Monday, January 31, 2022

কথা

একজন আরেক জনকে বি পজিটিভ বলে বিদায় নিতে হাত বাড়াল। না ভাই, আমি বি পজিটিভ নই, আমি এ নেগেটিভ বলে অন্যজন অপারগতার হাসি হাসল। 

দুবনা, ৩১ জানুয়ারি ২০২২ 

Sunday, January 30, 2022

সম্মান

গতকাল অনেককেই দেখালাম কবীর সুমনের এক টেলিফোনালাপ নিয়ে বিভিন্ন মন্তব্য করছে। যেহেতু সেটা শুনিনি (ইচ্ছেও নেই) তাই তাকে নিয়ে স্পেসিফিক কোন মন্তব্য করতে চাই না। কিন্তু এর জন্যে আমরা নিজেরাই কি দায়ি নই? আমাদের অধিকাংশ মানুষের মূল সমস্যা হল আমরা হীনমন্যতায় ভুগি, যেহেতু নিজেরা আহামরি (না, আমরা নিজেদের কাজ যথেষ্ট যোগ্যতার সাথে করলেও সেটাকে আহামরি মনে করি না, কারণ আমাদের চোখে সাফল্য মানে আম জনতার লাইক, তাদের অনুমোদন) কিছু করতে পারি না তাই যে কেউ কিছু একটু করলেই তাকে দেবতার আসনে বসাই, তা সে শিল্পী হোক, খেলোয়াড় হোক, রাজনীতিবিদ হোক বা আর যে কেউই হোক। আমরা তাদের মানুষ ভেবে নিজেকে ছোট করতে চাই না। তাকে দেবতা বা অতিমানব ভাবলে নিজের ক্ষুদ্রতায়, নিজের উদ্যোগহীনতায় কষ্ট পেতে হয় না, নিজেদের কেঁচো মনে হয় না। যতদিন পর্যন্ত না আমরা নিজেরাই নিজেদের সম্মান করতে শিখব আর সেই সাথে সম্মান করতে শিখব অন্য মানুষদের, তা সে সেলিব্রিটিই হোক আর সাধারণ খেঁটে কাহয়া মানুশই হোক, ততদিন পর্যন্ত এটা ঘটবেই। সম্মান করা মানে কাউকে ছাড় দেয়া নয়, তার ভালোকে ভালো বলা, খারাপকে খারাপ। সেটা আমরা যেদিন পারব - তখন কেউ, তা সে যত বড় সেলিব্রিটিই হোক না কেন আমাদের বাপমা তুলে অসভ্য ভাষায় গালিগালাজ করতে পারবে না।

দুবনা, ৩০ জানুয়ারি ২০২২

Saturday, January 29, 2022

অবাক কান্ড

যারা মূর্তি পূজা করে তারা মূর্তিটি শুধুমাত্র ঈশ্বরের প্রতীক হিসেবে দেখে। যারা মূর্তি ভাঙচুর করে তারা এই মূর্তিতে ঈশ্বরের উপস্থিতি দেйфখতে পায়। আর সেই ভয়েই মূর্তির উপর হামলা চালায়। আশ্চর্য!

দুবনা, ২৯ জানুয়ারি ২০২২

মুক্তচিন্তা

মুক্তচিন্তা এখন চিন্তামুক্ত। তাকে এখন আর ভাবতে হয় না, সঠিক ভাবে বললে ভাবতে দেওয়া হয় না। অন্যরাই তার হয়ে ভাবে। আর মুক্তচিন্তার জন্য এটাই সবচেয়ে বড় চিন্তার বিষয়। 

দুবনা, ২৯ জানুয়ারি ২০২২

Friday, January 28, 2022

প্রশ্ন

আমি ভুল তেমন একটা করি না যদিও ইদানিং প্রায়ই বেশ কিছু কাজ করতে ভুলে যাই। বিশেষ করে রান্না বসিয়ে সময় মত চুল্লি অফ করতে ভুলে যাই। ভুল করে ভুলে গেলে সমস্যা ছিল না, তবে ভুলে যেতে পারি এটা জেনেই ভুলে যাই। একেই কি বলে জ্ঞানপাপী?

দুবনা, ২৯ জানুয়ারি ২০২২

ভয়

আজকাল বেশি রকম সক্রিয় মানুষদের কাউকে অনেক দিন ফেসবুকে না দেখলে ভয় হয় এরা অন্য জগতে মাইগ্রেট করল না তো? মহা মুস্কিল। নাম প্রেজেন্টের সিস্টেম চালু করা দরকার।

দুবনা, ২৮ জানুয়ারি ২০২২

Thursday, January 27, 2022

খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশে ইদানিং মানবতাবাদীদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। 
দেবতাদের বিরুদ্ধে তাদের অতর্কিত গেরিলা আক্রমণ দেবতাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে বলে খবরে প্রকাশ। গত এক মাসে রক্তহীন এসব আক্রমণে বেশ কিছু দেবদেবীর অঙ্গহানি হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এ ব্যাপারে দেবতাদের পক্ষ থেকে কিছু মানুষ মামলা দায়ের করেছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।

দুবনা, ২৮ জানুয়ারি ২০২২

বুদ্ধি

আমি সব সময়ই কুকুর ভয় পাই, ঠিক কুকুর নয় - কুকুরের কামড়। শুনেছি তাহলে নাকি গোটা পঁচিশ ইঞ্জেকশন নিতে হয় নাভিতে। ছোটবেলায় একবার কুকুর কামড়িয়েছিল - বাড়ির। কুকুর নয়, কুকুরের বাচ্চা। গরুর চারের জল খেয়েছিলাম তখন কয়েক চামচ। এখনকার গরুরা চারে খর খায় না, তাই সেই জল আবার কোথায় পাব? এখানেই যত সমস্যা। যদিও বাসায় কুকুওরদের চাঁদের হাট লেগেই আছে তবুও ভয়টা পুষে রাখতে হয়।

