Friday, December 31, 2021

২০২২ এর জন্ম


ছেলেমেয়েরা মস্কোয়, আমরা দুবনায়। রাত ১১.৩০ এ সেভা ফোন করল, পাশে মনিকা আর ক্রিস্তিনা। ভিডিও কল। গল্পগুজব। ১২.০০ ক্রেমলিনের কুরান্ত ঢং ঢং শব্দ করে জানিয়ে দিল ২০২২ এর আগমনী বার্তা। ওদের হাতে মার্টিনি, আমাদের শ্যাম্পেন। ওরা কাগজে উইশ করে সেটা পুড়িয়ে মার্টিনিতে ফেলল। আমাদের উইশ তো ওদের জন্যেই। ওদের হাতে বাকাল, আমাদের ফুঝের। নিজেদের ও ওদের পরস্পরকে নববর্ষের শুভেচ্ছা জানালাম। মনে হল আমাদের বিশাল পরিবার আবার আগের মত একসাথেই নববর্ষ উদযাপন করছি। কাছে থাকার চেয়েও পাশে থাকা, সাথে থাকা অনেক বেশি আনন্দদায়ক। 

দুবনা, ০১ জানুয়ারি ২০২২

অজুহাত


নববর্ষ উপলক্ষ্যে রান্না করা বিরিয়ানি থেকে যখন পোড়া গন্ধ বেরুতে শুরু করল, একটু শ্লেষের সাথেই গুলিয়া বলল
- অন্তত আজকের দিনটায় না পুড়িয়ে রান্নাটা করলেই পারতে। 
- আমি ইচ্ছে করেই আজ এটা করলাম যাতে ২০২১ এর সাথে সাথে খাবার পোড়ানোর এই বাজে অভ্যেসটা চিরতরে বিদায় নেয়। 

গুলিয়া বিশ্বাস করল কি না জানি না, তবে আমি আরও একটা ট্রাম্প কার্ড হারালাম। নতুন বছরে খাবার দাবার যখন মোশতাকগিরি শুরু করবে তখন আমার পকেটে কোন রেডি মেড উত্তর থাকবে না।

দুবনা, ৩১ ডিসেম্বর ২০২১


২০২২


নতুন বছর কেমন হবে সেটা নির্ভর করে একান্তই আপনার উপর। প্রতিটি চ্যালেঞ্জ গ্রহণ করার শক্তি ও প্রতিটি কাজ উপভোগ করার মানসিকতা নিয়ে নতুন বছরে প্রবেশ করুন। সুখের জন্য, শান্তির জন্য লড়াই করতে শিখুন। ২০২২ এ আপনার যাত্রাপথ রোমাঞ্চকর হোক। 

দুবনা, ৩১ ডিসেম্বর ২০২১

Thursday, December 30, 2021

লিটমাস টেস্ট


একজন লোক ভাল না মন্দ সেটা কেমনে বোঝেন?
আমার চুল নিয়ে তাদের প্রশ্ন থেকে। যারাই আমার সাদা চুল নিয়ে প্রশ্ন করে বুঝে নিই যে তারা আর যাই হোক স্বচ্ছতা মানে ট্র্যান্সপেরেন্সি পছন্দ করে না

দুবনা, ৩১ ডিসেম্বর ২০২১

Wednesday, December 29, 2021

জীবন ও জীবিকা


বুদ্ধিজীবী আজ অনেকটা ডিগ্রির মত হয়ে গেছে। একজন বুয়েট বা মেডিক্যালের ছাত্র নিয়ে অনেক আশা থাকে বলে তারা আলোচনায় আসে, কিন্তু পাশ করলেই এই আলোচনা সমালোচনায় পরিনত হয়, কারণ দেখা যায় তখন তারা শুধুই একজন ইঞ্জিনিয়ার বা ডাক্তার যে তার অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে নিজের বিদ্যা বুদ্ধি কাজে লাগাচ্ছে। একই ভাবে বুদ্ধিজীবী খেতাব পাওয়ার আগে এরা সমাজ ভাবনায় সক্রিয় বিধায় আলোচনার বস্তু, কিন্তু খেতাব পেয়ে গেলে এরা অন্য দশজনের মত সেটা বিক্রি করে পকেটের স্বাস্থ্য ভালো রাখতে ব্যস্ত। তাই হয়তো এদের বর্তমান বা ভবিষ্যৎ নিয়ে কেউ কথা বলতে আগ্রহী নয়। বুদ্ধি যখন জীবন না হয়ে জীবিকায় পরিণত হয় তখন তা সাধারণের আলোচনার বাইরে চলে যায়। 

দুবনা, ৩০ ডিসেম্বর ২০২১

প্রশ্ন


রেস্টে মানুষ কেন যায় - হ্যাঁ, সবাই মিলে আনন্দ করতে। বর্তমানে যেখানে সবাই কাজ করে, সেখানে একসাথে সময় কাটানোর সময় তেমন একটা পায় না। তাই শত সমস্যার পরেও মানুষ সমুদ্র সৈকতে রেস্ট নিতে যায় অন্তত কয়েকটা দিন একান্তই নিজেদের সঙ্গ পাওয়ার জন্য। এই যে আপনারা আইন করে নারী ও শিশুদের আলাদা করে দিলেন, তার মানে দাঁড়াল আপনারা সমুদ্র সৈকতে বেড়াতে আসাটাই অর্থহীন করে ফেললেন। এটা কি মানুষ একটু পরিবার পরিজন নিয়ে একটু আনন্দ ফুর্তি করুক সেটা আপনাদের সহ্য হয় না বলে নাকি সমুদ্র সৈকতকে বিভিন্ন ধরণের অরপরাধীদের অভয়ারণ্য করে তোলার তাগিদে নাকি সকলের নিরাপত্তা দিতে নিজেদের ব্যর্থতা ঢাকতে?

