Tuesday, June 29, 2021

দেবতা

 

আমেরিকায় এক নতুন দেবতার আবির্ভাব হয়েছে। তার নাম বিএলএম। আমেরিকা ছাড়িয়ে সেটা এমনকি ফুটবলের মাঠে পর্যন্ত গড়িয়েছে।
মানুষ যেমন পাপ করে উপাসনালয়ে গিয়ে প্রার্থনা করে আবার নতুন উদ্যমে পাপ করতে শুরু করে বর্তমান মার্কিন প্রশাসনের বিএল এম তোষণ আমার কাছে সেরকমই মনে হয়। সত্যিকার শিক্ষা দিয়ে সমাজের পিছিয়ে পড়া এই অংশকে তাদের সামাজিক ও মানসিক অবস্থা উন্নতি করার সুযোগ তৈরি করে দেওয়ার পরিবর্তে যে কোন কম্পেনসেশন আর যাই হোক তাদের আধুনিক মানুষ করে গড়ে তুলতে পারবে না। ফলে এরা আগের মতই পিছিয়ে থাকবে, আর প্রশাসন এভাবেই নিজেদের পাপ স্খালন করল ভেবে সব পাপের দায়িত্ব এড়িয়ে যাবে।

দুবনা, ২৯ জুন ২০২১

Monday, June 28, 2021

প্রশ্ন

যারা খুব গর্বের সাথে বলেন যে আমেরিকা ইমিগ্র্যান্টদের দেশ, তারা কি কখনও ভাবেন সে দেশের আদিবাসী ইন্ডিয়ানদের কথা? 

দুবনা, ২৮ জুন ২০২১ 

Sunday, June 27, 2021

আদর্শ

মানুষ আদর্শের সুতোয় নিজেদের বাঁধে অন্যের ঘর ঠিক করতে, নিজেদের ঘর বাঁধতে এই আদর্শই অনেক সময় প্রতিবন্ধক হয়ে দেখা দেয়।

দুবনা, ২৭ জুন ২০২১ 

রাজনীতি

আগে রাজনীতি ছিল মানুষের জন্য, এখন মানুষ রাজনীতির জন্য। যতক্ষণ প্রয়োজন ততক্ষণ আদর, প্রয়োজন ফুরিয়ে গেলে ডাস্টবিন ঘর।

দুবনা, ২৭ জুন ২০২১ 

Saturday, June 26, 2021

পরিবর্তন

এভাবে চলতে থাকলে কিছু দিন পরে "কেমন আছ?" এর পরিবর্তে মানুষের প্রথম প্রশ্ন হবে "ভ্যাকসিন নিয়েছ?"

দুবনা, ২৬ জুন ২০২১ 

জন্মদাগ

 

গতকাল সকালে সূর্য লেপ মুড়ি দিয়ে শুয়ে থাকায় নদীর ঘুম ভাঙানোর লোক খুব একটা ছিলও না। আমিও একটু কাক স্নান করে প্যাভিলিয়নে ফিরে আসি। আজ অবশ্য ভিন্ন গল্প। ভোলগা আবার হাউজ ফুল। ঘাটে পা রাখতেই কয়েকজন বলে উঠলেন
- আমরা সবাইকে বলে বেড়াচ্ছি কে আমাদের ঘাট ঠিক করেছে।
- তাই? তা কী বললেন?
- বাংলাদেশ।

খুব একটা খুশি হতে পারলাম না, কেননা মূল কাজটা করেছেন অন্য এক ভদ্রলোক, আমি শুধু তাঁকে সাহায্য করেছি। মনে হল অন্যের কেকে আমি ভাগ বসাচ্ছি। কিন্তু আমাকে মনে রাখা বা আমার কথা বলা যত সহজ ওনার কথা বলা ততটা নয়।