অনেকদিন পিঠে ব্যথা। সেই যে ঘাড়ে চড়ে বসেছে তো বসেছেই, কিছুতেই নামতে চায় না। ওষুধ খেয়ে পেটে চর পড়ে গেছে। আজ ডাক্তারের কাছে গেলে আবার একগাদা ওষুধ ধরিয়ে দিলেন। সাথে ইঞ্জেকশন। চল্লিশটা।

আচ্ছা - এই যে চল্লিশটা ইঞ্জেকশন নিচ্ছি তাতে ভয় নেই, তাহলে কুকুরের কামড়ে এত ভয় কেন? - নিজেকে নিজে প্রশ্ন করলাম হাঁটতে হাঁটতে।
- তা ঠিক, তবে এগুলো তো নাভিতে দেয় না।
- মিথ্যে কথা। গত বছর যখন করোনার করুনায় হাসপাতালে ছিলে তখন প্রতিদিন নাভিতে ইঞ্জেকশন নিতে।
- তাই তো। বাঁচা গেল। তাহলে তো ভয় না করে কুকুরের কামড় খাওয়া যায়।

দুবনা, ২৭ জানুয়ারি ২০২২
 
 

 


Wednesday, January 26, 2022

পেশা

কি করছ আজকাল?
আমি সৈনিক।
বল কি? কবে আর্মিতে জয়েন করলে?
আর্মি না, আমি বঙ্গবন্ধুর সৈনিক।

দুবনা, ২৭ জানুয়ারি ২০২২

Tuesday, January 25, 2022

শিক্ষা

আমাদের সব সমস্যার মূলে ভুল দর্শন। পরস্পর বিরোধী মতের ঐক্য ও দ্বন্দ্ব সামনে চলার একমাত্র উপায়। আমাদের শুধু দ্বন্দ্ব, ঐক্য নেই। রাজনীতিতে সরকারি ও বিরোধী দল মিলে দেশ গড়ে না, পরস্পরের বিরোধিতা করে তারা দেশ ভাঙে। একই অবস্হা সর্বত্র। ফলে ছাত্র ও শিক্ষক আজ দুই বিরোধী শিবিরে। কিন্তু রাজনৈতিক দল যদি একা চলতে পারে শিক্ষক ও ছাত্র একে অন্যকে ছাড়া চলতে পারে না। শিক্ষকদের মধ্যে এই বোধ যদি না থাকে তাহলে প্রতিষ্ঠানের কী হবে? নো শিক্ষা নো বেতন - সেটাই কি চালু করতে হবে? সরকারও মনে হয় ছাত্রদের বিরুদ্ধে। পাশ করলে চাকরি দিতে পারবে না অথবা পাশ করে বিদেশে গিয়ে তারা অন্যের সেবা করবে। এককথায় দেশদ্রোহী না হলেও দেশপ্রেমিক হবে না। আর ফেল করলে রাজনীতিতে ঢুকে তাদের ভাগে কামড় দেবে। এক কথায় সরকারের জন্য ছাত্ররা শাখের করাত। পাকিস্তানের কাছ থেকে এরা অন্তত এই শিক্ষাটা তো ভালো করেই শিখেছে।

দুবনা, ২৬ জানুয়ারি ২০২২

প্রগতি

ছেলেটা কে?
এবার প্রিপারেটরিতে এসেছে। ডাক্তারি পড়বে।
হুম। দেখে মনে হয় ও ওর সময়ের চেয়ে অনেক এগিয়ে আছে।
খুব বুদ্ধিমান?
সে তো জানি না, তবে এই উনিশ বছর বয়সেই ওকে দেখে মনে হচ্ছে আশি বছরের বুড়া।

দুবনা, ২৫ জানুয়ারি ২০২২

Monday, January 24, 2022

বিসিএস

কী কর?
বিসিএস পরীক্ষা সামনে। পড়ালেখা করছি।
তা বিসিএস পাশ করে হবে টা কী শুনি?
কী হবে মানে? আজকাল বিসিএস ছাড়া কোন চাকরি হয় নাকি?
হয়। হয়। সেটাই তো বলতে এলাম। 
কিসের চাকরি?
কেরানির। মিটার রিডারের।
বলেন কি? এতদূর লেখাপড়া করে শেষ পর্যন্ত এই চাকরি করব?
খবর জান না? ওরাই তো এখন কোটি কোটি টাকার মালিক। তথ্যটা মনে রেখ। বিসিএস পরীক্ষায় কাজে আসতে পারে।

দুবনা, ২৫ জানুয়ারি ২০২২

গণ্ডগোল

আমরা প্রায়ই আত্মশ্লাঘার সাথে আত্মবিশ্বাসকে গুলিয়ে ফেলি। পরিণামে প্রায়ই লেজেগোবরে অবস্থায় পড়তে হয়।

দুবনা, ২৪ জানুয়ারি ২০২২ 

Sunday, January 23, 2022

রূপ

ঈশ্বর সাকার না নিরাকার?
যেহেতু অনেকের মতে সর্বশক্তিমান, তাই ইচ্ছে মত সাকার বা নিরাকার হতে পারেন বলেই আমার ধারণা। তবে এই মূহুর্তে খুব সম্ভব নিরাকার?
কেন? দেখতে পাচ্ছি না বলে?
না। করোনার ভয়ে। এখন শুধু ঈশ্বর কেন, গোটা পৃথিবীই নিরাকার হত, যদি পারত। 

