Wednesday, July 27, 2016

দুই অক্ষর আর তিন শব্দ



মাসুদা ভাট্টির "যে প্রশ্নের উত্তর জানা জরুরী  এখন" পড়ে কমেন্ট করতে চাইছিলাম, পরে দেখি বেশ বড়োই হয়ে গেলো। তাই আলাদা করেই লিখতে হলো।

হলি  আর্টিজানে আক্রমণের পর থেকে এক ধরণের অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে সামাজিক মাধ্যমে - একদল চাইছে যে করেই হোক সন্ত্রাসীদের আই  এস এর সাথে
যুক্ত করতে, আরেক দল  সর্বশক্তি দিয়ে প্রমান করতে চাইছে ওরা দেশীয় প্রোডাক্ট। আর দড়ি টানাটানির এই খেলার সুযোগ নিচ্ছে সন্ত্রাসীরা। মনে পরে গেলো ইউক্রেনে মালয়েশিয়ার বিমান পতনের ঘটনা  - কোনো প্রমান ছাড়াই দোষ পড়লো রাশিয়ার কাঁধে, আর রাশিয়া যখন প্রমান চাইলো, আর নিজে উল্টো প্রমান দিতে লাগলো সব কেমন যেন ঝিমিয়ে পড়লো। যে কোনো কাজে রাশিয়াকে দোষ দেয়া এখন ফ্যাশন, তা সে ডোপিং ই হোক, তার হিলারীর ই-মেইল হাইক ই হোক। অবস্থা দেখে মনে হয়, যদি ওবামা আর মিশেল এর বিবাহ বিচ্ছেদ ঘটে, এ জন্যেও পুতিনকে দায়ী করা হবে। আগে  থেকে দোষী সাব্যস্ত করা - এটাতো নতুন  কিছু নয়। ইরাকেও এভাবেই ধংসাত্বক অস্ত্র আবিষ্কৃত হয়েছিল, আর ঘোলা জলে মাছ ধরা পড়লে অস্ত্রের কথা বেমালুল ভুলে যাওয়া হয়েছিল। তার মানে এই নয়, আই এস এর সাথে যোগাযোগের ব্যাপারটা একেবারেই বাদ দিতে হবে। এইতো কিছু দিন আগে  যখন রাশিয়ান যাত্রীবাহী বিমান ফেলে দেয়া হলো, রাশিয়া প্রথমে স্বীকার না করলেও সন্ত্রাসবাদকে একটা ভার্সন হিসেবে রেখেছিলো, আর কিছু দিন পরে যখন প্রমান পেলো, শুধু স্বীকারই করলো না, যারা এই কাজ করেছে তাদের শাস্তি দেবার ক্ষেত্রে কোনো সময় সীমা থাকবে না বলে ঘোষণা করলো। আমার মনে হয় দেশেও তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্তে আসার দরকার নেই।  প্রথমতঃ  সরাসরি যোগাযোগ না থাকলেও এই সন্ত্রাসীরা আই  এস দ্বারা প্রভাবিত হতে পারে।  মনে আছে কত তরুণ সোভিয়েত বিপ্লব দ্বারা প্রভাবিত হয়েছিল? কতজন নিজেকে চে গুয়েভারার শিষ্য বলে মনে করেছে, আজও  করে।  তাই দুটো ফ্রন্টই দেখতে হবে।  তাছাড়া এটাও তো ঠিক আজকের আই  এস আমেরিকার তৈরী, সৌদির রিয়ালে পুষ্ট।  এটাতো বলার অপেক্ষা রাখে না  যে আমেরিকা আমাদের দেশে ঘাঁটি গড়তে চায়, কিছু হলেও নিজেদের সৈন্য রাখতে চায়। জাপান, জার্মানের মতো দেশ গুলোই আমেরিকান সৈন্যের উপস্থিতির ফলে স্বাধীন স্বরাষ্ট্র আর পররাষ্ট্র  নীতি পালন করতে পারে না, বাংলাদেশ তো কোন ছার। তাই সমস্ত ভার্সন গুলোই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখতে হবে, আর যে সমস্ত তরুণরা  আই  এস এর কাছে শপথ নিয়ে জিহাদে নেমেছে, কোনো সময় সীমা ধার্য্য  না করে তাদের বিচার করতে হবে।  যদি বাংলাদেশ সফল রাষ্ট্র হিসেবে টিকে থাকতে চায় এর কোনো বিকল্প নেই।  যাকগে অনেকগুলো অক্ষর লেখা হয়ে গেলো, এবার ক্ষান্ত দিতে হয়।       


দুবনা, ২৭ জুলাই ২০১৬



Tuesday, July 26, 2016

CLINTRUMP

One is honest in his dishonesty, while the other is dishonest in her honesty.

