ঘুম ভাঙতে না ভাঙতেই গুলিয়া বলল
আমার কেক কোথায়?
কেক আবার কি দোষ করল?
আজ তোমার জন্মদিন।
তাই বলে একটা জলজ্যান্ত কেককে মেরে ফেলতে হবে?
বাদ দাও তোমার মানবতা। আমার কেক চাই।
জন্মদিন আমার, তুমি কেক পাবে কোন যুক্তিতে?
বাড়িতে সবার জন্মদিনে আমি কেক পাই।
সেটা তোমার জন্মদিনে আর ছেলেমেয়েদের জন্মদিনে। এসব জন্মদিনে তোমার সরাসরি অংশগ্রহণের পুরস্কার হিসেবে। আমি তো সেই হিসেবে আউটসাইডার।
এই যে আমি তোমাকে এত কষ্ট করে ভালোবাসি তার জন্য কোন পারিশ্রমিক নেই বুঝি?
মহা মুস্কিল। ভালোবাসলে কেক কিনতে হবে, ভালোবাসা পেলে কেক কিনতে হবে। এ যে দেখছি ওয়ান ওয়ে ড্রাইভ। এখান থেকেই কি ঘুষের শুরু?
দুবনা, ২৫ ডিসেম্বর ২০২১
No comments:
Post a Comment