দুবনা, ২৩ জানুয়ারি ২০২২

আইন

আইনের শাসন পক্ষপাত দুষ্ট এ কারণেই যে বিচারের ফলাফল অনেক ক্ষেত্রেই নির্ভর করে আইনজীবীদের দক্ষতার উপর। দক্ষ আইনজীবী আইনের মারপ্যাঁচে অন্যায়কে যেমন ন্যায় সাব্যস্ত করতে পারেন তেমনি পারেন উল্টোটাও। তারপরেও জঙ্গলের শাসন থেকে আইনের শাসন শ্রেয়।

দুবনা, ২৩ জানুয়ারি ২০২২

Saturday, January 22, 2022

পঙ্গপাল

জাবি মেয়েদের নিয়ে শাবিপ্রবি ভিসি যে মন্তব্য করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি তো বটেই যে কোন শিক্ষিত মানুষের উচিত তার প্রতিবাদ করা। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ভিসিরা এক কাট্টা হয়ে তার পেছনে দাঁড়িয়েছে। সব দেখে মনে হয় এরা ভাইসের অন্য অর্থে বিশ্বাসী। এমতাবস্থায় এদের সকলের পদত্যাগ বিশ্ববিদ্যালয় গুলোর জন্য সুফল বয়ে আনবে বলেই মনে হয়।

দুবনা, ২২ জানুয়ারি ২০২২

Friday, January 21, 2022

প্রশ্ন

একটার পর একটা করোনার নতুন নতুন মডেল আসছে বাজারে অথচ দেশীয় আমলারা এসব ব্যাপারে অভিজ্ঞতা অর্জন করার জন্য সরকারি খরচে বিদেশে যাচ্ছে না। বলি হল টা কি? নাকি এটাও করোনা সিনড্রোম?

দুবনা, ২২ জানুয়ারি ২০২২

ধর্ম

একবার ভগবান ঠিক করলেন করোনা কালে মর্ত্যের মানুষদের দিনকাল কেমন চলছে সেটা সরজমিনে পর্যবেক্ষণ করবেন। আর তাই মানুষের রূপ ধারণ করে উপমহাদেশের এক অজ পাড়াগাঁয়ে আবির্ভূত হলেন। গাঁয়ে নতুন মানুষ দেখে সবাই একদিকে যেমন উৎসাহী হয়ে উঠল অন্যদিকে ভয়ও পেল কম না। শত হলেও করোনা ছড়াচ্ছে ঝড়ের বেগে। খবর গেল থানায়। এল পুলিশ। শুরু হল জেরা
নাম কি?
ভগবান দাশ। একটু ভেবে উত্তর দিলেন ভগবান।
বাড়ি কোথায়?
যেখানে রাত সেখানেই কাৎ। বাড়িঘর নেই। তবে যখন যে ডাকে তার কাছেই থাকি।
ধর্ম?
ভগবান এবার সত্যিই বিপদে পড়ে গেলেন। কী তাঁর ধর্ম? আদৌ কি তাঁর কোন ধর্ম আছে? আবার নেই যে বলবেন তা কি করে হয়। কোটি কোটি মানুষ ধর্মের নামে তাঁকে স্মরণ করে। এ নিয়ে খুন খারাবিও কম করে না। এখন তিনি যদি বলেন তাঁর ধর্ম নেই সেটা কি এইসব লোকদের প্রতি অন্যায় করা হবে না?
ধর্ম? ধমকের সুরেই প্রশ্ন করল পুলিশ।
বিপদ দেখে ভগবান মুহূর্তে অদৃশ্য হয়ে গেলেন। মনে মনে ভাবলেন পৃথিবীর মানুষ এত বেশি উটকো সমস্যা নিয়ে নিজেদের ব্যস্ত রাখে যে এদের উপকার করতে যাওয়া মানে নিজেকে সমস্যায় ফেলা।

দুবনা, ২১ জানুয়ারি ২০২২

Wednesday, January 19, 2022

নাম

দলের প্রতি আনুগত্যই যদি যোগ্যতার একমাত্র মাপকাঠি হয় তবে শিক্ষা প্রতিষ্ঠানের নাম বিশ্ববিদ্যালয় না রেখে কওমী মাদ্রাসার অনুকরণে আওয়ামী মাদ্রাসা রাখাই শ্রেয়। তাহলে ভিসির যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠবে না, শিক্ষা বা শিক্ষা প্রতিষ্ঠানও কলঙ্কিত হবে না। 

দুবনা, ২০ জানুয়ারি ২০২২

প্রেমালাপ

শীতকাল ভালোবাসার ঋতু। এমনকি বসন্তের চেয়েও অনেক অনেক বেশি ভালবাসা এ সময় পৃথিবীর বুককে উত্তাল করে তোলে।
হঠাৎ তোমার এমনটা মনে হচ্ছে কেন?
তা না হলে কী পৃথিবী এত লোককে নিজের বুকে টেনে নেয়? বলা নেই কওয়া নেই, লোকজন চারি দিকে হুট হাট করে পৃথিবীকে আলিঙ্গন করছে।
তার মানে, এই যে আমি গতকাল পড়ে গেলাম, সেটা পৃথিবীর ভালবাসা ছিল?
না, ওটা নিউটনের মাধ্যাকর্ষণ শক্তি। জান না এই বল ভরের আনুপাতিক। আর এ কারণে তুমিই শুধু পড়, আমি পড়ি না।
তুমি পড় না অন্য কারণে। নিউটনের সূত্র এখানে কাজ করে না।
কী কারণে শুনি।
তুমি পড়ে গেলে হাড্ডি আর একসাথে জড়ো করা যাবে না।

