আজকাল প্রায়ই শোনা যায় সব ধর্মই যদি শান্তি চায় তবে তারা শান্তিতে থাকতে পারে না কেন?
ধর্মের সমস্যা তার শোভিনিজমে। যখন একদল তার আরাধ্য দেবতাকেই, তা সে যে নামেই হোক না কেন, সর্বশ্রেষ্ঠ, সর্বশক্তিমান, সর্বজ্ঞ বলে মনেপ্রাণে বিশ্বাস করে তখন তার পক্ষে সেই ইষ্ট দেবতার ব্যাপারে কারো সাথে সমঝোতায় আসা সম্ভব হয় না। শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য প্রয়োজন সমঝোতা। ধর্ম যেখানে শুরুতেই সেক্ষেত্রে অনমনীয় মনোভাব পোষণ করে সেখানে ইচ্ছে থাকার পরেও সমস্যা দেখা দেবে। অন্য মতের প্রতি অসহিষ্ণুতা ধর্মের অন্তর্নিহীত গুনাবলীর একটা। এই মনোভাব পরিহার করতে না পারলে মানে আমিই শ্রেষ্ঠ এই অহংবোধ ত্যাগ করতে না পারলে যত ওম শান্তিই করি না কেন কারো উপরে কখনোই সত্যিকারের শান্তি বৃষ্টি বর্ষিত হবে না।
মস্কো, ২৭ সেপ্টেম্বর ২০২১
No comments:
Post a Comment