আমি বছরের অন্য সময়টা সাধারণত সুইমিং পুলে সাঁতার কাটি। ছেলেদের সাথে একই জায়গায় স্নান করি, স্টীম বাথ করি, তাই ওদের কমবেশি ভাল করে চিনি। মেয়েদের ততটা নয়। তাই হঠাৎ করে রাস্তায় বা শহরে কেউ সম্বোধন করলে প্রথমে বুঝে উঠতে পারি না কে। আসলে সুইমিং পুলে ওরা থাকে বিকিনি পরা আর টুপি মাথায়। শহরে অন্য পোশাকে। আমিও তাই। তবে আমার গায়ের রং আমার সব গুমোর ফাঁস করে দেয়। ওরা অসংখ্য সাদাদের ভিড়ে আমাকে ঠিক চিনতে পারে। আমার পুরো শরীর ভরাই জন্মদাগ মনে হয়।

দুবনা, ২৬ জুন ২০২১ 
 
 

 

Friday, June 25, 2021

ভোগাস সূর্য

আজ ভোলগায় গিয়ে দেখি গরমে অতিষ্ঠ হয়ে সূর্যও মেঘের আড়ালে লুকিয়েছে। সাঁতারের পরে রোদ পোহাতে না পারলে স্নান কি জমে? যতসব! 

দুবনা, ২৫ জুন ২০২১ 

Thursday, June 24, 2021

করোনা

মস্কোর তাপমাত্রা প্রায় ৩৫। আর ডিগ্রী দুই তিন বাড়লেই ওর করোনা টেস্ট করাতে হবে। বেচারা বাতাস!

দুবনা, ২৫ জুন ২০২১ 

স্পাসিবা

 

আজ ভোলগায় গিয়ে দেখি আমাদের সিঁড়িটার হাতল ভাঙ্গা। কিছুক্ষণ পরে সত্তরের উপরে বয়েস এমন এক ভদ্রলোক এলেন ড্রিলার, স্ক্রু আর স্ক্রু ড্রাইভার নিয়ে। আমিও হাত লাগালাম। কিছুক্ষণের মধ্যে সব ঠিক। তবে এই সিঁড়িটা দিয়ে অনেকেই, বিশেষ করে বয়স্কা মহিলারা নামতে পারেন না, পাশেই তাদের জন্য পাথর বসান। তবে সেটা খুব একটা সুবিধার নয়।
- পাথরটা পাল্টানোর দরকার। আমি প্রস্তাব দিলাম।
- চল। ভদ্রলোক গলা মেলালেন।
কিন্তু যে পাথরটা বসাতে চাই সেটা আমাদের দুজনের পক্ষে আনা প্রায় অসম্ভব। আরও জনা দুই হলে ভালো হয়।
- চল, চেষ্টা করে দেখি।
আমরা না টেনে পাথর উল্টিয়ে উল্টিয়ে নিতে শুরু করলাম। একসময় মনে হল বেটার আরও কারও অপেক্ষা করা। ওনাকে প্রস্তাবটা দেওয়ায় বললেন
- চল করে ফেলি।
মনে হয় ভাবলেন উনি বয়স্ক বলে আমি এখন চাইছি না। আমারও লাগলো, পেছনে ভাবেন বিদেশিরা (গায়ের রং তো দেশি হতে দেয় না) কোন কাজের নয়। দুজনের জেদ মিশিয়ে দিব্যি পাথরটা ঠিক জায়গা মত বসালাম।
- রোদ পোহাতে থাকা সব মেয়েরা এসে স্পাসিবা বলতে বলতে কান ঝালাপালা করে দিল। যত বলি, এটা তো আমাদের নিজেদের জন্যেও, তাও ওদের স্পাসিবার শেষ নেই। কী আর করা এক বস্তা স্পাসিবা মাথায় করে তাড়াতাড়ি বাসায় ফিরলাম।

দুবনা, ২৪ জুন ২০২১

Wednesday, June 23, 2021

সাম্য

 