দুবনা, ৩০ ডিসেম্বর ২০২১

নিয়ে বিলো শাচতিয়া

 

দেশে নারী ও শিশুদের জন্য সী বিচে আলাদা জায়গা করেছে শুনে আমার এক রুশ বন্ধু খুব উৎসাহী হয়ে উঠল
- একেই বলে লাক।
- কেন?
- এই দেখনা, বউ আর বাচ্চাদের নিয়ে ব্ল্যাক সী বা অন্য কোথাও রেস্ট গেলে মনের সুখে যে একটু পিভা খাব তার উপায় নেই। তোমাদের মত ব্যবস্থা হলে ওরাও সমুদ্রে রেস্ট নিত আর আমিও আমার মত করে ছুটিটা এঞ্জয় করতাম।

দুবনা, ৩০ ডিসেম্বর ২০২১

ভুল


কোন কিছু ভুলে যাওয়ার মোক্ষম উপায় সেটা ভুলে যেতে না চাওয়া। যখনই আমরা কোন কিছু খুব বেশি করে ভুলতে চাই, তখনই সেটাকে ভুলতে ভুলে যাই, মানে তা বার বার মনের জানালায় এসে উঁকি দিয়ে যায়। বিশ্বাস হয় না? আমরা অনেক গুরুত্বপূর্ণ জিনিস ভুলতে চাই না, কিন্তু প্রয়োজনের সময় তা বেমালুম ভুলে যাই, কিন্তু যা ভুলতে চাই তা দরকারে অদরকারে চোখের সামনে ভেসে উঠে আমাদের অন্ধও করে রাখে।

দুবনা, ২৯ ডিসেম্বর ২০২১


Tuesday, December 28, 2021

পশুপতি


ইদানিং নিজেকে প্রায়ই রাখাল বালক বলে মনে হয়। 

কেন? চাকরি বাদ দিয়ে গ্রামে আস্তানা গাড়লেন নাকি?

না না। আসলে এত বেশি রং বেরঙের চতুষ্পদ প্রাণী নেতার আসন দখল করে আগে আগে হাঁটে যে ইচ্ছা অনিচ্ছায় নিজেকে রাখাল বালক সাজতে হয়। 

দুবনা, ২৮ ডিসেম্বর ২০২১


Monday, December 27, 2021

সমতা


আচ্ছা দেশে যে পরিমাণ ভালো মানুষ মারা যায় সে তুলনায় খারাপ মানুষ এত কম মরে কেন?
খারাপ মানুষগুলো এতই খারাপ যে একজন খারাপ মানুষকে কমপেনসেট করতে অনেকগুলো ভালো মানুষের দরকার হয়। তাই হয়তো এই অসাম্য

দুবনা, ২৮ ডিসেম্বর ২০২১


জানা


রুশরা বলে প্রত্যেককে নিজের ক্রস নিজেকেই বইতে হয়। তবে অধিকাংশ মানুষ নিজের ভুলের দায়টা অন্যের কাঁধে চাপিয়ে দেয় যদিও মাশুল দেয় নিজেই। ফলে তারা আজীবন নিজেদের পরিস্থিতির শিকার বলে মনে করে হতাশায় ভুগে। অথচ কষ্ট করে কারণ অন্বেষণ করে নিজের ভুলটা বুঝতে পারলে হয়তো অনেক আগেই নতুন করে জীবন গড়ে তুলতে পারত। 
নিজেকে জানার অনাগ্রহ থেকেই এর জন্ম। সাধে কি সক্রেটিস আমাদের বলেছেন "নিজেকে জান।"

মস্কো, ২৭ ডিসেম্বর ২০২১

Sunday, December 26, 2021

কথা লেখা


আজকাল এত বেশি বেশি লিখছ কেন?
সব সময় তো মাস্ক পরে থাকতে হয় তাই মুখ খুলতে পারি না। কথারা তো কথা শুনে না, বানের জলের মত আসতেই থাকে, আসতেই থাকে। কী করব বল? তাই আমিও লিখতেই থাকি, লিখতেই থাকি।

দুবনা, ২৬ ডিসেম্বর ২০২১

Saturday, December 25, 2021

ক্লিকবাজী


দাদা আপনি কোথায়?
বনে।
কী করছেন?
এই তো একটু ক্লিকবাজী করছি।
বলেন কী? আপনি ক্লিকবাজী করছেন। এটাও সম্ভব?
ছবি তুলছি ভাই, ছবি। অসম্ভবের আবার কী আছে?
যাক, বাঁচা গেল।

