Wednesday, September 1, 2021

আইডল


গত বছর যখন ফ্লয়েডকে নিয়ে আবেগের মহাপ্লাবন বয়ে যায় তখন লিখেছিলাম এই হত্যার বিচার চাই, তবে ফ্লয়েডকে নিজের আইডল করার পক্ষপাতী আমি নই। এ নিয়ে বিশাল একটা নোট লিখেছিলাম। এবার পরীমনিকে নিয়ে অনেকেই লিখছেন। তার জামিনের খবরে অনেকেই উৎফুল্ল। আমি নিজেও খুশি। আমিও তার জন্য ন্যায় বিচার চাই। এবং এবারও আমি তাকে অন্তত আমার আইডল করার বিপক্ষে। যদিও প্রথম থেকে শেষ পর্যন্ত তিনি অসীম সাহসের সাথে লড়েছেন, ভয় পেয়ে আপোষ না করে চিৎকার করে মানুষকে জানিয়েছেন নিজের অধিকারের কথা তবুও তার লড়াইটা একান্তই নিজের জন্যে, নিজের স্বার্থে। তিনি আজীবন নিজের জন্যে লড়াই করেই এখানে এসেছেন। সেটা নিঃসন্দেহে বাহবা পাওয়ার যোগ্য। পরীমনির সাথে সাথে আমি সুমন দাশের জন্যেও ন্যায় বিচার চাই। তার লড়াইটা ছিল সমাজের জন্য, একাত্তরের চেতনার জন্য, আরও শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে। সেটা যেন আমরা ভুলে না যাই। যাহোক ফিরে আসি পরীমনির কথায়। আমার ধারণা এ লড়াইয়ে হেরে গেলে আপনাদের সমর্থন তার কাজে লাগবে, তিনি আপনাদের সাথে নেবেন। কিন্তু জিতলে আপনাদের পরবর্তী ও বৃহত্তর লড়াইয়ে তিনি সামিল হবেন কি? তাকে ছোট না করেই বলছি আইডল ব্যাপারটা খুবই স্পর্শকাতর ও উচ্চ মার্গের। এক্ষেত্রে একটু খুঁতখুঁতুনি থাকা ভাল। বর্তমান পরিস্থিতিতে তিনি আপনাদের ঝান্ডা হতেই পারেন কিন্তু আইডল? তবে এটাও তো ঠিক জনগন তার যোগ্যতা অনুযায়ী শুধু সরকারই পায় না, নেতা বা আইডলও পায়। 

উলিয়ানভস্ক, ০২ সেপ্টেম্বর ২০২১

No comments:

Post a Comment