সোভিয়েত ইউনিয়নে সবার একটাই লক্ষ্য ছিল - কম্যুনিজম বা সাম্যবাদ। শুনেছি মরণে সবাই নাকি সমান। মৃত্যুলোকে ছোট বড় বলে কিছুই নেই। যাকে বলে পরম সাম্য। মরব একদিন সবাই। সেখানে সবাই সমান হব। অর্থাৎ সাম্য অলৌকিক কিছু নয়। তবে চাইলে মৃত্যুর অপেক্ষা না করে এই পৃথিবীতেই সেটা পাওয়া সম্ভব। এর জন্যে দরকার মানুষের সদিচ্ছা, ত্যাগ করার মানসিকতা। ভোগ তো অনেক হল, আসুন এবার ত্যাগী হই, পৃথিবীকে আরেকটা সুযোগ দেই।

মস্কো, ২৩ জুন ২০২১

জন না বিজন

 

-এত লেখালেখি করেন, কমবেশি দেশ নিয়ে ভাবেন, তা দল করেন না কেন? আজকাল দল ছাড়া কি কিছু করা সম্ভব?
- দেখুন, দল মানেই নেতা, নেত্রী। সবাই হয় জনদরদী, জননেতা বা জননেত্রী। আমি তো বিজন। বিজনদরদী, বিজননেতা,বিজননেত্রী - একটাও খুঁজে পেলাম না। তাই দলও আর করা হল না।
 
মস্কো, ২৩ জুন ২০২১

Tuesday, June 22, 2021

সমস্যা

 

গুলিয়া প্রায়ই বলে সব সমস্যা নাকি আমার মাথায়। কথাটা ঠিক। পদার্থবিদ মাত্রই বিভিন্ন সমস্যা মাথায় করে ঘুরে বেড়ায়, মাথায় বিভিন্ন সমস্যার জন্ম দেয় আবার মাথায়ই সেসবের সমাধান করে। আসলে এই যে আমরা মাথায় এত সমস্যা নিয়ে চলি সেটাও করি কিন্তু বউ, ছেলেমেয়ে আর নিজের পেটের আর বাসস্থানের সমস্যা সমাধানের জন্যই। তবে সেটা কি কেউ বোঝে?

গত ১৬ জুন থেকে ভোলগায় সাঁতার কাটতে শুরু করলাম। বাড়ির পাশেই নদী, এমনকি তরার কালীগঙ্গাও আমাদের বাড়ি থেকে বেশি দূরে। বলা চলে হাত বাড়ালেই ভোলগা। নদীতে যাই প্লাভকি মানে সুইমিং কাস্ট পরে। উপরে একটা হাফ প্যান্ট আর টিশার্ট। পায়ে চটি। তোয়ালে সাথে প্রতিদিনই নেই, তবে এখনও ব্যবহার করার সুযোগ পাইনি। রবি বাবুকে বেগার খাটাই। মিনিট দশেক সাঁতার তারপর মিনিট পনেরো রোদে গা শুকানো। অন্যেরা শুয়ে থাকে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতপা নাড়ি, হাড্ডির জং সরাই। লোকে বলে ব্যায়াম। তারপর আবার সাঁতার, আবার গা শুকানো। সবই শুকায়, কিন্তু সুইমিং কাস্ট একটু ভেজা থাকে। হাফপ্যান্ট যাতে না ভিজে তাই প্রথম দিন শুধু টিশার্ট পরেই বাসায় ফিরলাম।
- তোমার কি মাথা খারাপ?
আমি অবাক হই। এটা জিজ্ঞেস করার কী হল। ১৯৯১ থেকে ২০২১ - এই তিরিশ বছরেও যদি বুঝতে না পারে, ধরে নিতে হবে গুলিয়ার নিজেরই মাথা খারাপ।
- কেন? কী হল আবার?
- এভাবে রাস্তায় কেউ হাঁটে না।
- আমি শুরু করলাম। এরপর অনেকেই হাঁটবে।
- এরপর থেকে হাফপ্যান্টটা উপরে পরে এসো।
- ভিজে যায় তো।
- তা যাক।
কী আর করা? এরপর থেকে সেটাই করি আর বাসায় ফিরতে ফিরতে হাফপ্যান্টটা কাক ভেজা হয়ে যায়।

