সত্যি কি আসলেই আছে?
অবশ্যই আছে।
কোথায়?
নকল সত্যের পাশে। ওরা তো গলাগলি ধরে হাঁটে।
এ আবার কী কথা?
দেখ, যার যার সত্য তার তার কাছে। তুমি যেটা সত্য মনে করো অন্য কেউ সেটা তা মনে নাও করতে পারে। অব্জেক্টিভ রিয়ালিটি কোন কিছুর উপর নির্ভর করে না, কিন্তু সত্য মিথ্যা এটা মানুষের তৈরি ধারণা বা আইডিয়া। তাই কোন কিছু সত্য না মিথ্যা সেটা নির্ভর করে দেখার দৃষ্টিকোণ আর যে দেখছে তার দৃষ্টিভঙ্গি থেকে।
No comments:
Post a Comment