Tuesday, September 28, 2021

মূর্তি ভাঙার উৎসব


সম্প্রীতির সাথে সাম্প্রদায়িকতা শব্দটা ঠিক যায় না। সম্প্রীতি হয় আছে অথবা নেই। আসলে এরা দুই ভূবনের বাসিন্দা। দু'জন দুই পথের পথিক। তাই যেই মাত্র সাম্প্রদায়িক শব্দটা যোগ হয় বুঝতে হবে সম্প্রীতি পালিয়ে আছে, পড়ে আছে শুধুই সাম্প্রদায়িকতা।

দুবনা, ২৮ সেপ্টেম্বর ২০২১


Monday, September 27, 2021

ব্রাহ্মণ


উপমহাদেশের সরকারগুলো ব্রাহ্মণ্যবাদ থেকে বেরিয়ে আসতে পারেনি বরং দিন দিন আরো বেশি করে ব্রাহ্মণ সাজছে। বৈদিক যুগে কী ছিল সেটা অন্য কথা তবে বর্তমানে ব্রাহ্মণ মানেই এক্সক্লুসিভ ব্যাপার, সব কিছুর ঊর্দ্ধে। দলমত নির্বিশেষে এসব (হয়তো বা সব) দেশের ক্ষমতাসীনরা নিজেদের আইনের ঊর্ধ্বে বলে মনে করে আর সাধারণ মানুষকে মনে করে অস্পৃশ্য। ধর্ম নয়, তাদের মনোভাবই সমাজের এলিট শ্রেণীকে ব্রাহ্মণ করে তোলে।

মস্কো, ২৭ সেপ্টেম্বর ২০২১

Sunday, September 26, 2021

শান্তির খোঁজে


আজকাল প্রায়ই শোনা যায় সব ধর্মই যদি শান্তি চায় তবে তারা শান্তিতে থাকতে পারে না কেন?

ধর্মের সমস্যা তার শোভিনিজমে। যখন একদল তার আরাধ্য দেবতাকেই, তা সে যে নামেই হোক না কেন, সর্বশ্রেষ্ঠ, সর্বশক্তিমান, সর্বজ্ঞ বলে মনেপ্রাণে বিশ্বাস করে তখন তার পক্ষে সেই ইষ্ট দেবতার ব্যাপারে কারো সাথে সমঝোতায় আসা সম্ভব হয় না। শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য প্রয়োজন সমঝোতা। ধর্ম যেখানে শুরুতেই সেক্ষেত্রে অনমনীয় মনোভাব পোষণ করে সেখানে ইচ্ছে থাকার পরেও সমস্যা দেখা দেবে। অন্য মতের প্রতি অসহিষ্ণুতা ধর্মের অন্তর্নিহীত গুনাবলীর একটা। এই মনোভাব পরিহার করতে না পারলে মানে আমিই শ্রেষ্ঠ এই অহংবোধ ত্যাগ করতে না পারলে যত ওম শান্তিই করি না কেন কারো উপরে কখনোই সত্যিকারের শান্তি বৃষ্টি বর্ষিত হবে না।

মস্কো, ২৭ সেপ্টেম্বর ২০২১

ঈশ্বর


আপনি ঈশ্বরে বিশ্বাস করেন?
করি। তবে একটা শর্তে।
শর্ত ছাড়া করা যায় না?
দেখুন শর্ত ছাড়া অংকের যে উত্তর মেলে সেটা না যায় খাওয়া, না যায় মাথায় দেওয়া।
আপনার শর্তটি শুনতে পারি?
ওনাকে বিদ্যাসাগর হতে হবে।

মস্কোর পথে, ২৬ সেপ্টেম্বর ২০২১

Saturday, September 25, 2021

ভাবনা

ভেবে দেখলাম ভাবার কিছুই নাই
ভাবার জন্য ভেবে ভেবে কষ্ট পেয়ো না তাই

দুবনা, ২৬ সেপ্টেম্বর ২০২১

ডিজিটাল


ডিজিটাল যুগের মূল লক্ষ্য হচ্ছে প্রযুক্তি দিয়ে মানুষের জীবনযাত্রার মান উন্নত করা। ডিজিটাল আইনে কাউকে বিনা বিচারে মাসের পর মাস আটক রাখা আসলে ডিজিটাল শব্দের অবমাননা। ভাগ্যিস তার ধর্ম বা অনুভূতি এসবের কোন বালাই নেই।

দুবনা, ২৫ সেপ্টেম্বর ২০২১

Friday, September 24, 2021

কৌতূহল

ফেসবুকে দেখলাম বিএ পাশ একজনকে ভিসি পদে নিযুক্ত করায় আফগানিস্তানে বিশ্ববিদ্যালয়ের ৭০ জন শিক্ষক পদত্যাগ করেছেন। আফগানিস্তানের বর্তমান বাস্তবতায় এটা খুবই সাহসী পদক্ষেপ। হঠাৎ করেই মনে কৌতূহল জাগল যদি আমাদের দেশের কোন বিশ্ববিদ্যালয়ে এমন ঘটনা ঘটত কত জন শিক্ষক এর প্রতিবাদে পদত্যাগ করতেন? 