আজ ঘাটে গিয়ে দেখি অনেক লোক। স্বভাব সুলভ ভাবেই বললাম
- আজ দেখছি হাউজ ফুল।
- আর বলো না।
স্নান দান শেষ। খেয়াল করলাম এক মহিলা ভেজা বিকিনির উপর প্লাতিয়া মানে কামিজ (তাই কি?) পরে দিব্যি বাসায় ফিরছে। পদার্থবিদরা পজিটিভিস্ট। এটা দেখেই একটা সমাধান মাথায় এলো। আচ্ছা আমার তো একটা পাঞ্জাবী ছিল। বেশ লম্বা। একেবারেই পরা হয় না। এখন তো টিশার্টের বদলে সুইমিং কাস্টের উপর পাঞ্জাবী পরতে পারি। তাহলে আর হাফপ্যান্ট ভেজানোর ঝক্কি পোহাতে হবে না। আপনারা যারা এরকম সমস্যায় আছেন আমার নো-হাউটা ট্রাই করতে পারেন।

দুবনা, ২২ জুন ২০২১ 
 
 

 

Monday, June 21, 2021

ভুল শুধু ভুল

 

খুব ভালো। আমি প্রায়ই দেখি এক জিনিস পড়ি অন্য কিছু। এই সেদিন লিকুইড সাবান কিনে বাসায় ফিরলাম, গুলিয়া জিজ্ঞেস করল শাওয়ার জেল কার জন্য কিনলাম। আমি তো অবাক। হাতে নিয়ে দেখি পড়ার ভুল। আজ অফিসে নারকেল ছানা খাচ্ছি, স্বাদটা কেমন বিস্বাদ লাগছে। তাকিয়ে দেখি পপি কিসমিস, ভুল পড়ে বা ভুল করে অন্য জিনিস নিয়ে এসেছি। এভাবে চললে কবে যে ভুল করে মরে যাব সেটাও টের পাব না। মহা মুস্কিল।

দুবনা, ২১ জুন ২০২১

Sunday, June 20, 2021

সম্পদ

 

আজকাল কিছু কিছু বন্ধুরা যখন ফোন করে, তাদের কথার অনেকটাই জুড়ে থাকে সাফল্য বা ব্যর্থতার গল্প, যদিও সাফল্যের পাল্লাই ভারি। আমার সব সময় মনে হয় জীবনটা কোন সমতল ভূমি নয়, এখানে আছে ব্যর্থতার খাদ আর সাফল্যের চুড়া। তবে এই খাদ বা চূড়া সবই সাময়িক। এটা অনেকটা মহাশূন্যের মাঝে পথ চলতে চলতে কোন গ্রহ বা নক্ষত্রের কাছে চলে যাওয়া - যেখানে মহাশূন্যের সমতল ভূমি মাধ্যাকর্ষণের টানে বেঁকে যায়। কিন্তু এর পরেও অব্যাহত থাকে জীবনের যাত্রা, সে চলে নতুন সমতলে, অন্য লেভেলে। জানি না হয়তো আপেক্ষিক তত্ত্বের উপর কাজ না করলে কখনই এভাবে ভাবতাম না। বস্তুবাদী হয়েও বস্তুর সংগ্রহশালা গড়ে তুলতে পারিনি এটা যারা জানে তারা হয়তো করুণা করে আমাকে তাদের গল্প শোনায়। কিন্তু আমি যখন শুনি সেটা করি ওদের প্রতি করুণা থেকে কেননা আমার মনে হয় এ ছাড়া ওদের বলার তেমন কিছুই নেই। আসলে মানুষের সম্পদ খুবই আপেক্ষিক। কে যে কোনটাকে সম্পদ মনে করে আর কোনটাকে বোঝা - সেটা একমাত্র সে নিজেই জানে।

দুবনা, ২০ জুন ২০২১ 
 
 

 

Saturday, June 19, 2021

আশা নিরাশা

 

