মৃত্যু হল ডিপোজিটে রাখা জীবনের শেষ সম্বল। একান্তই ব্যক্তিগত। কাউকে দান করা যায় না। পাওয়ার অফ এটর্নী করে কারো কাছে হস্তান্তর করা যায় না। দিনের শেষে লকার থেকে নিজেকেই তা উঠাতে হয়। এরপর শুরু হয় অন্তহীন যাত্রা নক্ষত্রের দেশে। আলো আর আঁধারে ঘেরা এ পথ কোন শুরু জানে না, শেষ জানে না। এ এক মৃত্যুহীন অনন্ত জীবন।
দুবনা, ০৮ জানুয়ারি ২০২২
No comments:
Post a Comment