 দুবনা, ২৫ সেপ্টেম্বর ২০২১

ভেবে দেখা

অনেক ভেবে দেখলাম ভেবে দেখা কথাটার মাঝে শুভঙ্করের ফাঁকি আছে। কেন না অনেক মানুষ চোখ বন্ধ করে ভাবে তাই যখন ভাবে তখন দেখে না। আবার মানুষ প্রায়ই যখন দেখে তখন শুধু দেখতেই থাকে ভাবার সময় পায় না। এমতাবস্থায় ভেবে দেখার সংসার টেকার ব্যাপারটাই গোলমেলে। 

দুবনা, ২৪ সেপ্টেম্বর ২০২১

Thursday, September 23, 2021

বাদ বিবাদ বরবাদ

 

যেখানে সবাই বাদী সেখানে বিবাদ না হয়ে কি পারে? কে জানে হয়তো এ জন্যেই ধরণী আজ দ্বিধাবিভক্ত। অভাব শুধু সীতার। তাই তো পাতাল প্রবেশ পর্ব আর দেখা হল না।

দুবনা, ২৪ সেপ্টেম্বর ২০২১

মুক্তির জন্য


সামাজিক অবস্থান বিচারে এক জন ছোট্ট মানুষও হলেও ঝুমন আজ ইতিহাস সৃষ্টি করল। বিভিন্ন সময়ের মত আবার উচ্চ আদালত প্রমাণ করল চাইলে তারা দেশকে আইনের শাসনের ট্র্যাকে ফিরিয়ে আনতে পারে। ঝুমনের জামিন ৫৭ ধারার মত কালা কানুনের হাত থেকে বাংলাদেশকেও মুক্তি দেবে কিনা সেটা একমাত্র সময়ই বলতে পারবে। তবে সেটা যাতে হয়, সে জন্য এই বিজয়ে আত্মহারা না হয়ে মুক্তিকামী, মুক্ত চিন্তার মানুষকে সাধারণ মানুষের অধিকারের লড়াইটাকে সামনে নিয়ে যেতে হবে। জয় আমাদের হবেই। ঝুমন তার সাক্ষী।

দুবনা, ২৩ সেপ্টেম্বর ২০২১


উতল হাওয়া


কিছুক্ষণ আগে সেভার মেসেজ পেলাম
- পাপা, টাকা পাঠাও।
- আজ আবার টাকা কেন? শনিবার টাকা পাঠালাম, সোমবার বাজার করে দিলাম।
- আমি ক্লাসের একটা মেয়ের সাথে ঘুরতে যাব।
- ভালো। তা তোর টাকা নেই?
- আছে। তবে যদি লাগে।
- যদি লাগে তবে লিখিস। এখন দরকার নেই।

হ্যাঁ, সেভা এই প্রথম ডেটিং-এ যাচ্ছে। আন্তন আর মনিকা শুরু করেছিল স্কুলে পড়ার সময়। ক্রিস্টিনা একটু পরে। সেভা এখন পর্যন্ত কম্পিউটারে বসেই জীবন কাটিয়ে দিল। প্রোগ্রেস! শরতের হাওয়া? কেমন হয় এ উপলক্ষ্যে রাতে একটা রেড ওয়াইন খুললে?

দুবনা, ২৩ সেপ্টেম্বর ২০২১



Wednesday, September 22, 2021

অংক

 

দুর্নীতিকে সব সময়ে সব সমাজে নেগেটিভ বলে ধারণা করা হয়। পক্ষান্তরে ধর্ম বিভিন্ন সময়ে পজিটিভ রোল প্লে করেছে। বর্তমানে ধর্ম আর দুর্নীতির যুগলবন্দীতে দুর্নীতি ধার্মিক হচ্ছে না উল্টো ধর্মই দুর্নীতিগ্রস্থ হচ্ছে। এ যেন প্লাস মাল্টিপ্লাইড বাই মাইনাস ইজ ইকুয়াল টু মাইনাসের মত। অংক বলে কথা।

দুবনা, ২২ সেপ্টেম্বর ২০২১

Tuesday, September 21, 2021

Leader's word

Don't follow me. Just follow what I say. Because right now I am not heading for the heaven, but I will definitely help you to reach there.