দুবনা, ২৫ ডিসেম্বর ২০২১

ঘুষের জন্ম


ঘুম ভাঙতে না ভাঙতেই গুলিয়া বলল

আমার কেক কোথায়?
কেক আবার কি দোষ করল?
আজ তোমার জন্মদিন।
তাই বলে একটা জলজ্যান্ত কেককে মেরে ফেলতে হবে?
বাদ দাও তোমার মানবতা। আমার কেক চাই।
জন্মদিন আমার, তুমি কেক পাবে কোন যুক্তিতে?
বাড়িতে সবার জন্মদিনে আমি কেক পাই।
সেটা তোমার জন্মদিনে আর ছেলেমেয়েদের জন্মদিনে। এসব জন্মদিনে তোমার সরাসরি অংশগ্রহণের পুরস্কার হিসেবে। আমি তো সেই হিসেবে আউটসাইডার।
এই যে আমি তোমাকে এত কষ্ট করে ভালোবাসি তার জন্য কোন পারিশ্রমিক নেই বুঝি? 
মহা মুস্কিল। ভালোবাসলে কেক কিনতে হবে, ভালোবাসা পেলে কেক কিনতে হবে। এ যে দেখছি ওয়ান ওয়ে ড্রাইভ। এখান থেকেই কি ঘুষের শুরু?

দুবনা, ২৫ ডিসেম্বর ২০২১

Thursday, December 23, 2021

কাল অকাল


সারা বিশ্বে পুলিশ অভিযুক্তকে সন্দেহ করে তার অপরাধ প্রমাণের চেষ্টা করে, আমাদের দেশে পুলিশ অভিযোগকারীকে সন্দেহ করে তাকেই অপরাধী বানানোর চেষ্টা করে। অভিযোগ নেই অপরাধ নেই - এটাই মনে হয় তাদের মূল মন্ত্র।

দুবনা, ২৪ ডিসেম্বর ২০২১

Wednesday, December 22, 2021

চাকরি

গত সোমবার, মঙ্গলবার আর বুধবার তাপমাত্রা ছিল -২০ থেকে -২৫ এর মধ্যে, অনুভূতি -২৭ থেকে -৩২ এর মধ্যে। আজ থেকে তাপমাত্রা বাড়তে বাড়তে -৪ (অনুভব হবে -১১) হলেও মঙ্গলবার থেকে আবার -২৪ (অনুভূতি -৩০) নামবে কয়েক দিনের জন্য। সরকার কি শীতকে চাকরির নিয়োগপত্র দিল না কি যে কাজের দিনগুলোতেই কাছা দিয়ে ওকে কাজে নামতে হবে।

দুবনা, ২৩ ডিসেম্বর ২০২১

গল্প নিয়ে গল্প


ইদানিং কালে রুশ টিভিতে প্রায়ই যুদ্ধ নিয়ে কথা হচ্ছে। ইউক্রেন, বাল্টিক স্টেটস, পোল্যাণ্ড - এদের জন্য ছোটখাটো যুদ্ধ আপাত দৃষ্টিতে লাভজনক। তাদের ধারণা সেক্ষেত্রে তারা আরও বেশি আর্থিক সহায়তা পাবে। কিন্তু এ ধরনের ঘটনায় রাশিয়া ও আমেরিকার সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার সম্ভাবনা যথেষ্ট যেটা পারমানবিক যুদ্ধে রূপ নিতে পারে। আর এই সম্ভাবনাই যুদ্ধকে এখনও দূরে সরিয়ে রাখছে। যাহোক, বৌ বলল

- আমার ভয় হচ্ছে যুদ্ধ লেগে না যায়।
- ভয়ের কি আছে? এটা তো খুশির খবর। সেই গল্পের মত সবাই একই দিনে মারা যাব। 

বৌ শান্ত হল কিনা জানিনা, তবে মরেও যদি ক্ষমতালিপ্সু সাম্রাজ্যবাদীদের হাত থেকে পৃথিবীকে মুক্ত করা যায় সেটাই বা কম কিসে, যদিও সেটা দেখার জন্য কেউই হয়তো বেঁচে থাকবে না।

দুবনা, ২২ ডিসেম্বর ২০২১


Tuesday, December 21, 2021

অর্থাতীত অর্থ


দেখ, সুখী, সুন্দর ও শান্তিপূর্ণ জীবন যাপনের জন্য খুব বেশি অর্থের প্রয়োজন হয় না। তারপরেও মানুষ অর্থের পেছনে ছুটছে তো ছুটতেই। কেন? এটাকে সে শরীরচর্চা ভাবে। শত হলেও দৌড় কি-না! নিরাপত্তার খোঁজে এভাবেই সেই নিজেকে অনিশ্চয়তার মধ্যে রাখে। তা না হলে এত কষ্ট করে অনিশ্চয়তার সূত্র আবিষ্কার করার কোন প্রয়োজন ছিল না। এটা জ্ঞানের প্রতি মানুষের শ্রদ্ধা। কিন্তু সবচেয়ে বড় কথা হল মানুষ পরোপকারী, সব কিছু করে পরের জন্য। কি হয়েছে যে সে তার আয়ের নগণ্য অংশ ভোগ করতে পারবে? কিন্তু তার টাকার পাহাড় দেখে, সেই গল্প করে কত লোক জীবন কাটিয়ে দেবে। কেউ অনুপ্রেরণায়, কেউ ঈর্ষায়। অন্যকে দেখানো, অন্যের চোখ ধাঁধানো, অন্যের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়া এসবই তো মানবিক গুন। নিজের সুখ আমরা মাপি অন্যের দুঃখ দিয়ে। এটা আপেক্ষিক তত্ত্বের মানবিক সাইড এফেক্ট। তাই নাম, যশ, অর্থের প্রতি মানুষের দুর্নিবার আকর্ষণ এটা তার বিজ্ঞান ভাবনার যাকে বলে ডাইরেক্ট প্রোডাক্ট। তবে বিজ্ঞানমনস্কতার সাথে এর সম্পর্ক বিপরীত আনুপাতিক। 

