জানেন তো অনেক ধর্মেই মদ নিষিদ্ধ নয়।
জানলাম।
তাহলে ধর্মের মাদকতার ব্যাপারে কী বলবেন?
আমাদের ছাত্র জীবনে অনেক সময় পান শুরু হত পিভা বা বিয়ার দিয়ে। তারপর ভিনো বা ওয়াইন। সব শেষে ভোদকা, কনিয়াক - এসব। কোন ধর্মে নিজস্ব মাদকতায় অভাব থাকলে বাইরে থেকে সেটা ধার করে, যেমন করে নিজেদের ইমিউনিটি কম থাকলে আমরা ভ্যাক্সিন নিয়ে ঘাটতি পূরণ করি। একই ভাবে যেসব ধর্ম নিজের মাদকতায় অনুগামীদের মাতাল করতে পারে না সেসব ধর্ম পানীয়ের সাহায্য নেয়। লোকে বলে সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় আদালতে ধর্মগ্রন্থ ছুঁয়ে আর সত্য বলা হয় মদের আড্ডায়। হয়তো ভক্তরা যাতে ঈশ্বরের কাছে হৃদয় উজাড় করে সত্য কথা বলে সেজন্যই এই ব্যবস্থা।
দুবনা, ১৭ ডিসেম্বর ২০২১
No comments:
Post a Comment