US major parties have decided on their presidential nominees.

Like in Russia in 1996, "among the two evils you have to choose the lesser one."

Hard choice.

Hard days are coming ahead. 
 
 

Friday, July 22, 2016

পূজার ফুল



ছোট বেলায় ফুল তুলতাম পূজার জন্য। প্রতিদিন সকালেই তুলতাম - তুলে মাকে দিতাম। বাড়িতে ঠাকুরদের ঘুম না ভাঙালে আর ওদের ব্রেক ফাস্ট না  হলে চুল্লিতে আগুন জ্বলতো না। আর ঘুম থেকে উঠে চা না হলে আমার দিনটাই  শুরু হতো না।  মর্ত্যের অরাজকতা দেখে ঠাকুর-দেবতারা আজ স্বর্গে পালিয়ে গেছে।  অথবা আমাদের বড়  হবার সাথে সেহে ঠাকুর-দেবতার তেজ কমে গেছে।  আজকাল  আর তাই ওদের জন্য ফুল তুলি না।  যদি তুলি - তাও বুনো ফুল, ছবি তোলার জন্য। ঠাকুর-দেবতা কে যদি হারতেই হয় - ওরা বরং শিল্পের কাছে হারুক, জঙ্গিদের কাছে নয়।









দুবনা, ২৩ জুলাই ২০১৬

প্রশ্ন


সে আমাকে প্রশ্ন  করলো, "তুমি কি ঈশ্বরে বিশ্বাস কর?"

আমি বললাম, "করি, যদি ভদ্রলোকের নাম হয় 'ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর।'

দুবনা, ২২ জুলাই ২০১৬ 


Thursday, July 21, 2016

Who is smarter

Who is smarter

 Smart people have created math and fools God. In the long run the smarter one happens to be at the wrong side.


Кто же все таки умнее

Умные люди создали математику, а дураки Бога. В итоге умные оказались в дураках.





Stair to Heaven

Monday, July 18, 2016

স্বপ্নের ফেরিওয়ালা



রাশানে একটা কথা আছে, "এ বললে বি বলতে হয়।"
প্রধানমন্ত্রী বললেন হুরীদের পেতে যুবকেরা সন্ত্রাসী হচ্ছে।  ভালো কথা।  হুরী  পাক, এ নিয়ে আমার কোনো কথা নেই, তবে সন্ত্রাসী হলে আমার, আমাদের, সরকারের কিছু কথা থাকতেই পারে - থাকাটাই উচিৎ।  এই স্বপ্ন তো ওরা নিজে থেকেই দেখে না, কেউ ওদের দেখায়। বেহেস্তের লোভ দেখিয়ে প্যালেস্টাইনে কত বাচ্চা ছেলেদের আত্মঘাতী করে তুলে বিভিন্ন সংগঠন।  ঠিক একই  ভাবে আমাদের দেশেও তরুণদের বিপথে নিয়ে যায় এই সব স্বপ্নের ফেরিওয়ালারা। তবে ওরা নিজেরা কিন্তু কখনোই বেহেস্তে যাওয়ার জন্য তাড়াহুড়া করে না।  ঐ স্বপ্নের ফেরিওয়ালারা যদি ঠিক ঠিক বিশ্বাস করতো হুরপরীতে বা বেহেস্তের সুখে, আমার বিশ্বাস ওরা সবার আগে অন্যদের ঠেলে ধাক্কিয়ে দূরে রেখে নিজেরাই চলে যেত বেহেস্তে।  কিন্তু ইতিহাস সেই সাক্ষী দেয় না। তাই প্রধানমন্ত্রীর কাছে জানতে ইচ্ছে করে, যারা বিভিন্ন ওয়াজ-মাহফিলে, ইন্টারনেটে তরুণদের হুরীর স্বপ্নে মশগুল করে সন্ত্রাসী করছে তাদের ব্যাপারে কি করবেন? দেশে কলেরা-বসন্ত থেকে রক্ষা পাবার জন্য টিকা দেবার ব্যবস্থা আছে। সন্ত্রাসীমুক্ত দেশ গড়ার জন্যও টিকা দরকার - আর সেই টিকা হলো এই সব  বেহেস্তের ফেরিওয়ালাদের আইনের আওয়তায় আনা।  করবেন কি? পারবেন কি?