দুবনা, ২২ ডিসেম্বর ২০২১

Sunday, December 19, 2021

গণতন্ত্র


গণতন্ত্রের অন্যতম প্রধান শর্ত স্বনির্ভরতা। যখন কোন দেশ অন্য দেশের উপর অর্থনৈতিক, বিশেষ করে রাজনৈতিক ভাবে নির্ভরশীল হয়, গণতন্ত্রের অন্য সব উপকরণ থাকা সত্ত্বেও তাকে গণতান্ত্রিক দেশ বলা চলে না, কেননা অনেক ক্ষেত্রেই সেই দেশকে বড় ভাইয়ের চাপের কাছে নতি স্বীকার করতে হয়। সেদিক থেকে বিচার করলে আমেরিকার ঘনিষ্ঠ মিত্র দেশগুলো, যাদের পররাষ্ট্র নীতি সহ অনেক বিষয়ই আমেরিকার সম্মতির উপর নির্ভর করে, কতটুকু গণতান্ত্রিক আর কতটুকু স্বনির্ভর সেটা ভাবার বিষয়। দেশের স্বার্থ অন্যের কাছে জিম্মি রেখে জনগণের রায়কে প্রাধান্য দেয়া যায় না। আবার যে দেশ অন্য দেশের গণতন্ত্রকে নিজের স্বার্থে ভূলুণ্ঠিত করতে দ্বিধা করে না সে দেশই বা কতটুকু গণতান্ত্রিক? সৎ হতে হলে সব বিষয়েই হতে হয়, নির্বাচিত কিছু বিষয়ে সৎ আর অন্য ব্যাপারে অসৎ হলে তাকে কিছুতেই সৎ বলা যায় না। গণতন্ত্রের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।

মস্কো, ২০ ডিসেম্বর ২০২১

পুঁজিবাদ


মুরগি আর আলু এক সাথে ওভেনে দিয়ে রান্না করল মনিকা। এটা ভালো। আলাদা ভাত আর আলাদা মুরগির চেয়ে। সময় বাঁচে। সেভাও ইদানিং মাংস, নুডলস, টমেটো সস আর আজিকা এক সাথে বসিয়ে দেয়। এই আলসেমি বা শর্টকাট মেথড ওদের মনে হয় জন্মসূত্রে আমার কাছ থেকে পাওয়া। ভাগ্যিস মায়ের কাছ থেকে পায়নি, তাহলে নোনা মাছ বা টিন ফিস খেয়েই জীবন পার করতে হত।

তোমাকে হুইস্কি কোক মিশিয়ে দেব?
না, এমনিতেই দে।

মনিকা আর মিশা কোক দিয়ে নিল, আমি র।

সেই আমল নেই। লোকজন আজকাল ড্রিংকও করে ভেজাল মিশিয়ে। পুঁজিবাদ বলে কথা।

মস্কো, ১৯ ডিসেম্বর ২০২১

সময়

ছাত্রজীবনে সব রোগের মহৌষধ ছিল ভোদকা। গতকাল আলসেমি করে জানালা বন্ধ না করায় একটু সর্দি সর্দি ভাব। মস্কো এসেছি কাল ক্লাস নেব বলে। মনিকাকে রান্না করতে বললাম। ওকে মাথা ব্যথার কথা বললে হুইস্কি খাব কিনা জানতে চাইল। এখন এখানে ভোদকা আগের মত সমাদৃত নয়। ভিন্ন সময় ভিন্ন প্রায়োরিটি।

মস্কো, ১৯ ডিসেম্বর ২০২১

ঈশ্বর


এক বন্ধু স্ট্যাটাস দিয়েছে ঈশ্বর নাকি চোর বাটপার লুটেরাদের পক্ষ নিয়েছে। ভুলে গেলে চলবে না যে দেশে ঈশ্বর সংখ্যালঘু। তাঁর ঘাড়ে কি দশটা মাথা যে চোর বাটপার লুটেরা আর ক্ষমতাসীনদের বিপক্ষে কথা বলে বেঘোরে প্রাণ হারাবেন?

মস্কোর পথে, ১৯ ডিসেম্বর ২০২১

সতর্কবাণী

ভালোয় ভালোয় ভালো হয়ে যাও, নইলে কিন্তু ভালো হবে না বলে দিলাম। 

দুবনা, ১৯ ডিসেম্বর ২০২১

Saturday, December 18, 2021

মানব জীবন


গত কয়েক দিনে আমি গোটা তিনেক মাস্ক হারালাম, কেমনে কেমনে যেন পকেট থেকে বেকসুর খালাস পেয়ে যায়। সেদিন নতুন মাস্ক বের করে পরে দেখি সাইজে ছোট, কানটা এই ছিঁড়ে তো সেই ছিঁড়ে। মেজাজ গেল খেরাপ হয়ে, কেননা একই সাথে গোটা বিশেক মাস্ক কিনেছি, তার যদি এই অবস্থা হয় তাহলে ওদের কী গতি হবে। অনেক কষ্ট করে দিন দুয়েক সেভাবেই ঘুরে বেড়ালাম। তারপর মস্কোয় সকালে মেট্রোতে যখন উঠবো দেখি এই ক'দিন আমি উল্টো করে মাস্ক পরেছি, শাস্তি স্বরূপ এই নরক যন্ত্রণা। মনে মনে ভাবলাম, আমার মধ্য থেকে মাননিক গুণগুলো একেবারে উধাও হয়ে যায়নি। এখনও অনায়াসে নিজের দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে দিতে দ্বিধা বোধ করি না।

