Tuesday, December 21, 2021

অর্থাতীত অর্থ


দেখ, সুখী, সুন্দর ও শান্তিপূর্ণ জীবন যাপনের জন্য খুব বেশি অর্থের প্রয়োজন হয় না। তারপরেও মানুষ অর্থের পেছনে ছুটছে তো ছুটতেই। কেন? এটাকে সে শরীরচর্চা ভাবে। শত হলেও দৌড় কি-না! নিরাপত্তার খোঁজে এভাবেই সেই নিজেকে অনিশ্চয়তার মধ্যে রাখে। তা না হলে এত কষ্ট করে অনিশ্চয়তার সূত্র আবিষ্কার করার কোন প্রয়োজন ছিল না। এটা জ্ঞানের প্রতি মানুষের শ্রদ্ধা। কিন্তু সবচেয়ে বড় কথা হল মানুষ পরোপকারী, সব কিছু করে পরের জন্য। কি হয়েছে যে সে তার আয়ের নগণ্য অংশ ভোগ করতে পারবে? কিন্তু তার টাকার পাহাড় দেখে, সেই গল্প করে কত লোক জীবন কাটিয়ে দেবে। কেউ অনুপ্রেরণায়, কেউ ঈর্ষায়। অন্যকে দেখানো, অন্যের চোখ ধাঁধানো, অন্যের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়া এসবই তো মানবিক গুন। নিজের সুখ আমরা মাপি অন্যের দুঃখ দিয়ে। এটা আপেক্ষিক তত্ত্বের মানবিক সাইড এফেক্ট। তাই নাম, যশ, অর্থের প্রতি মানুষের দুর্নিবার আকর্ষণ এটা তার বিজ্ঞান ভাবনার যাকে বলে ডাইরেক্ট প্রোডাক্ট। তবে বিজ্ঞানমনস্কতার সাথে এর সম্পর্ক বিপরীত আনুপাতিক। 

দুবনা, ২২ ডিসেম্বর ২০২১

No comments:

Post a Comment