তিন সপ্তাহ পরে অফিসে এলাম। আজ একেবারে অফিসিয়ালি অফিসে আসা। এর আগে প্রায় দু'মাস ছুটিতে ছিলাম, তাই সে সময়ের নিত্যদিন আসা যাওয়া ধর্তব্যের মধ্যে ছিল না। এখনও অফিস পাড়া নীরব। লোকজন খুব একটা নেই। করোনার ছুটি এখনও কাটেনি বলেই মনে হয়।
রাস্তায় হালকা বাতাসে গাছেরা দুলে দুলে নাচছিল আর সেই নাচনে ওদের মাথা থেকে পত্রাকার চুলগুলো ঝরে পড়ছিল। চিরচেনা পথ। পথের পাশে সারি বেঁধে দাঁড়িয়ে আছে ম্যাপলেরা। এখানে সেখানে বার্চ বা ওক। ওদের সাথে কথা বলতে বলতে যাচ্ছিলাম তখন দিলীপের ফোন এলো।
চব্বিশ ঘন্টাও পার হয়নি এরই মধ্যে ভুলে গেছি যে আমি প্রায় সাত হাজার কিলোমিটার পথ পেরিয়ে দুবনা ফিরেছি। যেন সব সময় এখানেই ছিলাম। এই অফিসে, এই কম্পিউটারের সামনে বসেছিলাম, পড়ছিলাম কোন এক আরটিকল।
আচ্ছা, একেই কী বলে মায়া? মানে যেখানেই যাই সেখানটাই খুব আপন বলে মনে হয় - যেমন আপন অফিস?
দুবনা, ১৩ সেপ্টেম্বর ২০২১
No comments:
Post a Comment