Sunday, January 16, 2022

আপেক্ষিক

ধরুন অনাহারে মৃতপ্রায় একজন লোক প্রাণ বাঁচানোর জন্য চুরি করতে বাধ্য হল। চুরি না করলে মৃত্যু অনিবার্য। আত্মহত্যা মহাপাপ, অন্যায়। আবার চুরি করাও পাপ, অন্যায়। চুরি না করলে তাঁকে আত্মহত্যা করার অপরাধে সবাই অপরাধী করত, এখন করে চুরির অভিযোগে। তাই পাপ পূণ্য, ন্যায় অন্যায় এসব ব্যাপার গুলো স্থান কালের সাথে বদলায়। এ সবই আপেক্ষিক।

মস্কোর পথে, ১৬ জানুয়ারি ২০২২

No comments:

Post a Comment