সামাজিক মাধ্যমের একটা বড় সমস্যা এই যে আমরা প্রায়ই খুব বেশি না ভেবেই হুটহাট স্ট্যাটাস দিয়ে ফেলি। অধিকাংশ ক্ষেত্রে সেটা তেমন কোন সমস্যা তৈরি না করলেও স্পর্শকাতর সামাজিক বা ধর্মীয় বিষয়ে স্ট্যাটাস অনেক সময় বিপদ ডেকে আনতে পারে। আরও একটা বিষয় হল মানুষের ব্যক্তিগত বিষয় নিয়ে স্ট্যাটাস দেওয়া। অনেক সময় আমরা একপক্ষের কথা শুনেই কোন সিদ্ধান্তে উপনীত হই আর তার ভিত্তিতেই কাউকে অপরাধী বানিয়ে ফেলি। একটা অবজেক্টিভ পিকচারের জন্য যে দুই পক্ষের কথাই শোনা দরকার সেটা ভাবি না। অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে এই মনোভাবের ফলে ঘটনার সাথে পরোক্ষভাবে জড়িত অনেক নিরপরাধ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। অনেক সময় অনেকে আমাদের অনেক কথাই বলে মনকে হালকা করার জন্য, সমাধান চেয়ে নয়। আমরা যখন সমাধান দিতে আসি সেটা অনেক ক্ষেত্রেই হয় অনধিকার চর্চা। সেটা সমাধানের চেয়ে সমস্যাই ডেকে আনে। আসলে ভালো মন্দ ন্যায় অন্যায় সম্পর্কে একটা স্টেরিওটাইপ মানুষ নিজের অজান্তেই তৈরি করে ফেলে। তেমন নারী-পুরুষের যে কোন ঘটনায় একদল তেমন চোখ বন্ধ করে পুরুষকে অপরাধী বানায়, অন্য দল নারীকে। একই ঘটনা ঘটে ধর্মে ধর্মে, জাতিতে জাতিতে। আর এ কারণেই আমরা প্রায়ই সত্য উদঘাটন করতে পারি না, ন্যায় বিচার পাই না। নিজেকে নিরপেক্ষ করতে না পারলে নিরপেক্ষ বিচার আশা করা যায় না।
দুবনা, ০৫ জানুয়ারি ২০২২
No comments:
Post a Comment