স্কুলে আমাদের সরল অংক ছিল। নামে সরল, তবে তার জটিলতার শেষ ছিল না। যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ব্র্যাকেট আরও কত যে কী। তবে প্রায় সব ক্ষেত্রেই উত্তর হত ১। হয়তো এ কারণেই নাম ছিল সরল অংক।
বাংলাদেশের রাজনীতিতে আজ চেতনার বাম্পার ফলন। অতিরিক্ত কোন কিছুই ভাল না। দাম কমে যায়। বাজারের নিয়মে লাল বাতি জ্বলে পাশের দোকানে। এই মনোপলির হাতে মার খায় ভিন্ন মত, ভিন্ন পথ। গান, বাজনা, সাহিত্য, সংস্কৃতি সব এক এক করে ঢুকে যায় নিষিদ্ধ তালিকায়। আর যেহেতু পক্ষের বিপক্ষের সব কিছুই মার খায় তখনই জনগণের মনে প্রশ্ন আসে - সখী তুমি কার? সত্যিই জটিল প্রশ্ন। আর এখানেই সরল অংকের সরলতা। ফলাফল এক। যে যাই করুক বাংলাদেশ ধর্মীয় মৌলবাদের দিকে আরও এক কদম এগিয়ে যায়।
দুবনা, ১৩ জানুয়ারি ২০২২
No comments:
Post a Comment