দুবনা, ১৮জুলাই ২০১৬ 


Sunday, July 17, 2016

সূর্য্যডুবী



ডুবে গেল। আস্ত সূর্য্যটা ডুবে গেল। ভোলগার জলে ডুবে গেল। কাল সকালে ভোলগায় লাশ ভেসে উঠবে। সূর্য্যের লাশ। আজ বিকেলে ডুবে যাওয়া সূর্য্যের লাশ।






July 17, 2016

Frankenstein


Some believes that God created man, others think that the idea of God or religion was created by man. No matter who is right, the fact is that in both cases the creation becomes Frankenstein for the creator.

The Sun must set no matter how long it shines


No matter whether you like Erdogan or not, any unconstitutional change of power should be denounced. We have lot of examples what might be the ultimate outcome. 75 took our dream away. We see what is happening in Iraq and Libya. Ukraine - the latest example. So don't support an evil way to get rid of some evil leaders. Не все средства хороши





The first sunset of 2016 Summer
Dubna, 01 June 2016

Friday, July 15, 2016

#‎NiceAttack‬


লিপি (Supriti Dhar) লিখেছে "....সাহিত্য, শিল্পকলা এবং নান্দনিকতা, আভিজাত্যের দেশ ফ্রান্স দিনের পর দিন রক্তাক্ত হচ্ছে। যাদের মাথায় সাহিত্য ঢুকে না, যারা শিল্পকলার 'ক'ও বোঝে না, সেই বেদুঈনরা কোনদিন এগুলো বুঝতে চায়ওনি। পরশ্রীকাতর এই মানুষদের কাছ থেকে আর কী আশা করা যায়? হৃদয়ের রক্তক্ষরণ থামবে না আর কোনদিন, থামতে দেবেও না......"
বিবর্তন সব ক্ষেত্রেই প্রযোজ্য, আদিম মানুষ থেকে মানুষ হবার জন্য এটা যেমন সত্য, তেমনি সত্য অভদ্র থেকে ভদ্র হবার জন্য - অশিক্ষিত থেকে শিক্ষিত হবার জন্য, বর্বর থেকে সংস্কৃতিমনা হবার জন্য। শর্ট-কাটে বড়লোক (ধনী) হওয়া যায়, বড় মনের মানুষ হওয়া যায় না। এফ-১৬ এ করে যেমন গণতন্ত্র বিস্তার করা যায় না, ঠিক তেমনি রাজপ্রাসাদে রাজকীয় টেবিলে খাওয়ালেই অভিজাত করা যায় না। সত্যিকারের স্বাধীন আর মুক্তমনা হবার জন্য, অন্যের অধিকারকে শ্রদ্ধা করতে শেখার জন্য সাধনার দরকার। সেটা যেমন যারা সুন্দর জীবনের খোঁজে পশ্চিমে যায় তারা বুঝে না, ঠিক তেমনি যারা দুই হাত প্রসারিত করে এই সব মানুষকে গ্রহণ করতে চায় তারাও বুঝে না। কারণ? প্রথম দল আসে লোভ-লালসার টানে, নিজের দেশে জীবনযুদ্ধে পরাজিত হয়ে অথবা যুদ্ধ ক্ষেত্র ত্যাগ করে, অন্যদের রক্ত-ঘামে অর্জিত সাফল্যের ফলে ভাগ বসাতে; দ্বিতীয় দল প্রথম দলের প্রতি সহানুভূতিশীল হয়ে ঠাঁই দেয় তাদের নিজের ঘরে, নতুন পরিবেশে চোখের পলকে তারা সভ্য-ভদ্র আর তাদের মতোই সচেতন আর কর্মঠ হয়ে উঠবে এই আশায়। সোভিয়েত দেশে, যেখানে ৭০ বছরের চেষ্টাতেও সবাইকে সচেতন করা যায়নি, মুক্ত করা যায়নি লোভ-লালসা-ফাঁকি দেবার মতো সাধারণ মানবিক দোষ গুলো থেকে, তৃতীয় বিশ্বের মানুষগুলো কাছ থেকে, যেখানে বেঁচে থাকাটাই এক বিশাল যুদ্ধ, এমনটা আশা করাটা একান্তই বোকামি। আর এর ফল একের পর এক সন্ত্রাসী হামলা। ওরা নিজেরা ভালো ছিল না, ভালো থাকতে চায় না, ওরা চায় সবাই মিলে বিশেষ করে যারা অনেক ত্যাগ-তিতিক্ষ্যার মধ্য দিয়ে ভালো থাকতে শিখেছে, অন্যদের ব্যাথায় ব্যথিত হতে শিখেছে তাদেরকে নিজেদের নরকের আগুনে টেনে নিতে। তাই এখানে আশা করার কিছু নেই - আছে শুধু একটাই পথ - লড়াই করে পৃথিবীটা এই জঞ্জালমুক্ত করা।