দুবনা, ১৯ জানুয়ারি ২০২২

মৌলবাদ

মৌলবাদের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল পরমত অসহিষ্ণুতা। আমেরিকা যে ভাবে ভিন্ন দেশ ও জাতির মতের প্রতি অসহিষ্ণু তাতে আন্তর্জাতিক অঙ্গনে সে তালিবানি আফগানিস্তানের চেয়েও বড় মৌলবাদী।

দুবনা, ১৯ জানুয়ারি ২০২২

Monday, January 17, 2022

কমফোর্ট জোন

অনেক দিন ক্ষমতায় থাকলে নিজের অজান্তেই এক ধরণের কমফোর্ট জোন তৈরি হয়। সেটা চিন্তায় স্থবিরতা আনে। অন্যেরা ভুল ধরিয়ে দিলেও, এমনকি নিজেরা ভুল বুঝলেও অনেক সময় আমরা নিজেদের বদলাই না। এটাকে পরাজয় ভাবি। আসলে ভয় পাই কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে

মস্কো, ১৮ জানুয়ারি ২০২২

অপদার্থ

কিরে বিজন কেমন আছিস?
কেন, ভালোই তো। আসলে ভালো থাকাটাই আমার পেশা।
পেশা! ভালো থাকা! দেশে আসবি না?
আসব নিশ্চয়ই একদিন। সময় সুযোগ হলেই দেখিস হুট করে চলে আসব।
ঐ আনন্দেই থাক। বিদেশে পড়ালেখা করে চাকরি করে সবাই ঢাকায় বাড়িঘর তৈরি করে, বৌ, ছেলে-মেয়েদের নিয়ে বছর বছর বেড়াতে আসে। তুই এমন কি করিস যে এই সামান্য কাজটুকু করার সময় সুযোগ করতে পারিস না!
পদার্থ বিজ্ঞান কি এমনি এমনি পড়েছি? নিত্যতার সূত্র মেনে পদার্থ বিজ্ঞান পড়তে পড়তে নিজেই অপদার্থ হয়ে গেছি। তাই ঐ সামান্য কাজটুকু আর করা হয়ে ওঠে না।

মস্কো, ১৭ জানুয়ারি ২০২২

Sunday, January 16, 2022

লাল প্রেম

গত বছর এই সময়টাতে তালদম ছিলাম। হাসপাতালে। করোনার প্রেমে পড়ে। ছোটবেলা থেকেই বাম রাজনীতিতে বিশ্বাসী। রেড কার্ড মানে পার্টি মেম্বারশিপের প্রতি দুর্বলতা ছিল। তবে ছাত্রজীবনেই সে পথ থেকে সরে আসি। মনে হয় স্বপ্নটা অন্তরে পোষা ছিল। তাই করোনার হাত ধরে কিছু দিন রেড জোনে বসবাস।

মস্কো, ১৭ জানুয়ারি ২০২২

আপেক্ষিক

ধরুন অনাহারে মৃতপ্রায় একজন লোক প্রাণ বাঁচানোর জন্য চুরি করতে বাধ্য হল। চুরি না করলে মৃত্যু অনিবার্য। আত্মহত্যা মহাপাপ, অন্যায়। আবার চুরি করাও পাপ, অন্যায়। চুরি না করলে তাঁকে আত্মহত্যা করার অপরাধে সবাই অপরাধী করত, এখন করে চুরির অভিযোগে। তাই পাপ পূণ্য, ন্যায় অন্যায় এসব ব্যাপার গুলো স্থান কালের সাথে বদলায়। এ সবই আপেক্ষিক।

মস্কোর পথে, ১৬ জানুয়ারি ২০২২

Saturday, January 15, 2022

সত্য মিথ্যা

বোকামি ঢাকতে নয়, অধিকাংশ মানুষ মিথ্যা বলে সত্যের মুখোমুখি হতে ভয় পায় বলে। আমাদের সমাজের মানুষের প্রতি সহমর্মিতা না দেখানো এই ভয়ের একটা কারণ। তবে মূল কারণ হল দীর্ঘদিন ধরে দেশে ভয়ের সংস্কৃতির সযত্নে লালন পালন করার সরকারি পলিসি। 

দুবনা, ১৬ জানুয়ারি ২০২২

ভয়


শুনলাম প্রতিমা ভাংচুর শুরু হয়েছে। জ্ঞানের দেবীকে না ঠেঙালে মানুষকে অজ্ঞানতার আঁধারে রাখব কী করে? তবে আমার অবাক লাগে এই ভেবে যে এটা তো সামান্য প্রতিমা, মূর্তি মাত্র। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এ তো প্রাণহীন পুতুল মাত্র। তাহলে একে এত ভয় কিসের? অন্ধবিশ্বাস আসলে বিশ্বাসহীনতার নামান্তর। নিজেদের বিশ্বাসে আস্থার ঘাটতি হলেই অন্যদের বিশ্বাসের উপর আক্রমণ নেমে আসে। 