Moscow, 21 September 2021

ভগবানের চাকরি


- আচ্ছা এই যে ইহুদি নাসারা এত ভাল ভাল কাজ করে তারপরেও কি এদের ভাগ্যে স্বর্গ সুখ জোটে না?
- জোটে না কে বলল? এরা শুধু স্বর্গেই যায় না, গিয়ে ভগবান বনে যায়।
- এটা আবার কি বলেন?
- কেন বিশ্বাস হয় না? ইহজগতের সমস্ত ব্যর্থতার জন্য যারা ইহুদি নাসারাদের গালিগালাজ করে তারাই কিন্তু ভগবানেরও চৌদ্দ পুরুষ উদ্ধার করে। এ থেকে আমার তো মনে হয় পরকালে এই ইহুদি নাসারারাই ভগবানের চাকরিটাও বাগিয়ে নেয়। 

মস্কো, ২১ সেপ্টেম্বর ২০২১

Sunday, September 19, 2021

সরকারি চরিত্র


ঝুমন দাশদের নিয়ে যা চলছে তাতে মনে হয় সরকার ও প্রশাসন আসলে বিভিন্ন রকমের সংখ্যালঘু ও প্রগতিশীলদের ঠ্যাঙানোর জন্য পুঁজিপতি ও মৌলবাদীদের লেঠেল বাহিনী। গণতন্ত্র ও মানবাধিকারে বিশ্বাসী কোন প্রশাসন সবলের পক্ষে দাঁড়িয়ে দুর্বলদের বিনা বিচারে দিনের পর দিন আটকে রাখার মত প্রহসনে নিজেকে জড়ায় না।

মস্কো, ২০ সেপ্টেম্বর ২০২১




সেবা


দুবনা মস্কোর টিকিটের দাম বেড়ে ৫০০ ছুঁই ছুঁই। যাত্রীরা যাতে মূল্যবৃদ্ধিতে অসন্তোষ প্রকাশ না করে তাই যাত্রাপথের সময়ে বাড়িয়ে প্রায় তিন ঘন্টা করেছে। একেই হয়তো বলে টাকার অনুপাতে সেবা। 

মস্কো, ১৯ সেপ্টেম্বর ২০২১


পারিবারিক ছবি


বেগুনী বেগুন বাগানে গায় গান
সে গান শুনে ওষ্ঠাগত মরিচের প্রাণ
রাগিয়া মরিচ কহে হতচ্ছাড়া বাগুন
এইবার বাগানে দেখিস লাগাব আগুন
তা শুনে গৃহকর্ত্রী প্রমাদ গণিয়া
বেগুন মরিচ দুজনকেই দিল চুলায় চড়াইয়া
কাঁদিল মরিচ পাজি কাঁদিল বাগুন
কিছুতেই নিভিল না কর্ত্রীর মনের আগুন

মস্কোর পথে, ১৯ সেপ্টেম্বর ২০২১


কষ্ট


বই আমাদের চোখ খুলে দিতে চায়, প্রশ্ন করতে শেখাতে চায়, জ্ঞান দিতে চায়। কিন্তু আমরা বইয়ের লিখনীকে অন্ধভাবে বিশ্বাস করে অজ্ঞানতার গভীর অন্ধকারে নিমজ্জিত হই। কষ্টটা কার বেশি - আমাদের মানুষের নাকি বইয়ের?

মস্কোর পথে, ১৯ সেপ্টেম্বর ২০২১

সহযাত্রী


একসময় মনে হত ধর্ম আর দুর্নীতি পরস্পর বিরোধী।এখন প্রায়ই এদের দেখা যায় হাতে হাত মিলিয়ে চলতে। এখন যে কোট টাই পরা ঘুষখোর দুর্নীতিবাজ, পরক্ষণেই সে টুপিপরা বা টিকিধারী মহা ধার্মিক। 

দুবনা, ১৯ সেপ্টেম্বর ২০২১


Friday, September 17, 2021

দ্বন্দ্ব


সরকাররা প্রায়ই জনগণের স্বার্থে জনবিরোধী কাজ করে। সমস্যাটা কোথায়? জনগন এতটাই অবুঝ যে নিজের ভালমন্দ বুঝতে পারে না নাকি সরকার বাড়ির লোকজন তাদের সন্তানসম জনতাকে ঠিক মত পড়তে পারে না। এটাও কি পিতাপুত্রের মতই জেনারেশনের দ্বন্দ্ব?

