Thursday, August 13, 2020

সংখ্যাগরিষ্ঠতা

কালেকটিভ ছোট হোক আর বড় হোক, যখনই কেউ নিজেকে সংখ্যাগরিষ্ঠ মনে করে, মানে কালেকটিভের অধিকাংশ মানুষ তাকে সমর্থন করবে বলে মনে করে তখনই লজিক মাথা থেকে বাহুতে নামে, বুদ্ধিবল জনবল  আর বাহুবল  দ্বারা প্রতিস্থাপিত হয়।  দুঃখজনক হলেও সত্য পাবলিক সাপোর্ট বা জনবলের উচ্ছ্বাসে মানুষের হিতাহিত জ্ঞান লোপ পায়। অনেক বিবেচক মানুষই তখন স্বেচ্ছাচারী বনে যান, মূষিকের বেশ ছেড়ে সিংহের আকার ধারণ করেন। জনপ্রিয়তার শিখরেই দেখা যায় মানুষের সত্যিকারের রূপ।    

দুবনা, ১৩ আগস্ট ২০২০

No comments:

Post a Comment