দুবনা, ১৫ জানুয়ারি ২০২২

Thursday, January 13, 2022

সমস্যা


রাষ্ট্রের যত সমস্যা জনগণকে নিয়ে। সব সময় খাই খাই ভাব। এটা দাও, ওটা দাও - চাওয়ার কোন শেষ নেই। ভেবেছিলাম ভোটটা যদি জনগণের আয়ত্বের বাইরে নিয়ে যাওয়া যায় তাহলে সমস্যা মিটবে। সেটা করেও লাভ হল না, এখন ওরা আবার ভোটের দাবিতে মাঠে নামতে চায়। কিন্তু ওদের সবাইকে যে জেলে ভরব বা দেশত্যাগে বাধ্য করব, সেটাও করা যাবে না। জনগণ না থাকলে শোষণ করব কাকে? আর শোষণ না করলে আমাদের পেটে ভাত আসবে কোত্থেকে? ক্ষমতাই বা দেখাব কার উপর? জনগন তো নয়, শাখের করাত। ঝামেলা! 

দুবনা, ১৪ জানুয়ারি ২০২২

সরল অংক

স্কুলে আমাদের সরল অংক ছিল। নামে সরল, তবে তার জটিলতার শেষ ছিল না। যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ব্র্যাকেট আরও কত যে কী। তবে প্রায় সব ক্ষেত্রেই উত্তর হত ১। হয়তো এ কারণেই নাম ছিল সরল অংক।

বাংলাদেশের রাজনীতিতে আজ চেতনার বাম্পার ফলন। অতিরিক্ত কোন কিছুই ভাল না। দাম কমে যায়। বাজারের নিয়মে লাল বাতি জ্বলে পাশের দোকানে। এই মনোপলির হাতে মার খায় ভিন্ন মত, ভিন্ন পথ। গান, বাজনা, সাহিত্য, সংস্কৃতি সব এক এক করে ঢুকে যায় নিষিদ্ধ তালিকায়। আর যেহেতু পক্ষের বিপক্ষের সব কিছুই মার খায় তখনই জনগণের মনে প্রশ্ন আসে - সখী তুমি কার? সত্যিই জটিল প্রশ্ন। আর এখানেই সরল অংকের সরলতা। ফলাফল এক। যে যাই করুক বাংলাদেশ ধর্মীয় মৌলবাদের দিকে আরও এক কদম এগিয়ে যায়।

দুবনা, ১৩ জানুয়ারি ২০২২

Wednesday, January 12, 2022

অন্ধ আবেগ


খুব কম জাতিই গর্ব করে বলতে পারে যে তারা মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছে। একুশের সেই গৌরবময় ঐতিহ্য বিশ্বকে উপহার দিয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজ আমরা অন্য কারো মাতৃভাষাকে অপমান করে নিজেদের ইতিহাসের সাথে বিশ্বাসঘাতকতা করছি না তো? ঘৃনা আর ভালবাসা দুই বিপরীত মেরুর বাসিন্দা। অন্য দেশ, অন্য জাতি, অন্য ভাষাকে ঘৃণা কখনও নিজ দেশ, নিজ জাতি, নিজের ভাষার প্রতি ভালবাসায় রূপান্তরিত হয় না।

দুবনা, ১৩ জানুয়ারি ২০২২


Tuesday, January 11, 2022

স্ট্যাটিসটিক্স


বিদেশি জিনিসের প্রতি আমাদের আগ্রহ সব সময়ই বেশি। ফলে বোসনের চেয়ে ফের্মিয়ন আমাদের অনেক আপন। আর এই ভালবাসার কাঁধে চড়েই সমাজ আজ ভরে গেছে অর্ধশিক্ষিত মানুষ দিয়ে। অশিক্ষিত নয়, এই অর্ধশিক্ষিত মানুষই আজ মানব সমাজের জন্য সবচেয়ে ভয়ঙ্কর সমস্যা।

দুবনা, ১২ জানুয়ারি ২০২২

সাম্যবাদ

কমিউনিজম কমিউনিজম আর কতদিন করবেন। ওসব বাদ দিয়ে নেত্রীর সাথে আসেন, দেশের জন্য কাজ করেন।
দেখ, আমরা করি আর নাই করি, তোমাদের নেত্রীরা নিজেরাই কমিউনিজম নিয়ে আসবে দেশে।
আপনার কি মাথা খারাপ?
মাথা খারাপের কী আছে? একশ তলা বিল্ডিঙের ছাদে দাঁড়িয়ে এক তলা, পাঁচ তলা, সাত তলা এসবের কোন পার্থক্য বোঝা যায় না, সব সমান মনে হয়। বিলিয়ন বিলিয়ন ডলারের মালিকের চোখেও বার্ষিক কয়েক লাখ বা কয়েক হাজার ডলার যারা ইনকাম করে তারা সবাই সমান। সমান গরীব। এভাবে চললে দেশেও কিছুদিন পরেই সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠা হবে, গরীবের সাম্যবাদী সমাজ। এটা ঠিক, সেটা হবে তোমাদের তৈরি ঐসব বিশাল সম্পদের মালিকদের চোখে। তাতে কি? পৃথিবীর সব কিছুই তো আপেক্ষিক, সাম্যবাদই বা বাদ যাবে কেন?

দুবনা, ১১ জানুয়ারি ২০২২

মিথ্যা মামলা

বিভিন্ন সময় চোখে পড়ে কোন রাজনৈতিক নেতা বা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা তুলে নেবার দাবি। আমার প্রশ্ন জাগে এসব দাবির উপস্থাপনা নিয়ে। যেহেতু মামলা হয়েছে সেটা মিথ্যা হতে পারে না। মামলাই প্রমাণ করে মামলার সত্যতা। তাহলে কি মিথ্যা হতে পারে? অভিযোগ। মানে ঘটনা দাঁড়ায় কোন নেতা বা কর্মীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগে করা মামলা তুলে নেবার দাবি। দাবি আদায় করতে হলে সবার আগে দাবিটা সঠিক ভাবে পেশ করা প্রয়োজন। তাই লিখলাম আর কি!