দুবনা, ১৮ সেপ্টেম্বর ২০২১

Thursday, September 16, 2021

দুর্বুদ্ধি


আজকের বাজারে কে যে বুদ্ধিজীবী আর কে যে দুর্বুদ্ধিজীবী সঠিক ভাবে সেটা নির্ণয় করাটা এক দূরূহ কাজ। তবে অবস্থাদৃষ্টে মনে হয় বর্তমানে দুর্বুদ্ধিজীবীরাই সমাজে সংখ্যাগরিষ্ঠ। অন্তত আর্থ-সামাজিক অবস্থা সেই ইঙ্গিতই দেয়।

দুবনা, ১৭ সেপ্টেম্বর ২০২১

বহুরূপী

 

অন্য ধর্ম বা অন্য ধর্মের মানুষ থাকুক আর নাই থাকুক ঈশ্বর, ভগবান, গড এদের থাকাটা প্রচণ্ড জরুরি। তা না হলে কিছু কিছু ধার্মিক মানুষ সৃষ্টিকর্তার প্রতি তাদের ক্ষোভ, আক্রোশ, অবিশ্বাস - এসব প্রকাশ করবে কী করে? একেই হয়তো বলে ঝিকে মেরে বৌকে বোঝানো।

দুবনা, ১৬ সেপ্টেম্বর ২০২১

Wednesday, September 15, 2021

স্বর্গ সুখ


জীবন মানেই গতি আর গতি মানে কাজ। যদি কিছুই না করে শুয়ে শুয়ে সব কিছু পাওয়া যায় তাতে বেঁচে থাকা সহজ হয় বটে তবে সেটা জীবন থাকে কিনা সেটাই বড় প্রশ্ন। কারণ কমায় থাকা মানুষও বেঁচে থাকে, তবে সেটাকে জীবন বলা যায় না। হয়তো এ কারণেই স্বর্গে সব পাওয়া যায় বিনা চেষ্টায় - হরেক রকম খাবার দাবার, হরেক রকম আনন্দ বিলাস। আর সেটা পাওয়া যায় শুধু মাত্র ইচ্ছা বলে কোন কিছু না করেই। একারণেই ওটা মানুষ পায় মৃত্যুর পরে যখন জীবন বলে আর কিছুই থাকে না। ওই স্বর্গ সুখ আপনার কি খুব দরকার?

দুবনা, ১৫ সেপ্টেম্বর ২০২১

Tuesday, September 14, 2021

পদার্থ

আমার ম্যাটেরিয়াল কন্ডিশন দেখে একজন বলল
- তোমার মত অপদার্থ পদার্থবিদ আমি জীবনে দেখিনি।
দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবই আছে। ওজনও প্রায় ষাট কেজি। ধাঁধায় পড়ে গেলাম। এতদিন পদার্থ বলে যা জানতাম সবই কি ভুল? প্রকৃতির তৈরি পদার্থ নয় মানি নামক মানুষের ধারণাই কি তাহলে আসল পদার্থ? আশ্চর্য!

দুবনা, ১৪ সেপ্টেম্বর ২০২১

Monday, September 13, 2021

অফিস

 

তিন সপ্তাহ পরে অফিসে এলাম। আজ একেবারে অফিসিয়ালি অফিসে আসা। এর আগে প্রায় দু'মাস ছুটিতে ছিলাম, তাই সে সময়ের নিত্যদিন আসা যাওয়া ধর্তব্যের মধ্যে ছিল না। এখনও অফিস পাড়া নীরব। লোকজন খুব একটা নেই। করোনার ছুটি এখনও কাটেনি বলেই মনে হয়।

রাস্তায় হালকা বাতাসে গাছেরা দুলে দুলে নাচছিল আর সেই নাচনে ওদের মাথা থেকে পত্রাকার চুলগুলো ঝরে পড়ছিল। চিরচেনা পথ। পথের পাশে সারি বেঁধে দাঁড়িয়ে আছে ম্যাপলেরা। এখানে সেখানে বার্চ বা ওক। ওদের সাথে কথা বলতে বলতে যাচ্ছিলাম তখন দিলীপের ফোন এলো।

চব্বিশ ঘন্টাও পার হয়নি এরই মধ্যে ভুলে গেছি যে আমি প্রায় সাত হাজার কিলোমিটার পথ পেরিয়ে দুবনা ফিরেছি। যেন সব সময় এখানেই ছিলাম। এই অফিসে, এই কম্পিউটারের সামনে বসেছিলাম, পড়ছিলাম কোন এক আরটিকল।

আচ্ছা, একেই কী বলে মায়া? মানে যেখানেই যাই সেখানটাই খুব আপন বলে মনে হয় - যেমন আপন অফিস?

