মুরগি আর আলু এক সাথে ওভেনে দিয়ে রান্না করল মনিকা। এটা ভালো। আলাদা ভাত আর আলাদা মুরগির চেয়ে। সময় বাঁচে। সেভাও ইদানিং মাংস, নুডলস, টমেটো সস আর আজিকা এক সাথে বসিয়ে দেয়। এই আলসেমি বা শর্টকাট মেথড ওদের মনে হয় জন্মসূত্রে আমার কাছ থেকে পাওয়া। ভাগ্যিস মায়ের কাছ থেকে পায়নি, তাহলে নোনা মাছ বা টিন ফিস খেয়েই জীবন পার করতে হত।
তোমাকে হুইস্কি কোক মিশিয়ে দেব?
না, এমনিতেই দে।
মনিকা আর মিশা কোক দিয়ে নিল, আমি র।
সেই আমল নেই। লোকজন আজকাল ড্রিংকও করে ভেজাল মিশিয়ে। পুঁজিবাদ বলে কথা।
মস্কো, ১৯ ডিসেম্বর ২০২১
No comments:
Post a Comment