দুবনা, ১৮ ডিসেম্বর ২০২১

Friday, December 17, 2021

বন্ধুত্ব


বিশ্ব রাজনীতিতে আমেরিকা এখন বাহাদুর শাহের মুঘল সাম্রাজ্যের মত আর চীন সেই সময়ের ইস্ট ইন্ডিয়া কোম্পানি। বাংলাদেশ যাকেই ত্রাণকর্তা হিসেবে নিক না কেন দুটোই লস লস সিচুয়েশন। 

দুবনা, ১৮ ডিসেম্বর ২০২১

ইতিহাস

রাজনৈতিক দলগুলো যখন সত্যের চেয়ে মিথ বা রূপকথার প্রতি বেশি আগ্রহী হয়ে ওঠে তখন দুঃখ আর বেদনায় ইতিহাসের মুখ বিকৃত আকার ধারণ করে। 

দুবনা, ১৭ ডিসেম্বর ২০২১

Thursday, December 16, 2021

মাদকতা


জানেন তো অনেক ধর্মেই মদ নিষিদ্ধ নয়।
জানলাম। 
তাহলে ধর্মের মাদকতার ব্যাপারে কী বলবেন?
আমাদের ছাত্র জীবনে অনেক সময় পান শুরু হত পিভা বা বিয়ার দিয়ে। তারপর ভিনো বা ওয়াইন। সব শেষে ভোদকা, কনিয়াক - এসব। কোন ধর্মে নিজস্ব মাদকতায় অভাব থাকলে বাইরে থেকে সেটা ধার করে, যেমন করে নিজেদের ইমিউনিটি কম থাকলে আমরা ভ্যাক্সিন নিয়ে ঘাটতি পূরণ করি। একই ভাবে যেসব ধর্ম নিজের মাদকতায় অনুগামীদের মাতাল করতে পারে না সেসব ধর্ম পানীয়ের সাহায্য নেয়। লোকে বলে সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় আদালতে ধর্মগ্রন্থ ছুঁয়ে আর সত্য বলা হয় মদের আড্ডায়। হয়তো ভক্তরা যাতে ঈশ্বরের কাছে হৃদয় উজাড় করে সত্য কথা বলে সেজন্যই এই ব্যবস্থা।

দুবনা, ১৭ ডিসেম্বর ২০২১

Wednesday, December 15, 2021

প্রশ্নোত্তর


ধর্মে মদ নিষিদ্ধ কেন?
ধর্ম নিজেই তো আদর্শের মাদকতা দিয়ে সবাইকে ভুলিয়ে রাখে। অন্য মদ খেয়ে বিষে বিষ কাটার মত যদি ধর্মের মাদকতা কেটে যায় সেই ভয়েই ধর্ম মদ নিষিদ্ধ করে।

দুবনা, ১৫ ডিসেম্বর ২০২১

Tuesday, December 14, 2021

বুদ্ধিজীবী

 

বুদ্ধিজীবী - বুদ্ধি যাদের জীবিকা নয়, বুদ্ধি যাদের জীবন। আর এটা তখনই সম্ভব যখন বুদ্ধি অন্ধবিশ্বাসের দাস নয়, সীমাহীন আকাশে মুক্ত বিহঙ্গ।

দুবনা, ১৪ ডিসেম্বর ২০২১ 
 
 

 

Sunday, December 12, 2021

সরকারি মাল


কথায় আছে সরকারি মাল দরিয়া মে ভাল। শিক্ষাঙ্গনে যা ঘটছে তা দেখে আর এতগুলো ছাত্রের ফাঁসির আদেশ শুনে মনে হয় দেশের জনশক্তি, জাতীয় সম্পদ এসব নিয়ে জনগণ বা সরকার কারো কোন মাথাব্যথা নেই। একজন ছাত্রকে বিশ্ববিদ্যালয়ের দ্বার পর্যন্ত আনতে জনগণের কত পয়সা খরচ হয় সেই হিসাব কি আমরা রাখি? তাছাড়া কোন ছাত্রের মাঝপথে ছিটকে পড়া মানে একটা সম্ভাবনার অকাল মৃত্যু। কারণ সেটা শুধু সেই ছাত্রই ছিটকে পড়লো না, আরও একজন, যে সেই সুযোগ বঞ্চিত হল সেটাই কি কম। সেটা কী পরিবারের জন্য, কী দেশের জন্য - অপূরণীয় ক্ষতি। জনগণ ও সরকার যদি এ ব্যাপারে সচেতন হত - যে অপরাজনীতি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের খুন করতে শেখায় সেটা বন্ধ করত, বুয়েটের ঘটনায় বিশ জনের মৃত্যুদন্ড দেওয়ার সাথে সাথে তাদের যারা লালন করেছে ও প্রশ্রয় দিয়েছে সেই সংগঠন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করত। বর্তমান শাস্তি প্রতিশোধের, প্রতিবাদ বা প্রতিরোধের অঙ্গীকার এতে নেই।

