Tuesday, December 7, 2021

মা


এখন জানি না তবে আমাদের ছোটবেলায় দেখেছি গ্রামের অধিকাংশ মানুষ বাবাকে আপনি আর মাকে তুই বলে সম্বোধন করে। জন্মের পর থেকেই মায়ের স্থান হয় বাবার নীচে। মা বড়জোর বাবার বৌ, অধিকাংশ ক্ষেত্রেই বাড়ির কাজের লোক। 

দেশের উন্নয়নের সাথে সাথে মায়েদের অবস্থার উন্নতি ঘটেছে কিনা জানিনা। তবে অনেকেই যখন তাদের দলীয় নেত্রীদের মা বলে সম্বোধন করে প্রচন্ড নারীবিদ্বেষী বক্তব্য দেয় তখন মনে হয় তাদের মায়ের ধারণা সেই ফেলে আসা দিনের গ্রাম্য ধারণার মতই

দুবনা, ০৭ ডিসেম্বর ২০২১

No comments:

Post a Comment