Wednesday, January 5, 2022

মৌলবাদ


ক্রিস্টিনা আসছে দুবনায়। বলল মুরগি আর ভাত রান্না করতে। সাথে শ্যাম্পেন। সুইমিং পুল থেকে ফিরে রান্না বসালাম। গুলিয়া গেল ওকে এগিয়ে আনতে। 

তোমার ওখানে কি যেন পুড়ছে।
অসম্ভব। আমি আঁচ কমিয়ে দিয়েছি। 

কিছুক্ষণ পরে আবার একই কথা। আমিও গোঁ ধরে বসে আছি। একটু পরে ঠিক পোড়া গন্ধ পেলাম। ভাত মীরজাফরি করল। আসলে আমি ভাতের কথা ভুলেই গিয়েছিলাম। আচ্ছা আমার হল কী? মৌলবাদী হয়ে যাচ্ছি মনে হয় দিন দিন। নাকি স্তারচেস্কি মারাজম। 

দুবনা, ০৫ জানুয়ারি ২০২২


No comments:

Post a Comment