Friday, January 21, 2022

ধর্ম

একবার ভগবান ঠিক করলেন করোনা কালে মর্ত্যের মানুষদের দিনকাল কেমন চলছে সেটা সরজমিনে পর্যবেক্ষণ করবেন। আর তাই মানুষের রূপ ধারণ করে উপমহাদেশের এক অজ পাড়াগাঁয়ে আবির্ভূত হলেন। গাঁয়ে নতুন মানুষ দেখে সবাই একদিকে যেমন উৎসাহী হয়ে উঠল অন্যদিকে ভয়ও পেল কম না। শত হলেও করোনা ছড়াচ্ছে ঝড়ের বেগে। খবর গেল থানায়। এল পুলিশ। শুরু হল জেরা
নাম কি?
ভগবান দাশ। একটু ভেবে উত্তর দিলেন ভগবান।
বাড়ি কোথায়?
যেখানে রাত সেখানেই কাৎ। বাড়িঘর নেই। তবে যখন যে ডাকে তার কাছেই থাকি।
ধর্ম?
ভগবান এবার সত্যিই বিপদে পড়ে গেলেন। কী তাঁর ধর্ম? আদৌ কি তাঁর কোন ধর্ম আছে? আবার নেই যে বলবেন তা কি করে হয়। কোটি কোটি মানুষ ধর্মের নামে তাঁকে স্মরণ করে। এ নিয়ে খুন খারাবিও কম করে না। এখন তিনি যদি বলেন তাঁর ধর্ম নেই সেটা কি এইসব লোকদের প্রতি অন্যায় করা হবে না?
ধর্ম? ধমকের সুরেই প্রশ্ন করল পুলিশ।
বিপদ দেখে ভগবান মুহূর্তে অদৃশ্য হয়ে গেলেন। মনে মনে ভাবলেন পৃথিবীর মানুষ এত বেশি উটকো সমস্যা নিয়ে নিজেদের ব্যস্ত রাখে যে এদের উপকার করতে যাওয়া মানে নিজেকে সমস্যায় ফেলা।

দুবনা, ২১ জানুয়ারি ২০২২

No comments:

Post a Comment