বাইডেন - পুতিনের সামিট নিয়ে কথার শেষ নেই। কে জিতলো, কে হারলো - এটাই যেন আসল কথা। আমরা যেন ভুলেই গেছি যে হারজিত হয় যুদ্ধে আর আলোচনায় হয় সমঝোতা।

দুবনা, ২০ জুন ২০২১

রঙের রঙ

 

আজ ভোলগায় গিয়ে দেখি অনেকেই বলাবলি করছে কেই কতদিন আগে নাইতে এসেছে। এই সুযোগ কি হাতছাড়া করা যায়? আগবাড়িয়ে বললাম
"আমিসারা বছরই এখানে আসি। বিশ্বাস হয় না? সারা বছর রোদে না পুড়লে কি গায়ের রং এমন সুন্দর হয়?" বলেই বাদামি রঙের হাতটা সবার দিকে বাড়িয়ে দিলাম।

দুবনা, ১৯ জুন ২০২১

Friday, June 18, 2021

ভ্যাক্সিন

 

দেশে মানুষ ভ্যাক্সিন পায় না, এখানে লোকজন বিনে পয়সায়ও নিতে চায় না। অনেকেই তাদের ভ্যাক্সিন না নেওয়ার অধিকারের কথা বলে। তা ঠিক। যে কেউ চাইলে নিতে পারে, নাও নিতে পারে। আমি এরকম বন্ধুদের বলি তোমাদের যেমন ভ্যাক্সিন না নেওয়ার অধিকার আছে, অন্যদেরও তেমনি অসুস্থ না হওয়ার অধিকার আছে। তুমি ভ্যাক্সিন না নিয়ে ঘুরে বেড়াবে আর সেজন্য আমাকে ভীত সন্ত্রস্ত হয়ে চলাফেরা করতে হবে - সেটা তো অন্যের অধিকারে হস্তক্ষেপ। অধিকারের কথা যখন বল অন্যদের কথাও চিন্তা করো, নইলে সেটা আর অধিকার সাথে না, হয় স্বেচ্ছাচার। যাহোক আমার অ্যান্টিবডি আছে। গুলিয়ারও। আগে ও এসব কেয়ার করত না, তবে অসুখের পরে এখন নিতে আপত্তি নেই। কিন্তু ওরও অ্যান্টিবডি আমার দ্বিগুণেরও বেশি। ছেলেমেয়েদের বলে বলে মুখ ব্যথা। এখন বলতেই লজ্জ্বা লাগে। গত দুদিন মস্কো ছিলাম। বিরক্ত হয়ে বলেই ফেললাম - "তোমরা বাঁচলে দায়দায়িত্ব আমার, মরলে তোমাদের নিজেদের"। দেখি কাজ হয় কিনা।

দুবনা, ১৮ জুন ২০২১

চোখের ভুল

 

গতকাল বাসা থেকে বেরিয়ে মেট্রোর দিকে যাচ্ছি। দুবনা ফিরব। একটু দূরে এক ছেলেকে দেখছি আসছে আমার দিকে। নাক মুখের নীচে ঝুলছে কুচকুচে কালো মাস্ক। আমি মাস্ক পরি সাধারনত মেট্রো, বাসে, দোকানে বা বদ্ধ জায়গায়। আর পরি নাক মুখ ঢেকে। তাই কেউ কানে, কেউ গলায় বা ঘড়ির মত হাতে মাস্ক ঝুলিয়ে রাখলে অবাক হই। এ কারণেই এ ছেলের ঝুলে থাকা মাস্ক দৃষ্টি আকর্ষণ করে। তবে এর মাঝেই মনে কৌতুহল জাগে এটা মাস্ক না দাড়ি। কাছে এলে দেখলাম ঘন কালো দাড়ি ঢেকেছে ওর মুখ। মানুষের মত করোনা ভাইরাসকেও এ দাড়ি ধোঁকা দিতে পারে কিনা সেটা অবশ্য জানা হয়নি।