মস্কো, ১৩ ডিসেম্বর ২০২১

দ্বন্দ্ববাদ


ধর্মের মতে মানব ইতিহাসে খাদ্যের উপর নিষেধাজ্ঞা জারি করে প্রথম আইন পাশ হয় আর সেই আইন অমান্য করার মধ্য দিয়ে শুরু হয় পৃথিবীর বুকে মানুষের পদযাত্রা। মানব জাতি এখনও সাফল্যের সাথে বিভিন্ন নিষেধাজ্ঞা জারি করে নিজেদের ঈশ্বরের সমকক্ষ করার জন্য যেমন অবিরাম চেষ্টা করে যাচ্ছে, তেমনি অনবরত সেই সব নিষেধাজ্ঞা ভঙ্গ করে নিজেদের মানুষের কাতারে রাখার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। 

মস্কোর পথে, ১২ ডিসেম্বর ২০২১

সীমা

 

আজকাল ফেসবুকে মানুষের স্ট্যাটাস দেখে ভয় পেয়ে যাই। প্রচুর স্ট্যাটাস যেখানে প্রতিহিংসা, প্রতিশোধ প্রবণতা এত বেশি যে ভয় হয় এই ভেবে যে এরা কোন পৃথিবী রেখে যাবে উত্তরসূরিদের জন্য। এই ঘৃণা, এই প্রতিহিংসা অনেক ক্ষেত্রেই ন্যায়সঙ্গত, কিন্তু সময় মত থামতে না পারলে এই ঘৃণাটাই আমাদের একমাত্র অনুভূতি হয়ে দাঁড়াতে পারে। আজ এই যে সাম্প্রদায়িকতা - এটাও কিন্তু এই ঘৃণা থেকেই। সব কিছুরই একটা ক্রিটিক্যাল পয়েন্ট থাকে, আমাদের বিভিন্ন অনুভুতিরও সেই সীমা আছে। সেই সীমানা পার হয়ে গেলে ফেরার পথ থাকে না। এমনকি ন্যায়ের পৃথিবী গড়ার জন্য যখন অন্যায় পদ্ধতি এই সীমানা পেরিয়ে যায়, তখন শত চেষ্টা করেও আর ন্যায় প্রতিষ্ঠা করা যায় না। অন্যদের শাস্তি দাবি করে করে আমরা যেন নিজেদের ঘুম নষ্ট না করি, নিজেদের মনকে বিষিয়ে না তুলি, সেদিকটা খেয়াল করাও অত্যন্ত জরুরি। তা না হলে নিজেরাই একদিন অন্যদের মতই ভারসাম্যহীন একটা প্রাণীতে রূপান্তরিত হব।

দুবনা, ১২ ডিসেম্বর ২০২১ 
 
 

 

Saturday, December 11, 2021

স্বপ্ন ভঙ্গ


পশ্চিমা বিশ্ব অনেক চোর বাটপার তৈরি করে তৃতীয় বিশ্বের দেশগুলো নিজেদের বলয়ে রাখার জন্য, কিন্তু যখনই এসব লোক তাদের দেশে আশ্রয় নিতে চায়, তাদের অচ্ছুত বলে দূর দূর করে তাড়িয়ে দেয়। তাই পশ্চিমা বিশ্বকে অভয়ারণ্য মনে করে যারা দেশে অন্যায় ভাবে টাকার পাহাড় গড়ে তোলে তাদের বোঝার সময় এসেছে যে যুগ বদলে গেছে। নিজেদের ক্ষমতার লাগাম টেনে ধরতে না পারলে এ টাকার পাহাড় চাপা পড়ে নিজেদের অকাল মৃত্যু হতে পারে।

দুবনা, ১১ ডিসেম্বর ২০২১

Thursday, December 9, 2021

মেসেজ

পরীক্ষায় উত্তীর্ণ হয়েও ভূমি না থাকায় পুলিশের চাকরিতে নিয়োগ না দিয়ে সরকার কি মেসেজ পাঠাল? মেধা নয় ভূমি/বাসস্থান অনেক বেশি গুরুত্বপূর্ণ। কষ্ট করে লেখাপড়া না করে দুর্নীতি করে হলেও আগে একটু জমি কেন। নাকি ভূমিহীন এই প্রার্থীর ঘুষ দেবার ক্ষমতা ছিল না বলে এত কেচ্ছা?