দুবনা, ১১ জানুয়ারি ২০২২

Monday, January 10, 2022

মানবিক

ভাল মন্দের বিচার মানুষ করে তার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে। সমস্যার শুরু হয় যখন কেউ সেই বিচারের ফলাফল অন্যের কাঁধেও চাপিয়ে দিতে চায়। তবে আমরা যেহেতু নিজেকেই সবচেয়ে বিজ্ঞ বলে মনে করি আর নিজের বিচারকে ভাবি সবচেয়ে নির্মোহ, নির্ভুল - তাই সেটাকে অন্যের কাঁধে চাপানো অপরাধ তো মনে করিই না, বরং সেটা করে নিজেদের মহানুভব বলে একটু গর্বিত হই। আর যেহেতু আমরা প্রায় সবাই এমনটা ভাবি, দেখা দেয় অহংকারের সংঘর্ষ। যতক্ষণ না সব অহংকার পুড়ে ছারখার হয়ে যায় ততক্ষণ পর্যন্ত অশান্তির আগুন জ্বলতেই থাকে, জ্বলতেই থাকে।

দুবনা, ১০ জানুয়ারি ২০২২

Sunday, January 9, 2022

কথোপকথন


হ্যালো। আমি শুনছি। 
দাদা কেমন আছেন? আপনি কি এখন ভোলগার তীরে? 
না। সবে রেডি হচ্ছি। একটু পরেই যাব। 
আমি ভাবলাম আমি ওখানেই থাকেন। ফোন রিসিভ করেন ওখান থেকে, ফেসবুকে ছবি আপলোড করেন ভোলগা থেকে। 
না না। এখনও থাকা শুরু করিনি।
করলেই পারেন।
আমিও তাই ভাবছি। জীবনে তেমন কিছু তো করা হল না। এটাই মনে হয় লাস্ট চান্স।
কিসের?
সাকসেসফুল হবার?
এটা আবার কী ধরনের কথা?
নদীর তীরকে ইংরেজিতে বলে ব্যাঙ্ক। আর ব্যাঙ্ক মানেই তো গাদি গাদি টাকা। তাই এখানে অর্থ অর্জনের ছোটখাটো একটা সম্ভাবনা থেকেই যায়। আর যদি অর্থ নাও পাই বিনা পয়সায় কিছু ফ্রেশ অক্সিজেন তো মিলবে। যাকে বলে উইন উইন সিচুয়েশন।
তা যা বলেছেন।

দুবনা, ০৯ জানুয়ারি ২০২২

Saturday, January 8, 2022

মৃত্যু

মৃত্যু হল ডিপোজিটে রাখা জীবনের শেষ সম্বল। একান্তই ব্যক্তিগত। কাউকে দান করা যায় না। পাওয়ার অফ এটর্নী করে কারো কাছে হস্তান্তর করা যায় না। দিনের শেষে লকার থেকে নিজেকেই তা উঠাতে হয়। এরপর শুরু হয় অন্তহীন যাত্রা নক্ষত্রের দেশে। আলো আর আঁধারে ঘেরা এ পথ কোন শুরু জানে না, শেষ জানে না। এ এক মৃত্যুহীন অনন্ত জীবন।

দুবনা, ০৮ জানুয়ারি ২০২২

আকার

বেকার
বিকার
সাকার
নিরাকার

দুবনা, ০৮ জানুয়ারি ২০২২

Friday, January 7, 2022

ভালোবাসা


সবার অন্তরই ভালোবাসায় টইটম্বুর। শুধু একেক জনের ভালোবাসার বস্তু একেক রকম। কেউ ভালোবাসে মানুষ, কেউ ধনদৌলত, কেউ লেখাপড়া, কেউ নাম যশ, কেউ অন্যদের উপর খবরদারি। মত মানুষ, তত ধরণের ভালোবাসা। কেউ কেউ আবার ভালোবেসে ঘৃণাও করে। বহুরূপী ভালোবাসার এটাই জীবন মরণ সমস্যা। 

দুবনা, ০৮ জানুয়ারি ২০২২


ছবি


সকালে ফেসবুক স্ক্রল করছি গুলিয়া হাত থেকে সেটটা নিয়ে জানতে চাইল

এটা কী?

যেহেতু সেটটা ওর হাতে ছিল আর ও একটু দূরে বসে ছিল তাই খুব স্পষ্ট দেখতে পাচ্ছিলাম না। মনে হল একজন লোক বসে আছে, পাশে দাঁড়িয়ে এক বাচ্চা ছেলে। পেছনে কালো পোশাক পরা একজন, মুখ ঢাকা, মাথায় বান্দানা। দেখতে র্যাবের সদস্যের মত। তাই বললাম 

ছেলেধরা হয়তোবা, পুলিশের হাতে ধরা পড়েছে।
তোমাদের ওখানে ছেলেধরা আছে?

