Saturday, August 8, 2020

তেল

ছাত্রজীবনে আরবদের আমরা নিজেদের মধ্যে তেল বলে ডাকতাম। কারণটা ওদের তেল নয়, ওদের চরিত্র। ওরা শিক্ষক বা যেকোনো লোক যারা ওদের কোন কাজে লাগতে পারে তাদের এমনভাবে তেল মারত যে বলার মত নয়। তার মানে এই নয় ওরা সবাই বিনয়ের অবতার। আসলে যাদের ওরা নিজেদের চেয়ে ছোট মনে করত তাদের সাথে দুর্বিনীত ব্যবহারের মধ্য দিয়ে ওরা   ওরা বিনয়ের নিত্যতার সুত্র সচল রাখত।
ইদানীং  দেশেও দেখছি মানুষকে কারণে অকারণে তেল মাখতে। আমাদের অনেক দিনের স্বপ্ন আরব হওয়ার। এটা কি সেই স্বপ্ন পূরণের প্রথম পদক্ষেপ?  

দুবনা, ০৮ আগস্ট ২০২০

No comments:

Post a Comment