দুবনা, ১৮ জুন ২০২১

Thursday, June 17, 2021

সময়

 

সময়ের সাথে বদলাচ্ছে মানুষ। আমাদের ছোটবেলায় ধনী গরীব প্রায় সবাই চেষ্টা করত সবকিছু যত বেশি দিন সম্ভব ব্যবহার করতে। সাইকেল, বল, জামা কাপড় এসব মেরামত করত নিয়মিত। এখন অধিকাংশ জিনিস মেরামত করার চেয়ে নতুন কেনাই সুলভ। আমরা যেভাবে এসবে অভ্যস্ত হয়ে যাচ্ছি তাতে বিজ্ঞানীদের ভাবতে হবে পুরানো শরীর মেরামত না করে নতুন শরীর অফার করার কথা। হয়তোবা সেকেন্ড হ্যান্ড শরীরও পাওয়া যাবে তুলনামূলক কম দামে। আর যারা ফ্যাশনের পেছনে ঘুরে তারা জামাকাপড় বদলানোর মত মাঝে মধ্যে শরীরটাও বদল করতে পারবে।

মস্কো, ১৭ জুন ২০২১

সংখ্যা

সংখ্যা যে খুবই গুরুত্বপূর্ণ সেটা বোঝা যায় অক্সিজেন আর ওজনে অক্সিজেন পরমাণুর সংখ্যা দেখে।

মস্কো, ১৭ জুন ২০২১

মশা

যদি হঠাৎ আপনাকে খুব বেশি বেশি মশা কামড়াতে শুরু করে দেরি না করে ব্লাড সুগার টেস্ট করান।

মস্কো, ১৬ জুন ২০২১ 

টাকা গাছ

 

ছোটবেলায় টাকা গাছের কথা শুনেছি। যদি সত্যি সত্যিই টাকা গাছ থাকত পৃথিবী আজ পরিবেশ দূষণে বিপর্যস্ত হত না। লোকজন টাকা গাছ লাগিয়ে ছেয়ে ফেলত সারা পৃথিবী। তবে ধান, চাল, গম সহ বিভিন্ন কৃষিজাত খাদ্যদ্রব্যের অভাবে তাদের জীবনের কী হত এ সম্পর্কে লেখক মুখ খোলেননি। তবে আমার ধারণা তাহলে নীলকরদের বিরুদ্ধে বিদ্রোহের মতই টাকা চাষীদের বিরুদ্ধেও কোন বিদ্রোহে নামত মানুষ।

মস্কো, ১৬ জুন ২০২১

যুদ্ধ যুদ্ধ খেলা

 


মুক্তিযুদ্ধ একেক জন মানুষ একেক দৃষ্টিভঙ্গি থেকে করেছিল। একদল করেছিল সবার মুক্তির জন্য। আরেক দল অন্য পথে সাধারণ মানুষের মুক্তি হরণ করার জন্য, মানে অন্যের কাঁধে বন্দুক রেখে নিজেদের আঁখের গোটানোর জন্য। দ্বিতীয় দল দিন দিন দলে ভারি হচ্ছে বলে মনে হয়।

দুবনা, ১৫ জুন ২০২১

Tuesday, June 15, 2021

যুদ্ধ যুদ্ধ খেলা

 

মুক্তিযুদ্ধ একেক জন মানুষ একেক দৃষ্টিভঙ্গি থেকে করেছিল। একদল করেছিল সবার মুক্তির জন্য। আরেক দল অন্য পথে সাধারণ মানুষের মুক্তি হরণ করার জন্য, মানে অন্যের কাঁধে বন্দুক রেখে নিজেদের আঁখের গোটানোর জন্য। দ্বিতীয় দল দিন দিন দলে ভারি হচ্ছে বলে মনে হয়।

দুবনা, ১৫ জুন ২০২১

যুদ্ধ

আগে ছিল মুক্তির জন্য যুদ্ধ। এখন লড়াই টাকার জন্য, ক্ষমতার জন্য, ভোগবিলাসের নাগপাশে বন্দী হবার জন্য। এ যুদ্ধে মুক্তিযোদ্ধার স্থান কোথায়?