দুবনা, ১৩ সেপ্টেম্বর ২০২১ 
 
 

Sunday, September 12, 2021

নতুন যাত্রা শুরু

২৪ আগস্ট থেকে ১২ সেপ্টেম্বর - দীর্ঘ ২০ দিন ভোলগা তীরের শহরগুলো ঘুরে আজ দুবনা ফিরলাম সাত হাজার কিলোমিটার পথ পেরিয়ে। এখন ফিরে দেখার পালা কী পেলাম আর কী হারালাম। আমার জন্য এটা ছিল নেহায়েত সামার ট্রিপ, তবে যার ডাকে সাড়া দিয়ে এ পথে নেমেছি, তার ছিল নির্দিষ্ট প্ল্যান। বিভিন্ন কারণে সব করতে পারিনি। আবহাওয়া সব সময় অনুকূলে ছিল না। তাছাড়া আমাদের দেশের লোকজন সাধারণত রুশ ক্ল্যাসিক পড়ে অথবা পশ্চিমা মিডিয়ার প্রোপ্যাগান্ডা থেকে এ দেশ সম্পর্কে একটা ধারণা নিয়ে আসে। কিন্তু বাস্তব একেবারে না হলেও অনেকটাই ভিন্ন। ফলে মনের ভেতরে যে ছবি নিয়ে এরা আসেন আর যে ছবি পান তাতে আকাশ পাতাল তফাৎ। এ থেকে আসে হতাশা। আশা করি আমার নতুন বন্ধু এই না পাওয়ার বা বলা ভাল ভিন্ন কিছু পাওয়ার মধ্যে শক্তি খুঁজে পাবে আর এটাকে ঘিরেই আঁকবে তার ভোলগার নতুন চিত্র।

দুবনা, ১২ সেপ্টেম্বর ২০২১

মুক্তি

নিজের ব্যক্তি স্বার্থ ত্যাগ করতে না পারলে মুক্ত মনও এক সময় সংকীর্ণতার পঁচা পুকুরে ডুবে মরে। 

মস্কো, ১২ সেপ্টেম্বর ২০২১

Saturday, September 11, 2021

ভাব না ভাবনা?


কী ভাবছ?
কী নিয়ে ভাবা যায় সেটাই ভাবছি।
ভাবনা নিয়ে ভাবনা?
একদম। ভাব না নিয়ে ভাবনা।
তা ভেবে কিছু পেলে?
ভাবনার ভাবনায় আঙ্গুল ঢুকিয়ে সব তো এলোমেলো করে দিলে।

তামবভ, ১২ সেপ্টেম্বর ২০২১

Friday, September 10, 2021

মনের কথা


আফগানিস্তানের শিক্ষামন্ত্রী নাকি বলেছে পিএইচডি করে আর কী হবে। সে যদি বলত পড়াশুনা করে কী হবে তাতেও কি অবাক হবার কিছু ছিল? তৃতীয় বিশ্বের তো বটেই, বিশ্বের অনেক শিক্ষামন্ত্রীই তাই ভাবে। চক্ষু লজ্জার ভয়ে বা সাহসের অভাবে মুখ খুলে বলে না। পড়ালেখা করলে মনে প্রশ্ন জাগে, প্রশ্ন জাগলে মানুষ প্রশ্ন করে, প্রশ্ন করলে উত্তর দিতে হয়। জবাবদিহিতার সংস্কৃতি কে কবে পছন্দ করে? বিশ্বাস হয় না? বিভিন্ন দেশে অন্যান্য খাতের সাথে শিক্ষা খাতে বিনিয়োগের রেশিওটা দেখলেই বুঝবেন। ক্ষমতা, মন্ত্রীত্ব - এসবের কোন জাতি ধর্ম থাকে না, থাকে শুধু প্রকাশের ভিন্নতা। পছন্দ হোক বা নাই হোক এটাই বর্তমান বিশ্বে ক্ষমতার দর্শন। কি করতে পারি আমরা? সমস্যা হল আমরা একজনের বদলে অন্য জনকে মন্ত্রী বানাতে পারি। তাতে লোক বদলায়, ক্ষমতার চরিত্র বদলায় না। ক্ষমতা নতুন লোককে শিখিয়ে পড়িয়ে নিজের মত করেই গড়ে নেয়। দরকার ক্ষমতার চরিত্র বদল করার। তবে মানুষের লোভের কাছে ক্ষমতাও নিজেকে বদলাতে অক্ষম।

