Monday, January 10, 2022

মানবিক

ভাল মন্দের বিচার মানুষ করে তার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে। সমস্যার শুরু হয় যখন কেউ সেই বিচারের ফলাফল অন্যের কাঁধেও চাপিয়ে দিতে চায়। তবে আমরা যেহেতু নিজেকেই সবচেয়ে বিজ্ঞ বলে মনে করি আর নিজের বিচারকে ভাবি সবচেয়ে নির্মোহ, নির্ভুল - তাই সেটাকে অন্যের কাঁধে চাপানো অপরাধ তো মনে করিই না, বরং সেটা করে নিজেদের মহানুভব বলে একটু গর্বিত হই। আর যেহেতু আমরা প্রায় সবাই এমনটা ভাবি, দেখা দেয় অহংকারের সংঘর্ষ। যতক্ষণ না সব অহংকার পুড়ে ছারখার হয়ে যায় ততক্ষণ পর্যন্ত অশান্তির আগুন জ্বলতেই থাকে, জ্বলতেই থাকে।

দুবনা, ১০ জানুয়ারি ২০২২

No comments:

Post a Comment