আমি কিছু না বলে ওর হাত থেকে ফোনটা নিয়ে ভালো করে দেখে বললাম

এটা আসলে পারিবারিক ছবি। বাবা ছেলেকে নিয়ে বসে আছে, পেছনে মা দাঁড়িয়ে।
আমার তো ধারনা ছিল তোমাদের ওখানে ছেলেরাই কম্যান্ডিং পজিশনে থাকে। এখানে তো উল্টো মনে হচ্ছে।
আমাদের ওখানে সবই আছে। 

আমি ইচ্ছে করেই চেপে গেলাম যে মহিলা আসলে বোরখা পরে আছে। একদিনে এত শক শরীরের জন্য ক্ষতিকর।

দুবনা, ০৭ জানুয়ারি ২০২২

আঙ্গুল

ঘুম থেকে উঠে যদি দেখেন আপনার আঙ্গুল ফুলতে শুরু করেছে সেটা কলাগাছ হবে ভেবে খুশি হবার কিছু নেই। দরজার চাপে আঙ্গুল ফুলে বড়জোর কচুগাছ হতে পারে!

দুবনা, ০৭ জানুয়ারি ২০২২

Thursday, January 6, 2022

ভুল


অন্যায়ের বিরুদ্ধে মানেই যে ন্যায়ের পক্ষে তা কিন্তু নয়। আমরা অনেক সময় নিজেদের উপর ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করে ভাবি এটা সমস্ত মানবজাতির জন্য ন্যায় প্রতিষ্ঠার লড়াই। আমাদের এই ভুল ধারণা অনেকের জন্য দুর্দশা বয়ে আনে।

দুবনা, ০৭ জানুয়ারি ২০২২

সৎ

সৎ থাকলে ভয় পাওয়ার কিছু থাকে না। মনে হয় তাই মানুষকে সহজে সৎ থাকতে দেওয়া হয় না। কারণ তা হলে ভয় দেখিয়ে শাসন করা যায় না, ভয়ের সংস্কৃতি গড়ে তোলা যায় না। 

দুবনা, ০৬ জানুয়ারি ২০২২

Wednesday, January 5, 2022

ক্রেডিট

 

এই যে সারা বিশ্বে এত উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে তাতে তোমার কি কোন ক্রেডিট আছে?

নাই মানে? তাহলে বেঁচে আছি কী করে? আমার এই থাকা না থাকা সবই তো ক্রেডিটের উপর নিরভরকরছে। আর তুমি বলছ আমার কোন ক্রেডিট নেই। বাজে কথা যতসব।

দুবনা, ০৬ জানুয়ারি ২০২২

মৌলবাদ


ক্রিস্টিনা আসছে দুবনায়। বলল মুরগি আর ভাত রান্না করতে। সাথে শ্যাম্পেন। সুইমিং পুল থেকে ফিরে রান্না বসালাম। গুলিয়া গেল ওকে এগিয়ে আনতে। 

তোমার ওখানে কি যেন পুড়ছে।
অসম্ভব। আমি আঁচ কমিয়ে দিয়েছি। 

কিছুক্ষণ পরে আবার একই কথা। আমিও গোঁ ধরে বসে আছি। একটু পরে ঠিক পোড়া গন্ধ পেলাম। ভাত মীরজাফরি করল। আসলে আমি ভাতের কথা ভুলেই গিয়েছিলাম। আচ্ছা আমার হল কী? মৌলবাদী হয়ে যাচ্ছি মনে হয় দিন দিন। নাকি স্তারচেস্কি মারাজম। 

দুবনা, ০৫ জানুয়ারি ২০২২


অতিবিপ্লবী


সামাজিক মাধ্যমের একটা বড় সমস্যা এই যে আমরা প্রায়ই খুব বেশি না ভেবেই হুটহাট স্ট্যাটাস দিয়ে ফেলি। অধিকাংশ ক্ষেত্রে সেটা তেমন কোন সমস্যা তৈরি না করলেও স্পর্শকাতর সামাজিক বা ধর্মীয় বিষয়ে স্ট্যাটাস অনেক সময় বিপদ ডেকে আনতে পারে। আরও একটা বিষয় হল মানুষের ব্যক্তিগত বিষয় নিয়ে স্ট্যাটাস দেওয়া। অনেক সময় আমরা একপক্ষের কথা শুনেই কোন সিদ্ধান্তে উপনীত হই আর তার ভিত্তিতেই কাউকে অপরাধী বানিয়ে ফেলি। একটা অবজেক্টিভ পিকচারের জন্য যে দুই পক্ষের কথাই শোনা দরকার সেটা ভাবি না। অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে এই মনোভাবের ফলে ঘটনার সাথে পরোক্ষভাবে জড়িত অনেক নিরপরাধ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। অনেক সময় অনেকে আমাদের অনেক কথাই বলে মনকে হালকা করার জন্য, সমাধান চেয়ে নয়। আমরা যখন সমাধান দিতে আসি সেটা অনেক ক্ষেত্রেই হয় অনধিকার চর্চা। সেটা সমাধানের চেয়ে সমস্যাই ডেকে আনে। আসলে ভালো মন্দ ন্যায় অন্যায় সম্পর্কে একটা স্টেরিওটাইপ মানুষ নিজের অজান্তেই তৈরি করে ফেলে। তেমন নারী-পুরুষের যে কোন ঘটনায় একদল তেমন চোখ বন্ধ করে পুরুষকে অপরাধী বানায়, অন্য দল নারীকে। একই ঘটনা ঘটে ধর্মে ধর্মে, জাতিতে জাতিতে। আর এ কারণেই আমরা প্রায়ই সত্য উদঘাটন করতে পারি না, ন্যায় বিচার পাই না। নিজেকে নিরপেক্ষ করতে না পারলে নিরপেক্ষ বিচার আশা করা যায় না। 

