয়ে যখনই জনগণের পক্ষ থেকে কথা বলেন, তখনই দেখি এই অশান্তির জন্ম।

দুবনা, ১৬ আগস্ট ২০২০

Saturday, August 15, 2020

কথা

কথা ছিল যুদ্ধ শেষে শান্তি আসবে ফিরে
কথা ছিল সোনার ধান উঠবে কৃষকের ঘরে
কথা ছিল শ্রমিকের শ্রমের মূল্য হবে হক
কথা ছিল সরকার হবে জনগণের সেবক
কথা ছিল মন্দির মসজিদ গির্জা প্যাগোডা
সবই হবে  ঈশ্বরের নিরাপদ আবাস
কথা ছিল হিন্দু মুসলমান বৌদ্ধ খৃষ্টান
সবাই বাঙ্গালী হয়ে শান্তিতে করবে বাস
বন্দুকের গুলিতে একদিন কথা হল লাশ
স্বপ্নেরা সব পালিয়ে গেল ছেড়ে দীর্ঘ শ্বাস
হারিয়ে গেল শ্রমিক কৃষক রইল দলদাস
চারিদিকে শুধু প্রতারণা আর মিথ্যা আশ্বাস
তোমার রক্তে শপথ নিয়ে রক্তহোলিতে মাতে
তুমি আজ শুধুই  ঢাল অত্যাচারীর হাতে 

দুবনা, ১৫ আগস্ট ২০২০      

 

 

Thursday, August 13, 2020

ঠিক

কাজটা তুমি ঠিক করলে না।
কাজটা ঠিক করলাম না ঠিক করলাম না সেটা ঠিক করার জন্য আমাদের আগে ঠিক করতে হবে কোনটা ঠিক আর কোনটা ঠিক না।
আমি যেটা বলি সেটাই ঠিক।
বা, ঠিক বললেই ঠিক হয়ে যাবে? তুমি যে ঠিক বললে সেটা ঠিক কিনা সেটা কে ঠিক করবে?
একেবারে ঠিক কথা বলেছ। তোমাকে নিয়ে কোনটা ঠিক কোনটা ঠিক না সেটা ঠিক করতেই আমাদের জীবন শেষ হয়ে যাবে। ঠিক কি না?
ঠিক ঠিক, একশ বার ঠিক, হাজার বার ঠিক!
তাহলে ঠিক হল তো কোনটা ঠিক আর কোনটা ঠিক নয়?
ঠিক! ঠিক!

দুবনা, ১৪ আগস্ট ২০২০

প্রশংসা

স্কুলে এক শিক্ষক এক ছাত্রের হাতের লেখার প্রশংসা করে বলেছিলেন "বাহ, তুমি খুব ভালো লেখ তো।" সেই ছেলেকে আর পায় কে। এরপর থেকে সে লিখে যাচ্ছে তো যাচ্ছেই। কী লিখছে সেটা ব্যাপার নয়, লেখাটা দেখতে সুন্দর হলেই হল। আর মানুষ তা ভালো বললেই হল। দেবতারাও সে দোষেই গুণী।

দুবনা, ১৩ আগস্ট ২০২০

সংখ্যাগরিষ্ঠতা

কালেকটিভ ছোট হোক আর বড় হোক, যখনই কেউ নিজেকে সংখ্যাগরিষ্ঠ মনে করে, মানে কালেকটিভের অধিকাংশ মানুষ তাকে সমর্থন করবে বলে মনে করে তখনই লজিক মাথা থেকে বাহুতে নামে, বুদ্ধিবল জনবল  আর বাহুবল  দ্বারা প্রতিস্থাপিত হয়।  দুঃখজনক হলেও সত্য পাবলিক সাপোর্ট বা জনবলের উচ্ছ্বাসে মানুষের হিতাহিত জ্ঞান লোপ পায়। অনেক বিবেচক মানুষই তখন স্বেচ্ছাচারী বনে যান, মূষিকের বেশ ছেড়ে সিংহের আকার ধারণ করেন। জনপ্রিয়তার শিখরেই দেখা যায় মানুষের সত্যিকারের রূপ।    

দুবনা, ১৩ আগস্ট ২০২০

Wednesday, August 12, 2020

মামা ভাগ্নে

আঙ্কেল, সূর্য রাতের বেলায় কি করে?
সারাদিন খেলার পরে রাতে তুমি যেমন চার্জ শেষ হয়ে যাওয়া স্মার্টফোন চার্জ করতে দাও, সূর্যও সারা দিন রোদে ঘুরাঘুরি করে নিস্তেজ হয়ে পড়লে চাঁদ মামা তাকে চার্জ করতে বসিয়ে দেয়।
তারপর?
তারপর চাঁদ মামা ভাগ্নের হয়ে নিজেই রাতের বেলায় পৃথিবীর দেখাশুনা করে। ভাগ্নে বলে কথা!

দুবনা, ১২ আগস্ট ২০২০

Tuesday, August 11, 2020

সমস্যা

বর্তমান বিশ্বের সমস্যা যত না বিভিন্ন দেশে গণতন্ত্রহীনতায়, তার চেয়ে বেশি তথাকথিত গণতান্ত্রিক বিশ্বের এ সমস্ত দেশগুলোকে গণতন্ত্রের নামে তাবেদার করে রাখার প্রাণপণ চেষ্টায়।

দুবনা, ১১ আগস্ট ২০২০

Monday, August 10, 2020

ঘাড় ও গর্দান

ঘাড় আর গর্দান এক জিনিস নয়
ব্যর্থতা বড় হলে ঘাড় গর্দান হয়

দুবনা, ১০ আগস্ট ২০২০

ভূত

ভবিষ্যতে হব মোরা ভূত
অতীত হবে বর্তমানের পুত।

দুবনা, ১০ আগস্ট ২০২০

স্বাধীনতা

 আমরা বাংলা ভাষায় কথা বলার স্বাধীনতা চেয়েছিলাম। বোনাস হিসেবে পেয়েছি যেমন খুশি তেমনি লেখার স্বাধীনতা। 

দুবনা, ১০ আগস্ট ২০২০ 

Saturday, August 8, 2020

তেল

ছাত্রজীবনে আরবদের আমরা নিজেদের মধ্যে তেল বলে ডাকতাম। কারণটা ওদের তেল নয়, ওদের চরিত্র। ওরা শিক্ষক বা যেকোনো লোক যারা ওদের কোন কাজে লাগতে পারে তাদের এমনভাবে তেল মারত যে বলার মত নয়। তার মানে এই নয় ওরা সবাই বিনয়ের অবতার। আসলে যাদের ওরা নিজেদের চেয়ে ছোট মনে করত তাদের সাথে দুর্বিনীত ব্যবহারের মধ্য দিয়ে ওরা   ওরা বিনয়ের নিত্যতার সুত্র সচল রাখত।
ইদানীং  দেশেও দেখছি মানুষকে কারণে অকারণে তেল মাখতে। আমাদের অনেক দিনের স্বপ্ন আরব হওয়ার। এটা কি সেই স্বপ্ন পূরণের প্রথম পদক্ষেপ?  

দুবনা, ০৮ আগস্ট ২০২০