ভোলগাগ্রাদ, ১১ সেপ্টেম্বর ২০২১

কুল

এ কোল ও কোল করলে তোমার হারাবে দুই কুল
কোলের মধ্যে কুল খোঁজাটা মস্ত বড় ভুল 

এলিস্তা থেকে ভোলগাগ্রাদের পথে, ১০ সেপ্টেম্বর ২০২১

Thursday, September 9, 2021

ইস্যু


অনেক কাল আগে মস্কোর বাংলাদেশ দূতাবাসে এক স্কুল ছিল। অনেকের মত আমিও সেখানে পড়াতাম। সাজু ভাই আর দ্বিজেন কাকু ছিলেন বিভিন্ন আলোচনার প্রাণ। একদিন সাজু ভাই বললেন রুশদের যদি পান করতে ইচ্ছে করে আর ইস্যু খুঁজে না পায় তারা একটা তেলাপোকা ধরে তার সামনে চক দিয়ে দাগ কাটে আর তারপর তেলাপোকার পেছনে টেবিল চাপড়াতে থাকে। ভয় পেয়ে তেলাপোকা যখন লাইন বা বর্ডার ক্রস করে সেই আনন্দে ভদ্রলোক এক পেগ ভদকা পান করে। এরপরেও তৃষ্ণা না মিটলে সে অন্য দিকে এসে টেবিল চাপড়ায়। এবার সে পান করে তেলাপোকার ঘরে ফেরার আনন্দে। 

গতকাল এক ব্যক্তি তার বন্ধুর মৃত্যুতে অঝোরে কেঁদে শোক প্রকাশ করেছেন। এই হিন্দু ভদ্রলোক যখন কাঁদছিলেন মৃত ব্যক্তির মুসলমান স্বধর্মীরা ব্যস্ত ছিলেন জানাজার আয়োজনে। একজন কাঁদছিলেন বন্ধুর জন্য, বন্ধুত্বের কারণে, অন্যেরা সামাজিক ও ধর্মীয় রীতিনীতি মেনে কাজ করছিলেন। এখানে সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যাপার স্যাপার তেমন নেই। তবে এটাকে উদাহরণ হিসেবে দেখিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে মানুষের সাথে মানুষের সম্পর্ক কেমন হওয়া উচিত সেটা নিয়ে স্ট্যাটাস দিলে তাতে আপত্তিকর কিছু দেখি না। এ স্ট্যাটাস দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির নাজুক অবস্থার কথাই বলে। তাই এই ছোট্ট ব্যাপারটাও আজ ইস্যু। আজ আরেকজন গতকালের ঐ স্ট্যাটাসের উপর এক হাত নিলেন আরেক স্ট্যাটাসে। করলেন বন্ধুত্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতির চুলচেরা বিশ্লেষণ। এটাও মনে হয় ইস্যুর অভাব থেকেই। আমার কিন্তু দুজনকেই ধন্যবাদ দিতে ইচ্ছে করছে যদিও এ প্রশ্নে আপনারা পরস্পর বিরোধী। আপনাদের কল্যাণে অনেক দিন পর সাজু ভাইকে মনে পড়ল। হবে নাকি আরেক পেগ?

এলিস্তা, ১০ সেপ্টেম্বর ২০২১

কথা


আমরা নিজেদের সঠিক প্রমাণ করার জন্য যত বেশি কথা বলি তত বেশি করে নিজেদের বেঠিক ভাবে তুলে ধরি। নিজেদের বুদ্ধিমান হিসেবে প্রমাণ করার অতিরিক্ত চেষ্টায় আমাদের মূর্খতা, আমাদের গাধামি প্রকাশ পায়। রুশরা তাই হয়তো বলে চুপ থাকা স্বর্ণের মত দামী।

এলিস্তা, ০৯ সেপ্টেম্বর ২০২১

Wednesday, September 8, 2021

অক্ষমতা


জেলের তালা ভাঙ্গব অমুক ভাইকে আনব ধরণের আন্দোলনের শিরদাঁড়া অনেক আগেই ভেঙ্গে দেওয়া হয়েছে। মানব বন্ধন দানবের শুধুই হাসির উদ্রেক করে। বিরোধীরা অক্ষম ন্যায্য দাবি আদায় করতে, সরকার অক্ষম সবার জন্য ন্যায় বিচারের গ্যারান্টি দিতে। সবাই যখন অক্ষম ঝুলনরা তখন কীই বা করতে পারে?

এলিস্তা, ০৯ সেপ্টেম্বর ২০২১

সাঁতার


দেখা যাচ্ছে সূর্য শুধু ভোলগার জলেই ডুবে না, বিস্তীর্ণ মরুভূমি আর স্তেপভূমিতেও ডুবে। ভোলগায় নাইব বলে পোশাক এনেছিলাম, পারিনি। ভাবছি ওটা পরে কাল মরতেই সাঁতার কাটতে যাব কিনা। 

আস্ত্রাখান থেকে এলিস্তার পথে, ০৮ সেপ্টেম্বর ২০২১

Tuesday, September 7, 2021

প্রশ্ন

স্নান সমাপন করিয়া যখন কোলে উঠে নারী সকলে

ঘটনা এভাবে এগোতে থাকলে রাণীর ছেলেমি থেকে গ্রামগুলো কি রক্ষা পেত?