দুবনা, ০৫ জানুয়ারি ২০২২

Tuesday, January 4, 2022

অপরিবর্তনীয়


অনেক আগে ইংরেজরা তাদের উপনিবেশ তথা আমাদের দেশ থেকে অর্থ লুট করে নিজেদের দেশে শিল্প গড়ে তুলে আর সেই কল কারখানায় উৎপন্ন পণ্য আমাদের দেশে বিক্রি করে একদিকে নিজেদের শিল্প শক্তিশালী করে, অন্যদিকে এদেশের শিল্প ধ্বংস করে। তারা অবশ্য আমাদের দেশে আধুনিক শিক্ষা ব্যবস্থাও গড়ে তোলে। এখন আমাদের দেশের প্রায় সবাই স্বপ্ন দেখে তাদের সন্তানরা জিপিএ ৫ পেয়ে পরবর্তীতে বিশ্ববিদ্যালয় থেকে ভাল রেজাল্ট করুক আর সেটাকে পুঁজি করে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া বা কানাডায় চাকরি নিয়ে সেসব দেশের উন্নয়নে অভূতপূর্ব সাফল্য অর্জন করুক। আগে আমরা কাঁচা মাল সরবরাহ করতাম, এখন কাঁচা মগজ। কেন? আমরা স্বাধীন হলেও মানসিক ভাবে মুক্তি পাইনি আর আমাদের শাসক শ্রণিও ইংরেজের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া শোষনের মনোভাব ত্যাগ করতে পারনি। আর দাসত্ব যদি করতেই হয় তাহলে অপেক্ষাকৃত ন্যায়পরায়ণ মালিক বেছে নেওয়াই ভালো বলে অনেকে সেটাই করে। 

দুবনা, ০৪ জানুয়ারি ২০২২

Monday, January 3, 2022

আইন


দেশে নাকি গাড়ি, বাইক, রিক্সা, পথচারী কেউই নিয়ম মানে না। এক কাজ করলে হয় - সব নিয়ম উঠিয়ে দেয়া হোক। এতে সমস্ত শহর যখন থমকে দাঁড়াবে তখন হয়তো আইন প্রয়োগের জন্য সবাই নিজেরাই সরকার বা প্রশাসনের হয় কাছে আবেদন জানাবে। বিষ দিয়ে বিষ তোলা কথা তো আকাশ থেকে পড়েনি।

দুবনা, ০৩ জানুয়ারি ২০২২

দুর্বুদ্ধি

আপনার মাথা থেকে এত দুর্বুদ্ধি বেরোয় কী করে?
এটা তো খুব সহজ ব্যাপার। আমার ১৬ টেরাবাইটের একটা হার্ড ডিস্ক আছে। ওটা দুর্বুদ্ধি দিয়ে ভরা, দুর্বুদ্ধির গোডাউন। যখনই প্রয়োজন তখনই ওখান থেকে কপি করে ফেসবুকে পেস্ট করে দিই।

দুবনা, ০৩ জানুয়ারি ২০২২

Sunday, January 2, 2022

প্রশ্ন


কোথায় যেন পড়লাম শুধুমাত্র বাবা মার নাম লিখতে পারলেই পাশ করা যায় প্রশ্নপত্রের এমন অবস্থায়ও অনেকেই ফেল করে বসে আছে। কেন? আমার ধারণা ওরা জানে নিজেদের বাপের নামে কাম হবে না তাই ওটা শিখে সময় নষ্ট করা অর্থহীন। সময় মত যে বাপ উপরে উঠতে সাহায্য করবে এমনকি তখনও তার নামটা লিখতে শিখতে হবেনা, দরকার হবে তার সাথে সেলফি। সেলফি আর একঝাঁক নেতা, উপনেতা, পাতি নেতা আর অপনেতাদের ছবির মধ্যে নিজেকে লুকিয়ে রেখে জনসমক্ষে আসার সংস্কৃতির এই যুগে পড়াশোনা করার চেষ্টাটাই অপচেষ্টা। তাই এসব ফেল করা ছাত্রদের প্রশ্ন করার আগে নিজেদের প্রশ্ন করা দরকার কেন এরকম প্রশ্নপত্র হয় আর তার আগে দরকার সংস্কৃতি বদলানো - রাজনীতিতে, শিক্ষাঙ্গনে, জীবন ধারণে - সর্বত্র। 

দুবনা, ০২ জানুয়ারি ২০২২

Saturday, January 1, 2022

সাম্যবাদ


দেশে দেশে রাজনীতিবিদদের চেহারা দেখলে মনে হয় পৃথিবীতে ইতিমধ্যেই সাম্যবাদ প্রতিষ্ঠিত হয়েছে। জ্ঞান, বুদ্ধি ও যুক্তির দিক থেকে সর্বহারা লুম্পেনরা বিশ্বের রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও মিডিয়া সাম্রাজ্যের সর্বোচ্চ ক্ষমতা জবরদখল করে এসব সর্বহারাদের একনায়কত্ব প্রতিষ্ঠা করেছে।

দুবনা, ০১ জানুয়ারি ২০২২

সময়ের দাবি


বিশ বাইশ যেন বিষ বাঁশ না হয় সেজন্য দরকার শান্তিপূর্ণ সহাবস্থানের নীতিতে অবিচল আস্থা আর সেটা অর্জনের জন্য সকলের সক্রিয় অংশগ্রহণ; আবেগী নয় প্রয়োজন নিজেকে যুক্তিবাদী মানুষ হিসেবে গড়ে তোলা। 

দুবনা, ০১ জানুয়ারি ২০২২