দুবনা, ১৫ জুন ২০২১ 

সংজ্ঞা

স্থান কাল পাত্র ভেদে বদলায় সংজ্ঞা অন্যত্র যা মূর্খামি এখানে সেটাই প্রজ্ঞা।

দুবনা, ১৫ জুন ২০২১ 

Monday, June 14, 2021

করোনা নেগেটিভ

 

শেষ পর্যন্ত করোনা নেগেটিভের সাক্ষাৎ মিলল। আজ গ্রীষ্মের পোশাক বের করে দেখি কতগুলো হাফপ্যান্ট আক্ষরিক অর্থেই হাফ হয়ে গেছে। পেটে কোটি কোটি করোনা জমে ওদের গৃহছাড়া করল। বেচারা!

দুবনা, ১৪ জুন ২০২১

বিচার

বিচার নিয়ে যেকোনো ধরণের হীনতা (পক্ষপাত) পরিণামে বিচারহীনতা নামক অবৈধ সন্তানের জন্ম দেয়।

দুবনা, ১৪ জুন ২০২১ 

Friday, June 11, 2021

কুবুদ্ধি

 

যদি মন খুলে শাসকদের গালি দিতে চান তাহলে সন্তানদের নাম রাখুন সুলতান, সুলতানা, রাজা, রানী অথবা ওই নামের ভাইবোন আছে এমন মেয়েদের বিয়ে করুন। তাতে কম খরচে আর স্বল্প রিস্কে মনের ঝাল মেটাতে পারবেন।

দুবনা, ১১ জুন ২০২১

Thursday, June 10, 2021

গরল

বিরল গরল! প্রসঙ্গ? অপ্রাসঙ্গিকতাই বর্তমানের একমাত্র প্রসঙ্গ। গরল প্রাসঙ্গিক তবে বিরল।

দুবনা, ১১ জুন ২০২১ 

বড় প্রেম

 


মানুষ এক অদ্ভুত জীব, অদ্ভুত মানুষের তৈরি দল বা সমাজও। কত লোক কারও প্রেমে পড়ে বারবার প্রত্যাখ্যাত হয়েও সেই পথেই যায়। ফলে না হয় প্রেম, না হয় বাঁচার মত বেঁচে থাকা। এ যেন মরীচিকার পেছনে ছোটা। অথচ সে যদি অন্য কারও দিকে খেয়াল করত, অন্য কারও জন্য নিজের ভালবাসা উৎসর্গ করত, হতে পারে তাতে দুজনেই সুখী হত।

অনেকেই প্রধানমন্ত্রীর মসজিদ উদ্বোধন নিয়ে লিখছেন। ভালো কথা। কিন্তু এত মসজিদ তৈরি করেও, এমনকি কওমি জননী উপাধি পেয়েও তিনি কিন্তু তাদের একজন হতে পারলেন না, পারবেন না। ভোটের বাক্সই তার প্রমাণ দেবে। আমার বিশ্বাস তিনি বিভিন্ন ধর্মের জন্য যত অর্থ খরচ করেন, যত শ্রম দেন, সেই অর্থ, সেই শ্রম যদি সত্যিকারের শিক্ষিত, দেশপ্রেমী, অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ তরুণ সমাজ গড়ে তলার জন্য ব্যয় করতেন - সেটা যেমন তার নিজের ও দলের জন্য, তেমনই দেশের জন্যও অনেক সুখ, অনেক মঙ্গল বয়ে আনত।

কিন্তু এসব বলে লাভ নেই। প্রেম অন্ধ, যদিও থেমিস নয়।

দুবনা, ১০ জুন ২০২১

Wednesday, June 9, 2021

কামিকাদজে

 