দুবনা, ১৫ জুলাই ২০১৬

Thursday, July 14, 2016

#‎nototerror‬

Humanity should be only for man, not for inhuman beings. Terrorists, whose principal aim is to kill as much innocent people as possible, should not be treated as political force. There should be only one way - root them out of this world, and not only them, but anyone who who support or shelter them. The latest incident in Nice showed that they want to destroy the world, the social order by any means. So our answer should be adequate and severe. Now there is a new line of division - peace-loving people and terrorists. To save the world we, the peace-loving people, should be united and strike this evil. 

Человечество должно быть только для человека, а не для нечеловеческих существ. Террористы, чья главная цель состоит в том, чтобы убить как можно больше невинных людей, насколько это возможно, не следует рассматривать в качестве политической силы. Должен быть только один путь - искоренить их из этого мира, и не только их, но и тех, кто, кто поддерживает или укрывают их. Последний инцидент в Ницце показал, что они хотят уничтожить мир, общественный порядок любыми средствами. Таким образом, наш ответ должен быть адекватным и серьезным. Теперь есть новая линия разделения - миролюбивых людей и террористов. Чтобы спасти мир, мы, миролюбивый народ, должны объединиться и ударить этому злу.


Dubna, 15 July, 2016

Thursday, July 7, 2016

Познер

По первому каналу (http://www.1tv.ru) показывают программу Познер. Почти всегда в конце программы В В Познер задет вопросы от имени Марселя Пруста, один есть которых - "Что бы вы сказали Господу, если бы его встретили?" Все по разному отвечают. "кто - прости, кто - не уже ли ты есть ...". У меня в разные времена возникает разные ответы. Но вдруг вчера у меня возник такой ответ - "Сколько можно? Не уже ли тебе так трудно покинуть эту землю раз и на всегда, и лучше со всеми радикальными поклонниками?"


রাশিয়ান টিভির চ্যানেল ওয়ানে পোজনার নামে একটা প্রোগ্রাম হয়।প্রায় সব অনুষ্ঠানের শেষেই প্রজ্ঞার মার্সেল প্রুস্টের পক্ষে থেকে কিছু প্রশ করেন যার একটা হলো "যদি ঈশ্বরের সাথে দেখা হয়, আপনি তাকে কি বলবেন? "। একেকজন একেক রকম উত্তর দেয়। কেউ বলে "ক্ষমা করো", কেউ বা "তাহলে তুমি আছো?"...আমার বিভিন্ন সময় বিভিন্ন উত্তর মনে আসে।হঠাৎই গতকাল আমার এরকম একটা উত্তর মনে আসলো - "আর কত? এটা  কি এতই কঠিন চিরতরে এই পৃথিবী থেকে চলে যাওয়া, আরো ভালো যদি সাথে করে উগ্র ফ্যানদের সাথে নিয়ে যাও।" 





