Tuesday, December 28, 2021

পশুপতি


ইদানিং নিজেকে প্রায়ই রাখাল বালক বলে মনে হয়। 

কেন? চাকরি বাদ দিয়ে গ্রামে আস্তানা গাড়লেন নাকি?

না না। আসলে এত বেশি রং বেরঙের চতুষ্পদ প্রাণী নেতার আসন দখল করে আগে আগে হাঁটে যে ইচ্ছা অনিচ্ছায় নিজেকে রাখাল বালক সাজতে হয়। 

দুবনা, ২৮ ডিসেম্বর ২০২১


No comments:

Post a Comment