একসময় কামিকাদজে বা আত্মঘাতী শব্দের খুব প্রচলন ছিল। শ্রীলংকা, আফগানিস্তান, প্যালেস্টাইন, রাশিয়া, ইউরোপ ইত্যাদি বিভিন্ন জায়গায় অনেকেই শত্রু নিধন নিমিত্ত নিজেদের উড়িয়ে দিত। এখন পূর্ব ইউরোপের কিছু কিছু দেশ রাশিয়ার বিরুদ্ধে ঠিক একই ভূমিকায় অবতীর্ণ হয়েছে। সাধারণ ভাবে গণতান্ত্রিক বিশ্ব আত্মঘাতীদের সমালোচনা করলেও এসব দেশের প্রশ্নে নিশ্চুপ।

দুবনা, ০৯ জুন ২০২১

অসময়ী সময়



সময় এখন নয়তো সময়
সময় আজ অসময়
শোক দুঃখ হাহাকার বুকে
ঝড় বেগে সে যে বয়

সময় এখন থমকে আছে
দুঃসময়ের দ্বারে
সময় এখন পড়েছে নুয়ে
দুঃখ শোকের ভারে

সময়ের সাথে অসম যুদ্ধে
নেমেছে আজ সময়
এ যুদ্ধে জয় পরাজয়ে হবে
আগামীর নির্নয়

রং বেরঙের মুখোশ পরে
সময় সাজে অসময়
মুখোশ খুলে বেরিয়ে কখনও
আসবে কি সুসময়?

সময় এখন নয়তো সময়
সময় আজ অসময়
সুসময় কি আসবে আবার
কাটবে দুঃসময়?

সময় এখন নয়তো সময়
সময় আজ অসময়
সুসময় ঠিকই আসবে আবার
কাটবেই এ দুঃসময়।



দুবনা, ০৯ জুন ২০২১ 

 


 

Tuesday, June 8, 2021

দূরত্ব

আজকাল মাঝে মধ্যেই অদ্ভুত বৃষ্টিপাত হয়। শহরের একদিকে বৃষ্টি তো অন্যদিকে খরা। মেঘেরাও মনে হয় সামাজিক দূরত্ব মেনে চলে।

দুবনা, ০৮ জুন ২০২১ 

 

Sunday, June 6, 2021

ত্যাগ

সময় থাকতে দেশ ও দশের জন্য কিছুটা হলেও ত্যাগ করে যান, নয়তো বেলা শেষে দেহত্যাগই হবে সমাজের জন্য আপনার একমাত্র ত্যাগ।

দুবনা, ০৭ জুন ২০২১ 

 

ইগো

এমনকি সবচেয়ে স্বাধীন মানুষটাও প্রায়ই তার ইগোর কাছে পরাধীন, স্বাধীনতা প্রদর্শন করতে গিয়ে নিজের ইগোর কাছে হার মানে।

দুবনা, ০৬ জুন ২০২১ 

Friday, June 4, 2021

বাজে জেট বাট বাজেট

 


রাজার প্রজার সম্পর্ক সব সময়ই দেয়া নেওয়ার - প্রজা কর দেয় রাজা নেয়, রাজা শাস্তি দেয় প্রজা মাথা পেতে নেয়। এটাই তো রাজভক্তি, এটাই দেশপ্রেম। আসলে বাজেট ব্যাপারটাই বাজে। আর বাজে জিনিস খুব শোরগোল করে বাজে। সুতরাং

মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই
দীন দুঃখিনী মা যে মোদের এর বেশি আর সাধ্য নাই


আর যদি মনে নাই ধরে তবে কর প্রতিবাদ
পকেট কাটা বাজেট তবে করো বরবাদ

দুবনা, ০৪ জুন ২০২১ 
 
 

 

Wednesday, June 2, 2021

belief

The world would be a better place if and when people start to believe in "live in peace" instead of "rest in peace".

 

Dubna, 02 June 2021 

Tuesday, June 1, 2021

মৃত্যু

মৃত্যু হল অনাহুত অতিথি আর আসেও সে সবসময় অসময়ে।


দুবনা, ০১ জুন ২০২১