Дубна, 08.07.2016 

Wednesday, July 6, 2016

অরাজকতার রাজ্য



ঈশ্বর আছেন কি নেই সে নিয়ে আমার মাথা ব্যাথা নেই, এই প্রশ্নে বাক-বিতন্ডা করার ইচ্ছেও নেই। তবে যারা ঈশ্বরের নাম নিয়ে, ঈশ্বরে অতি ভক্তি দেখিয়ে একের পর এক মানুষের প্রাণ হনন করছে, আর যে প্রচ্ছন্নতা নিয়ে তাদের ঈশ্বর এই খুন খারাবী  মঞ্জুর করে যাচ্ছেন (কি, এক বারও  তো ঈশ্বর তারই সৃষ্টি এই নিরীহ নারী-পুরুষ-শিশু-বৃদ্ধদের পাশে এসে দাঁড়ালেন না, তাদের রক্ষা করলেন না এই পাশবিক মরণ থেকে?) তাতে শুধু একটি কথাই মনে হয় - ঈশ্বরের রাজ্য বলে যদি কিছু সত্যি সত্যিই থাকে, তবে তা অরাজকতায় পূর্ণ। 



দুবনা, ৬ জুলাই, ২০১৬ 

Sunday, July 3, 2016

চুলতে পাতার বয়ান


উপস্থিত বন্ধুরা,
আপনাদের অনেক অনেক ধন্যবাদ কষ্ট করে অপেক্ষা করার জন্য। কি বলবো - এবার আমাদের হাঁসগুলো অনেক অনেক ডিম দিয়েছে, ভেড়াগুলো শুধু শুধু মাংস দিয়েই ক্ষান্ত হয়নি, অনেক পশমও দিয়েছে, আমাদের গাছপালা, নদীনালা সব সব অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আমাদের জীবনকে সুখময় করে তুলতে। গরু-গাধা থেকে শুরু করে কুকুর বিড়াল পর্যন্ত সবাই যেন বুঝতে পারছে আমাদের লক্ষ্য আর উদ্দেশ্য - তাই সবাই প্রানপন চেষ্টা করে যাচ্ছে আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য।....
কি বললে?
হ্যা, মনে পড়েছে - আমাদের উন্নয়নের শরিক হতে গিয়ে যারা গেলো, তাদের নিয়ে শোক করে কি হবে? ওরাতো ফিরে আসবে না। আমাদের উপর আস্থা রাখুন, দেখবেন - আমরা ঠিকই আমাদের কোম্পানিকে বিশ্বসেরা প্রতিষ্ঠানে পরিনত করে ছাড়বো।
ধন্যবাদ সবাইকে।



দুবনা, ৩ জুন, ২০১৬

Friday, July 1, 2016

Same path, different goals


The West as a whole, and the USA in particular are spreading democracy with drone, F16 and so on so forth. Their creation IS is trying to spread Islam with machetes, guns and so on so forth. Both believe in the righteousness of their work. Their goals are different, but they take the same path and ironically they reach the same goal - instability in the region, thousands dead and much more refugees.






Dubna, 02 July, 2016

Anti-religious religion seller


In Russia they say "Не было счастья, несчастье помогло" (It's a blessing in disguise). Now this terroristic attack should be an eye opener to all concerned. These terrorists are in no way a party to talk with. Some may think they have common religion, but in all other aspects of life, even in religious matter you are living in parallel worlds. And there is no chance for any common ground. They just use you to attain their goal. Unless you understand it now, only graveyard will make you realize this simple truth.

Dubna, 01, July, 2016

ধর্মনিরপেক্ষ হত্যা


"...ঝিনাইদহে আবারও মন্দিরের সেবায়েত হত্যা, একই কায়দায়। এটা কি সাম্প্রদায়িক হত্যা?" - প্রশ্নটা ছিল লিপির।
কি যে বলো। অসাম্প্রদায়িক আর ধর্মনিরপেক্ষ বাংলাদেশে সাম্প্রদায়িকতা আসবে কোত্থেকে? এটা স্বাভাবিক মৃত্যু, সাধারণ মৃত্যু সাধারণ এক সেবায়েতের। সাধারণ মানুষ অসাধারণ ভাবে মরে না, ওরা মরে বেঘোরে। আর দশটা মৃত্যুর মতো এটাও বেঘোরে মৃত্যু - স্রেফ একটা বিচ্ছিন্ন মৃত্যু।এদেশে ধর্ম যার যার মৃত্যু সবার।
অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ মৃত্যু।

দুবনা, ১ জুলাই ২০১৬



Мои женщины