দুবনা, ১০ ডিসেম্বর ২০২১

অর্থদুর্নীতি


বর্তমানে অর্থের সাথে নৈতিকতার যাকে বলে সাপে নেউলে সম্পর্ক, কিন্তু দুর্নীতির সাথে তার গলায় গলায় ভাব। অর্থনীতিকে তাই এখন অর্থদুর্নীতি নামে ডাকাই অনেক বেশি যুক্তিযুক্ত। 

দুবনা, ১০ ডিসেম্বর ২০২১

শীত

 

শীতের কেন শীত করে না
বলতে পার ভাই?
বরফ মাখে উদম গায়ে
ঠান্ডার ভয় নাই।
হয় না কি ওর সর্দি কাশি
হয় না কি ওর জ্বর?
বন বাদাড়ে ঘুরে বেড়ায়
নেই কোন ভয় ডর।


দুবনা, ০৯ ডিসেম্বর ২০২১

দায়িত্ব


আগে ধর্মকে বলা হত আফিম, এখন রাজনীতিও সেই আফিমের রূপ ধারণ করেছে। কোন আদর্শের জন্য নয়, নেতানেত্রীদের অন্ধভাবে অনুসরণ করে কত কচি প্রাণ যে ঝরে পড়ছে অকালে? ধর্ম এর দায়িত্ব নেয় না, রাজনীতিও নেবে বলে মনে হয় না।

দুবনা, ০৯ ডিসেম্বর ২০২১

Wednesday, December 8, 2021

প্রশ্ন


সময়ের কাজ সময়ে না করলে অনেক ন্যায়ও অন্যায় মনে হয়। কে জানে, যদি সময় মত বিশ্বজিৎ সহ অন্যান্য হত্যার বিচার হত আজ হয়তো আবরার হত্যার বিচার করতে হত না। আবরার হত্যার বিচারে আজ শাস্তি পেল শুধু তারাই যারা সরাসরি এর সাথে জড়িত ছিল। অনেকেই ভাবছে ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে সেজন্য এই চরম শাস্তি দরকার ছিল। কিন্তু সরকার, প্রশাসন, রাজনৈতিক দলগুলো, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আর সমাজ - এরা কি পারবে নিজেদের দায়িত্ব এড়াতে? যদি অন্যরা এ থেকে শিক্ষা না নেয় বা না নিতে পারে - শুধু ছাত্ররা কি পারবে নিজেদের সঠিক পথে ফিরিয়ে আনতে?

দুবনা, ০৯ ডিসেম্বর ২০২১

Science-mindedness

Knowledge is a candle that illuminates everything in the sphere around it. But, like any ball, it has a surface. And everything on the surface and beyond is the darkness of ignorance. We try to expand the scope of our knowledge by asking questions, learning something new. But we do it based on our knowledge. Therefore, most often we limit ourselves to the limits of our knowledge and are afraid to risk asking unpleasant questions. And sometimes even our justified fear gets in the way of our scientific pursuits. At this moment, taking a risk or playing it safe - determines whether we are scientists or officials.

Dubna, 08 December 20211

Tuesday, December 7, 2021

সমাজ


সব কিছুর মত সমাজও ইনার্শিয়াতে চলে। মুক্তিযুদ্ধের সময় যেমন প্রচুর মানুষ কোন কিছু না ভেবেই যন্ত্রচালিতের মত যুদ্ধে নেমেছে, এখন তেমনি অনেকেই অবচেতন মনেই দুর্নীতির সাথে জড়িয়ে পড়ে। ঘুষ, দুর্নীতি, বুলিং এসব এত প্রচ্ছন্ন ভাবে সমাজের প্রতিটি স্তরে এমনভাবে প্রবেশ করেছে যে অনেকেই এটাকে অন্যায় না ভেবে সামাজিক রীতি হিসেবেই নেয়। আর এ কারণেই এর প্রভাব পড়েছে রাজনীতিতেও, রাজনীতি পরিনত হয়েছে অপরাজনীতিতে। 

দুবনা, ০৮ ডিসেম্বর ২০২১

ব্যক্তিগত


ব্যক্তিগত ব্যাপারটা কি?
ব্যক্তি যখন গত হয় তখন তাকে ব্যক্তিগত বলা হয়। ব্যক্তিগত কারণ এটা কোন ব্যক্তির গত হওয়ার ফল। সেটা অবশ্য জীবন থেকেও হতে পারে আবার পদ থেকেও হতে পারে।

দুবনা, ০৭ ডিসেম্বর ২০২১


মা


এখন জানি না তবে আমাদের ছোটবেলায় দেখেছি গ্রামের অধিকাংশ মানুষ বাবাকে আপনি আর মাকে তুই বলে সম্বোধন করে। জন্মের পর থেকেই মায়ের স্থান হয় বাবার নীচে। মা বড়জোর বাবার বৌ, অধিকাংশ ক্ষেত্রেই বাড়ির কাজের লোক। 

দেশের উন্নয়নের সাথে সাথে মায়েদের অবস্থার উন্নতি ঘটেছে কিনা জানিনা। তবে অনেকেই যখন তাদের দলীয় নেত্রীদের মা বলে সম্বোধন করে প্রচন্ড নারীবিদ্বেষী বক্তব্য দেয় তখন মনে হয় তাদের মায়ের ধারণা সেই ফেলে আসা দিনের গ্রাম্য ধারণার মতই

দুবনা, ০৭ ডিসেম্বর ২০২১

Monday, December 6, 2021

কৌশল


ছোটবেলায় খুব দুষ্টুমি করলে পালিয়ে থাকতাম। সন্ধ্যার দিকে সব নালিশ হত আর বাবা বলতেন আসুক আগে বাড়ি, এমন ধোলাই দেব। আমার আসার লক্ষণ নেই। বাড়িতে ঘর ছিল গোটা তিরিশ, ছিল গাছ, বাঁশঝাড়। কোথাও যখন খুঁজে পেত না আর রাত গভীর হত, তখন সুর পাল্টে যেত। শাস্তির কথা ভুলে প্রথমে অনুনয়, তারপরে এটা সেটা দেবার লোভ। যখন বুঝতাম ফেরার মূল্যটা চলনসই, সবার অজান্তে এসে ঘরে ঢুকতাম। জিরো থেকে তখন আমি হিরো। 

