আফগানিস্তানের শিক্ষামন্ত্রী নাকি বলেছে পিএইচডি করে আর কী হবে। সে যদি বলত পড়াশুনা করে কী হবে তাতেও কি অবাক হবার কিছু ছিল? তৃতীয় বিশ্বের তো বটেই, বিশ্বের অনেক শিক্ষামন্ত্রীই তাই ভাবে। চক্ষু লজ্জার ভয়ে বা সাহসের অভাবে মুখ খুলে বলে না। পড়ালেখা করলে মনে প্রশ্ন জাগে, প্রশ্ন জাগলে মানুষ প্রশ্ন করে, প্রশ্ন করলে উত্তর দিতে হয়। জবাবদিহিতার সংস্কৃতি কে কবে পছন্দ করে? বিশ্বাস হয় না? বিভিন্ন দেশে অন্যান্য খাতের সাথে শিক্ষা খাতে বিনিয়োগের রেশিওটা দেখলেই বুঝবেন। ক্ষমতা, মন্ত্রীত্ব - এসবের কোন জাতি ধর্ম থাকে না, থাকে শুধু প্রকাশের ভিন্নতা। পছন্দ হোক বা নাই হোক এটাই বর্তমান বিশ্বে ক্ষমতার দর্শন। কি করতে পারি আমরা? সমস্যা হল আমরা একজনের বদলে অন্য জনকে মন্ত্রী বানাতে পারি। তাতে লোক বদলায়, ক্ষমতার চরিত্র বদলায় না। ক্ষমতা নতুন লোককে শিখিয়ে পড়িয়ে নিজের মত করেই গড়ে নেয়। দরকার ক্ষমতার চরিত্র বদল করার। তবে মানুষের লোভের কাছে ক্ষমতাও নিজেকে বদলাতে অক্ষম।
ভোলগাগ্রাদ, ১১ সেপ্টেম্বর ২০২১
No comments:
Post a Comment