আস্ত্রাখান, ০৮ সেপ্টেম্বর ২০২১

Monday, September 6, 2021

সরকারি চাকরি


সূয্যি মামা মনে হয় সরকারি চাকরি নিয়েছে। সকালে এসে হাজিরা খাতায় সাইন করেই কেটে পড়ে। সারাদিন কোথায় কোথায় মেঘদের সাথে আড্ডা মেরে দিন কাবার করে। সন্ধ্যা হলে আবার একটু দেখা দিয়েই লেপ মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ে। কিভাবে যে ছবি তুলি এমন ফাঁকিবাজ সহকারী নিয়ে? ধ্যাৎ। 

আস্ত্রাখান, ০৭ সেপ্টেম্বর ২০২১

লুকোচুরি


এসেও শেষ পর্যন্ত পালিয়ে গেল। আস্ত্রাখানে রাত এখন দুপুর পেরিয়ে বিকেলের দিকে হেলে পড়েছে। নিঝুম আঁধার। অচেনা শহরে কোথায় যে তাকে খুঁজি? কিভাবে যে খুঁজি। ব্যাটা হতচ্ছাড়া ঘুম!

আস্ত্রাখান, ০৭ সেপ্টেম্বর ২০২১


মেলা

বেলা তো মেলা হল
এবার চল যাই মেলায়
মেলায় নাকি মজা মেলা
দেখি ভাগ্য কি মেলায়

আস্ত্রাখান, ০৬ সেপ্টেম্বর ২০২১

Saturday, September 4, 2021

আটত্রিশ বছরের দীর্ঘ পথ


১৯৮৩ সালের এই দিনে মস্কো এসেছিলাম। তখন এটা ছিল সোভিয়েত ইউনিয়নের রাজধানী। সে দেশ হারিয়ে গেছে পৃথিবীর মানচিত্র থেকে কিন্তু মস্কো আগের মতই রয়ে গেছে ভালবাসার ধন হয়ে। স্বপ্ন হারায় না, কখনও কখনও ধরাছোঁয়ার বাইরে চলে যায়। তাই বলে তার পেছনে ছুটতে তো মানা নেই। 

ভোলগাগ্রাদ, ০৫ সেপ্টেম্বর ২০২১

ছবি ডেমিডের তোলা

সারাতভে বলাকা মেমোরিয়ালে, ০৪ সেপ্টেম্বর ২০২১

স্বীকারোক্তি


আমেরিকা আজকাল নিজেদের ভুল স্বীকার করছে। পাপীরা যেমন নিজেদের ভুল স্বীকার করে দেবতার নামে পূজা দিয়ে আবার নতুন উদ্যোগে পাপ করতে শুরু করে আমেরিকা যদি সে পথেই হাঁটে তবে বলার কিছু নেই। কিন্তু সে যদি সত্যি সত্যি নিজেকে বদলাতে চায় তবে আমাদের আমেরিকা প্রবাসী বাংলাদেশী বন্ধুরা এ ব্যাপারে তাকে সাহায্য করতে পারে। একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতা করে আর পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যা করতে সাহায্য করে আমেরিকা যে ভুল করেছিল সেটাকে স্বীকার করার জন্য অনুপ্রেরণা জুগিয়ে তারা একদিকে যেমন নতুন পাওয়া স্বদেশের পাপ স্খলনে ভূমিকা রাখতে পারে অন্য দিকে তেমনি ফেলে আসা মাতৃভূমির প্রতি নিজেদের দায়িত্ব পালন করতে পারে।

ভোলগাগ্রাদ, ০৪ সেপ্টেম্বর ২০২১


জানা না জানা


বাংলাদেশ নত হতে জানে না রমা চৌধুরীদের কাছে, নত হতে জানে না একাত্তরের চেতনা যারা বুকে ধারণ করে তাদের কাছে। যদি জানত তবে তাকে একাত্তর বিরোধী সাম্প্রদায়িক শক্তির কাছে নত হতে হত না। 

সারাতভ থেকে ভোলগাগ্রাদের পথে, ০৪ সেপ্টেম্বর ২০২১

Friday, September 3, 2021

অর্থ


মানুষ কখনও কামের চেয়ে নাম চায় বেশি আবার কখনও উল্টোটা মানে নামের চেয়ে কাম চায় বেশি। মানুষ এক। ভাষার মারপ্যাচে শুধু অর্থের রকমফের। তাই তো বলে অর্থই অনর্থের মূল।

