আজ সকাল থেকে ইনবক্সে অনেকগুলো মেসেজ পেলাম – একটা মেট্রো স্টেশন দ্রুঝবি নারদভ নিয়ে, অন্যটা বাংলা ভাষার উপর। মেট্রো স্টেশন হবে এ বছরের শেষ নাগাদ, এ নিয়ে আমাদের ভিপুস্কনিকদের উত্তেজনা থাকবে সেটা স্বাভাবিক। এখন আসি দ্বিতীয় ব্যাপারে। ইউনেস্কোর এক জরিপে বাংলা ভাষা মধুরতম ভাষা হিসেবে বর্ণিত হয়েছে, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে স্প্যানিশ ও ডাচ। বাঙ্গালী হিসেবে গর্ব বোধ করলে শেয়ার করুন। আমি যেমন আমার ভাষা নিয়ে গর্ব বোধ করি, ঠিক তেমনি সবাই নিজেদের ভাষা নিয়ে গর্ব বোধ করেন। গুগুল সার্চ করে দেখলাম সেখানে ট্যুইটার আর ফেসবুকের রেফারেন্স দিয়ে বলা হয়েছে যদি এসব মেসেজ বিশ্বাসযোগ্য হয় তবে বাংলা বিশ্বের মধুরতম ভাষা। কিন্তু ইউনেস্কো থেকে কোন উচ্চবাচ্য করা হয়নি অন্তত আমি খুঁজে পাইনি। কথা হল হঠাৎ ইউনেস্কো কেন এ ধরণের জরিপ করতে যাবে? সব দেশের মানুষই নিজের মাতৃভাষাকে সবচেয়ে সুন্দর, মধুর মনে করবে এটাই স্বাভাবিক। তাহলে কী ক্রাইটেরিয়ার ভিত্তিতে এই নির্বাচন? আমার অবাক লাগে যখন শিক্ষিত, বুদ্ধিমান মানুষেরা গুজবে কান দিয়ে এসব খবর শেয়ার করেন আর বন্ধুদের প্রশ্নের সম্মুখীন করেন তারা কতটুকু দেশপ্রেমী, কতটুকু বাঙ্গালী। এভাবেই কিন্তু গুজব ছড়ায়, দাঙ্গা লাগে। সস্তা খবরে নিজেদের ম্যানিপুলেট করতে দেবেন না।
দুবনা, ০৬ আগস্ট ২০২০
No comments:
Post a Comment