কেন, ভালোই তো। আসলে ভালো থাকাটাই আমার পেশা।
পেশা! ভালো থাকা! দেশে আসবি না?
আসব নিশ্চয়ই একদিন। সময় সুযোগ হলেই দেখিস হুট করে চলে আসব।
ঐ আনন্দেই থাক। বিদেশে পড়ালেখা করে চাকরি করে সবাই ঢাকায় বাড়িঘর তৈরি করে, বৌ, ছেলে-মেয়েদের নিয়ে বছর বছর বেড়াতে আসে। তুই এমন কি করিস যে এই সামান্য কাজটুকু করার সময় সুযোগ করতে পারিস না!
পদার্থ বিজ্ঞান কি এমনি এমনি পড়েছি? নিত্যতার সূত্র মেনে পদার্থ বিজ্ঞান পড়তে পড়তে নিজেই অপদার্থ হয়ে গেছি। তাই ঐ সামান্য কাজটুকু আর করা হয়ে ওঠে না।
মস্কো, ১৭ জানুয়ারি ২০২২
No comments:
Post a Comment