সারাতভ, ০৪ সেপ্টেম্বর ২০২১

বৃষ্টি


এত বার করে বৃষ্টিকে বললাম আরে বাবা স্কুল খুলে গেছে, ক্লাসে গিয়ে বসে থাক। কে শোনে কার কথা। পেছন পেছন ছুটছে তো ছুটছেই। ওর কান্নার জলে নাইতে নাইতে আমরাও চলছি সারাতভের পথে। 

সামারা থেকে সারাতভের পথে, ০৩ সেপ্টেম্বর ২০২১

Thursday, September 2, 2021

সমস্যা


সমস্যাই যদি একমাত্র সমস্যা হত তাহলে তো কোন সমস্যাই ছিল না। সমস্যা তখনই সমস্যা হয়ে দাঁড়ায় যখন তার সমাধানটাই সমস্যা হয়ে দেখা দেয়।

সামারা, ০৩ সেপ্টেম্বর ২০২১

দাবি


ঝুমন দাশকে মুক্তি দিয়ে দেশ, সরকার ও প্রশাসন কলঙ্ক মুক্ত হোক। কালিমা ধুয়ে মুছে যত দ্রুত নিজেকে পরিস্কার করা যায় দেশ ও জাতির জন্য ততই মঙ্গল। সবার শুভ বুদ্ধির উদ্রেক হোক।

সামারা, ০২ সেপ্টেম্বর ২০২১


Wednesday, September 1, 2021

আইডল


গত বছর যখন ফ্লয়েডকে নিয়ে আবেগের মহাপ্লাবন বয়ে যায় তখন লিখেছিলাম এই হত্যার বিচার চাই, তবে ফ্লয়েডকে নিজের আইডল করার পক্ষপাতী আমি নই। এ নিয়ে বিশাল একটা নোট লিখেছিলাম। এবার পরীমনিকে নিয়ে অনেকেই লিখছেন। তার জামিনের খবরে অনেকেই উৎফুল্ল। আমি নিজেও খুশি। আমিও তার জন্য ন্যায় বিচার চাই। এবং এবারও আমি তাকে অন্তত আমার আইডল করার বিপক্ষে। যদিও প্রথম থেকে শেষ পর্যন্ত তিনি অসীম সাহসের সাথে লড়েছেন, ভয় পেয়ে আপোষ না করে চিৎকার করে মানুষকে জানিয়েছেন নিজের অধিকারের কথা তবুও তার লড়াইটা একান্তই নিজের জন্যে, নিজের স্বার্থে। তিনি আজীবন নিজের জন্যে লড়াই করেই এখানে এসেছেন। সেটা নিঃসন্দেহে বাহবা পাওয়ার যোগ্য। পরীমনির সাথে সাথে আমি সুমন দাশের জন্যেও ন্যায় বিচার চাই। তার লড়াইটা ছিল সমাজের জন্য, একাত্তরের চেতনার জন্য, আরও শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে। সেটা যেন আমরা ভুলে না যাই। যাহোক ফিরে আসি পরীমনির কথায়। আমার ধারণা এ লড়াইয়ে হেরে গেলে আপনাদের সমর্থন তার কাজে লাগবে, তিনি আপনাদের সাথে নেবেন। কিন্তু জিতলে আপনাদের পরবর্তী ও বৃহত্তর লড়াইয়ে তিনি সামিল হবেন কি? তাকে ছোট না করেই বলছি আইডল ব্যাপারটা খুবই স্পর্শকাতর ও উচ্চ মার্গের। এক্ষেত্রে একটু খুঁতখুঁতুনি থাকা ভাল। বর্তমান পরিস্থিতিতে তিনি আপনাদের ঝান্ডা হতেই পারেন কিন্তু আইডল? তবে এটাও তো ঠিক জনগন তার যোগ্যতা অনুযায়ী শুধু সরকারই পায় না, নেতা বা আইডলও পায়। 

উলিয়ানভস্ক, ০২ সেপ্টেম্বর ২০২১

সাবধান

আন্দোলনের বাজারে আদর্শের মূল্যহ্রাস
আইডল নির্বাচনে ভূল পরিণামে সর্বনাশ। 

উলিয়ানভস্ক, ০১ সেপ্টেম্বর ২০২১

Problem


The principal problem of today's politics is that the Lefts have long left the Left ideology while the Rights are so much far right that they are far from being right. And to make the situation completely miserable there is no center.

Ulyanovsk, 01 September 2021