আমাদের অধিকাংশ মন্ত্রীর কাজে জনগণ খুশি নয়, এমনকি দাবি ওঠে অযোগ্য মন্ত্রীদের অপসারণের। তাই মনে হয় এখন এত গালাগালির শো-ডাউন। হিসেবটা এই মন্ত্রীদের মুখে অকথ্য ভাষা শুনে জনগণ বলবে, তোমাদের কাজ করার দরকার নেই, শুধু দয়া করে কথা কইও না। 

দুবনা, ০৭ ডিসেম্বর ২০২১

কথোপকথন


এখন তোমাদের ওখানে তাপমাত্রা কত?
বত্রিশ ডিগ্রী।
বল কি? এ যে দেখছি ভীষণ গরম। দেশের চেয়েও বেশি।
বত্রিশ ডিগ্রী ফারেনহাইট।

দুবনা, ০৬ ডিসেম্বর ২০২১

Sunday, December 5, 2021

প্রতিবন্ধীমন্ত্রী


যেহেতু ঘটনা দেখিনি বা শুনিনি তাই মন্তব্য করাটা ঠিক নয়। তবে ফেসবুকে বিভিন্ন কমেন্ট দেখে মনে হচ্ছে তিনি শুধু তথ্য প্রতিমন্ত্রীই নন, ভাষা প্রতিবন্ধীমন্ত্রীও বটে। 

মস্কোর পথে, ০৫ ডিসেম্বর ২০২১

অতৃপ্তি


কাজকে এন্জয় করুন, কিন্তু কাজের ফলে তৃপ্ত হবেন না। অতৃপ্তিই আপনাকে নতুন কাজে, নতুন গবেষণায় পথে নামাবে। তৃপ্তি আমাদের বিশ্রাম নিতে বলে, কর্ম বিমুখ করে, অতৃপ্তি আমাদের উদ্যোগী করে, অনুপ্রেরণা যোগায়।

দুবনা, ০৫ ডিসেম্বর ২০২১

Saturday, December 4, 2021

দোষগুণ


অনেক দিন পরে ঘড়ি হাতে দিয়ে ঘুরছি। মোবাইল ফোনের অত্যাচারে প্রায় দেড় যুগ আগে ঘড়িটা যখন বিদায় নিল সেদিন ভাবিনি আবার কখনও ও ফিরে আসবে। তবে ইদানিং স্টেপ, হার্টবিট ইত্যাদির হিসেব রাখতে স্মার্টফোন হিমশিম খাচ্ছিল বলে ওর এসিস্ট্যান্ট হিসেবে স্মার্ট ব্যান্ডের আমদানি। তবে এসবের বাইরেও ও যখন হাঁটার জন্য আমার কানের কাছে চিৎকার করতে থাকে মেজাজ খারাপ হয়ে যায়। এতদিন আমি প্রায়ই ফোন কল মিস করতাম, বিশেষ করে গুলিয়ার। এখন আর সে উপায় নেই। ফোন এলেই হাত ধরে কি যে ঝাকাতে শুরু করে। এক কথায় অনেক গুনের পরেও ও দোষমুক্ত নয়।

দুবনা, ০৪ ডিসেম্বর ২০২১

Friday, December 3, 2021

প্রশ্ন


কুখ্যাত সিরিয়াল কিলার চিকাতিলো কিন্তু আদর্শ স্বামী ও বাবা ছিল। তারপরেও তাকে কেউ মানুষ না বলে অমানুষ বলে। যেসব দেশ বা প্রশাসন নিজেদের নাগরিকদের প্রতি যত্নশীল হয়েও নির্বিচারে বিভিন্ন দেশ আক্রমণ করে, ধ্বংস করে, মৃত্যুর কারণ হয় লাখ লাখ মানুষের সে সব দেশকে কি গণতান্ত্রিক বলা যায়? বলা যায় কি তাদের মানবিক দেশ? আর যেসব দেশ এসব জেনেও শুধু চুপ করেই বসে থাকে না, নানা ভাবে সাহায্য করে এই ধ্বংস যজ্ঞে - তাদের কী বলা যায়?

দুবনা, ০৩ ডিসেম্বর ২০২১

Thursday, December 2, 2021

Reality of life

The universe is so diverse that even all the knowledge of the wisest person of the world is like a dot in the ocean compared to his ignorance. So when we try to spread the light of our knowledge, we often fall into the darkness of ignorance.

Вселенная настолько разнообразна, что даже все знания самого мудрого человека мира подобны капли в океане по сравнению с его невежеством. Поэтому, пытаясь распространить свет наших знаний, мы часто падаем во тьму невежества. 
 
মহাবিশ্ব এতই বৈচিত্র্যময় যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তির সমস্ত জ্ঞানও তার অজ্ঞতার তুলনায় সিন্ধুতে বিন্দুর মত। তাই নিজেদের জ্ঞানের আলো ছড়াতে গিয়ে আমরা প্রায়ই অজ্ঞানতার আঁধারে ডুবে যাই।

দুবনা, ০২ ডিসেম্বর ২০২১