জীবন মানেই গতি আর গতি মানে কাজ। যদি কিছুই না করে শুয়ে শুয়ে সব কিছু পাওয়া যায় তাতে বেঁচে থাকা সহজ হয় বটে তবে সেটা জীবন থাকে কিনা সেটাই বড় প্রশ্ন। কারণ কমায় থাকা মানুষও বেঁচে থাকে, তবে সেটাকে জীবন বলা যায় না। হয়তো এ কারণেই স্বর্গে সব পাওয়া যায় বিনা চেষ্টায় - হরেক রকম খাবার দাবার, হরেক রকম আনন্দ বিলাস। আর সেটা পাওয়া যায় শুধু মাত্র ইচ্ছা বলে কোন কিছু না করেই। একারণেই ওটা মানুষ পায় মৃত্যুর পরে যখন জীবন বলে আর কিছুই থাকে না। ওই স্বর্গ সুখ আপনার কি খুব দরকার?
দুবনা, ১৫ সেপ্টেম্বর ২০২১
No comments:
Post a Comment