ইদানিং কালে রুশ টিভিতে প্রায়ই যুদ্ধ নিয়ে কথা হচ্ছে। ইউক্রেন, বাল্টিক স্টেটস, পোল্যাণ্ড - এদের জন্য ছোটখাটো যুদ্ধ আপাত দৃষ্টিতে লাভজনক। তাদের ধারণা সেক্ষেত্রে তারা আরও বেশি আর্থিক সহায়তা পাবে। কিন্তু এ ধরনের ঘটনায় রাশিয়া ও আমেরিকার সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার সম্ভাবনা যথেষ্ট যেটা পারমানবিক যুদ্ধে রূপ নিতে পারে। আর এই সম্ভাবনাই যুদ্ধকে এখনও দূরে সরিয়ে রাখছে। যাহোক, বৌ বলল
- আমার ভয় হচ্ছে যুদ্ধ লেগে না যায়।
- ভয়ের কি আছে? এটা তো খুশির খবর। সেই গল্পের মত সবাই একই দিনে মারা যাব।
বৌ শান্ত হল কিনা জানিনা, তবে মরেও যদি ক্ষমতালিপ্সু সাম্রাজ্যবাদীদের হাত থেকে পৃথিবীকে মুক্ত করা যায় সেটাই বা কম কিসে, যদিও সেটা দেখার জন্য কেউই হয়তো বেঁচে থাকবে না।
দুবনা, ২২ ডিসেম্বর ২০২১
No comments:
Post a Comment