Monday, July 18, 2016
স্বপ্নের ফেরিওয়ালা
রাশানে একটা কথা আছে, "এ বললে বি বলতে হয়।"
প্রধানমন্ত্রী বললেন হুরীদের পেতে যুবকেরা সন্ত্রাসী হচ্ছে। ভালো কথা। হুরী পাক, এ নিয়ে আমার কোনো কথা নেই, তবে সন্ত্রাসী হলে আমার, আমাদের, সরকারের কিছু কথা থাকতেই পারে - থাকাটাই উচিৎ। এই স্বপ্ন তো ওরা নিজে থেকেই দেখে না, কেউ ওদের দেখায়। বেহেস্তের লোভ দেখিয়ে প্যালেস্টাইনে কত বাচ্চা ছেলেদের আত্মঘাতী করে তুলে বিভিন্ন সংগঠন। ঠিক একই ভাবে আমাদের দেশেও তরুণদের বিপথে নিয়ে যায় এই সব স্বপ্নের ফেরিওয়ালারা। তবে ওরা নিজেরা কিন্তু কখনোই বেহেস্তে যাওয়ার জন্য তাড়াহুড়া করে না। ঐ স্বপ্নের ফেরিওয়ালারা যদি ঠিক ঠিক বিশ্বাস করতো হুরপরীতে বা বেহেস্তের সুখে, আমার বিশ্বাস ওরা সবার আগে অন্যদের ঠেলে ধাক্কিয়ে দূরে রেখে নিজেরাই চলে যেত বেহেস্তে। কিন্তু ইতিহাস সেই সাক্ষী দেয় না। তাই প্রধানমন্ত্রীর কাছে জানতে ইচ্ছে করে, যারা বিভিন্ন ওয়াজ-মাহফিলে, ইন্টারনেটে তরুণদের হুরীর স্বপ্নে মশগুল করে সন্ত্রাসী করছে তাদের ব্যাপারে কি করবেন? দেশে কলেরা-বসন্ত থেকে রক্ষা পাবার জন্য টিকা দেবার ব্যবস্থা আছে। সন্ত্রাসীমুক্ত দেশ গড়ার জন্যও টিকা দরকার - আর সেই টিকা হলো এই সব বেহেস্তের ফেরিওয়ালাদের আইনের আওয়তায় আনা। করবেন কি? পারবেন কি?
দুবনা, ১৮জুলাই ২০১৬
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment