শীতকাল ভালোবাসার ঋতু। এমনকি বসন্তের চেয়েও অনেক অনেক বেশি ভালবাসা এ সময় পৃথিবীর বুককে উত্তাল করে তোলে।
হঠাৎ তোমার এমনটা মনে হচ্ছে কেন?
তা না হলে কী পৃথিবী এত লোককে নিজের বুকে টেনে নেয়? বলা নেই কওয়া নেই, লোকজন চারি দিকে হুট হাট করে পৃথিবীকে আলিঙ্গন করছে।
তার মানে, এই যে আমি গতকাল পড়ে গেলাম, সেটা পৃথিবীর ভালবাসা ছিল?
না, ওটা নিউটনের মাধ্যাকর্ষণ শক্তি। জান না এই বল ভরের আনুপাতিক। আর এ কারণে তুমিই শুধু পড়, আমি পড়ি না।
তুমি পড় না অন্য কারণে। নিউটনের সূত্র এখানে কাজ করে না।
কী কারণে শুনি।
তুমি পড়ে গেলে হাড্ডি আর একসাথে জড়ো করা যাবে না।
দুবনা, ১৯ জানুয়ারি ২০২২
No comments:
Post a Comment