Friday, March 30, 2018

বাংলাদেশ



রাত পোহাতে না পোহাতে
হাঁটছি আমি গেঁয়ো পথে
চারিদিকে বইছে আমার
সবুজ ধানের ধানের ঢেউ
বিশাল মাঠে আমি একা
নেইকো কোথাও কেউ
হঠাৎ দেখি দূর আকাশে
উঠলো জ্বলে বাতি
অন্ধকার পালিয়ে গেল
বিদায় নিল রাতি
ভাবছি এটা আশার আলো
মুক্তির বানী নিয়ে এলো
কিন্তু কাছে গিয়ে দেখি
এটা যে রেড লাইট
মুক্তি নয় সব কিছুকে
দিচ্ছে জোরে টাইট।
স্বপ্নেরা সব পালিয়ে গেল
পালিয়ে গেল আশা
বুকের মধ্যে গুমরে কাঁদে
প্রতিবাদের ভাষা
একটু পরে বাতি উধাও
নেইকো আলোর রেশ
মাঠের মাঝে পড়ে আছে
ধর্ষিতা বাংলাদেশ


দুবনা, ৩০ মার্চ ২০১৮




মালিকানা


যদি নিজের মত করে বাঁচতে বা মরতে চান

তাহলে মালিক নয়, মালিকানা বদলান।

দুবনা, ৩০ মার্চ ২০১৮ 

Thursday, March 29, 2018

উত্তর-দক্ষিন

উত্তর যদি দক্ষিনা হতো খেলাটা জমত দারুণ কারো হতো পোয়া বারো কারো অবস্থা করুণ!

দুবনা, ২৯ মার্চ ২০১৮

সকাল বেলার গল্প


মনটা বেশ ভালো, আনন্দে ফুরফুর করছে। ফর্ম ফিরে পাচ্ছি। ফর্ম বলে কথা। অনেক দিন পরে বাসায় রান্না করছি। মাংস আর ডাল বসিয়ে ২০১২ সালের একটা ছবি এডিট করছি, হঠাৎ নাকে কে যেন সুড়সুড়ি দিল। হুম, পোড়া গন্ধ। রান্নাঘরে গিয়ে দেখি প্রক্রিয়াটা কেবল শুরু হয়েছে, তাই ফ্রাইপ্যানটা নামিয়ে আরেকটা ফ্রাইপ্যানে নতুন করে পেঁয়াজ বসালাম। গন্ধ পেয়ে বউ এসে হাজির।
-       আবার মাংস পুড়ল তো।
-       কে বলল তোমাকে? আমি সাস্লিক স্টাইলে রান্না করছি। একটু না পুড়লে সাস্লিক হবে কেমনে?
-       এটা কেউ খাবে না। তুমি আজকাল শুধু নিজের জন্য রান্না কর।
-       না খেলে আমি কি করবো। নিজেরা রান্না করলেই তো ল্যাঠা চুকে যায়।
মাংস কোন মতে রক্ষা করে ভাত বসালাম। ডালটাও হচ্ছিলো। এখন ডাল সম্ভার দেওয়ার পালা। হঠাৎ শুনি মেসেজ এলো। উত্তর দিতে দিতে আবার নাকের ভেতর কে যেন সুড়সুড়ি দিতে শুরু করলো। হ্যাঁ, এক গাঁদি কুকুরের সাথে থাকতে থাকতে নাকটা বেশ তীক্ষ্ণ হয়েছে ইদানীং। যা ভেবেছিলাম। পেঁয়াজ পুড়তে শুরু করেছে। কী করা? ফেলে নতুন করে সম্ভার দেয়া? সেটি হচ্ছে না। মাঝে মধ্যে রাঁধুনিকে শাস্তি না দিলে মাথায় উঠবে। বরং কয়েক দিন পুড়া ডাল খেয়ে যদি আক্কেল ফিরে পায়। পুড়া পেঁয়াজ দিয়েই ডাল সম্ভার হল। এবার বুঝুক ঠ্যালা।

দুবনা, ২৯ মার্চ ২০১৮     



Sunday, March 25, 2018

স্বাধীন


আমরা যখন স্বাধীন হলাম স্বপ্ন ছিল চোখে
জাতিধর্ম নির্বিশেষে থাকবো সবাই সুখে 

দুবনা, ২৬ মার্চ ২০১৮ 

কালো রাত



সব রাতই কালো, কিছু কিছু রাত খুব বেশি কালো- মানুষের অপরাধে। পঁচিশে মার্চ এরকম এক রাত। 

দুবনা, ২৫ মার্চ ২০১৮

Saturday, March 24, 2018

প্রশ্ন

পূজার সময় রাজনৈতিক নেতাদের সম্বর্ধনা আজ অলিখিত আঁচার। এরা কি দেবতাদের লোকাল এজেন্ট নাকি মানবরূপী দানব?

দুবনা, ২৫ মার্চ ২০১৮ 

Friday, March 23, 2018

ইচ্ছা

আমাকে আমার মত মরতে দাও

দুবনা, ২৩ মার্চ ২০১৮

অস্তিত্ব

ব্যথাও জীবনের মত, চুপিচুপি এসে চুপিচুপিই চলে যায়। নিজেরা টেরই পায়না। টের পায় শরীর আর চারপাশের লোকজন। 

দুবনা, ২৩ মার্চ ২০১৮

Tuesday, March 20, 2018

হাড্ডাহাড্ডি



দারিদ্র্যের হার বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ে দরিদ্রের হাড়। হাড্ডাহাড্ডি অবস্থা। 

দুবনা, ২০ মার্চ ২০১৮

স্বাধীনতা



মানুষ সামাজিক জীব।  সমাজ মানেই তো বন্ধন। তাহলে স্বাধীনতা – সে কি শুধুই ফাঁকা বুলি? 

 দুবনা, ২০ মার্চ ২০১৮