Saturday, August 15, 2020

কথা

কথা ছিল যুদ্ধ শেষে শান্তি আসবে ফিরে
কথা ছিল সোনার ধান উঠবে কৃষকের ঘরে
কথা ছিল শ্রমিকের শ্রমের মূল্য হবে হক
কথা ছিল সরকার হবে জনগণের সেবক
কথা ছিল মন্দির মসজিদ গির্জা প্যাগোডা
সবই হবে  ঈশ্বরের নিরাপদ আবাস
কথা ছিল হিন্দু মুসলমান বৌদ্ধ খৃষ্টান
সবাই বাঙ্গালী হয়ে শান্তিতে করবে বাস
বন্দুকের গুলিতে একদিন কথা হল লাশ
স্বপ্নেরা সব পালিয়ে গেল ছেড়ে দীর্ঘ শ্বাস
হারিয়ে গেল শ্রমিক কৃষক রইল দলদাস
চারিদিকে শুধু প্রতারণা আর মিথ্যা আশ্বাস
তোমার রক্তে শপথ নিয়ে রক্তহোলিতে মাতে
তুমি আজ শুধুই  ঢাল অত্যাচারীর হাতে 

দুবনা, ১৫ আগস্ট ২০২০      

 

 

No comments:

Post a Comment